![](https://www.amarjamin.com/wp-content/uploads/2023/10/IMG_20231009_025905-300x209.jpg)
![](https://www.amarjamin.com/wp-content/uploads/2023/10/IMG_20231009_030101-300x224.jpg)
বাঘা (রাজশাহী) প্রতিনিধিঃ রাজশাহীর বাঘায় দিন-দুপুরে ধারালো হাসুয়া দিয়ে কুপিয়ে বাইসাইকেল মেকানিক (মেরামতকারী) খাকছার আলীকে (৪০) হত্যার ১৯ দিন পর আবির হোসেন নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (৬ অক্টোবর) সন্ধ্যায় তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। আবির হোসেন (২৫) উপজেলার বাউসা ইউনিয়নের দিঘা গ্রামের আসাদুল ইসলামের ছেলে।
চলতি মাসের ২৮ অক্টোবর ঠাকুরগাঁও অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
শনিবার বিকেলে ঠাকুরগাঁও শহরের টিএফসি চাইনিজ রেষ্টুরেন্টে কার্যনির্বাহী কমিটির সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।
ঠাকুরগাঁও অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল আওয়ালের সভাপতিত্বে নির্বাহী কমিটির সভায় বক্তব্য দেন, ঠাকুরগাঁও অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাকিল আহমেদ, সহ-সভাপতি তারেক হোসেন, সাংগঠনিক সম্পাদক জুনাইদ কবির, দপ্তর সম্পাদক জুয়েল ইসলাম শান্ত, অর্থ সম্পাদক নাহিদ রেজা, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আসিফ জামান, ক্রীড়া সম্পাদক সুজন আলী, সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রহিম শুভ, নির্বাহী কমিটির সদস্য রহিম উল আলম খোকন, মাজেদুর রহমান মাজেদ প্রমুখ।
সভায় নির্বাহী কমিটির সকল সদস্যদের মতামতের ভিত্তিতে চলতি মাসের ২৮ অক্টোবর ঠাকুরগাঁও অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের দ্বি-বার্ষিক নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়।
নির্বাচন পরিচালনার জন্য তিন সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়। আহ্বায়ক কমিটিতে রয়েছেন বর্তমান কমিটির সহ-সভাপতি তারেক হোসেন, নির্বাহী সদস্য মাজেদুর রহমান মাজেদ ও সাধারণ সদস্য রাশেদুজ্জামান সাজু।
ঠাকুরগাঁও অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সংগঠনের সভাপতি আব্দুল আওয়াল বলেন, নির্বাহী কমিটির সিদ্ধান্ত মতে নির্বাচন তারিখ নির্ধারণ করা হয়েছে। আশা করি সুন্দর পরিবেশে নির্বাচনের মাধ্যমে নেতৃত্ব নির্বাচিত হবে।
ঠাকুরগাঁও অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাকিল আহমেদ বলেন, গঠনতান্ত্রিক প্রক্রিয়ায় সংগঠনের নির্বাচন পরিচালিত হয়ে আসছে। এবারও তার ব্যতিক্রম হবে না; গঠনতন্ত্র অনুযায়ী ভোট গ্রহণ হবে। সংগঠনের ভোটাররা তাদের ভোট প্রয়োগের মাধ্যমে নেতৃত্ব নির্বাচিত করবে। যারাই নেতৃত্বে আসুক আশা করি তারা সাংবাদিকদের অধিকার নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে যাবে।
বাঘা(রাজশাহী) প্রতিনিধি:চারমাস আগে ৬৫ বছর বয়সের বৃদ্ধ মোজাহার আলী শিশুর বাড়ির পাশের মাঠে গরুর জন্য ঘাস কাটতে গিয়ে ডেকে নিয়ে ধর্ষণ করেন তাকে । পরে আলট্রাসনোগ্রাফিতে ৪ মাসের অন্তঃস্বত্তার বিষয়টি ধরা পড়ে। এ ঘটনায় শিশুটির বাবা বাদি হয়ে মোজাহার আলীর বিরুদ্ধে থানায় মামলা করেছেন। এ মামলায় শুক্রবার (৬ অক্টোবর) রাতে মোজাহার আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্ত মোজাহার আলী রাজশাহীর বাঘা উপজেলার বাউসা ইউনিয়নের ধন্দহ বিনিময় পাড়া গ্রামের মৃত বদর আলীর ছেলে।
শিশুর বাবা জানান, তার পেটে ব্যথা হলে চিকিৎসকের কাছে নিয়ে যান। সেখানে পরীক্ষা করলে কর্তব্যরত চিকিৎসক তাকে চার মাসের অন্তঃসত্তা বলে জানান। বিষয়টি পুলিশকে জানানোর নির্দেশ দেন তিনি।
পরে শিশুকে জিজ্ঞাসাবাদে জানায়, ঘটনার দিন বাড়ির পাশের মাঠে ঘাস কাটছিল মোজাহার আলী। সেখানে তাকে মজা খাওয়ার লোভ দেখিয়ে ডেকে নেয়। শিশুটি সেখানে যাওয়ার পর মাঠের আশে পাশে কেউ না থাকার সুযোগে ধর্ষক মোজাহার আলী ধর্ষণ করেন তাকে । যদি বিষয়টি কাউকে জানালে গলা কেটে হত্যার হুমকিও দেন। এ ভয়ে কাউকে বলেনি। এখন তারা ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
মোজাহার আলীর ছেলে ডলার হোসেনের কাছে এ বিষয়ে জানতে চাইলে কথা বলতে রাজি হননি তিনি ।
স্থানীয় ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য রেজাব উদ্দিন বলেন, তাকে গ্রেপ্তারের পরে বিষয়টি শুনেছি। সুষ্ট তদন্তের মাধ্যমে বিচার দাবি করে তিনি।
ঈর্শ্বরদীর স্থানীয় জনগনের মধ্যে পরমাণু শক্তি বিষয়ে ইতিবাচক ধারণা সৃষ্টি এবং শিক্ষার্থীদের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে আগ্রহী করে তোলার জন্য রাশিয়ার রাস্ট্রীয় পরমাণু সংস্থা রসাটমের পক্ষ থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র সাইটে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হয়। গত ৫ অক্টোবর সকালে ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র সাইটে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে রাশিয়া বাংলাদেশকে পারমাণবিক জ্বালানী হস্তান্তর করে। তবে, এই জ্বালানী হস্তান্তর উপলক্ষ্যে বেশ আগে থেকেই বিভিন্ন কার্যক্রম পরিচালনা শুরু করে রাশিয়ার রাস্ট্রীয় পরমাণু সংস্থা রসাটম।
এই কার্যক্রমের মূল লক্ষ্য ছিল স্থানীয় জনগনের মধ্যে পরমাণু শক্তি বিষয়ে ইতিবাচক ধারণা সৃষ্টি এবং শিক্ষার্থীদের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে আগ্রহী করে তোলা।এর মধ্যে গ্রীন সিটি’তে এমন একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে রসাটমের মহাপরিচালক আলেক্সি লিখাচেভ অংশ নেন। এসময় বাংলাদেশে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত আলেক্সান্ডার মানতিতস্কিসহ রসাটমের উর্ধতন কর্মকর্তাবৃন্দ অংশ নেন। রসাটমের দায়িত্বশীল সূত্রে এসব তথ্য জানাগেছে।
সূত্রমতে, স্থানীয় শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানভিত্তিক ধারনা প্রদানের জন্য মত বিনিময় সভার আয়োজন করা হয়।
এতে রসাটমের মহাপরিচালক আলেক্সি লিখাচেভ প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের সাধ্যে মত বিনিময় করে রুপপুর পরমাণু প্রকল্পের সুবিধাসহ নানা দিক নিয়ে আলোচনা করে সম্মোখ ধারনা দেওয়ার চেষ্টা করেন। সভায় বিজ্ঞান ভিত্তিক গেম ‘গোল্ডবার্গ সম্পর্কেও আলোচনা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রসাটম মহাপরিচালক বলেন, “তোমাদেরকে কোন নতুন আইডিয়া সৃষ্টি করার সাথে সাথে এর ব্যবহারিক বাস্তবায়নেও প্রচেষ্টা চালিয়ে যেতে হবে”।
এর আগেও পারমাণবিক জ্বালানী বিষয়ে সচেতনতা তৈরির লক্ষ্যে ১৭ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত ঈশ্বরদীর ২০টি স্কুলে ভিডিও প্রদর্শন ও লেকচার সেশনের আয়োজন করে রসাটম। প্রায় ১ হাজার স্কুল শিক্ষার্থী এই সেশনগুলোতে অংশগ্রহণ করে। সেপ্টেম্বরের দ্বিতীয়ার্ধে এবং অক্টোবরের প্রথমার্ধে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ‘প্রেসাইজ এনার্জী’ শীর্ষক দুই সপ্তাহব্যাপী একটি বিজ্ঞান অলিম্পিয়াড আয়োজন করে রসাটমের প্রকৌশল শাখার পক্ষ থেকে। এ আয়োজনে যুক্ত ছিল রাশিয়ার স্বনামধন্য বিশ্ববিদ্যালয় ‘মেফি’। এতে সার্বিক সহযোগিতা করে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন। জুনিয়র গ্রæপে স্থানীয় ৩২টি স্কুল এবং সিনিয়র গ্রæপে স্থানীয় কয়েকটি বিশ্ববিদ্যালয় থেকে ১হাজার ২’শ এর অধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। অলিম্পিয়াডের বিষয় ছিল গনিত, রসায়নশাস্ত্র ও পদার্থবিদ্যা। অক্টোবরের ২ তারিখে ঈশ্বরদীর একটি কম্যুনিটি সেন্টারে অলিম্পিয়াডের বিজয়ীদের নাম ঘোষণা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন এতমস্ত্রয়এক্সপোর্টের হেড অফ কম্যুনিকেশন্স নিনা দেমেন্তসোভা এবং মেফি বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা বিভাগের উপ-প্রধান আলেক্সান্ডার নাখাবভ। কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের শামীমা খাতুন গনিতে, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সজীব মিয়া পদার্থবিদ্যায়, এবং কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের মোঃ নিরব হোসেন রসায়নশাস্ত্রে প্রথম স্থান অধিকার করেন। জুনিয়র লেভেলে প্রথম স্থান অধিকার করে ভাষা শহীদ বিদ্যা স্কুলের শিক্ষার্থী মোঃ সাদমুন সাকীম।
পারমাণবিক বিদ্যুতের ইতিবাচক বিভিন্ন দিক তুলে ধরার লক্ষ্যে রূপপুরের গ্রীন সিটি’র সীমানা দেয়ালে ৩৮০ বর্গমিটার জুড়ে বর্নিল গ্রাফিটি অংকন করা হয় রসাটমের উদ্যোগে। গ্রাফিটির কাজ করেন বিশিষ্ট চিত্রশিল্পী টিপু সুলতানের নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইন্সটিটিউটের শিক্ষার্থীরা।
রূপপুর প্রকল্পে স্থাপিত হচ্ছে দু’টি পারমাণবিক বিদ্যুৎ ইউনিট, যার প্রতিটির উৎপাদন ক্ষমতা ১,২০০ মেগাওয়াট। প্রতিটি ইউনিটে থাকছে ৩+ প্রজন্মের রুশ ভিভিইআর রিয়্যাক্টর, যেগুলো সকল আন্তর্জাতিক নিরাপত্তা চাহিদা পূরণে সক্ষম। রূপপুর পারমানবিক বিদ্যুৎ প্রকল্পের জেনারেল ডিজাইনার ও কন্টাক্টর রাশিয়ার রসাটম কর্পোরেশনের প্রকৌশল শাখা।
ক্যাপশন-১ \ রূপপুরের গ্রীন সিটিতে আয়োজিত এক অনুষ্ঠানে অংশগ্রহণকারী স্থানীয় শিক্ষার্থীদের সঙ্গে ফটোসেশনে অংশ নেন প্রধান অতিথি রসাটমের মহাপরিচালক আলেক্সি লিখাচেভ।
ক্যাপশন-২ \ রসাটম আয়োজিত ‘প্রেসাইজ এনার্জী ২০২৩’ শীর্ষক বিজ্ঞান অলিম্পিয়াডে বিজয়ীদের সঙ্গে এতমস্ত্রয়এক্সপোর্টের হেড অফ কম্যুনিকেশন্স নিনা দেমেন্তসোভা এবং মেফি বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা বিভাগের উপ-প্রধান আলেক্সান্ডার নাখাবভ।
ক্যাপশন-৩ \ রূপপুর গ্রীন সিটির সীমানা দেয়ালে অংকিত বর্নিল গ্রাফিটি।