Author: admin
-
বালিয়াডাঙ্গীতে ফেন্সিডিলসহ ইউপি সদস্য আটক।
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ফেন্সিডিলসহ সাবেক ইউপি সদস্য সাইফুল ইসলাম (৩৫) কে আটক করেছে পুলিশ।বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার দুওসুও ইউনিয়নের বারঢালী-পৌকানপুর রাস্তার সনগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় তার নিকট ০৫ বোতল ভারতীয় নিষিদ্ধ ফেন্সিন্ডিল উদ্ধার করে পুলিশ।আটক ইউপি সদস্য সাইফুল ইসলাম উপজেলার বড়বাড়ী ইউনিয়নের ০৬ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ও সর্বমঙ্গলা গ্রামের আবুল কাশেমের ছেলে।পুলিশ জানায় গোপনে সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রাতে ইউপি সদস্যকে রাস্তায় আটক করে। এ সময় বিক্রির জন্য নিয়ে যাওয়া ৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় বালিয়াডাঙ্গী থানার উপপরিদর্শক আনোয়ারুল ইসলাম বাদী হয়ে ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল আনাম ডন বলেন, মামলা দায়েরের পর শুক্রবার দুপুরে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে ইউপি সদস্য সাইফুল ইসলামকে কারাগারে পাঠানো হয়েছে। -
বাঘায় সাপের ছোবলে ঘুমন্ত অবস্থায় বৃদ্ধের মৃত্যু।
বাঘা (রাজশাহী) প্রতিনিধি:রাজশাহীর বাঘায় পদ্মার চরে ঘুমন্ত অবস্থায় সাপের ছোবলে দিদার হোসেন (৬০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১২ অক্টোবর) দুপুর ১২টার দিকে তার মৃত্যু হয়। দিদার হোসেন উপজেলার চকরাজাপুর ইউনিয়নের কালিদাসখালী চরের মৃত মোহাম্মদ আলীর ছেলে।পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার রাতের খাবার খেয়ে নিজ ঘরে ঘুমিয়ে পড়েন তিনি । রাত ১২টার দিকে ঘুমন্ত অবস্থায় সাপে ছোবল দেয় তাকে । সকালে তাকে স্থানীয় ওঝার(কবিরাজ ) কাছে নিয়ে যাওয়া হয়। সেখানে তার অবস্থা শারীরিক অবস্থা উন্নতি না হওয়ায় পরিবারের লোকজন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে কাটাখালি নামক স্থানে পৌঁছালে সড়কে মাইক্রোতে মৃত্যু হয় তার।দিদার হোসেনের মৃত্যুর বিষয়টি তার প্রতিবেশি ও চকরাজাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আজিজুল আযম নিশ্চিত করে বলেন, তার স্ত্রী বেশ কয়েক বছর আগে মারা গেছে। ছেলের সাথে থাকেন। রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়লে ঘুমন্ত অবস্থায় তাকে সাপে ছোবল দেয়। পরে তার মৃত্যু হয়েছে। -
রামপালে আওয়ামী লীগের কর্মীসভা অনুষ্ঠিত।
রামপাল(বাগেরহাট)প্রতিনিধিঃ বাগেরহাটের রামপাল উপজেলার হুড়কা ইউনিয়নে আওয়ামী লীগের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (১২ অক্টোবর) বিকাল ৫ টায় হুড়কা ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে হুড়কার জিরোপয়েন্ট এলাকায় এ কর্মীসভা অনুষ্ঠিত হয়।ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান তপন কুমার গোলদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বীচিত্র বীর্য পাড়ের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার (এম.পি)।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোল্লা আঃ রউফ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন, উপজেলা যুবলীগের সভাপতি ও ভাইস চেয়ারম্যান মোঃ নূরুল হক লিপন।অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল্লাহ ফকির, জেলা পরিষদ সদস্য ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শেখ মনির আহমেদ প্রিন্স, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ হাফিজুর রহমান, সহ-সভাপতি কল্লোল বিশ্বাসসহ হুড়কা ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।অনুষ্ঠানে বক্তারা বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে দক্ষিণ পশ্চিমাঞ্চলের যে উন্নয়ন হয়েছে ,তা কোন সরকারের আমলে হয়নি। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যে উন্নয়ন প্রকল্প বাগেরহাট-৩ (রামপাল-মোংলা) আসনে দিয়েছেন, তা খুলনা সিটি করপোরেশনের মাননীয় মেয়র তালুকদার আব্দুল খালেক ও তার সহধর্মিণী বর্তমান সাংসদ বেগম হাবিবুন নাহার সুষ্ঠুভাবে সম্পাদন করে চলেছেন।সারা দেশের মতো রামপাল মোংলায় ও আধুনিকতার ছোঁয়া লেগেছে। রামপাল মোংলা ছিল এক সময়ে সন্ত্রাসীদের জনপদ। তালুকদার আব্দুল খালেক সে সন্ত্রাসী জনপদকে শান্তির জনপদে রূপান্তরিত করেছেন।সারা দেশের সাথে তাল মিলিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর স্মার্ট রামপাল-মোংলা গড়তে বর্তমান সাংসদ বেগম হাবিবুন নাহারের বিকল্প নেই।আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হাবিবুন নাহারকে আবারও এ আসনে মনোনয়ন দেয়ার দাবী জানান। তারা আশা প্রকাশ করে বলেন যে, নৌকা প্রতীকে বর্তমান সংসদ সদস্য হাবিবুন নাহারকে মনোনয়ন দিলে বিপুল ভোটের ব্যবধানে নৌকাকে বিজয়ী করে এ আসনটি মাননীয় প্রধানমন্ত্রীকে উপহার দিবেন। -
বাঘায় পূজা উদযাপন কমিটির সভা অনুষ্ঠিত।
বাঘা(রাজশাহী)প্রতিনিধিঃরাজশাহীর বাঘায় পূজা উদযাপন কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ অক্টোবর ) দুপুর দেড় টায় উপজেলা পরিষদ হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আখতার।
সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. লায়েব উদ্দিন লাভলু, উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) জুয়েল আহম্মেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মিলন কুমার দাস, উপজেলা পুজা উদ্যাপন পরিষদের সভাপতি সুজিত কুমার পান্ডে বাকু, সাধারন সম্পাদক অপূর্ব কুমার সাহা, উপজেলা হিন্দু ,বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি শ্রী রাম গোপাল সাহা, সাধারণ সম্পাদক নিহার রঞ্জন পান্ডে প্রমুখ।
সভায় বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, দপ্তর প্রধানসহ আইনশৃঙ্খলা ও মন্দির কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক এবং অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। এবার উপজেলার ৪৭টি মন্দিরে দূর্গাপূজা অনুষ্ঠিত হবে জানা গেছে। -
বালিয়াডাঙ্গীতে বিএনপি’র যৌথ সভায় দুইপক্ষের সংঘর্ষ, আহত ৫।
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে খালেদা জিয়ার মুক্তিসহ ১ দফা দাবিতে আয়োজিত বিএনপি’র যৌথ সভা শুরু হওয়ার দুই মিনিটের মাথায় দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ধনতলা ইউনিয়ন বিএনপি’র দুপক্ষ বর্তমান সভাপতি সেলিম জাবেদ ও সাবেক সভাপতি সাদেকুল ইসলামের লোকজনের মধ্যে এ ঘটনা ঘটে।বুধবার বিকাল সাড়ে ৪টায় উপজেলার ধনতলা ইউনিয়নের দৌলুয়া বাজারে এ ঘটনা ঘটে। এতে ৫ জন আহত হয়েছেন। প্রাথমিক ভাবে চিকিৎসা নিলেও হাসপাতালে কেউ ভর্তি হননি।সভায় আসা বিএনপি’র নেতাকর্মীরা জানান, কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বুধবার বিকালে যৌথ সভা শুরু হওয়ার কথা ৩টায়। উপজেলা থেকে নেতারা দেরিতে উপস্থিত হওয়ার সভা শুরু হয় সাড়ে ৪টায়। শুরুতে বক্তব্য দিতে শুরু করেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আবু সাঈদ। এ সময় ধনতলা ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি সাদেকুল ইসলামের লোকজন বক্তব্য বন্ধ করে দিয়ে সেলিম জাবেদকে সভাপতি উল্লেখ করে টাঙানো অনুষ্ঠানের ব্যানার খুলতে বলেন। এতেই দুপক্ষের মধ্যে হাতাহাতির এক পর্যায়ে লাঠি-সোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সভায় উপস্থিত নেতাকর্মীদের মারপিটে সাবেক সভাপতি সাদেকুল ইসলামসহ তার ৪ জন অনুসারী আহত হয়েছেন।প্রায় ১৫ মিনিট সংঘর্ষ চলার পর ঘটনাস্থল থেকে দৌড়ে পালিয়ে যায় সাদেকুল ইসলামের লোকজন। পরে পুনরায় যৌথ সভা শুরু হয়। এসময় সংক্ষিপ্ত সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপি’র সহ-সভাপতি আইয়ুব আলী খান, রাজিউর রহমান আসাদ, উপজেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. জিল্লুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক মামুন আক্তার সবুর প্রমুখ।পরে পুনরায় লাঠি সোটা নিয়ে সভায় হামলার চেষ্টা করে সাদেকুল ইসলাম ও তার লোকজন। এ সময় বালিয়াডাঙ্গী থানা পুলিশের সদস্যরা উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ দেখে লাঠি-সোটা নিয়ে পালিয়ে যায় সাদেকুল ইসলাম ও তার লোকজন।ধনতলা ইউনিয়ন বিএনপি’র সভাপতি সেলিম জাবেদ বলেন, ব্যানারে সাদেকুল ইসলামের নাম না লেখায় সভা পন্ড করার চেষ্টা করে সাদেকুল ইসলাম ও তার লোকজন। এ সময় নেতাকর্মীদের মারপিট ও বাধার মুখে পালিয়ে যায়। পরে সংক্ষিপ্ত আকারে সভা করেছি আমরা। এ বিষয়ে উপজেলা বিএনপি ও জেলা বিএনপিকে অবগত করা হয়েছে। তারা সাংগঠনিক ব্যবস্থা নেবেন।এদিকে ধনতলা ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি সাদেকুল ইসলাম বলেন, গোপনে কমিটি করে সেলিমকে সভাপতি করা হয়েছে। আমরা এই কমিটি মানিনা। তাই ব্যানার খুলতে বলা হয়েছিল। এ নিয়ে তাদের দুপক্ষের সংঘর্ষ হয়েছে। আহতরা প্রাথমিক ভাবে চিকিৎসা নিয়েছে। কেউ হাসপাতালে ভর্তি হয়নি।বালিয়াডাঙ্গী থানার ওসি খায়রুল আনাম বলেন, পুলিশ ঘটনাস্থল গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। এ ঘটনা অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।প্রায় ১ বছর ধরে ধনতলা ইউনিয়ন বিএনপি’র কমিটি গঠনকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে কোন্দল চলছে। একাধিকবার উপজেলা বিএনপি’র নেতারা সমাধানের চেষ্টা করলেও হয়নি। এর আগেও দ্বন্দের কারণে ওই ইউনিয়নে প্রতিবাদ সভা, ঝাড়ু মিছিল করতে দেখা গেছে বিএনপি’র নেতাকর্মীদের। -
রামপালে দূর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সাথে পুলিশ সুপারের মতবিনিময়।
রামপাল(বাগেরহাট)প্রতিনিধিঃ বাগেরহাটের রামপালে আসন্ন সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গাপূজা নির্বিঘ্নে উদযাপন উপলক্ষে উপজেলার সকল মন্দির কমিটির নেতৃবৃন্দ ও সুধীজনদের সাথে বাগেরহাট জেলার নবাগত পুলিশ সুপার আবুল হাসনাত খান’র আইন শৃঙ্খলা বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (১১ অক্টোবর) বিকাল সাড়ে ৪ টায় রামপাল থানার আয়োজনে থানা চত্ত্বরে এ আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।রামপাল থানার অফিসার-ইন-চার্জ এস. এম. আশরাফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নবাগত পুলিশ সুপার আবুল হাসনাত খান।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামপাল উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেখ মোয়াজ্জেম হোসেন, সহকারী কমিশনার (ভূমি) শেখ সালাউদ্দিন দিপু, সহকারী পুলিশ সুপার (রামপাল -মোংলা সার্কেল) মুশফিকুর রহমান তুষার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ নুরুল হক লিপন, মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ হোসনেয়ারা মিলি।অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যক্ষ খালিদ আহমেদ, সমীর কুমার বিশ্বাস, উপজেলা দূর্নিতী প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব আকবর আলী, উপজেলা পূজা উদযাপন কমিটির আহবায়ক জয়দেব কৃষ্ণ দেবনাথ, জেলা পরিষদ সদস্য শেখ মনির আহমেদ প্রিন্স, ইউপি চেয়ারম্যান মোঃ নাসির উদ্দীন, আব্দুল্লাহ ফকির, মুন্সি বোরহান উদ্দিন জেড, মোসাঃ সুলতানা পারভীন (ময়না), উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ হাফিজুর রহমানসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও উপজেলার ৪৩ টি মন্দির কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।প্রধান অতিথি তার বক্তব্যে বলেন যে, ধর্ম যার যার উৎসব সবার। এটা মনে করে আমাদের হিন্দু সম্প্রদায়ের ভাইবোনদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দূর্গোৎসবে যেন কোন ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে আমাদের সকলকে খেয়াল রাখতে হবে। যে কোন সমস্যায় স্থানীয় জনপ্রতিনিধি ও থানা পুলিশের সহায়তা নিবেন। মন্দির কমিটির নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করে বলেন, পুলিশ জণগনের বন্ধু । যে কোন দরকারে থানা পুলিশকে জানাবেন। যে কোন দরকারে পুলিশকে পাশে পাবেন বলে তিনি সবাইকে আস্বস্ত করেন। -
নাগরপুরে ভোট কেন্দ্র কমিটি গঠন ও মতবিনিময় সভা।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে টাংগাইলের নাগরপুরে বিভিন্ন ইউনিয়নে ভোট কেন্দ্র কমিটি গঠন করার লক্ষ্যে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার উপজেলার নাগরপুর সদর ইউনিয়নের পানান,মামুদনগর ইউনিয়নের মামুদনগর হাই স্কুল ভোটকেন্দ্র,সলিমাবাদ ইউনিয়নে খাষ ঘুনিপাড়া ভোট কেন্দ্র কমিটি গঠনে আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে কেন্দ্র ভিত্তিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
ভোট কেন্দ্র কমিটি গঠনের ব্যাপারে নাগরপুর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি একেএম কামরুজ্জামান মনি বলেন,মাননীয় সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু এমপি মহোদয় একজন দূরদর্শিতা সম্পন্ন নেতা। এমপি মহোদয়ের দিক নির্দেশনায় আমরা নাগরপুরের উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ নিয়ে ভোট কেন্দ্র কমিটি গঠন করছি। আওয়ামী লীগ,যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ছাত্রলীগ, মহিলা আওয়ামী লীগসহ ভাতৃপ্রতীম সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সমন্বয়ে ভোট কেন্দ্র কমিটি হচ্ছে। এই ভোট কেন্দ্র কমিটি আগামী জাতীয় নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
নাগরপুর উপজেলার বিভিন্ন ভোট কমিটি গঠনে নেতাকর্মীদের সাথে মতবিনিময়কালে উপস্থিত ছিলেন, নাগরপুর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি একেএম কামরুজ্জামান মনি, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আব্দুস সবুর,মোঃ আব্দুল আলিম দুলাল,সাংগঠনিক সম্পাদক শাহীদুল ইসলাম অপু, জাহিদুল হাসান জাহিদ,শেখ শামসুল হক,উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মাহফুজ রানা এমবি, মোহাম্মদ আনিসুজ্জামান তুহিন, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি বাবর আল মামুন, সম্পাদক মোঃ ফারুক হোসেন, ছাত্রলীগ সম্পাদক সজিব মিয়া,নাগরপুর সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লিয়াকত শিকদার,সলিমাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজিজুল, সম্পাদক কেবি খান সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
-
নাগরপুরে কলিয়া – সরিষাজানি সড়কের উদ্বোধন করলেন এমপি টিটু।
স্টাফ রিপোর্টার:টাঙ্গাইলের নাগরপুরে গয়হাটা ইউনিয়নে কলিয়া থেকে সরিষাজানি পর্যন্ত ১২৫০ মিটার দৈর্ঘ্যের নতুন সড়ক পাকাকরণ কাজের ভিত্তি প্রস্তর উদ্বোধন করেছেন টাংগাইল-৬ আসনের মাননীয় সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু।বুধবার (১১ অক্টোবর) সকালে ১২৫০ মিটার দৈর্ঘ্যের এই নতুন সড়ক সরাসরি পরিদর্শন করেন টাঙ্গাইল ৬(নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু এমপি। এই সড়ক পাকাকরণ কাজ আরম্ভ হওয়ার ফলে এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি পূরণ হয়েছে।এ সময় উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা প্রকৌশলী মাহবুবুর রহমান,ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবির, গয়হাটা ইউপি চেয়ারম্যান শেখ শামসুল হক,গয়হাটা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ আবুল কালাম আজাদ প্রমুখ। সড়ক উদ্বোধন শেষে গয়হাটা কেন্দ্রীয় ঈদগাহ মাঠ সরেজমিনে পরিদর্শন করেন এমপি টিটু। -
রামপালে কিশোরীকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ।
রামপাল(বাগেরহাট)প্রতিনিধিঃ বাগেরহাটের রামপাল উপজেলার মল্লিকেরবেড় ইউনিয়নে ১৪ বছর বয়সী এক কিশোরীকে সরলতার সুযোগ নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে মোঃ জাহাঙ্গীর হাওলাদার (৫৩) নামের এক ব্যক্তির বিরুদ্ধে। ধর্ষক জাহাঙ্গীর হাওলাদার উপজেলার মল্লিকেরবেড় ইউনিয়নের মৃত জবেদ আলী হাওলাদারের ছেলে।ধর্ষণের শিকার কিশোরী জাহাঙ্গীর হাওলাদারের প্রতিবেশী। তার স্ত্রী ১০ বছর যাবৎ শয্যাশায়ী ও মা অতি বৃদ্ধ হওয়ায় মানবিক কারনে আসামির বাড়িতে রান্নাসহ বিভিন্ন কাজে সহযোগিতা করতেন ওই কিশোরী। কিছুদিন আগে কিশোরী রান্না করার সময় আশেপাশে কেউ না থাকায় পেছন থেকে কিশোরীকে জড়িয়ে ধরে ধর্ষক জাহাঙ্গীর এবং জোর পূর্বক তাকে ধর্ষণ করে। ধর্ষণ করার পর এই কথা যেন কোথাও বলে তাকে প্রাণে মেরে ফেলার হুমকি দেয় জাহাঙ্গীর। ধর্ষণের শিকার কিশোরী ভয়ে কোথাও মুখ খুলতে পারেনা। এরপর থেকে আসামি ভিকটিমকে নানা রকম ভয়-ভীতি দেখিয়ে ইচ্ছার বিরুদ্ধে বিভিন্ন সময়ে জোর পূর্বক ধর্ষণ করে। এভাবে কিছুদিন অতিবাহিত হওয়ার পর ভিকটিম অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। এই বিষয়টি জাহাঙ্গীর টের পেয়ে ভিকটিমকে বিভিন্ন ধরনের ঔষধ খাইয়ে গর্ভপাতের চেষ্টা করে। এতে ভিকটিম অসুস্থ হয়ে পড়ে। পরিবারের লোকজন জানতে পেরে ভিকটিমকে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করে চিকিৎসা করান। এরপর থেকে জাহাঙ্গীর আত্নগোপনে চলে যান।এই ঘটনার প্রেক্ষিতে ভিকটিমের ভাই এনায়েত মাঝি বাদী হয়ে রামপাল থানায় জাহাঙ্গীরের বিরুদ্ধে নারী ও শিশু নির্যানত দমন আইনে একটি মামলা দায়ের করেন।এরপর থেকে জাহাঙ্গীর গ্রেফতার হওয়ার ভয়ে দেশের বিভিন্ন স্থানে পালিয়ে বেড়ান। অবশেষে তথ্য প্রযুক্তির সহায়তায় ৯ (অক্টোবর) র্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ান (র্যাব-৬) খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল এলাকা থেকে ধর্ষক জাহাঙ্গীরকে গ্রেফতার করে।এ বিষয়ে রামপাল থানার অফিসার ইনচার্জ এস. এম. আশরাফুল আলম এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের জানান, জাহাঙ্গীর হাওলাদার সরলতার সুযোগ নিয়ে ভিকটিমকে ধর্ষণ করে। ভিকটিম অন্তঃসত্ত্বা হয়ে পড়লে তাকে গর্ভপাত করানোর চেষ্টা করে। এরপর থেকে আসামি দেশের বিভিন্ন স্থানে পালিয়ে বেড়ায়। তাকে ৯ (অক্টোবর) র্যাব ৬ এর সহায়তায় গ্রেফতার করা হয় এবং আজ মঙ্গলবার (১০ অক্টোবর) আসামিকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। -
বগুড়ার করতোয়া নদীতে নৌকা বাইচে দর্শনার্থীদের ঢল।
আবহমান বাঙালি জাতির ঐতিহ্য ও শতবর্ষের প্রাচীন সংস্কৃতির অন্যতম অনুষঙ্গ নৌকা বাইচ। নদীমাতৃক বাংলাদেশের গ্রামীণ লোক সংস্কৃতির সেই ঐতিহ্যকে বুকে ধারণ করে বগুড়ার করতোয়া নদীতে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী নৌকা বাইচ।
নৌকা বাইচকে কেন্দ্র করে সকাল থেকেই শহরের এসপি ব্রিজ ও বেজোড়া ঘাট এলাকায় উৎসবের আমেজ সৃষ্টি হয়। শিশু-কিশোর, নারী-পুরুষ, বৃদ্ধসহ হাজারো মানুষ এ বাইচ উপভোগ করতে উপস্থিত হয়ে মেতে ওঠে আনন্দ-উল্লাসে। করতোয়া নদীর পাড়ে বিভিন্ন খাবারের পসরা নিয়ে বসে গ্রাম্যমেলা।
জেলা পুলিশের আয়োজনে, বাংলাদেশ গ্রাম থিয়েটার ও সম্মিলিত সাংস্কৃতিক জোট বগুড়ার সহযোগিতায় গতকাল সোমবার বেলা ১১টায় এসপি ব্রিজ ঘাটে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী। এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ শাহাদৎ আলম ঝুনু, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি তৌফিক হাসান ময়না।
আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের পর করতোয়া নদীর দুইপাড়ে হাজার হাজার মানুষের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে প্রতিযোগিতাটি শুরু হয়। এতে জেলার বিভিন্ন উপজেলাসহ আশেপাশের এলাকা থেকে রং-বেরংয়ের নৌকা এই আয়োজনে অংশ নেয়। নৌকা বাইচ শুরু হলে পুরো এলাকাজুড়ে নৌকার বৈঠার ছলাৎ ছলাৎ শব্দে ‘হেইওরে, হেইওরে’ ডাকে মুখরিত হয়ে উঠে।
বাদ্য-বাজনা আর ভাটিয়ালি-জারি গানের সঙ্গে নৌকাবাইচ উপভোগ করেন বগুড়ার বিভিন্ন এলাকা থেকে আসা হাজারো মানুষ। নৌকাবাইচ প্রতিযোগিতায় চলে হাড্ডাহাড্ডি লড়াই। বৈঠার ছলাৎ ছলাৎ শব্দে করতোয়া নদীর এস,পি ঘাট থেকে প্রতিযোগিতা শুরু হয়ে বেজোড়া ব্রিজ ঘাটে এসে শেষ হয়।
এটি করতোয়া নদীতে নৌকা বাইচের তৃতীয় আয়োজন। ২০১৮ সালে প্রথমবার বাংলাদেশ গ্রাম থিয়েটারের আয়োজনে অনুষ্ঠিত হয়েছিল প্রথম আসর, এরপর জেলা পুলিশের আয়োজনে ও বাংলাদেশ গ্রাম থিয়েটারের ব্যবস্থাপনায় ২০২০ সালে অনুষ্ঠিত হয়েছিল দ্বিতীয় আয়োজন। তৃতীয় বারের মত আয়োজিত নৌকা বাইচের এবারের শ্লোগান ছিলো নদী বাঁচলে, পরিবেশ বাঁচবে। নদী বাঁচাও, পরিবেশ বাঁচাও।
এরপর বেলা ৫টায় প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া-৬ সদর আসনের সংসদ সদস্য রাগেবুল আহসান রিপু। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, চিরায়ত শ্বাশত বাংলার প্রতীক নৌকা, বঙ্গবন্ধুর প্রতীক নৌকা এবং নির্বাচনের প্রতীক নৌকা। নৌকার কান্ডারি জননেত্রী শেখ হাসিনা নীরবে নিভৃতে অসহায় ও দরিদ্র মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটিয়ে চলেছেন। গণমানুষের উন্নতি হলে দেশ উন্নত হবে। জাতির জনকের নেতৃত্বে ১৯৫২ সালের ভাষা আন্দোলন থেকে ১৯৭১ সাল পর্যন্ত প্রতিটি সংগ্রামে বাঙালি জাতি বিজয় অর্জন করেছে। বাঙালি জাতি বঙ্গবন্ধুর নৌকা প্রতীককে আবারো জয়যুক্ত করে শেখ হাসিনার উন্নয়নের ধারাবাহিকতায় একটি সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গড়ে তুলবে।
তিনি আরও বলেন, শেখ হাসিনার নেতৃৃত্বে উন্নয়ন কাজ অব্যাহত থাকায় নদীমাতৃক বাংলাদেশ অদম্য অগ্রযাত্রায় উন্নয়নের মহাসড়ক ধরে সামনে এগিয়ে চলেছে। আগামী ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ হিসেবে বিশ্বের উন্নত দেশের কাতারে উপনীত হবে।
জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম, সিভিল সার্জন ডাঃ মোহাম্মাদ শফিউল আজম।
প্রতিযোগিতায় গাবতলী উপজেলার কালাই হাটা গ্রামের উড়াল পঙ্খী নৌকা প্রথম ও শেরপুর উপজেলার সততা নৌকা দ্বিতীয় স্থান অধিকার করে। শেষে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।