Author: admin

  • গোদাগাড়ীতে সুবিধাভোগীদের সাথে এমপি ওমর ফারুক চৌধুরীর মতবিনিময়।

    গোদাগাড়ীতে সুবিধাভোগীদের সাথে এমপি ওমর ফারুক চৌধুরীর মতবিনিময়।

    রাজশাহীর গোদাগাড়ী উপজেলার দেওপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের আয়োজনে পালপুর ধরমপুর উচ্চ বিদ্যালয় মাঠে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

    মতবিনিময় সভা কোরআন তেলোয়াতের মধ্য দিয়ে আরম্ভ করা হয়।
    সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোদাগাড়ী তানোরের মাননীয় সাংসদ ও সাবেক শিল্প প্রতিমন্ত্রী রাজশাহী-১ আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী।

    মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন,জনাব মোঃ বেলাল উদ্দিন সোহেল চেয়ারম্যান, সাত নং দেওপাড়া ইউনিয়ন পরিষদ, গোদাগাড়ী, রাজশাহী।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব মোঃ জাহাঙ্গীর আলম চেয়ারম্যান, গোদাগাড়ী উপজেলা পরিষদ ও সভাপতি, গোদাগাড়ী উপজেলা আওয়ামী যুবলীগ, জনাব মোঃ আতিকুল ইসলাম উপজেলা নির্বাহী অফিসার, গোদাগাড়ী,রাজশাহী অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন,জনাব আলহাজ্ব অয়েজ উদ্দিন বিশ্বাস সভাপতি, গোদাগাড়ী উপজেলা আওয়ামী লীগ ও মেয়র, গোদাগাড়ী পৌরসভা, জনাব মোঃ আব্দুর রশিদ সাধারণ সম্পাদক, গোদাগাড়ী উপজেলা আওয়ামী লীগ ও সদস্য, রাজশাহী জেলা পরিষদ, আলহাজ্ব মোঃ আবুল কালাম আজাদ, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি গোদাগাড়ী উপজেলা আওয়ামী লীগ, আলহাজ্ব মোঃ আব্দুর রহিম মাস্টার, মোঃ দুলাল আলম গোদাগাড়ী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার,শ্রী কৃষ্ণদেবী, উম্মে কুলসুম মেমোরি সহ জেলা উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, বিভিন্ন মিডিয়ার সাংবাদিক বৃন্দ, পুলিশ প্রশাসন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, সুবিধা ভোগী ও সুধীবৃন্দ।
    এসময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, মো: সাইদুর রহমান সাবেক মেম্বার এক নং ওয়ার্ড ও সভাপতি,উত্তর ইউনিট দেওপাড়া ইউনিয়ন শাখা, দেওপাড়া ইউনিয়ন আওয়ামী মহিলা যুবলীগের সভাপতি মোসাঃ বেবি নাজনীন, দেওপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের ইউনিট ভিত্তিক সভাপতি, সেক্রেটারি, আওয়ামী যুবলীগ সভাপতি মোঃ সানোয়ার হোসেন বিদ্যুৎ, মোঃ বদরুজাম্মান বকুল,মোঃ ইয়াসিন আলী সভাপতি, আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ,কৃষক লীগের সভাপতি মোঃ মিনারুল ইসলাম, সাধারণ সম্পাদক, মোঃ হাফিজুর রহমান,এ্যাড: মামুনর রশিদ, মো: নাসিম উদ্দীন, মোঃ কামাল হোসেন সচিব, দেওপাড়া ইউনিয়ন পরিষদ, মো: আদিল হোসেন, মো: আব্দুস সোবহান সভাপতি দুই নং ওয়ার্ড কৃষক লীগ, মো: আসলাম উদ্দীন সেক্রেটারি, দুই নং ওয়ার্ড কৃষক লীগ, মো: কামাল হোসেন সভাপতি দুই নং ওয়ার্ড যুবলীগ, মো: আশরাফুল ইসলাম সভাপতি, মো: আফাজ উদ্দিন সেক্রেটারি দুই নং ওয়ার্ড আওয়ামী লীগ সহ ওয়ার্ড, ইউনিয়ন পর্যায়ের সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও সাধারণ জনগণ।
    প্রধান অতিথি হিসেবে ভারচুয়ালী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী এম পি। তিনি তার বক্তব্যে বিশ্বস্ত ভ্যানগার্ড ০৭ নং দেওপাড়া ইউনিয়ন পরিষদের তরুণ চেয়ারম্যান ও গোদাগাড়ী উপজেলা যুবলীগের অর্থ বিষয়ক সম্পাদক, জননেতা মোঃ বেলাল উদ্দিন সোহেলের ভুয়সী প্রশংসা করে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সকল উন্নয়নের ছোঁয়া চেয়ারম্যান মোঃ বেলাল উদ্দিন সোহেল ইউনিয়ন বাসীর মাঝে পৌছে দিয়ে গরীব অসহায় মানুষের সেবা নিশ্চিত করতে পেরেছে, যার প্রমাণ আজকের এই মতবিনিময় সভায় উপস্থিত জনগণ।
    প্রধান অতিথির বক্তব্যে তিনি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন ও কার্যক্রম নিয়ে কথা বলেন এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে জনগন ও নেতাকর্মীদের কাজ করতে আহবান জানান এবং ঐক্যবদ্ধ থেকে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে লবিং গ্রুপিং ভুলে নৌকার পক্ষে কাজ করার আহ্বান জানান।
    সভাপতির বক্তব্যে দেওপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ বেলাল উদ্দিন সোহেল এলাকার অসমাপ্ত কাজগুলো নির্বাচন পূর্ব যতদুর সম্ভব জরুরী ভিত্তিতে সমাপ্ত করার আহ্বান জানিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সু দৃষ্টি আকর্ষণ করে বলেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গোদাগাড়ী তানোর রাজশাহী -০১ সংসদীয় আসনে নৌকা প্রতীক জনগণের আস্থার প্রতীক জননেতা আলহাজ্ব ওমর ফারুক চৌধুরীর হাতে তুলে দিয়ে জনগণের পাশে থেকে সেবা দেওয়ার সুযোগ করে দিবেন।

  • শ্রীমঙ্গলে ভুড়ভুড়িয়া চা বাগান থেকে চা শ্রমিকের মরদেহ উদ্ধার। 

    শ্রীমঙ্গলে ভুড়ভুড়িয়া চা বাগান থেকে চা শ্রমিকের মরদেহ উদ্ধার। 

    এলিসন সিঙ,মৌলভীবাজার প্রতিনিধি :মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার কালীঘাট ইউনিয়নের ভুড়ভুড়িয়া চা-বাগানের ছড়া থেকে এক চা শ্রমিকের মৃতদেহ উদ্ধার করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ।

    শনিবার (১৪ অক্টোবর) শ্রীমঙ্গল উপজেলার ৮নং কালীঘাট ইউনিয়নের ভুড়ভুড়িয়া চা-বাগানের ছড়ার ডুমনিয়া ঘাট নামক স্থান থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।

    শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক আমিনুল ইসলাম জানান, স্থানীয় লোকের মাধ্যমে  খবর পেয়ে শনিবার বিকেলে শ্রীমঙ্গলের ভুরভুরিয়া ছড়া চা বাগান থেকে এক চা শ্রমিকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া ওই ব্যাক্তির নাম রাম রতন রবি দাশ (৩৫)। তার বাড়ি জেলার কমলগঞ্জ উপজেলার আলীনগর চা বাগানে। সে ওই বাগানের গুল্লিমারা টিলার শংকর রবি দাশের ছেলে।

    পুলিশ জানায়, সে শ্রীমঙ্গল কাকিয়াছড়া চা বাগানে আত্মীয়ের বাসায় বেড়াতে এসেছিল। সে কিছুটা মানসিক ভারসাম্যহীন বলে তার পরিবারের কাছ থেকে জেনেছেন।
    শ্রীমঙ্গল থানা অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার জানান, লাশের সুরতহাল রিপোর্টে কোন আঘাতের চিহ্ন নেই। তবে তার শরীরের বেশ কিছু অংশ নীল হয়ে গেছে।

    তিনি আরও বলেন, পুলিশ ঘটনাস্থলে যাওয়ার পর ওই এলাকায় একটি বড় সাপ দেখেছেন। তাদের ধারনা তাকে সাপে কামড় দিতে পারে। তবে লাশের ময়নাতদন্তের পর প্রকৃত ঘটনা জানা যাবে।

  • গোদাগাড়ীতে এক কেজি একশ গ্রাম হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার।

    গোদাগাড়ীতে এক কেজি একশ গ্রাম হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার।

    রবিউল ইসলাম মিনাল,গোদাগাড়ী(রাজশাহী)প্রতিনিধিঃ

    রাজশাহীর গোদাগাড়ীতে শনিবার ১৪ অক্টোবর বিকেল ৫ টার সময় হাবাসপুর গ্রামের মোঃ তাহাসান আলীর বসত বাড়ীর সামনে রঘুর মোড়, বেলালের মোড়গামী এলাকায় ডিবি পুলিশের মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় মাদক ব্যবসায়ী মোঃ তাহাসান আলী (২৭) ও মোঃ মামুনুর রশিদ ফিটু(৪৩)নামের দুই মাদক ব্যবসায়ীকে এক কেজি একশ গ্রাম হেরোইনসহ তাদের গ্রেফতার করা হয়। তাদের নিকট থেকে উদ্ধার করা হয় ১ কেজি ১’শ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

    গ্রেফতারকৃত মাদকব্যবসায়ী তাহাসান আলী উপজেলার হাসাবপুর গ্রামের সাজেমান আলীর ছেলে ও মামুনার রশিদ একই উপজেলার দাঁত ঝিকিড়া গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে।

    গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা হয়েছে।মামলাটি তদন্তাধীন রয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা।

  • ঠাকুরগাঁওয়ে তরুণ ও নারীদের নিয়ে সমাবেশ অনুষ্ঠিত।

    ঠাকুরগাঁওয়ে তরুণ ও নারীদের নিয়ে সমাবেশ অনুষ্ঠিত।

    রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ
    প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ও আওয়ামী লীগ সরকারের উন্নয়নের বার্তা জনগণের দ্বারপ্রান্তে পৌঁছে দিতে ঠাকুরগাঁও-২ আসনের হরিপুর উপজেলায় প্রায় ৩০ হাজার তরুণ ও নারীদের নিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
    ‘উদীয়মান বাংলাদেশ, তারুণ্যের বাংলাদেশ’ এই স্লোগান নিয়ে শনিবার বিকেলে (১৪ অক্টোবর) হরিপুর উপজেলার যাদুরাণী হাটে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ স্থল তরুণ ও নারীদের মিলনমেলায় পরিণত হয়।
    সমাবেশের শুরুতে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। এরপরই সমাবেশের আনুষ্ঠানিকতা শুরু হয়।
    সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ঠাকুরগাঁও-২ আসনের নৌকার মনোনয়ন প্রত্যাশী ও ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোস্তাক আলম টুলু।
    আওয়ামী লীগ নেতা মোস্তাক আলম টুলু বলেন, পুরো বাংলাদেশে আওয়ামী লীগ সরকারের উন্নয়ন ছড়িয়ে পরেছে ; জনগণ বর্তমান সরকারের উন্নয়নের সুফল পাচ্ছে। আওয়ামী লীগের উন্নয়নের বার্তাগুলো জনগণের দ্বারপ্রান্তে পৌঁছে দিতে আজকের এই সমাবেশ। আজকের সমাবেশে জনগণ স্বতস্ফুর্তভাবে অংশগ্রহণ করেছে। সেই সাথে দ্বাদশ নির্বাচনে ঠাকুরগাঁও-২ আসন থেকে আমি দলের কাছে মনোনয়ন চাইব, সেই বার্তাও দেওয়া হয়েছে।
    হরিপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সোহরাব হোসেন প্রধানের সভাপতিত্বে ও হরিপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. মোজাফ্ফর আহাম্মেদ মানিকের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন হরিপুর উপজেলার গেদুড়া ইউনিয়ন কৃষক লীগের সভাপতি তসিকুল ইসলাম, হরিপুর উপজেলা আওয়ামী লীগের সদস্য শাহাদাৎ হোসেন, হরিপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি সাদেকুল ইসলাম, সাধারণ সম্পাদক শামীম রেজা সহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
    সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে আওয়ামী লীগ সরকারের কোন বিকল্প নেই। দেশ আজ অনেক এগিয়েছে। সামনে আরো এগিয়ে যাবে দেশ, এগিয়ে যাবো আমরাও। তাই বর্তমান সরকারকে ভোট দিয়ে পুণরায় ক্ষমতায় আনতে সমাবেশ থেকে তরুণ ও নারীদের আহবান জানায় আওয়ামী লীগ নেতারা।
  • মাধবপুরে দূর্গাপুজা উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা।

    মাধবপুরে দূর্গাপুজা উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা।

    নাহিদ মিয়া,মাধবপুর প্রতিনিধি।
    হবিগঞ্জের মাধবপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা মাধবপুর থানা পুলিশের আয়োজনে  শনিবার (১৪-অক্টোবর) দুপুর ১টায় থানার হলরুমে অনুষ্ঠিত হয়েছে।  মাধবপুর থানার অফিসার ইনচার্জ রাকিবুল ইসলাম খাঁনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
    প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাধবপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার নির্মলেন্দু চক্রবর্তী।
    পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক লিটন রায়ের সঞ্চালনায়
    বিশেষ অতিথির বক্তব্য রাখেন,জেলা আওয়ামীলীগের উপদেষ্টা সুকোমল রায়,উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক তাজুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক বেনু মাধব রায়, পৌর আওয়ামীলীগের সাবেক সভাপতি বেনু রঞ্জন রায়,উপজেলা যুবলীগের সভাপতি ফারুক পাঠান,
    মাধবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ এরশাদ আলী,সাধারণ সম্পাদক শংকর পাল চৌধুরী, পুজা উদযাপন পরিষদের সভাপতি পংকজ কুমার সাহা,পৌর পুজা উদযাপন পরিষদের  সভাপতি অজিত কুমার পাল,সাধারণ সম্পাদক অন্জন বনিক,শ্রীমৎ স্বামী নীরদানন্দ গিরি
    এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দিলিপ দেব,পরিমল দেব,নারায়ণ চন্দ্র কর্মকারসহ পুজা উদযাপন পরিষদের ১১টি ইউনিয়ন ও পৌরসভার নেতৃবৃন্দ।
    মাধবপুর থানা ওসি রকিবুল ইসলাম খাঁন বলেন, পূজার সময় আইনশৃঙ্খলা রক্ষায় পূজা মণ্ডপের বাইরে এলাকায় পুলিশি টহল অব্যাহত থাকবে। পূজা মণ্ডপ এলাকায় মন্দিরগুলোর নিজস্ব ব্যবস্থাপনায় স্বেচ্ছাসেবকদের মাধ্যমে আইন শৃঙ্খলা রক্ষা করা হবে।
    এ ব্যাপারে মাধবপুর (সার্কেল) সহকারী পুলিশ সুপার নির্মলেন্দু চক্রবর্তী বলেন, এ বছর ১টি পৌরসভা ও ১১টি ইউনিয়নে  ১২০টি পূজা মণ্ডপে ২০ অক্টোবর থেকে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। প্রতিটি মন্দিরে পুলিশি টহল থাকবে।সিসি টিভি(আইপি) ক্যামেরা পূজা মন্ডপে স্হাপন করতে হবে ,এ বিষয়ে আমাদের সব সহযোগীতা থাকবে।
  • ফিলিস্তিনে মুসলিমদের গণহত্যার প্রতিবাদে রামপালে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা।

    ফিলিস্তিনে মুসলিমদের গণহত্যার প্রতিবাদে রামপালে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা।

    রামপাল(বাগেরহাট)প্রতিনিধিঃ বাগেরহাটের রামপালে মুসলমানদের প্রথম ক্বিবলা মসজিদুল আক্বসা ও পবিত্র শহর জেরুজালেমে অবৈধ ইসরায়েলের সেনাবাহিনী কর্তৃক ফিলিস্তিনি নিরীহ মুসলমানদের গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
    শুক্রবার(১৩ অক্টোবর) বিকাল ৫ টায় গিলাতলা যুব সমাজের আয়োজনে উপজেলার গিলাতলা বাজারে এ  বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
    গিলাতলা বাজারসহ পাশ্ববর্তী এলাকার ধর্মপ্রাণ মুসলমানেরা একত্রিত হয়ে গিলাতলা কেন্দ্রীয় বাজার জামে মসজিদের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে বাজারের ব্যাংকের মোড় শেষ করে সেখানে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
    প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন গিলাতলা বাজার কেন্দ্রীয় মসজিদের ইমাম মুফতি মাওলানা হাফিজুর রহমান, হাফেজ শাহ জালাল, উপজেলা যুবলীগের সদস্য শেখ মোঃ রাজিবুর রহমান লিটন, সমাজ সেবক গাজী রাসেল, হাফেজ আবু হুরায়রা নোমান সহ অত্র অঞ্চলের ৫ শতাধিক ধর্মপ্রাণ মুসলমানেরা  উপস্থিত ছিলেন।
    প্রতিবাদ সভায় বক্তারা মসজিদুল আল আক্বসা এবং জেরুজালেমে ইসরায়েলের সেনাবাহিনী দ্বারা ফিলিস্তিনের নিরীহ মুসলমানদের গণহত্যার তীব্র নিন্দা জানান এবং দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করেন।
  • বালিয়াডাঙ্গীতে টিসিবির পণ্য বিতরণে ব্যাপক অনিয়ম।

    বালিয়াডাঙ্গীতে টিসিবির পণ্য বিতরণে ব্যাপক অনিয়ম।

    রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধি:ঠাকুরগাঁওয়ে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য বিক্রি ও বিতরণে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। এতে ক্ষুদ্ধ সুবিধাভোগীসহ সংশ্লিস্ট ইউনিয়নের জনপ্রতিনিধিরা। আর অনিয়মের বিষয়টি খুতিয়ে ব্যবস্থা নেয়ার আশ্বাস উপজেলা প্রশাসনের।
    ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার নির্বাহী কর্মকর্তা বিপুল কুমারের সাক্ষরিত টিসিবি পন্য বিক্রয়ের ক্যালেন্ডার থেকে জানা যায়, গেল ৭ অক্টোবর ওই উপজেলার দুওসুও ইউনিয়ন পরিষদে সুবিধাভোগীদের মাঝে টিসিবি পন্য বিতরণ করা হবে। কিন্তু সেদিন পন্য বিতরণ করা হয়নি।
    পরে গতকাল বৃহস্পতিবার (১২ অক্টোবর) সংশ্লিস্ট ডিলারের ইচ্ছেমত স্থান পরিবর্তন করে তা বিতরণ করা হয় ইউনিয়ন পরিষদ ব্যতিত অন্যস্থানে। অথচ প্রশাসনের তালিকায় স্থান দেয়া ছিল ওই উপজেলার দুওসুও ইউনিয়ন পরিষদ।
    তারপরেও টিসিবি পন্য বিতরণ হচ্ছে বিভিন্নভাবে খবর পেয়ে   ইউনিয়ন পরিষদ চত্বরে ছুটে আসেন সুবিধাভোগীদের মধ্যে অনেকেই। প্রচারণা ছাড়াই এক স্থানের পণ্য অন্য স্থানে বিতরণের ফলে অনেক ক্রেতা নির্দিষ্ট স্থানে পণ্য কিনতে গিয়ে খালি হাতে ফিরছেন। আবার অনেকেই হয়রানি শিকার হয়ে টিসিবির পন্য নিতে ছুটে গেছে ডিলারের মনোনীত স্থান বালিয়াডাঙ্গী উপজেলার পল্লী বিদ্যুত জোনাল অফিসের সামনে। এমন অসস্থায় ক্ষুদ্ধ জনপ্রতিনিধিরাও।
    এসময় পণ্য ক্রয়ে এসে কার্ডধারিরা অভিযোগ করে বলেন, ইউপি সদস্যরা আগেই জানিয়েছে ইউনিয়ন পরিষদ থেকে টিসিবি দেয়া হবে। অটোভাড়া করে এসে এখন জানতে পারছি পরিষদ থেকে ১০ কিলোমিটার দুরে টিসিবি দেয়া হচ্ছে। এতো খরচ করে টিসিবি নেয়ার চেয়ে না নেয়া ভাল। শুধু হয়রানী করা ছাড়া কিছু না। সরকারি মাল কম দামে পাওয়ার আশায় আসলেও না নিয়ে বাড়ি ফিরতে হয়েছে।
    ওই ইউনিয়নের ইউপি সদস্য আশরফুল ইসলাম, মুক্তাদুর রহমান, মাহবুব আলম, রফিকুল ইসলাম অভিযোগ করে বলেন, কাগজে কলমে আছে টিসিবির পন্য বিক্রি করা হবে ইউনিয়ন পরিষদ চত্বরে। কিন্তু ডিলার কাউকে অবগত না করে তার ইচ্ছেমতো দশ কিলোমিটার দুরে গিয়ে পন্য বিক্রি করেছে। এতে অনেক সুবিধাভোগীরা বঞ্চিত হয়েছে। সুবিধাভোগীরা খবর পেয়ে পন্য ক্রয়ে ছুটে আসে ইউনিয়নে কিন্তু আমরা তার উত্তর দিতে পারিনি। আর এটি করা হয়েছে পণ্য লুট করতেই। বিষয়টি দুঃখজনক জানিয়ে দ্রুত এ বিষয়ে ব্যবস্থা নিতে প্রশাসনের হস্তক্ষেপ চেয়েছেন তারা।
    অভিযোগের বিষয়ে দুওসুও ইউনিয়নের টিসিবি পণ্যের নির্ধারিত ডিলার রোকনুজ্জামান সায়েদী দাবি করে বলেন, কোন স্থানে পন্য বিক্রি করা হবে তা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবগত করা হয়েছে। তিনি অনুমতি দিয়েছেন বলেই স্থান পরিবর্তন করা হয়েছে তবে অনিয়ম করে বিক্রির কোন সুযোগ নেই বলে জানান তিনি।
    আর দুওসুও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক মো: সোহেল রানা জানান, কাগজে-কলমে আমি জানি টিসিবি পণ্য পরিষদ থেকে বিক্রি করা হবে। তাই আমি কার্ডধারীদের  অবগত করেছি। তারা আসছে পণ্য কিনতে কিন্তু ডিলারের কোন খোঁজ নেই। ডিলার আমার কথা শুনছে না তার মত করে সে টিসিবি বিক্রি করছে। জেলা প্রশাসক বিষয়টি নজরে এনে ব্যবস্থা নিবেন এমন আশাবাদি তিনি।
    এ বিষয়ে বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিপুল কুমার বলেন, সুবিধাভোগীদের স্বার্থে  সার্বিক বিষয় খতিয়ে দেখে ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।
  • রাণীশংকৈলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত।

    রাণীশংকৈলে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত।

    ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে নানা কর্মসূচির মধ্যদিয়ে পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৩।
    দিবসটি উপলক্ষে শুক্রবার (১৩ অক্টোবর) সকালে রাণীশংকৈল উপজেলা প্রশাসনের আয়োজনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয়ের সহযোগিতায় র‌্যালি, আলোচনা সভা এবং ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়ার অনুষ্ঠিত হয়।
    রাণীশংকৈল কেন্দ্রীয় মাধ্যমিক হাইস্কুল মাঠ
    চত্বরে দিবসের এবারের প্রতিপাদ্য ‘অসমতার বিরুদ্ধে লড়াই করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি’ এর ওপর ওই আলোচনা সভার আয়োজন করা হয়।
    এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাণীশংকৈল উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না।
    উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার রহমানের সভাপতিত্বে আলোচনা আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) সামিয়েল মার্ডি, জেলা স্কাউটস যুগ্ম সম্পাদক ফইজুল ইসলাম, ইএসডিওর ঠাকুরগাঁও মনিটরিং অফিসার মোস্তাকুর রহমান।
    অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন রাণীশংকৈল ফায়ার সার্ভিস ইনচার্জ নাছিম ইকবাল ইএসডিও ম্যানেজার খায়রুল আলম, উপজেলা স্কাউটস যুগ্ম সম্পাদক দিলারা বেগম ও মনতাজ আলী,উপজেলা সহকারি কৃষি কর্মকর্তা সাদেকুল ইসলাম প্রমুখ।
    এর আগে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক এক মহড়া অনুষ্ঠিত হয়। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের রাণীশংকৈল  স্টেশন কর্মকর্তাদের নেতৃত্বে ওই মহড়ায় ফায়ার সার্ভিসের সদস্যবৃন্দ ও কেন্দ্রীয় মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের ছাত্র শিক্ষকরা অংশ নেন।
  • রামপালে পুলিশের অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার।

    রামপালে পুলিশের অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার।

    রামপাল(বাগেরহাট)প্রতিনিধিঃ বাগেরহাটের রামপালে থানা পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে মাদকদ্রব্য ইয়াবাসহ মোঃ আকরাম শেখ (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।
    গ্রেপ্তারকৃত আকরাম খুলনার বটিয়াঘাটা উপজেলায় রনজিতের হুলা গ্রামের মৃত আহাদ শেখের ছেলে।
    বৃহস্পতিবার (১২ অক্টোবর) রাতে থানা পুলিশ গোপন সূত্রে খবর পায় যে, রামপাল খেয়াঘাট এলাকায় মাদক বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করে এক ব্যক্তি। এ খবর পেয়ে সাব-ইন্সফেক্টর লিটন কুমার বিশ্বাসের নেতৃত্বে থানা পুলিশের একটি চৌকস দল সেখানে অভিযান চালান। অভিযান চালিয়ে আকরামের দেহ থেকে ১০ (দশ) পিস হালকা কমলা রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।
    এ বিষয়ে রামপাল থানার অফিসার ইন-চার্জ এস. এম. আশরাফুল আলম সাংবাদিকদের জানান,  গতরাতে অভিযান চালিয়ে খেয়াঘাট এলাকা থেকে ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।  তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে এবং আজ শুক্রবার (১৩ অক্টোবর) আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।  তিনি আরও বলেন যে, রামপাল থানার এরিয়ায় কোন মাদক ব্যবসায়ী ও মাদকসেবির জায়গা হবে না। মাদকের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে৷ পরবর্তীতে মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
  • বালিয়াডাঙ্গীতে ফেন্সিডিলসহ ইউপি সদস্য আটক।

    বালিয়াডাঙ্গীতে ফেন্সিডিলসহ ইউপি সদস্য আটক।

    ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ফেন্সিডিলসহ সাবেক ইউপি সদস্য সাইফুল ইসলাম (৩৫) কে আটক করেছে পুলিশ।
    বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার দুওসুও ইউনিয়নের বারঢালী-পৌকানপুর রাস্তার সনগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় তার নিকট ০৫ বোতল ভারতীয় নিষিদ্ধ ফেন্সিন্ডিল উদ্ধার করে পুলিশ।
    আটক ইউপি সদস্য সাইফুল ইসলাম উপজেলার বড়বাড়ী ইউনিয়নের ০৬ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য ও সর্বমঙ্গলা গ্রামের আবুল কাশেমের ছেলে।
    পুলিশ জানায় গোপনে সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রাতে ইউপি সদস্যকে রাস্তায় আটক করে। এ সময় বিক্রির জন্য নিয়ে যাওয়া ৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় বালিয়াডাঙ্গী থানার উপপরিদর্শক আনোয়ারুল ইসলাম বাদী হয়ে ইউপি সদস্যের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।
    বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল আনাম ডন বলেন, মামলা দায়েরের পর শুক্রবার দুপুরে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে ইউপি সদস্য সাইফুল ইসলামকে কারাগারে পাঠানো হয়েছে।