Author: admin

  • টাঙ্গন নদীর ধারের কাশফুলের সাদা শুভ্রতায় ছুটছেন সবাই।

    টাঙ্গন নদীর ধারের কাশফুলের সাদা শুভ্রতায় ছুটছেন সবাই।

    ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা ইউনিয়েনের শইফতপাড়া ব্রীজের নিচ দিবে বয়ে যাওয়া টাঙ্গন নদীর ধারের প্রকৃতি সেজেছে যেন এক নৈসর্গিক সাজে। এখানে একদিকে নদীর কলতান অন্যদিকে কাঁশফুলের সৌন্দর্য নজর কাড়ছে সবার।
    শরতকে বলা হয় নৈসর্গিক সৌন্দর্যের অনন্য ‍ঋতু। আর এই শরতে প্রাকৃতিক ভাবে জন্মে উঠা লম্বাটে সবুজ গড়নের কাঁশবনের গাছের ডগায় ফুটন্ত কাঁশফুল নজর কাড়ে যে কারো’র। তেমনি এই নদীর ধারের সাদা কাঁশফুলের শুভ্রতা ও নদীর কলতানে বিমুগ্ধ হচ্ছেন প্রকৃতিপ্রেমিরা। এতে এর সৌন্দর্য উপভোগ করতে দূর দূরান্ত থেকে ছুটে আসছেন অনেকে।
    চলতি বছরের গত সোমবার (০৯ অক্টোবর) বিকেলে দেখা যায়, স্থানীয় বামন শ্মশান ঘাটের পাশেই ছোট এই নদীর ধারে জন্মানো সাদা কাঁশফুলের কোমল শুভ্রতা ছড়াচ্ছে প্রকৃতিতে। আর আকাশের সাদা মেঘের সঙ্গে বাতাসে দোল খাওয়া কাঁশফুল ও নদীর স্নিগ্ধ-শান্ত রূপ আকৃষ্ট করছে ছোট বড় সকলকে।
    তাই প্রভাতের স্নিগ্ধ আলো আর গোধূলি লগ্ন অর্থাৎ সন্ধ্যার আগ মহূর্ত পর্যন্ত মানুষের পদচারণায় মুখরিত থাকচ্ছে এই কাঁশবনটি। এখানে এসে অনেকে ব্যস্ত থাকছেন ডিএসএলআর ক্যামেরা ও মোবাইলে ছবি তোলা নিয়ে। কেউ যেন ছবি তোলার লোভ সামলাতে পারছেন না।
    ঠাকুরগাঁও রোড বাজারের ব্যবসায়ী মো. আব্দুর রহিম বলেন, ‘ব্যবসায় প্রতিষ্ঠানে বস্ততার জন্য খুব ক্নান্ত লাগছিল ও মনটাও খারাপ ছিল। আমার ছোট ভাইয়ের কাছে শুনে এখানে একটু ঘুরতে আসলাম। এসে দেখি এখানে অনেক মানুষ ভীর করছে। নদীর ধারে এই কাঁশফুলে ঘুরে আমার মনটা ভরে গেল ও প্রকৃতির এমন রূপ দেখে খুব প্রশান্তি অনুভব করছি। যদিও আমার মনটা খারাপ ছিল এখানে এসে ভালো হয়ে গেল।’
    সদর উপজেলার রুহিয়া থানা এলাকার সেনিহাড়ি থেকে পরিবার পরিজন নিয়ে দেখতে এসেছেন মো. শাহীন আলম। তিনি বলেন ‘মানুষের কাছে শুনে এখানে এসে দূরে নদীর ব্রীজের উপর থেকে দেখি সূর্যের আলো যখন কাঁশফুলের উপরে পরে তখন দেখতে আরও অন্যরকম সুন্দর দেখায়। আর কাছে এসে আরও আমরা বিমুগ্ধ হই। আসলে এখানে নিজে না আসলে অনুভূতিটা কেউ বুঝতে পারবে না।’
    ফারাবাড়ি বাজার এলাকার স্থানীয় লিঙ্কন নামে এক যুবক বলেন, ‘মূলত এখানে প্রকৃতি দর্শন ও ছবি তোলার জন্য আসা। এখানে অনেক মানুষ দেখতে আসতেছে ভালো কিন্তু অনেকে কাঁশফুলের সৌন্দর্য নষ্ট করছে । ফুল গুলো ছিড়ে ও ভাঙ্গে নিয়ে যাচ্ছে। এভাবে এটির সৌন্দর্য নষ্ট হচ্ছে। কেউ যদি এমনটা না করে তাহলে এর সৌন্দর্য ভালো থাকবে।
    অনিক চন্দ্র বর্মন নামে স্থানীয় এক যুবক বলেন, ‘এটি আমাদের ফারাবাড়ি বাজারের বামন শ্মশান ঘাটের পাশে অবস্থিত। এই কাশফুলটির কিছু দূরে আরেকটি  কাঁশফুল হয়েছিল সেটি সামাজি যোগাযোগ মাধ্যমে (ফেসবুকে) ভাইরাল হয়েছিল। কিন্তু বৃষ্টির কারণে নদীর পাড়ি বেড়ে যাওয়ায় সেটি নষ্ট হয়ে যায়। পরবর্তীতে কয়েদিনের মধ্য দেখি এখানেও কাশফুলে ভরপুর হয়ে সৌন্দর্যের লীলাভূমিতে পরিণত হয়েছে। তাই অনেক দূরদূরান্ত থেকে এখানে মানুষ ছুটে আসছেন। আগে আমাদের এই দিকে আগে এমন কাঁশফুল হতো না ও দেখা যেত না। এবার নদী খননের ফলে নদীর ধারে বালি গুলো ফেলায় এখানে অনেক কাঁশবন জন্মায়।’
    তিনি দর্শনার্থীদের অনুরোধ করে আরও বলেন, ‘আমি অনুরোধ করছি যারা এখানে দেখতে ও ঘুরতে আসতেছেন আপনারা এই ফুলগুলো না ছিড়ে প্রকৃতির এই অপরূপ সৌন্দর্যকে রক্ষা করুন।’
    সদর উপজেলার আকচা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুব্রত কুমার বর্মন বলেন, ‘এটি সরকারি জায়গা হয়েছে। ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে আমরা এটিকে রক্ষার চেষ্টা করবো। কাশবনটি যাতে নষ্ট না হয় বা কেউ কেটে নিয়ে যেতে না পরে।’
  • রাণীশংকৈলে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

    রাণীশংকৈলে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।

    ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা সোমবার সকালে উপজেলা হলরুমে অনুষ্ঠিত হয়। সভায় মাদকদ্রব্য বিক্রয় ও সেবন, মিষ্টির দোকানে ওজনে কম দেয়া, ফলমূলে ফরমালিন ব্যবহার, মোবাইলে জুয়া খেলা, নেকমরদ বাজারের হাইওয়ে রাস্তা দখল করে অবৈধ গাড়ি পার্কিং, পৌরসভার ফুটপাত দখল, নোটিশ বিহীন গাড়ীর কাগজপত্র চেকিং ও জরিমানা, প্রেট্রোল পাম্পে তৈল ওজনে কম দেয়া এবং যততত্র গ্যাস সিলিন্ডার বিক্রি করা, সন্ত্রাস,বাল্য বিবাহ, যৌতুক, ইভটিজিং ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
    আইনশৃঙ্খলা কমিটির সভাপতি ইউএনও শাহরিয়ার রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান  শাহরিয়ার আজম মুন্না।
    এসময় উপস্থিত থেকে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান সোহেল রানা, মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুস সামাদ চৌধুরী, ওসি গুলফামুল ইসলাম মন্ডল, সমাজসেবা কর্মকর্তা আব্দুর রহিম, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, ৬ ইউনিয়নের চেয়ারম্যান, ধর্মগড় বিওপি কমান্ডার জহিরুল ইসলাম, কোচল বিওপি কমান্ডার আবুল কালাম আজাদ, আনসার ভিডিপির কর্মকর্তা আবুল কাশেম, ফায়ার সার্ভিস স্টেশন অফিসার নাসিম ইকবাল প্রমুখ।
    সভার শুরুতে বক্তারা উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ আসন্ন দুর্গাপূজার সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ ও মাদক প্রতিরোধসহ বিভিন্ন বিষয়ের উপর দিক নির্দেশনামূলক বক্তব্য দেন।
    এসময় সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী,প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
  • রামপালে নোংরা পরিবেশে খাবার তৈরির অপরাধে,৫ প্রতিষ্ঠানকে অর্থদন্ড।

    রামপালে নোংরা পরিবেশে খাবার তৈরির অপরাধে,৫ প্রতিষ্ঠানকে অর্থদন্ড।

    বাগেরহাটের রামপালে  নোংরা পরিবেশে খাবার তৈরি ও (বিএসটিআই) এর লাইসেন্স ছাড়া খাবার পানি প্রক্রিয়াজাত করার অপরাধে পাঁচটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে অর্থদন্ড করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। 
     
    সোমবার (৯ অক্টোবর) সকালে রামপাল উপজেলার ফয়লা ও ভাগা বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বাগেরহাটের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এসব প্রতিষ্ঠানকে মোট ২৮ হাজার টাকা অর্থদন্ড প্রদান  করেন।
     
     
    এসময় দন্ডের অর্থ তাৎক্ষনিকভাবে অভিযুক্ত প্রতিষ্ঠানগুলো স্বেচ্ছায় পরিশোধ করেছেন। অভিযুক্ত প্রতিষ্ঠানসমূহ পুনরায় এই ধরনের অনিয়ম করা থেকে বিরত থাকবেন বলে অঙ্গীকার করেছেন।
     
     
    জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বাগেরহাটের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান বলেন, অভিযান পরিচালনাকালে নোংরা পরিবেশে খাবার দ্রব্য তৈরি এবং বিএসটিআইয়ের লাইসেন্স ছাড়া খাবার পানি প্রক্রিয়ার অপরাধে ৫টি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর  ৪৩ ধারায়  প্রশাসনিক ব্যবস্থা হিসেবে মোট ২৮,০০০ টাকা অর্থদন্ড প্রদান  করা হয়েছে। 
     
     
    তিনি বলেন, অভিযান পরিচালনাকালে সকল ব্যবসায়ীদের দৃশ্যমান স্থানে পণ্যের মূল্য তালিকা টাঙানো, ন্যায্য মূল্যে পণ্য বিক্রি করা, ক্রয় ভাউচার সংরক্ষণ করা, নকল ও ভেজাল পণ্য/ঔষধ বিক্রয় থেকে বিরত থাকা এবং অবৈধ মজুদদারী করা থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়। অভিযানে নিরাপদ খাদ্য পরিদর্শক এবং আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি টিম সার্বিক সহায়তা প্রদান করেন। জনস্বার্থে এ ধরনের অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে।
  • রাণীশংকৈলে মাল্টা ও কমলা চাষের দিকে ঝুঁকছেন চাষিরা।।

    রাণীশংকৈলে মাল্টা ও কমলা চাষের দিকে ঝুঁকছেন চাষিরা।।

    প্রতিটি গাছে থোকায় থোকায় দুলছে মালটা, কমলা, বাদামি লেবু এ যেন এক মনোমুগ্ধকর দৃশ্য। দেখলেই যেন চোখ জুড়িয়ে যায়। দেশের বিভিন্ন জায়গা থেকে মানুষ মাল্টা বাগান দেখতে আসছেন। এমনই দৃশ্য দেখা গেছে উত্তরের জনপদ ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার।
    কৃষক আমিরুল ইসলাম এক একর জমিতে ধানসহ বিভিন্ন ফসলাদি চাষাবাদ করতেন। কিন্তু হঠাৎ করেই তিনি অন্যান্য ফসল বাদ দিয়ে মাল্টা বাগানের জন্য গাছ রোপন করেন। হঠাৎ মাল্টা গাছ রোপনের কারণে গ্রামের লোকজন তাকে বিভিন্নভাবে কুটুক্তি করেন। বিভিন্ন ব্যাঁঙ্গ করে কথাবার্তাও বলেছেন।
    কৃষক আমিরুল ইসলামের বাড়ী উপজেলার হোসেনগাঁও ইউনিয়নের ক্ষুদ্র বাশঁবাড়ী গ্রামে। তিনি ওই গ্রামেই তার নিজস্ব জমিতে প্রায় ২৭০টি মাল্টা গাছ রোপন করেছেন। আমিরুল ইসলাম জানান, গেল বছর থেকে ফলন আসা শুরু করেছে সে বছর লাখ টাকার মাল্টা বিক্রি করেছেন। এবারে ফলন প্রায় ১শ ৫০ মণ হতে পারে যা বাজারে প্রায় তিন লাখ টাকায় বিক্রি করা যাবে বলে আশা করছেন।
    তিনি এ প্রতিবেদককে তার বাস্তব অভিজ্ঞতার আলোকে বলেন, মাল্টা চাষবাদের শুরুটা বেশ কষ্টের ছিল। গাছ হবে মাল্টা হবে না,পরিশ্রম হবে, সফলতা পাবে না। আমিরুল পাগল হয়ে গেছে, এই মাটিতে মাল্টা হয় নাকি,সে এক সময় পোস্তাবে ইত্যাদি কথা শুনতে হয়েছে তাকে।
    আমিরুল ইসলাম বলেন, যখন মাল্টা ফলন দেওয়া শুরু হলো তখন লোকে বলে মাল্টা মিষ্টি হবে না। এমন অনেক কুটু কথা উপেক্ষা করে তিনি এখন গ্রামে সফল মাল্টা চাষী হিসাবে পরিচিত লাভ করেছেন। সবাই তাকে মাল্টা আমিরুল বলে সম্বোধন করছেন।
    আমিরুল ইসলাম জানান, রাণীশংকৈল উপজেলার সাবেক কৃষি কর্মকর্তা সঞ্জয় দেবনাথ ও তার উপ-সহকারী কৃষি কর্মকর্তা আনোয়ার হোসেনের উৎসাহ উদ্দীপনায় তিনি এ বাগান শুরু করেছিলেন। মাল্টার সব গাছ কৃষি অফিস থেকেই তাকে দেওয়া হয়েছিল বলে তিনি জানিয়েছেন।
    আরেক কৃষক রাণীশংকৈল পৌর শহরের ভান্ডারা এলাকার জাহাঙ্গীর আলম। তিনি বলেন, মাল্টা চাষের শুরুটা অনেক কুটুক্তি আর অসহ্যের ছিল। শুধু কুটুক্তির শিকার তিনি হননি। তার পরিবাররের লোকজনকেও স্থানীয়রা বিভিন্নভাবে ব্যাঙ্গঁ ও তুচ্ছ তাচ্ছিল্ল করে কথা বলেছেন। বর্তমানে তাদের মাল্টা বাগান ঘিরে স্থানীয়রা বেশ আগ্রহ প্রকাশ করেছেন। তাছাড়া বিভিন্ন এলাকার দর্শনার্থীরাও মাল্টা বাগান পরির্দশন করছেন।
    মাল্টা চাষী জাহাঙ্গীর আলম বলেন, রাণীশংকৈল উপজেলার সাবেক কৃষি কর্মকর্তা (পদোন্নতি জনিত বদলি) সঞ্জয় দেবনাথের ব্যাপক উৎসাহ আর সহযোগিতায় তিনি এক একর জমিতে ৩৭০টি মাল্টা গাছ ৫ বছর আগে রোপন করেছেন। বর্তমানে ব্যাপক মাল্টা ফলন ধরেছে ২৬০০ টাকা মণে এ যাবত ১০০ মণ মাল্টা বিক্রি করেছেন। তিনি আশা করছেন এবারে প্রায় ৭ লাখ টাকার মাল্টা বিক্রি করবেন।
    কৃষক আমিরুল ইসলাম ও জাহাঙ্গীর আলম বলেন, মাল্টা চাষে তেমন ব্যায় নেই। নিয়মিত পরিচর্য্যা ও সময় মত বিভিন্ন রোগ দমনে কীটনাশক স্প্রে করলেই মাল্টা আবাদ করা যায়। রাণীশংকৈল উপজেলায় আমিরুল ইসলাম ও জাহাঙ্গীর আলমের মত অনেক কৃষক এখন মাল্টা চাষী হিসাবে পরিচিত লাভ করেছে।
    এদিকে রাণীশংকৈলের উৎপাদিত মাল্টা রাজধানী ঢাকাসহ আশপাশের অঞ্চলেও যাচ্ছে। এছাড়াও উপজেলার বিভিন্ন বাজারে ৬০ থেকে ৭০ টাকা কেজি দরে  বিক্রি করছে খুচরা বিক্রেতারা। খোলা বাজারের নিত্য পণ্যের মতই চটি বিছিয়ে মাল্টা বিক্রি হচ্ছে রাণীশংকৈল উপজেলার বিভিন্ন বাজারের অলিগলিতে।
    রাণীশংকৈল উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সুত্রে জানা যায়, এ উপজেলায় মোট ২৮ হেক্টর ৬ একর জমিতে ৪২০জন কৃষক মাল্টা চাষাবাদ করছেন। কৃষি অফিসের তথ্যমতে, এবারে রাণীশংকৈল উপজেলায় মোট ৫শ১৩ মেট্রিক টন মাল্টা উৎপাদন হয়েছে। যার বর্তমান বাজার মুল্য প্রায় দেড় কোটি টাকার মত।
    মাল্টা চাষে উৎসাহ প্রদানকারী তৎকালীন উপজেলা কৃষি কর্মকর্তা,বর্তমানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রোগ্রাম অন এগ্রিকালচার এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশীপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ(পার্টনার) শীর্ষক প্রকল্পের দিনাজপুর অঞ্চলের সিনিয়র মনিটরিং কর্মকর্তা সঞ্জয় দেবনাথ বলেন, অনেক স্বপ্ন নিয়ে কৃষকদের মাল্টা চাষে উদ্ভুদ্ধ করেছিলাম। মাল্টা চাষাবাদের জন্য কৃষকদের অনেক বুঝাতে হয়েছে। অনেকে একান্তই আমার উপর বিশ্বাস করে মাল্টা চাষাবাদ শুরু করে, যখন সফল হয়েছে। তখন অনেকেই মাল্টা চাষের আগ্রহ প্রকাশ করে।ঠিক এভাবেই রাণীশংকৈল উপজেলায় বর্তমানে ৪২০ জন মাল্টা চাষী রয়েছেন। তিনি বলেন, চাকরী জীবনের বড় প্রাপ্তি রাণীশংকৈল উপজেলায় মাল্টা চাষাবাদ করাতে পেরেছি। এখন রাণীশংকৈল মাল্টা চাষে সম্ভবনা দুয়ার উন্মোচন করেছে।
    রাণীশংকৈল উপজেলা কৃষি কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, এবারে ব্যাপক মাল্টার ফলন হয়েছে। আগামীতে এর থেকে আরো বেশি মাল্টা উৎপাদন হবে বলে প্রত্যাশা করছি। তিনি আরো বলেন, মাল্টা চাষীদের সার্বক্ষনিক উপজেলা কৃষি বিভাগ থেকে সব ধরনের পরার্মশ অব্যহত রয়েছে।
  • রামপালে নানা আয়োজনে স্বেচ্ছাসেবক লীগের ২৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন।

    রামপালে নানা আয়োজনে স্বেচ্ছাসেবক লীগের ২৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন।

    রামপাল(বাগেরহাট)প্রতিনিধিঃ বাগেরহাটের রামপালে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 
     
    (২৯ জুলাই) শনিবার বিকাল ৪.০০ টায় উপজেলার উজলকুড় ইউনিয়নে রামপাল ও মোংলা উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের আয়োজনে এ র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 
     
    বাগেরহাট জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক ও ইউপি চেয়ারম্যান শেখ মোঃ মোস্তাফিজুর রহমান সোহেল(ভিপি সোহেল’র) সভাপতিত্বে ও রামপাল উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক  এ্যাড. চয়ন মন্ডল’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা আ’লীগের  সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান   বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী ইজারাদার।
     
    আলোচনা সভায় বক্তব্য রাখেন রামপাল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আ’লীগের সদস্য আলহাজ্ব শেখ মোঃ আবু সাঈদ, খুলনা জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শেখ মোঃ আবু হানিফ,  মোংলা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. ইকবাল হোসেন, রামপাল উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তরফদার মাহফুজুল হক টুকু, হাওলাদার হাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোঃ হামীম নূরী, ইউপি চেয়ারম্যান মো. নাসির উদ্দীন হাওলাদার,  মুন্সি বোরহান উদ্দিন জেড,  উৎপল কুমার পাল, উদয় সঙ্কর বিশ্বাস, বাগেরহাট জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহবায়ক মো. কাদের সরদার, জেলা পরিষদ সদস্য মো. জলিল সরদার, ইকরাম ইজারাদার, মোংলা উপজেলা শ্রমিক লীগের সভাপতি মো. মিলন শিকারী, রামপাল  উপজেলা যুবলীগের সহ-সভাপতি মো. আবুল কালাম আজাদ, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সরদার বোরহান উদ্দিন, মোংলা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইমরান বিশ্বাস, মোংলা উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. ইয়াছিন আরাফাত, রামপাল উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ সাদী।
     
    এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মল্লিকেরবেড় ইউপি চেয়ারম্যান তালুকদার সাব্বির আহমেদ, গৌরম্ভা ইউপি চেয়ারম্যান মো. রাজিব সরদার, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো. রবিউল ইসলাম(রবি), জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসান রাজু, জেলা যুব মহিলা লীগের সহ-সভাপতি মোসা. আজিজা সুলতানা রিনি, উপজেলা যুব মহিলা লীগের সভানেত্রী মোসা. লিপি বেগম, ফারজানা রূপা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের প্রচার সম্পাদক সরদার আসাদুজ্জামান বাবু, আওয়ামী লীগ নেতা শেখ আনিস, খাঁন সোহাগ আলী, শেখ বাচ্চু, শেখ জর্জিস হোসেন, মোল্লা শাহিন, শেখ ময়না, খাঁন আনিস প্রমুখ।
     
    আলোচনা সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন যে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মানে  বাগেরহাট-৩ (রামপাল-মোংলা) আসনে স্মার্ট প্রার্থীকে মনোনয়ন দেওয়ার অনুরোধ জানান।  তিনি আরও বলেন যে, মাননীয় প্রধানমন্ত্রী যাকে নৌকা প্রতীক দিবেন , সবাই তার পক্ষে একতাবদ্ধ হয়ে কাজ করবেন।
  • রানীশংকৈলে আ.লীগের সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম শুরু।

    রানীশংকৈলে আ.লীগের সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম শুরু।

    ঠাকুরগাঁয়ের রানীশংকৈলে রবিবার সন্ধ্যায় উপজেলা আওয়ামী লীগের সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধন করা হয়  উপজেলা আ.লীগ দলীয় কার্যালয়ে।
    এসময় রাণীশংকৈল আ.লীগ নেতাকর্মীদের সাথে সাংগঠনিক কার্যক্রম বিষয়ক দিকনির্দেশনাসহ আসন্ন দুর্গাপূজায় সচেতনতা সৃষ্টির লক্ষ্যে মতবিনিময় করেন ঠাকুরগাঁও জেলা আ.লীগের সাধারন সম্পাদক দীপক কুমার রায় ও জেলার অন্যান্য নেতৃবৃন্দ।
    রাণীশংকৈল উপজেলা আ.লীগের সভাপতি সইদুল হকের সভাপতিত্বে ছাত্রলীগসহ আ.লীগের  অন্যান্য অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ
    ও বিভিন্ন ইউনিয়নের কয়েক শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
    সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্য নেতাকর্মীদের মধ্যে বক্তব্য রাখেন রাণীশংকৈল উপজেলা আ.লীগের সহ- সভাপতি মুক্তার আলম ও এমএ মমিন,   সাধারণ সম্পাদক তাজউদ্দিন আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক আহমেদ হোসেন বিপ্লব, মামুনুর রশিদ এলবার্ট ও গোলাম সারোয়ার বিপ্লব, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম, ত্রাণ ও সমাজ কল্যাণ  সম্পাদক আব্দুর রশিদ, পৌর আ.লীগের সভাপতি জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক মহাদেব বসাক, সাবেক যুবলীগ সভাপতি আলমগীর সরকার, যুবলীগ সাধারণ সম্পাদক রমজান আলী, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান কৃষক লীগ সভাপতি বাবর আলী, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি  সোহেল রানা সম্পাদক আরথান আলী প্রমূখ।
  • বাঘায়  ১’শ টাকার জন্য  খাকছার আলী হত্যা, ১৯ দিন পর আসামী গ্রেপ্তার।

    বাঘায়  ১’শ টাকার জন্য  খাকছার আলী হত্যা, ১৯ দিন পর আসামী গ্রেপ্তার।

    বাঘা (রাজশাহী) প্রতিনিধিঃ রাজশাহীর বাঘায় দিন-দুপুরে ধারালো হাসুয়া দিয়ে কুপিয়ে বাইসাইকেল মেকানিক (মেরামতকারী) খাকছার আলীকে (৪০) হত্যার ১৯ দিন পর আবির হোসেন নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (৬ অক্টোবর) সন্ধ্যায় তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। আবির হোসেন (২৫) উপজেলার বাউসা ইউনিয়নের দিঘা গ্রামের আসাদুল ইসলামের ছেলে।

    পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (৬ অক্টোবর) সন্ধ্যায় দিঘা গ্রামের আসাদুল ইসলামের ছেলে আবির হোসেন (২৫) নেশার টাকার জন্য তার মাকে নির্যাতন করার এক পর্যায় হাসুয়া নিয়ে খুন করতে যায়। এ সময় বাড়ির লোকজনসহ প্রতিবেশীরা বাধা প্রদান করে। ঠিক এমন সময় ঐ পথ দিয়ে যাচ্ছিল বাঘা থানা পরিদর্শক ( তদন্ত)সবুজ রানা ও উপ-পরিদর্শক নুর আফসার।  এমন খবর পেয়ে ওই বাড়িতে প্রবেশ করে তারা । এরপর সন্দেহমূলক “খাকছারকে’’ কেনো মেরেছিস কেন প্রশ্ন করলে ? আবির জানায়, আমি নেশা করার জন্য ওর কাছে একশ টাকা চেয়ে ছিলাম। সে টাকা না দেওয়ায় আমি তাকে মেরেছি। এরপর হত্যার আলামত ধারালো সেই হাসুয়াসহ তাকে  গ্রেপ্তার করে থানায় আনা হয়।
    এ বিষয়ে বাঘা থানার পরিদর্শক(ওসি) খায়রুল ইসলাম বলেন, বাইসাইকেল  মেকানিক খাকছার আলী হত্যাকারী আবির হোসেনের সম্পর্কে  প্রতিবেশি দাদা। দাদার কাছে মাত্র ১০০ টাকা চাই। এই টাকা দিতে না চাওয়ায় ক্ষোভে ধারালো হাসুয়া দিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায় সে। স্থানীয় লোকজন মুখ না খোলা এবং সিসি ফুটেজ না থাকায় কোনভাবেই খুনিকে শনাক্ত করা সম্ভব হচ্ছিল না। তাৎক্ষণকিভাবে এ হত্যাকান্ডের সাথে জড়িত কাউকে চিহৃত করতে না পারলেও ১৯ দিন পর আসামী চিহিৃত করে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। আবির হোসেন  শনিবার (৭ অক্টোবর) দুপুরে ১৬৪ ধারায় রাজশাহীর আমলী আদালতে নেওয়া হলে দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটের কাছে এ হত্যার কথা শিকার করেছেন। তিনি আরও বলেন, আসামী আরিব হোসেন একজন মাদকাসাক্ত। সে বাড়িতে, প্রতিবেশি ও নিকট আতœীয়দের কাছে মাঝে মধ্যে টাকা চাই। টাকা দিতে না পারলে গালমন্দ করত।
    এ বিষয়ে খাকছার আলীর বড় ভাই কাউসার আলী বলেন, নিহত খাকছার আলী প্রায় ১৫ বছর যাবত দিঘা বাজারে বাইসাইকলে  মেকানিক (মেরামতের) কাজ করে। আমার জানা মতে ছোট ভাইয়ের কোন শত্রæ ছিলনা। ভাইকে এভাবে হত্যা করেছে, আমি তার দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করছি।
    নিহতের স্ত্রী চম্পা বেগম বলেন, আমার এক ছেলে ও তিন মেয়ে রয়েছে। সাইকেল মেরামতের টাকায় চলতো ৫ সদস্যরে সংসার। সংসারে উর্পাজনের একমাত্র মানুষ আমার স্বামীকে হত্যাকারি আবির হোসেনের ফাঁসি দাবি করছি।
    উল্লেখ্য, ১৭ সেপ্টেম্বর দুপুর একটা দিকে বাঘা উপজলোর বাউসা ইউনিয়নের দিঘা বাজারে দিন-দুপুরে এই হত্যা কান্ডের ঘটনা ঘটে। নিহত খাকছার আলী (৪০) বাঘা উপজলোর বাউসা ইউনয়িনরে হিন্দুপাড়া গ্রামরে মৃত আক্কাস আলীর ছেলে।
  • ঠাকুরগাঁও অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নির্বাচন ‘২৮ অক্টোবর’।

    ঠাকুরগাঁও অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নির্বাচন ‘২৮ অক্টোবর’।

    চলতি মাসের ২৮ অক্টোবর ঠাকুরগাঁও অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

    শনিবার বিকেলে ঠাকুরগাঁও শহরের টিএফসি চাইনিজ রেষ্টুরেন্টে কার্যনির্বাহী কমিটির সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।

    ঠাকুরগাঁও অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল আওয়ালের সভাপতিত্বে নির্বাহী কমিটির সভায় বক্তব্য দেন, ঠাকুরগাঁও অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাকিল আহমেদ, সহ-সভাপতি তারেক হোসেন, সাংগঠনিক সম্পাদক জুনাইদ কবির, দপ্তর সম্পাদক জুয়েল ইসলাম শান্ত, অর্থ সম্পাদক নাহিদ রেজা, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আসিফ জামান, ক্রীড়া সম্পাদক সুজন আলী, সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রহিম শুভ, নির্বাহী কমিটির সদস্য রহিম উল আলম খোকন, মাজেদুর রহমান মাজেদ প্রমুখ।

    সভায় নির্বাহী কমিটির সকল সদস্যদের মতামতের ভিত্তিতে চলতি মাসের ২৮ অক্টোবর ঠাকুরগাঁও অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের দ্বি-বার্ষিক নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়।

    নির্বাচন পরিচালনার জন্য তিন সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়। আহ্বায়ক কমিটিতে রয়েছেন বর্তমান কমিটির সহ-সভাপতি তারেক হোসেন, নির্বাহী সদস্য মাজেদুর রহমান মাজেদ ও সাধারণ সদস্য রাশেদুজ্জামান সাজু।

    ঠাকুরগাঁও অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সংগঠনের সভাপতি আব্দুল আওয়াল বলেন, নির্বাহী কমিটির সিদ্ধান্ত মতে নির্বাচন তারিখ নির্ধারণ করা হয়েছে। আশা করি সুন্দর পরিবেশে নির্বাচনের মাধ্যমে নেতৃত্ব নির্বাচিত হবে।

    ঠাকুরগাঁও অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাকিল আহমেদ বলেন, গঠনতান্ত্রিক প্রক্রিয়ায় সংগঠনের নির্বাচন পরিচালিত হয়ে আসছে। এবারও তার ব্যতিক্রম হবে না; গঠনতন্ত্র অনুযায়ী ভোট গ্রহণ হবে। সংগঠনের ভোটাররা তাদের ভোট প্রয়োগের মাধ্যমে নেতৃত্ব নির্বাচিত করবে। যারাই নেতৃত্বে আসুক আশা করি তারা সাংবাদিকদের অধিকার নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে যাবে।

  • ৬৫ বছর বয়সের বৃদ্ধ ৫ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ-৪ মাসের অন্তঃস্বত্তা।

    ৬৫ বছর বয়সের বৃদ্ধ ৫ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ-৪ মাসের অন্তঃস্বত্তা।

    বাঘা(রাজশাহী) প্রতিনিধি:চারমাস আগে ৬৫ বছর বয়সের বৃদ্ধ মোজাহার আলী শিশুর বাড়ির পাশের মাঠে গরুর জন্য ঘাস কাটতে গিয়ে ডেকে নিয়ে ধর্ষণ করেন তাকে । পরে আলট্রাসনোগ্রাফিতে ৪ মাসের অন্তঃস্বত্তার বিষয়টি ধরা পড়ে।  এ ঘটনায় শিশুটির বাবা বাদি হয়ে মোজাহার আলীর বিরুদ্ধে থানায় মামলা করেছেন। এ মামলায় শুক্রবার (৬ অক্টোবর) রাতে মোজাহার আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্ত মোজাহার আলী রাজশাহীর বাঘা উপজেলার বাউসা ইউনিয়নের ধন্দহ বিনিময় পাড়া গ্রামের মৃত বদর আলীর ছেলে।

    পুলিশ জানিয়েছে, ধর্ষণের শিকার শিশুটির পিতার মামলায় মোজাহার আলীকে  তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। পরে আদালতে সোপর্দ করা হয়েছে। স্থানীয় এক প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্রী শিশুটি।

    শিশুর বাবা জানান, তার পেটে ব্যথা হলে চিকিৎসকের কাছে নিয়ে যান। সেখানে পরীক্ষা করলে কর্তব্যরত চিকিৎসক তাকে চার মাসের অন্তঃসত্তা বলে জানান।  বিষয়টি পুলিশকে জানানোর নির্দেশ দেন তিনি।

    পরে শিশুকে জিজ্ঞাসাবাদে জানায়, ঘটনার দিন বাড়ির পাশের মাঠে ঘাস কাটছিল মোজাহার আলী।  সেখানে তাকে মজা খাওয়ার লোভ দেখিয়ে ডেকে নেয়। শিশুটি সেখানে যাওয়ার পর মাঠের আশে পাশে কেউ না থাকার সুযোগে ধর্ষক মোজাহার আলী ধর্ষণ করেন তাকে । যদি বিষয়টি কাউকে জানালে গলা কেটে হত্যার হুমকিও দেন। এ ভয়ে কাউকে বলেনি। এখন তারা ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

    এদিকে মোজাহার আলীকে গ্রেপ্তার করা হলেও বিচার পাওয়া নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। শঙ্কা দেখা দিয়েছে পিতৃ পরিচয় নিয়েও ।
    নাম প্রকাশ না করার শর্তে এক ব্যক্তি জানান,মামলার আগে বিষয়টি নিষ্পত্তি করার চেষ্টা করা হয়েছে। নষ্ট করার চেষ্টা করা হয়েছে অন্তঃস্বত্তার পেটের বাচ্চা । শেষ পর্যন্ত পারেনি।

    মোজাহার আলীর ছেলে ডলার হোসেনের কাছে এ বিষয়ে জানতে চাইলে কথা বলতে রাজি হননি তিনি ।

    স্থানীয় ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য রেজাব উদ্দিন বলেন, তাকে গ্রেপ্তারের পরে বিষয়টি শুনেছি। সুষ্ট  তদন্তের মাধ্যমে বিচার দাবি করে তিনি।

    বাঘা থানার পরিদর্শক(ওসি) খায়রুল ইসলাম বলেন, তাকে আদালতের মাধ্যমে শনিবার সকালে কারাগারে পাঠানো হয়েছে। মামলায় গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে ধর্ষণের কথা স্বীকার করেছে মোজাহার আলী। শিশুটিকে রামেক হাসপাতালের ওয়ান-ষ্টপ ক্রাইসিস-সেন্টার (ওসিসি) এ ভর্তি করা হয়েছে।
  • পারমাণবিক জ্বালানী হস্তান্তরকে কেন্দ্র করে শিক্ষার্থীদের জন্য রসাটমের ব্যাপক আয়োজন।

    পারমাণবিক জ্বালানী হস্তান্তরকে কেন্দ্র করে শিক্ষার্থীদের জন্য রসাটমের ব্যাপক আয়োজন।

    ঈর্শ্বরদীর স্থানীয় জনগনের মধ্যে পরমাণু শক্তি বিষয়ে ইতিবাচক ধারণা সৃষ্টি এবং শিক্ষার্থীদের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে আগ্রহী করে তোলার জন্য রাশিয়ার রাস্ট্রীয় পরমাণু সংস্থা রসাটমের পক্ষ থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র সাইটে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হয়। গত ৫ অক্টোবর সকালে ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র সাইটে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে রাশিয়া বাংলাদেশকে পারমাণবিক জ্বালানী হস্তান্তর করে। তবে, এই জ্বালানী হস্তান্তর উপলক্ষ্যে বেশ আগে থেকেই বিভিন্ন কার্যক্রম পরিচালনা শুরু করে রাশিয়ার রাস্ট্রীয় পরমাণু সংস্থা রসাটম।

    এই কার্যক্রমের মূল লক্ষ্য ছিল স্থানীয় জনগনের মধ্যে পরমাণু শক্তি বিষয়ে ইতিবাচক ধারণা সৃষ্টি এবং শিক্ষার্থীদের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে আগ্রহী করে তোলা।এর মধ্যে গ্রীন সিটি’তে এমন একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে রসাটমের মহাপরিচালক আলেক্সি লিখাচেভ অংশ নেন। এসময় বাংলাদেশে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত আলেক্সান্ডার মানতিতস্কিসহ রসাটমের উর্ধতন কর্মকর্তাবৃন্দ অংশ নেন। রসাটমের দায়িত্বশীল সূত্রে এসব তথ্য জানাগেছে।
    সূত্রমতে, স্থানীয় শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানভিত্তিক ধারনা প্রদানের জন্য মত বিনিময় সভার আয়োজন করা হয়।

    এতে রসাটমের মহাপরিচালক আলেক্সি লিখাচেভ প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের সাধ্যে মত বিনিময় করে রুপপুর পরমাণু প্রকল্পের সুবিধাসহ নানা দিক নিয়ে আলোচনা করে সম্মোখ ধারনা দেওয়ার চেষ্টা করেন। সভায় বিজ্ঞান ভিত্তিক গেম ‘গোল্ডবার্গ সম্পর্কেও আলোচনা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রসাটম মহাপরিচালক বলেন, “তোমাদেরকে কোন নতুন আইডিয়া সৃষ্টি করার সাথে সাথে এর ব্যবহারিক বাস্তবায়নেও প্রচেষ্টা চালিয়ে যেতে হবে”।

    এর আগেও পারমাণবিক জ্বালানী বিষয়ে সচেতনতা তৈরির লক্ষ্যে ১৭ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত ঈশ্বরদীর ২০টি স্কুলে ভিডিও প্রদর্শন ও লেকচার সেশনের আয়োজন করে রসাটম। প্রায় ১ হাজার স্কুল শিক্ষার্থী এই সেশনগুলোতে অংশগ্রহণ করে। সেপ্টেম্বরের দ্বিতীয়ার্ধে এবং অক্টোবরের প্রথমার্ধে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ‘প্রেসাইজ এনার্জী’ শীর্ষক দুই সপ্তাহব্যাপী একটি বিজ্ঞান অলিম্পিয়াড আয়োজন করে রসাটমের প্রকৌশল শাখার পক্ষ থেকে। এ আয়োজনে যুক্ত ছিল রাশিয়ার স্বনামধন্য বিশ্ববিদ্যালয় ‘মেফি’। এতে সার্বিক সহযোগিতা করে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন। জুনিয়র গ্রæপে স্থানীয় ৩২টি স্কুল এবং সিনিয়র গ্রæপে স্থানীয় কয়েকটি বিশ্ববিদ্যালয় থেকে ১হাজার ২’শ এর অধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। অলিম্পিয়াডের বিষয় ছিল গনিত, রসায়নশাস্ত্র ও পদার্থবিদ্যা। অক্টোবরের ২ তারিখে ঈশ্বরদীর একটি কম্যুনিটি সেন্টারে অলিম্পিয়াডের বিজয়ীদের নাম ঘোষণা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

    বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন এতমস্ত্রয়এক্সপোর্টের হেড অফ কম্যুনিকেশন্স নিনা দেমেন্তসোভা এবং মেফি বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা বিভাগের উপ-প্রধান আলেক্সান্ডার নাখাবভ। কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের শামীমা খাতুন গনিতে, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সজীব মিয়া পদার্থবিদ্যায়, এবং কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের মোঃ নিরব হোসেন রসায়নশাস্ত্রে প্রথম স্থান অধিকার করেন। জুনিয়র লেভেলে প্রথম স্থান অধিকার করে ভাষা শহীদ বিদ্যা স্কুলের শিক্ষার্থী মোঃ সাদমুন সাকীম।

    পারমাণবিক বিদ্যুতের ইতিবাচক বিভিন্ন দিক তুলে ধরার লক্ষ্যে রূপপুরের গ্রীন সিটি’র সীমানা দেয়ালে ৩৮০ বর্গমিটার জুড়ে বর্নিল গ্রাফিটি অংকন করা হয় রসাটমের উদ্যোগে। গ্রাফিটির কাজ করেন বিশিষ্ট চিত্রশিল্পী টিপু সুলতানের নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইন্সটিটিউটের শিক্ষার্থীরা।

    রূপপুর প্রকল্পে স্থাপিত হচ্ছে দু’টি পারমাণবিক বিদ্যুৎ ইউনিট, যার প্রতিটির উৎপাদন ক্ষমতা ১,২০০ মেগাওয়াট। প্রতিটি ইউনিটে থাকছে ৩+ প্রজন্মের রুশ ভিভিইআর রিয়্যাক্টর, যেগুলো সকল আন্তর্জাতিক নিরাপত্তা চাহিদা পূরণে সক্ষম। রূপপুর পারমানবিক বিদ্যুৎ প্রকল্পের জেনারেল ডিজাইনার ও কন্টাক্টর রাশিয়ার রসাটম কর্পোরেশনের প্রকৌশল শাখা।

    ক্যাপশন-১ \ রূপপুরের গ্রীন সিটিতে আয়োজিত এক অনুষ্ঠানে অংশগ্রহণকারী স্থানীয় শিক্ষার্থীদের সঙ্গে ফটোসেশনে অংশ নেন প্রধান অতিথি রসাটমের মহাপরিচালক আলেক্সি লিখাচেভ।

    ক্যাপশন-২ \ রসাটম আয়োজিত ‘প্রেসাইজ এনার্জী ২০২৩’ শীর্ষক বিজ্ঞান অলিম্পিয়াডে বিজয়ীদের সঙ্গে এতমস্ত্রয়এক্সপোর্টের হেড অফ কম্যুনিকেশন্স নিনা দেমেন্তসোভা এবং মেফি বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা বিভাগের উপ-প্রধান আলেক্সান্ডার নাখাবভ।

    ক্যাপশন-৩ \ রূপপুর গ্রীন সিটির সীমানা দেয়ালে অংকিত বর্নিল গ্রাফিটি।