Author: admin
-
রামপালে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেফতার।
রামপাল (বাগেরহাট) প্রতিনিধিঃ বাগেরহাটের রামপালে ১৪ বছর বয়সী এক স্কুলছাত্রীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ মামলার প্রধান আসামী রহমত আলী (২০) কে গ্রেফতার করেছে র্যাব।শনিবার (৭ অক্টোবর) দুপুরে র্যাব -৬ এর মিডিয়া সেলের এক প্রেস ব্রিফিংএ এ তথ্য নিশ্চিত করা হয়েছে।আটক রহমত আলী রামপাল উপজেলার গোবিন্দপুর গ্রামের মোঃ মাহবুবুর রহমানের ছেলে।এর আগে গত ২৯ সেপ্টেম্বর (শুক্রবার) সন্ধ্যা ৬টার দিকে রামপাল থানার বড় দূর্গাপুর পুটিমারি গ্রামের স্থানীয় পলাশের ঘেরের টংঘরে ওই সংঘবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটে।রামপাল থানা পুলিশ রাতেই অভিযান চালিয়ে অভিযুক্ত ৩ জনের মধ্যে রাকিব হোসেন সজল (২৪) ও রাসেল শেখ (২৬) নামে দুই যুবককে আটক করে জেল হাজতে পাঠায়।আটক রাসেল শেখ রামপাল উপজেলার পারগোবিন্দপুর গ্রামের ফরহাদ শেখের ছেলে ও রাকিব হোসেন সজল কালেখার গ্রামের আজমল হোসেন এর ছেলে এবং অপর অভিযুক্ত গোবিন্দপুর গ্রামের মোঃ মাহবুবুর রহমানের ছেলে রহমত আলী (২০) এ সময় পলাতক ছিল।র্যাবের মিডিয়া সেল জানান, র্যাব-৬ (সদর কোম্পানি) খুলনার একটি চৌকস আভিযানিক দল গত ৬ অক্টোবর গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার গাজীপুর চৌরাস্তা এলাকায় অভিযান পরিচালনা করে গণধর্ষণ মামলার প্রধান পলাতক আসামি রহমত আলীকে (২০) আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী ধর্ষণের সাথে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে বলেও জানান র্যাব।এ বিষয়ে রামপাল থানা অফিসার ইনচার্জ এস. এম. আশরাফুল আলম জানান, র্যাব-৬ (সদর কোম্পানি) খুলনার একটি চৌকস আভিযানিক দল গত ৬ অক্টোবর বিকেল সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার গাজীপুর চৌরাস্তা এলাকায় অভিযান চালিয়ে সংঘবদ্ধ ধর্ষণ মামলার প্রধান পলাতক আসামী রহমত আলীকে (২০) আটক করে আজ শনিবার (৭ অক্টোবর) রামপাল থানায় হস্থান্তর করে। আমরা আসামি রহমত আলীকে বাগেরহাট বিজ্ঞ আদালতে প্রেরন করেছি। -
বালিয়াডাঙ্গীতে বিনা-১৭ ধান কর্তন।
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে বিনা কর্তৃক উদ্ভাবিত উচ্চ ফলনশীল ও স্বল্প জীবনকালীন আগাম আমন ধানের জাত বিনাধান-১৭ এর নমুনা শস্য কর্তন করা হয়েছে।শনিবার সকালে উপজেলার আমজানখোর ইউনিয়নের হরিণমারী নয়াপাড়া গ্রামে এ শস্য কর্তন কার্যক্রম উদ্বোধন করেন বাংলাদেশ পরমানু কৃষি গবেষণা ইনস্টিটিট (বিনা) রংপুর উপকেন্দ্র কার্যালয়ের উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ও ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. মোহাম্মদ আলী।বাংলাদেশ পরমানু কৃষি গবেষণা ইনস্টিটিউট এর আয়োজনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযাগিতায় শস্য কর্তন কার্যক্রমে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-সহকারী কৃষি কর্মকর্তা সিদ্দিকুর রহমান, মহিদুল ইসলাম, বুরহান উদ্দীন সহ স্থানীয়রা কৃষকরা উপস্থিত ছিলেন।রংপুর বিনা উপকেন্দ্র কার্যালয়ের উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ও ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. মোহাম্মদ আলী বলেন, বিনাধান-১৭ বীজতলা থেকে ধান কেটে ফসল ঘরে তুলতে মাত্র ১০৫-১১০ দিন সময় লাগে। যা অন্যান্য আমন ধানের তুলনায় ১ মাস কম। এ ধান উৎপাদন করলে কৃষকরা খুব সহজেই আমন এবং বোরো ধানের মধ্যবর্তী সময়ে আগাম জাতের আলু ও সরিষার আবাদ করতে পারবে।উপসহকারী কৃষি কর্মকর্তা সিদ্দিকুর রহমান বলেন, চলতি বছর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে বিনাধান-১৭ এর বীজ ও সার কৃষকদের নিকট বিনামূল্যে সরবরাহ করা হয়েছে।কৃষক তসলিম উদ্দীনসহ অন্যান্য চাষীরা বলেন, বিনাধান-১৭ প্রতি বিঘায় ২০-২২ মণ ফলন পাওয়া যায়। অল্প সময় জীবনকাল হওয়ার ফলে আমন কেটে একই জমিতে আলু অথবা সরিষা আবাদের পর বোরো চাষ করা যাবে। এই ধান আবাদ করলে এক কথায় এক জমিতে বছরে ৪টি ফসল উৎপাদন সম্ভব। -
সিরাজদিখানে নিখোঁজের একদিন পর অটোচালকের লাশ উদ্ধার।
মুন্সীগঞ্জের সিরাজদিখানে নিখোঁজের একদিন পর মোঃ নেকবর হোসেন (২২) নামের এক অটো চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ সোমবার সকাল সাড়ে ৮টা দিকে উপজেলার বালুচর ইউনিয়নের খাসকান্দি এলাকার এন আর বি নামক একটি ইট বাটার পাশে লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ লাশটি উদ্ধার করে। নিহত নেকবর উপজেলার বাসাইল ইউনিয়নের চরগুলগুলিয়া গ্রামের মৃত মোহাম্মদ সাজা মিয়ার ছেলে।
বিষয়টি নিশ্চিত করে বালুচর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ ওয়াসিম আহমেদ জানান, রবিবার বিকালে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হয় নেকবর। স্বজনরা রাতে বিভিন্ন স্থানে অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পায়নি। আজ সকালে গ্রামের একটি ইটভাটার কাছে লাশ পাওয়া যায় ।
সিরাজদিখান থানার অফিসার্স ইনচার্জ(ওসি) মো.মুজাহিদুল ইসলাম সুমন জানান, আমরা ধারনা করছি হত্যা করে অটো ছিনতাই করেছে র্দুবৃত্তরা । ঘটনাস্থলে আমাদের পুলিশ আছে ,বিষয়টি আমরা দেখছি ,আইনগত ব্যবস্থা নেওয়ার পক্রিয়া চলছে । -
নাগরপুরে আওয়ালীগ নেতা শেখ শামছুল হক বহিষ্কার।
স্টাফ রিপোর্টার : টাঙ্গাইলের নাগরপুরে উপজেলা আওয়ালীগের এক জরুরি সভায় সাংগঠনিক সম্পাদক শেখ শামছুল হক’কে সাময়িক বহিষ্কার ঘোষণা করেছে উপজেলা আ.লীগ সাধারণ সম্পাদক মো.কুদরত আলী।মঙ্গলবার (৩ অক্টোবর) সকালে উপজেলা আ.লীগ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় সকল ইউনিয়ন আ.লীগ সভাপতি-সম্পাদক সহ মোট ৪৯ জন উপজেলা আ.লীগ নেতৃবৃন্দের উপস্থিতিতে এই বহিষ্কার ঘোষণা কন্ঠ ভোটে সমর্থন করা হয়। এতে পরবর্তীতে জেলা ও কেন্দ্রীয় আ.লীগ বরাবর বহিষ্কার অনুরোধের লিখিত অনুলিপি প্রেরণ করা হবে বলে জানানো হয়।নাগরপুর উপজেলা আ.লীগ সাধারণ সম্পাদক মো. কুদরত আলী সভায় তার বক্তব্যে বলেন, গত ২৯ সেপ্টেম্বর সদর ইউনিয়ন আ.লীগের আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র জন্মদিন পালন অনুষ্ঠানে উপজেলা আ.লীগের প্রস্তাবিত সাংগঠনিক সম্পাদক শেখ শামছুল হক উপজেলা আ.লীগ সভাপতি-সম্পাদক’কে মানেন না এবং অবাঞ্ছিত ঘোষণা করে, যা আ.লীগ গঠনতন্ত্র পরিপন্থী বক্তব্য। এই ধৃষ্টতাপূর্ণ বক্তব্যের জন্য গঠনতন্ত্র ৪৭ ধারা অনুযায়ী আমরা উপজেলা আ.লীগ শেখ শামসুল হক’কে সাময়িক বহিষ্কার ঘোষণা করছি এবং স্থায়ী বহিষ্কারের জন্য লিখিত অনুলিপি অচিরেই জেলা ও কেন্দ্রীয় আ.লীগ বরাবর প্রদান করা হবে।উক্ত সভায় উপস্থিত ছিলেন, নাগরপুর উপজেলা আ.লীগ সহ সভাপতি বাবু গোপাল চন্দ্র সাহা, সম্মানিত সদস্য বীর মুক্তিযোদ্ধা লক্ষীকান্ত সাহা, সহ সভাপতি আজাহার উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ নাজমুল হক তপন, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক বি এম এম জহিরুল আমিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক খালিদ হোসেন, কোষাধ্যক্ষ দিলীপ কুমার সাহা, শিক্ষা ও মানব কল্যাণ সম্পাদক মোঃ আব্দুর রাজ্জাক, মহিলা বিষয়ক সম্পাদক রওশনআরা বেগম, সম্মানিত সদস্য আওলাদ হোসেন লিটন, মো. হাবিবুর রহমান হাবিব, মোকনা ইউপি চেয়ারম্যান মোঃ শরিফুল ইসলাম, মামুদনগর ইউপি চেয়ারম্যান মো. জজ কামাল সহ ইউনিয়ন ও ওয়ার্ড আ. লীগ অঙ্গ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মী বৃন্দরা। -
রাজশাহীতে চলছে দুর্গোৎসবের প্রস্তুতি।
বাঘা(রাজশাহী)প্রতিনিধি:
আগামী ১৪ অক্টোবর মহালয়ার পর প্রতিপদ তিথি থেকে শুরু হবে দেবী-বন্দনা। এদিন পিতৃপক্ষের অবসান হয়ে, মাতৃপক্ষের সূচনা হবে। মূূলত মহালয়া এলেই সবাই পুরোপুরি নিশ্চিত হয়ে যান, এখন থেকে দুর্গাপূজার ক্ষণ গোনা শুরু। শারদীয় দুর্গোৎসব সামনে রেখে রাজশাহীতে চলছে প্রস্তুতি। প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন শিল্পীরা। তাদের সুনিপুণ ছোঁয়ায় প্রাণবন্ত হয়ে উঠছে প্রতিমাগুলো। এখন বাকি রং তুলির আঁচড়। বর্ণিল আয়োজনে ও শান্তি পূর্ণভাবে পূজা উদযাপনে প্রস্তুতি নিচ্ছেন আয়োজকরাও। পাশাপাশি দুর্গোৎসবকে নির্বিঘ্ন করতে কাজ করছে স্থানীয় প্রশাসন।তাইতো এখন ব্যস্ততা বেড়েছে প্রতিমা কারিগরদের। ফুরসৎ নেই দম ফেলার! এরই মধ্যেই নগরীর মন্ডুপে মন্ডুপে চলছে প্রতিমা তৈরির কাজ। প্রতিমালয়ে ব্যস্ত সময় পার করছেন স্থানীয় কারিগররা। সময়ের ব্যবধানে শিল্পীদের নিপুন হাতের ছোঁয়ায় পূর্ণ রূপ পাচ্ছে দেবীদুর্গার দৃষ্টিনন্দন সব প্রতিমা। প্রতিবারের ন্যয় এবারও রাজশাহী শহরে উৎসবমূখর পরিবেশে শারদীয় দুর্গোৎসব উদযাপিত হবে বলে জানিয়েছেন আয়োজকরা।
বাংলা পঞ্জিকা মতে, গত দুই বছর অক্টোবর মাসের শুরুর দিকে দুর্গাপূজা অনুষ্ঠিত হলেও এবারে রয়েছে ভিন্নতা। এবার শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে অক্টোবর মাসের শেষের দিকে। ১৪ অক্টোবর শনিবার পালিত হবে মহালয়া। শারদীয়া নবরাত্রি যারা পালন করেন; তাদের সেদিন থেকেই পূজা শুরু। পরে আগামী ২০ অক্টোবর শুক্রবার পালিত হবে মহাষষ্ঠী। ২১ অক্টোবর শনিবার পালিত হবে মহাসপ্তমী। ২২ অক্টোবর রোববার পালিত হবে মহাঅষ্টমী। আর মহানবমী পালিত হবে ২৩ অক্টোবর সোমবার। পরেরদিন ২৪ অক্টোবর মঙ্গলবার বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে শেষ হবে এবারের শারদীয় দুর্গোৎসব।
এদিকে দুর্গোৎসবের প্রধান আনুষ্ঠানিকতা আরম্ভ হতে এখনো ১১ দিন বাকী থাকলেও ইতোমধ্যেই শুরু হয়ে গেছে নান প্রস্তুতি। ফলে শহরের বিভিন্ন এলাকার মন্দির-মন্ডুপে চলছে প্রতিমা গড়ার কাজ। এতে দারুণ ব্যস্ত শহরের প্রতিমা কারিগররা। কাদা-মাটি, খড়-কাঠ দিয়ে পুরোদমে চলছে প্রতিমা তৈরির কাজ।
শহরের আলুপট্টি এলাকার প্রতিমা কারিগর কার্তিক চন্দ্র পাল বলেন, এখন থেকে প্র্রায় দুই থেকে তিন মাস আগে থেকে চলছে প্র্রতিমা তৈরির কাজ। প্রায় ২০ থেকে ২৫টি প্রতিমা তৈরির কাজ পেয়েছেন তিনি। প্রতিমায় মাটির বিভিন্ন কাজ এখন শেষের পথে। এখন চলছে মাটির সর্বশেষ পর্যায়ের কাজ। আর কয়দিন পরে প্রতিমার গায়ে পড়বে রঙ-তুলির আঁচড়। পরে স্ব-স্ব মন্ডুপগুলোতে প্রতিমা পোঁছে দেয়া হবে।
রাজশাহী জেলা প্রশাসক কার্যালয়ের তথ্যমতে, এবার জেলায় ৩৮৯টি ও মহানগরীতে ৭৯টি মন্ডুপে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হবে। দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপন করার লক্ষ্যে জেলা ও উপজেলা পর্যায়ের সব মন্ডুপের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে। আশা করা যাচ্ছে, এবার কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠু ও শান্তিপূর্ণ এবং আনন্দঘন পরিবেশে পূজা উদযাপিত হবে। এজন্য দেয়া হয়েছে প্রায় ২৬টি নির্দেশনা। সবাইকে এই নির্দেশনাগুলো কঠোরভাবে মেনে চলতে হবে।
পুলিশের কমিশনার বিপ্লব বিজয় তালুকদার বলেন, দুর্গাপূজার নিরাপত্তা নিয়ে পুলিশের পাশাপাশি আনসারসহ র্যাব সদস্যরাও থাকবেন। কয়েক দিনের মধ্যে আমরা স্থানীয় পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করবো। তাদের সঙ্গে আলাপ-আলোচনার ভিত্তিতে যেখানে-যেখানে প্রয়োজন বা নিরাপত্তার যে বিষয় থাকবে- তা পর্যালোচনা করে দেখা হবে। আমাদের কাছে যেসব তথ্য-উপাত্ত আছে সেসব তাদের অবগত করা হবে এবং তাদের কাছে যে সকল তথ্য আছে সেগুলো আমাদেরকে জানাবেন। এভাবেই মূলত সমন্বিতভাবে উৎসবমুখর পরিবেশেই রাজশাহী মহানগরীতে শারদীয় দুর্গোৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন হবে বলে আশা করি।
রাজশাহী মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি আইনজীবী শরৎ চন্দ্র সরকার বলেন, আমাদের পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে শহরজুড়ে মনিটরিং সেল গঠন করা হবে। মূলত নগরীর ধর্মসভা মন্দির থেকে পুরো শহরের পূজা মন্ডুপগুলোতে তদারকি ও মনিটরিং করা হবে। যদিও আমাদের রাজশাহীর সাম্প্রদায়িক সম্প্রীতির শহর। এখানে ঝুঁকিপূর্ণ কোন ঘটনার সম্ভাবনা তেমন নেই। তবুও আমাদের পক্ষ থেকে উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গোৎসব সম্পন্ন করার জন্য যা-যা পদক্ষেপ নেয়া প্রয়োজন, আমরা তা গ্রহণ করব।
-
রামপালে তারচুরি মামলার পলাতক আসামি গ্রেফতার।
রামপাল(বাগেরহাট)প্রতিনিধিঃ বাগেরহাটের রামপালে (বাংলাদেশ-ইন্ডিয়া) ফ্রেন্ডশিপ কোম্পানি পাওয়ার প্লান্টের তামার তার চুরি মামলার পলাতক পাঁচ আসামিকে আটক করেছে রামপাল থানা পুলিশ।আটককৃতরা হলেন- রামপাল উপজেলার কালেখারবেড় গ্রামের অহিদ শেখের ছেলে পলাশ শেখ(৪১), বড় দূর্গাপুর এলাকার কুদ্দুস খানের ছেলে মোঃ সোহাগ খান(৩৬), ছায়রাবাদ গ্রামের মৃত বাবর আলী হাওলাদারের ছেলে জাকির হাওলাদার(৩২), শরিয়তপুর জেলার জাজিরা উপজেলার মৃত বাদশা মোড়লের ছেলে মোঃ আব্দুল লতিফ(৫৫) ও পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার মৃত হোসেন আলী ব্যাপারীর ছেলে সেন্টু ব্যাপারী(৪৫)।বৃহস্পতিবার(৫ অক্টোবর) রাতে থানা পুলিশের একটি চৌকস দল অভিযান চালিয়ে উপজেলার বিভিন্ন জায়গা থেকে আসামিদের আটক করে।এ বিষয়ে রামপাল থানার অফিসার ইনচার্জ এস এম আশরাফুল আলমের কাছে জানতে চাইলে তিনি সাংবাদিকদের জানান যে, গতরাতে অভিযান চালিয়ে রামপাল তাপবিদ্যুৎ প্রকল্পের তামার তার চুরি মামলার পলাতক পাঁচ আসামিকে আটক করা হয়েছে। আজ( ৬ অক্টোবর) আসামিদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।তিনি আরও বলেন, এ জাতীয় রাষ্ট্রীয় সম্পদ চুরির সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। -
সিরাজগঞ্জে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার।
সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জে গোয়েন্দা(ডিবি) পুলিশের মাদক বিরোধী অভিযানে ৬০কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। শুক্রবার বিকেলে পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক রওশন আলী এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলেন কুড়িগ্রাম জেলার কাচিচর স্কুলপাড়া গ্রামের মৃত ছোমেদ আলীর ছেলে বিপ্লব হোসেন(২৭) ও একই জেলার রাজারহাট থানার মৃত সফর উদ্দিনের ছেলে হারুন অর রশিদ (৩৪)।
ডিবি পুলিশের ওই কর্মকর্তা জানান,সিরাজগঞ্জ পৌরশহরের বাজার ষ্টেশন সম্পা হোটেলের সামনে মাদক বিরোধী অভিযান ও চেকপোস্ট বসানো হয়। ভোর চারটার দিকে গাঁজাবহনকারী পিকআপটি থামানো হলে গ্রেফতারকৃত দুজনের আচরনের সন্দেহ হয়।
এ সময় নীল রংয়ের পিকআপ গাড়ী তল্লাশীকালে ব্যাক বডিতে বিশেষ কায়দায় রাখা অবস্থায় উদ্ধার করা হয়। পরে দুজনকে আটক এবং পিকআপটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।
-
ফ্রিল্যান্স উদ্যোক্তা হিসেবে অ্যাওয়ার্ড পেলেন ঠাকুরগাঁওয়ের আজাদ।
কৃষি ইন্সটিটিউট অব বাংলাদেশের কনভেনশন হলে ইয়োথ গ্লোবাল ফাউন্ডেশন আয়োজিত রাইজিং ইয়োথ অ্যাওয়ার্ড প্রদান ২৯ জুলাই অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ ফ্রিল্যান্সার ডেভেলপমেন্ট সোসাইটির ঠাকুরগাঁও জেলার সিনিয়র সহ-সভাপতি ও রাইজিং স্টার একাডেমীর প্রতিষ্ঠাতা এবং মেন্টর,পৃথিবীর বিভিন্ন দেশে ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট, ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক্স ডিজাইন, সার্ভিস প্রদানের জন্য রয়েছে তার রাইজিং স্টার আইটি নামক আরো একটি প্রতিষ্ঠান,ফ্রিল্যান্স উদ্যোক্তা হিসেবে ইয়োথ অ্যাওয়ার্ড ২০২৩ অর্জন করেছেন।
তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড.মোহাম্মাদ হাছান মাহমুদ এমপির হাত থেকে এ সম্মাননা পদক গ্রহণ করেন তিনি।
অ্যাওয়ার্ড পেয়ে আজাদ বলেন, আমি খুবই আনন্দিত। এ অর্জন ঠাকুরগাঁওয়ের সকল ফ্রিল্যান্সারদের। আমি দেশের সকল ফ্রিল্যান্সারকে এ সম্মাননা উৎসর্গ করলাম। সব সময় ফ্রিল্যান্সারদের পাশে আছি এবং আগ্রহীদের উৎসাহ ও গাইডলাইন দিয়ে যাচ্ছি। আমরা আইটি প্রফেশনাল ও ফ্রিল্যান্সাররা যারা আছি অবশ্যই স্মার্ট বাংলাদেশ বিনির্মানে ভূমিকা রাখব।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ডাক এবং টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এমপি, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু এমপির সহধর্মিণী ইয়ূথ গ্লোবাল ফাউন্ডেশনের চেয়ারম্যান সীমা হামিদ, হাইটেক পার্কের ব্যাবস্থাপন পরিচালক বিকর্ণ কুমার ঘোষ, বাপেক্সের পরিচালক সুফী ফারুক, ইয়ূথ ক্যারিয়ার ইনস্টিটিউটের সভাপতি আরেফিন দিপু ও সাধারণ সম্পাদক অন্তু করিম প্রমুখ।
-
কলমগঞ্জে গুডনেইবারসের ফ্রি মেডিকেল ক্যাম্পেইন ও দরিদ্র শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ বিতরণ।
মৌলভীবাজারের কমলগঞ্জে আদমপুর ইউনিয়নে অসহায় ও দরিদ্র’দের মাঝে নগদ অর্থ সহায়তা’সহ চর্মরোগের উপর বিশেষ মেডিকেল ক্যাম্পেইন করেছে গুডনেইবারস বাংলাদেশ সি ডি পি কমলগঞ্জ ।
রোববার (৩০জুলাই) সকাল ১০ ঘটিকায় গুডনেইবারস বাংলাদেশ সি ডি পি আদমপুর কার্যালয়ের হল’রুমে এ সেবামূলক কর্মসূচি’টি অনুষ্ঠিত।
এই অনুষ্ঠানে সি ডি পি প্রকল্প কর্মকর্তা মি:বিপুল রেমা সভাপতিত্বে অতিথি হয়ে উপস্থিত ছিলেন ডা: তবিবুল ইসলাম , ডা: শ্রীনিবাস দেবনাথ,আদমপুর ইউনিয়নের মহিলা মেম্বার গুলনাহার বেগম, গুডনেইবারস সি ডি পি প্রোগ্রাম অফিসার সমিরন বিশ্বাস প্রমুখ সহ উপস্থিত ছিলেন বিভিন্ন শ্রেণীর ছাত্র-ছাত্রী ও উপকারভোগীবৃন্দ।
এই সেবামূলক অনুষ্ঠানে আদমপুর ইউনিয়নের বিভিন্ন মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান থেকে এস এস সি পাস করা ছাত্র-ছাত্রীদের মাঝে ৫০ জন’কে ৫০ হাজার টাকা শিক্ষা সহায়তা’র জন্য নগদ অর্থ দেওয়া হয় ও প্রায় ১শত জন রোগীকে বিনামূল্য চিকিৎসা দেওয়া হয়।
নামপ্রকাশে অনিচ্ছুক উপকার’ভোগী একজন ছাত্রী বলেন “গুডনেইবারস বাংলাদেশ” সেবামূলক একটি প্রতিষ্ঠান শিক্ষা উপকরণসহ বিভিন্ন রকমের সহায়তা দিয়ে থাকেন।আমি একজন বর্গাচাষী কৃষকের মেয়ে, আজকে নগদ অর্থ সহায়তা পেয়ে আমার কলেজ ভর্তি জন্য কাজে লাগবে।