Author: admin

  • রামপালের ভোজপাতিয়ায় আ’লীগের কর্মী সভা।

    রামপালের ভোজপাতিয়ায় আ’লীগের কর্মী সভা।

    রামপাল(বাগেরহাট)প্রতিনিধিঃ বাগেরহাটের রামপালের ভোজপাতিয়ায় আওয়ামী লীগের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) বিকেল ৫.০০ টার সময় ভোজপাতিয়া ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে বেতকাটা বাজারে এ কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।

    ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ শেখ নুরুল আমিনের সভাপতিত্বে কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার (এম.পি)।
    অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোল্লা আঃ রউফ,উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুল ওহাব,  উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন,জেলা পরিষদ সদস্য ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শেখ মনির আহমেদ প্রিন্স ও  উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ হাফিজুর রহমান।
    এসময় ভোজপাতিয়া ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
    সভায় বক্তারা তাদের বক্তব্যে বলেন,গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার যত উন্নয়ন সারা দেশে করেছে,তা পূর্বের কোন সরকার করেনি। সারা দেশের মত বাগেরহাট-৩ (রামপাল-মোংলা) আসনের প্রতিটি স্থানে উন্নয়নের ছোঁয়া লেগেছে। সারা দেশের মতো স্মার্ট রামপাল-মোংলা গড়ার লক্ষ্যে খুলনা সিটি করপোরেশনের মাননীয় মেয়র তালুকদার আব্দুল খালেক ও তার সহধর্মিণী উপমন্ত্রী হাবিবুন নাহার দিন-রাত কঠোর পরিশ্রম করে যাচ্ছেন। তাই নেতা কর্মীরা মনে করেন বাগেরহাট-৩ আসনে হাবিবুন নাহারের কোন বিকল্প কেউ নেই। তাই নেতৃবৃন্দ আবারও এ আসনে উপমন্ত্রী বেগম হাবিবুন নাহারকে আওয়ামী লীগের মনোনয়ন দেওয়ার জন্য বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে অনুরোধ জানান।
  • মাধবপুরে বিয়েতে গান বাজানোর অপরাধে নারীকে সমাজচ্যুত।

    মাধবপুরে বিয়েতে গান বাজানোর অপরাধে নারীকে সমাজচ্যুত।

    মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি।
    ছেলের গায়ে হলুদের অনুষ্ঠানে মাইকে গান বাজানোর অপরাধে হবিগঞ্জের মাধবপুরে লালু বানু নামে এক নারীকে এক মাস ধরে সমাজচ্যুত করে রাখা হয়েছে।
    উপজেলার চৌমুহনী ইউনিয়নের সাতপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
    সমাজচ্যুতির কারণে ওই নারীর সঙ্গে গ্রামের সবাই কথা বলা বন্ধ রেখেছেন। বাড়ি থেকে বের হলেই লোকজন তাঁকে নানাভাবে হেনস্থা করছে বলে অভিযোগ করেছেন লাল বানু। ফলে চার সন্তান নিয়ে তিনি বিপাকে আছেন।
    লাল বানু জানান, এক মাস আগে তাঁর ছেলে নূরুল হকের গায়ে হলুদের অনুষ্ঠানে ছোট সাউন্ডবক্সে বিয়ের গীত বাজছিল। সে সময় গ্রামের প্রভাবশালীরা এসে তাদের গান বন্ধ করতে বলেন। নিষেধ শুনে তারা গান বাজানো বন্ধ করে দিয়েছিলেন। গত ১৩ অক্টোবর বাড়িতে মিলাদ পড়ানোর জন্য লাল বানু স্থানীয় মসজিদের ইমাম মাওলানা জাকির হোসেনকে দাওয়াত দিলে তিনি আসেননি। কারণ জানতে চাইলে জানানো হয়, লাল বানুকে সমাজচ্যুত করা হয়েছে।
    এ ব্যাপারে সাতপাড়া গ্রামের প্রভাবশালী রফিকুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, এই গ্রামের রীতি হচ্ছে বিয়ে বা অন্য কোনো অনুষ্ঠানে মাইক বাজানো যাবে না। কারণ, ইসলাম ধর্মে গান-বাজনা নিষেধ।
    এছাড়া মাইকের উচ্চ শব্দের কারণে সাধারণ মানুষ বিরক্ত হয়। লাল বানু সমাজের কথা না মেনে উচ্চ শব্দে বিয়েবাড়িতে সাউন্ডবক্স বাজানোর কারণে তাঁর বাড়িতে মসজিদের ইমামকে যেতে নিষেধ করা হয়েছে‌। লাল বানু সমাজের কাছে ক্ষমা চাইলে ক্ষমা করা হবে। লাল বানু ক্ষমা চাইতে রাজি নন। এ কারণে তাঁকে আপাতত সমাজচ্যুত করা হয়েছে।
    সাতপাড়া মসজিদের ইমাম জাকির হোসেন বলেন, ‘গ্রামের লোকজন নিষেধ করায় আমি লাল বানুর বাসায় মিলাদে যাইনি। ইসলামে গান-বাজনা নিষেধ। এছাড়া মাইক বাজলে অন্য মানুষের সমস্যা হয়।’
    এ ব্যাপারে চৌমুহনী ইউপি চেয়ারম্যান মাহাবুবুর রহমান বলেন, এ ধরনের ঘটনার খবর পেয়ে মঙ্গলবার সাতপাড়া গ্রামে গিয়ে স্থানীয়দের বলে এসেছি বিষয়টি নিষ্পত্তির জন্য। কারণ কাউকেই সমাজচ্যুত করা যাবে না।’
    মাধবপুরের ইউএনও মনজুর আহসান বলেন, সমাজচ্যুত করার ঘটনার বিষয়টি শুনে স্থানীয় চেয়ারম্যানকে খোঁজ নিতে বলা হয়েছে। সমাজচ্যুত করা আইনত অপরাধ।
  • মৌলভীবাজারে জেলা প্রশাসনের আয়োজনে শেখ রাসেল দিবস পালন।

    মৌলভীবাজারে জেলা প্রশাসনের আয়োজনে শেখ রাসেল দিবস পালন।

    এলিসন সুঙ,মৌলভীবাজার প্রতিনিধি:
    মৌলভীবাজার জেলা প্রশাসন আয়োজনে শেখ রাসেল দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
    বুধবার (১৮ অক্টোবর) শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে জেলা কালেক্টরেট ভবন প্রাঙ্গণে প্রথমে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালি শেষে জেলা প্রশাসনের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    এ সময় উপস্থিত ছিলেন  মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি নেছার আহমদ, মহিলা সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন,জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম, জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ মিছবাহুর রহমান,অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক প্রভাংশু সোম মোহান, অতিরিক্ত পুলিশ সুপার,মোঃ আজমল হোসেন,পৌর মেয়র  মো. ফজলুর রহমান, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. কামাল হোসেন, সিভিল সার্জন জালাল উদ্দিন মোরশেদ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরীন চৌধুরী, জেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক সৈয়দ নওসের আলী খোকন, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল মালিক তরফদার ভিপি সোয়েব, জনস্বাস্থ্য নির্বাহী প্রকৌশলী মো:খালেদুজ্জামান,এলজিইডি নির্বাহী প্রকৌশলী আহমেদ আব্দুল্লাহ, জেলা তথ্য অফিসার আনোয়ার হোসেন,সদর উপজেলা নিবার্হী প্রকৌশলী আলমগীর হোসেন, জেলা শিশু বিষায়ক কর্মকর্তা জসিম উদ্দিন মাসুদসহ বিভিন্ন সরকারি কর্মকর্তাগণ,সাংবাদিক ও স্কুলের ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন।

  • রামপালের রাজনগর ইউনিয়নে আ’লীগের কর্মী সভা।

    রামপালের রাজনগর ইউনিয়নে আ’লীগের কর্মী সভা।

    রামপাল(বাগেরহাট)প্রতিনিধিঃ বাগেরহাটের রামপাল উপজেলার ৫ নং রাজনগর ইউনিয়নের আওয়ামী লীগের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।
    বুধবার (১৮ সেপ্টেম্বর) বিকাল ৫.০০ টায় রাজনগর ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে ইউনিয়ন পরিষদ চত্বরে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়।
    ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ আকরাম হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নিখিল রঞ্জণ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিবেশ,  বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় প্রধানমন্ত্রী বেগম হাবিবুন নাহার (এম.পি)।
    বিশেষ অতিথির বক্তব্যে রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোল্লা আঃ রউফ,  উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোতাহার রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন,  উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জামিল হাসান জামু, ইউপি চেয়ারম্যান সুলতানা পারভীন (ময়না)।
    অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ ফকির,  তপন কুমার গোলদার,  সাবেক ইউপি চেয়ারম্যান গাজী গিয়াস উদ্দিন, মোঃ বজলুর রহমান, জেলা পরিষদ সদস্য শেখ মনির আহমেদ প্রিন্স,  উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ হাফিজুর রহমানসহ রাজনগর ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
    অনুষ্ঠানে বক্তারা বলেন,  দক্ষিণ পশ্চিমাঞ্চলের যে সকল উন্নয়ন হয়েছে তা সব কিছু আওয়ামী লীগ সরকারের আমলে হয়েছে।  বাগেরহাট-৩ (রামপাল-মোংলা) ছিল এক সময়ে সন্ত্রাসী জনপদ।  সে সন্ত্রাসী জনপদকে খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক শান্তির জনপদে রূপান্তরিত করেছে।  সারা দেশের মতো রামপাল মোংলায় ও শেখ হাসিনা সরকারের উন্নয়নের ছোঁয়া লেগেছে।
    নেতা কর্মীরা মনে করে এ অঞ্চলে বেগম হাবিবুন নাহারের বিকল্প নেই। আবারও  আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হাবিবুন নাহারকে আওয়ামী লীগের মনোনয়ন দেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে অনুরোধ জানান।
  • রামপালে যথাযোগ্য মর্যাদায় শেখ রাসেল দিবস পালন।

    রামপালে যথাযোগ্য মর্যাদায় শেখ রাসেল দিবস পালন।

    রামপাল(বাগেরহাট) প্রতিনিধিঃ বাগেরহাটের রামপালে যথাযোগ্য মর্যাদায়  জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলর ৬০ তম জন্মদিন ও শেখ রাসেল দিবস-২০২৩ পালন করা হয়েছে।
    বুধবার (১৮ অক্টোবর) সকাল ১০ টায় রামপাল উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।  র‌্যালিটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ গিয়ে শেষ হয়। র‌্যালিত্তোর উপজেলা পরিষদ কনফারেন্স রুম  এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
    রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির  বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন।
    অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোল্লা আঃ রউফ, ভাইস  চেয়ারম্যান মোঃ নুরুল হক লিপন,  রামপাল থানার অফিসার ইনচার্জ এস. এম. আশরাফুল আলম, উপজেলা দূর্নিতী প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ আকবর আলী,   প্রভাষক ও সাংবাদিক  মোঃ সাইফুল আলম বকতিয়ার।
    অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুকান্ত কুমার পাল,   উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস. এ আনোয়ারুল কুদ্দুস,  প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মতিউর রহমান,  যুব উন্নয়ন কর্মকর্তা নাসির উদ্দীনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ ও সুধীজন উপস্থিত ছিলেন।
    অনুষ্ঠান শেষে শেখ দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রভাষক মোঃ মোস্তফা কামাল পলাশ।
  • রাণীশংকৈলে শেখ রাসেলের ৬০তম জন্মদিন উদযাপন।

    রাণীশংকৈলে শেখ রাসেলের ৬০তম জন্মদিন উদযাপন।

    বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই শহীদ শেখ রাসেলের ৬০তম জন্মদিন ও শেখ রাসেল দিবস -২০২৩ উপলক্ষে নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে।
    বুধবার (১৮ অক্টোবর) ঠাকুরগাঁও রাণীশংকৈল উপজেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে শহীদ শেখ রাসেলের জন্মদিন পালিত হচ্ছে।
    দিবসটি উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচীর মধ্যে সকাল সাড়ে ৯টায় শেখ রাসেল এর প্রতিকৃতিতে  শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।
    শ্রদ্ধা জানান ছাত্রলীগ, যুবলীগ, কৃষকলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের নেতাকর্মীসহ বিভিন্ন সরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের কর্মকর্তারা।
    এরপর উপজেলা পরিষদ  সম্মেলন কক্ষে কেন্দ্রীয়ভাবে আয়োজিত ও সম্প্রচারিত উদ্বোধনী এবং শেখ রাসেল পদক প্রদান অনুষ্ঠানে অংশ শেষে সকাল ১১টায় “শেখ রাসেল দীপ্তিময়, নির্ভীক নির্মল দুর্জয়” প্রতিপাদ্যের উপর ভিত্তি করে রাণীশংকৈল  উপজেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়।
    এ সময় উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার রহমানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী বেগম,  যুব উন্নয়ন কর্মকর্তা আনোয়ার হোসেন, সমাজসেবা কর্মকর্তা আব্দুর রহিম, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুস সামাদ, পল্লীবিদ্যুৎ কর্মকর্তা নেজামুল হক, পৌর আ’লীগ সভাপতি জাহাঙ্গীর আলম সরকার,সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সংবাদকর্মী, শিক্ষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। এর আগে রাণীশংকৈল  উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালি শহর প্রদক্ষিণ করে।
  • রাণীশংকৈলে রাস্তা নির্মাণে অনিয়ম, কাজ বন্ধ করে দিল এলাকাবাসী।

    রাণীশংকৈলে রাস্তা নির্মাণে অনিয়ম, কাজ বন্ধ করে দিল এলাকাবাসী।

    ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় মঙ্গলবার স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের আওতাধীন একটি নতুন সড়ক নির্মাণে অনিয়ম করার অভিযোগে সেই সড়কের নির্মাণ কাজ আটকে দিয়েছেন ওই এলাকার বাসীন্দারা।

    উপজেলার নন্দুয়ার ইউনিয়নের সন্ধারই খুটিয়াটলি খেড়বাড়ী হতে বনগাঁও স্কুল পপর্যন্ত কাঁচা সড়কে এ নির্মাণ কাজ চলছে। উপজেলা প্রকৌশলী দপ্তর সুত্রে জানা গেছে, ৫৭০ মিটার নতন সড়ক নির্মাণের কাজটি ৫৭ লাখ ৭৬ হাজার ৫৯১ টাকায় চুক্তি বদ্ধ হয়েছে ঠাকুরগাঁও ঠিকাদার খাইরুল ইসলাম রুমান।

    সরেজমিনে গিয়ে জানা গেছে, রাস্তায় বালু’র বদলে রাবিশ মাটি বালু, নিন্ম মানের ইটের খোয়া দিয়ে সাব-ব্যাচের কাজ সম্পূর্ণ করা । বালু ফিলিং এ রাবিশ বালু ব্যবহার করা ও সর্বশেষ বর্তমানে সড়কের দুই ধারের এজিং এ নিন্মমানের ইট ব্যবহার করার অভিযোগে বার বার উপজেলা এলজিইডি প্রকৌশলী অফিসের দায়িত্বরত কর্মকর্তা ও ঠিকাদারকে কাজের অনিয়মের কথা বলেও কোন লাভ না হওয়ায় স্থানীয়রা বাধ্য হয়ে সড়ক নির্মাণ কাজ আটকে দিয়ে।সড়ক নির্মাণ শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দিয়েছেন।

    ওই এলাকার বাসিন্দা ফিরোজ কবির জানান, দীর্ঘদিন পর নতুন সড়ক নির্মাণ হচ্ছে। তবে কাজটি ভালো হচ্ছে না। রাবিশ বালু দিয়ে খোয়া বিছিয়েছে। এখন আবার তিন নাম্বার ইট দিয়ে এজিং দিচ্ছে। আরেক বাসিন্দা বাহাদুর রহমান বলেন, রাস্তার সাইডে এমন ইটের এজিং দিচ্ছে যা একটি মোটরসাইকেলের চাকা দিয়ে বেশি আঘাত পেলেই ভেঙ্গে যাবে। ইটে ইটে আঘাত দিলে ইট ভেঙ্গে তছনছ হয়ে যাচ্ছে। সবুর নামে একজন বলেন, বালু’র বদলে রাবিশ বালু মাটি সাব ব্যাচে ব্যবহার,ঠিক মত রোলার না করাসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ করেও প্রতিকার না পাওয়ায় কাজ আটকে দিয়েছে এলাকাবাসী।

    সেখানেই কথা হয় সড়ক নির্মাণ শ্রমিক সাইদের সাথে তিনি বলেন, এলাকার লোকজন রাস্তার কাজ খারাপ হওয়ার কারণে কাজ বন্ধ করে দিয়েছে। তাই কাজ বাদ দিয়ে মাহাজনের অপেক্ষায় বসে রয়েছি। আরেক নির্মাণ মিস্ত্রি রফিকুল ইসলাম বলেন, কিছু ইট খারাপ আছে। তবে এলাকার লোকজন কাজ না করতে দিলে আমরা কাজ করবো না।

    ঠিকাদার প্রতিষ্ঠানের পক্ষে তদারককারী সাজু ইসলাম বলেন, ইট তো খারাপ হওয়ার কথা না। যদি খারাপ হয় তাহলে ইট পরির্বতন করা হবে।

    ওই সড়কের কাজ তদারকি কর্মকর্তা উপজেলা এলজিইডির সার্ভেয়ার আলী হোসেন বলেন, ইট খারাপ হলে ঠিকাদারকে পরির্বতন করতে বলা হবে।

    উপজেলা প্রকৌশলী মাঈনুল ইসলাম বলেন, ওই ঠিকাদারের কাজটি নিয়ে খুব বিপদে আছি, ওই এলাকা(বনগাঁও) থেকে প্রায় দশজন মানুষ কাজের অনিয়মের বিষয়টি নিয়ে আজ (মঙ্গলবার) ফোন দিয়েছে। কাজের বিষয়টি গুরত্ব সহকারে দেখা হবে।

  • শেরপুর ৩ আসনে আ’লীগ মনোনয়ন প্রত্যাশী নাইমের শোভাযাত্রা।

    শেরপুর ৩ আসনে আ’লীগ মনোনয়ন প্রত্যাশী নাইমের শোভাযাত্রা।

    দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর ৩ (ঝিনাইগাতী-শ্রীবরদী) আসনের আওয়ামী লীগ মনোনয়ন প্রত্যাশী এস এম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইমের উদ্যোগে শেখ হাসিনার সরকারের উন্নয়নের শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

    “উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ও স্মার্ট বাংলাদেশ বির্নিমানে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকায় ভোট দিন” এ শ্লোগানকে সামনে রেখে শেরপুরের শ্রীবরদীতে উন্নয়ন শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

    মঙ্গলবার (১৭অক্টোবর) বিকেলে শ্রীরবদী পৌর শহরের চৌরাস্তা মোড়ে এ সভার আয়োজন করা হয়।

    শ্রীবরদী পৌরসভার সাবেক মেয়র আবু সাঈদের সভাপতিত্বে এবং ভেলুয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রনি মোদকের সঞ্চালনায় এ শোভাযাত্রায় শেখ হাসিনার সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঝিনাইগাতী উপজেলা আ”লীগের ৪ বারের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান ও আগামী জাতীয় দ্বাদশ সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন প্রত্যাশী শিল্পপতি দানবীর জননেতা আলহাজ্ব এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম।
    অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, শ্রীবরদীর পৌর ছাত্রলীগ সাবেক নেতা জুয়েল আহম্মেদ, পৌর ছাত্রলীগের সদস্য হারুন আহম্মেদ, ঝিনাইগাতী উপজেলার মালিঝিকান্দা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক, ধানশাইল ইউনিয়নের চেয়ারম্যান শফিকুল ইসলাম প্রমুখ। বক্তারা আগামী দ্বাদশ জাতীয় সংসদের নির্বাচনে এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইমকে দলীয় মনোনয়ন দিতে শেখ হাসিনার প্রতি আহ্বান জানান।

    আলোচনা শেষে আলহাজ্ব এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইমের নেতৃত্বে প্রায় দুই সহাস্রাধিক নেতাকর্মিসহ আমজনতা শ্রীবরদী পৌর শহরের প্রধান সড়কে শোভা যাত্রাসহ বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের চিত্রসংবলিত লিফলেট বিতরণ করা হয় ।

  • ধানক্ষেত থেকে অটো চালকের গলাকাটা লাশ উদ্ধার

    ধানক্ষেত থেকে অটো চালকের গলাকাটা লাশ উদ্ধার

    ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া থানার ঘুরনগাছ এলাকায় একটি বাঁশঝাড় থেকে রিফাত ইসলাম (২০) নামে এক অটো চালকের গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ।
    নিহত রিফাত ইসলাম ঠাকুরগাঁও পৌর শহরের গোয়ালপাড়া এলাকার নুর আলম এর ছেলে।
    মঙ্গলবার (১৭ অক্টোবর) ভোরে স্থানীয়রা মরদেহ দেখতে পেয়ে ৯৯৯ এ কল দিলে লাশ উদ্ধার করে রুহিয়া থানা পুলিশ।
    লাশ উদ্ধারের কিছুক্ষণ পরে নিহতের স্ত্রী আশা মনি ঘটনাস্থলে আসেন। নিহতের স্ত্রী জানান, রিফাত দীর্ঘদিন থেকেই এই অটোটি ভাড়ায় চালান।
    স্থানীয়রা বলেন, ভোরে চাষাবাদের কাজে বের হলে ধানক্ষেত থেকে গলিত লাশের গন্ধ আসছিল। গন্ধের উৎস খুঁজতে গিয়ে বাঁশবনের পাশের ধানক্ষেত থেকে কিশোর বয়সি একজনের লাশ দেখতে পাই। ছেলেটিকে আমরা কেউ চিনি না। তাই দ্রুত ৯৯৯ এ কল দিয়ে পুলিশকে বিষয়টা জানালে তারা এসে লাশ উদ্ধার করে।
    রুহিয়া থানার অফিসার ইনচার্জ সোহেল রানা জানান, স্থানীয় লোকজন একটি মরদেহ দেখতে পেয়ে থানায় ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। ধারণা করা হচ্ছে অটোটিকে ছিনতাই করার উদ্দেশ্যে তাকে হত্যা করা হয়েছে।
    লাশ ঠাকুরগাঁও  হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং অটোটি উদ্ধার ও হত্যাকরীকে আটকের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
  • মাধবপুরে পুলিশের অভিযানে ৬ জুয়াড়ী গ্রেফতার।

    মাধবপুরে পুলিশের অভিযানে ৬ জুয়াড়ী গ্রেফতার।

    নাহিদ মিয়া,মাধবপুর( হবিগঞ্জ) প্রতিনিধি।
    হবিগঞ্জের মাধবপুরে জুয়া খেলার আসর থেকে ৬ জুয়াড়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এমন সময় আরো দুই জুয়াড়ী পালিয়ে যায়। গ্রেফতারকৃত জুয়াড়ীদের কাছ থেকে ৮ হাজার ৬শত টাকা  খেলায় ব্যবহৃত তাসের বান্ডিল উদ্ধার করেছে পুলিশ।
    পুলিশ সূত্রে জানা যায়া, মঙ্গলবার (১৭-অক্টোবর) রাত্রে সা‌‌ড়ে ৩ টায় খবর পেয়ে মাধবপুর থানার এসআই তরিকুল ইসলাম, এসআই মানিক কুমার সাহার নেতৃত্বে এএসআই জিয়াউর রহমানে’র সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে উপজেলার জগদীশপুুর ইউনিয়নের খাটুরা গ্রামের আলমগীরে টিনশেড বসত ঘরে থেকে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ ৮ হাজার ৬ শত টাকাসহ ৬ জুয়াড়ীকে গ্রেপ্তার করে।
    গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার জগদীশপুুর ইউনিয়নের খাটুরা গ্রামের মোঃ আব্দুল আলীর ছেলে আলমগীর মিয়া (৪৫) একই গ্রামের মৃত শানু মিয়ার ছেলে সেন্টু মিয়া (৩৫), নরুল ইসলাম ছেলে এখলাছ মিয়া (৪০) ছেনু মিয়ার ছেলে মিজানুর রহমান (৩৫) সর্ব খাটুরা গ্রামের খড়কী গ্রামের দিলু মিয়ার ছেলে মোতাব্বির হোসেন  (৩০), মৃত্যু রফিক মিয়ার ছেলে হেফজুর রহমান (৩৮)।
    মাধবপুর থানার ওসি রকিবুল ইসলাম খাঁন জানান, গ্রেপ্তারকৃত জুয়াড়ীদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে, মঙ্গলবার দুপুরে জেলা বিচারক আদালতে সোপর্দ করা হয়েছে।দুই পলাতক জুয়াড়ীর বিরুদ্ধে অভিযান অব্যাহত আছে।