Author: admin

  • দেওয়ানগঞ্জে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার, আটক-১।

    দেওয়ানগঞ্জে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার, আটক-১।

    ফরিদুল ইসলাম,দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধিঃ জামালপুরের দেওয়ানগঞ্জে নিখোঁজের একদিন পর একটি ঝুপড়ি থেকে যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।
    উপজেলার পাররামরামপুর ইউনিয়ন থেকে গতকাল রবিবার ২২ অক্টোবর সন্ধ্যার পর নিখোঁজ হয় ভ্যানচালক আশরাফুল।
    সোমবার (২৩ অক্টোবর ২০২৩) দুপুরে ঝালোরচর ব্রহ্মপুত্র নদ-তীরবর্তী একটি ঝোঁপঝার থেকে তার লাশ উদ্ধার করেন দেওয়ানগঞ্জ মডেল থানা পুলিশ।
    স্থানীয় সূত্রে জানা যায়, নিহত আশরাফুল (১৫) পাররামরামপুর ইউনিয়নের তারাটিয়া বাজার এলাকার মো: শহিদ মিয়ার ছেলে ও তারাটিয়া আলহাজ্ব লাল মাহমুদ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র। লেখাপড়ার পাশাপাশি তাদের নিজস্ব ভ্যানটি চালিয়ে পড়াশুনা খরচ চালান তিনি।
    এ ঘটনায় আটককৃত নয়ন মিয়া একই গ্রামের মো. মহল মিয়ার ছেলে।
    আটককৃত নয়ন মিয়ার ভাষ্যমতে, গতকাল সন্ধ্যায় আশরাফুল ইসলামের ভ্যান গাড়িসহ দেওয়ানগঞ্জের উদ্দেশ্যে বের হয়। তারাটিয়া থেকে দেওয়ানগঞ্জ যাওয়ার মাঝামাঝি বাসেতপুর গ্রামে একটি নির্জন এলাকায় দাঁড়ান। পরে নয়নসহ আরো তিনজন মিলে ইট দিয়ে তার মাথায় আঘাত করে হত্যা করা হয়। পরে বাসেতপুর গ্রামের একটি ঝোপঝাড়ের মধ্যে তার লাশ রেখে গাড়িটি বিক্রির উদ্দেশ্যে দেওয়ানগঞ্জ নিয়ে যায়। দেওয়ানগঞ্জ বাজারে গাড়িটি বিক্রির জন্য লোকজনদের বলেন।পরে স্থানীয় লোকজন তার পায়ে রক্তের চিহ্ন দেখে দেওয়ানগঞ্জ মডেল থানায় খবর দেন। এরপর তাকে থানায় এনে জিজ্ঞাসাবাদের মাধ্যমে জানা যায় এই হত্যাকাণ্ডের আসল রহস্য। নয়নের সহযোগিতায় দেওয়ানগঞ্জ মডেল থানার পুলিশ আশরাফুলের মরদেহটি বাসেতপুর গ্রাম থেকে উদ্ধার করে দেওয়ানগঞ্জ মডেল থানায় আনা হয়। পরে আশরাফুলের পরিবার আশরাফুলের লাশটি সনাক্ত করেন।
    এ বিষয়ে দেওয়ানগঞ্জ বকশীগঞ্জ সার্কেল অফিসার সুমন কান্তি জানান, লাশ সনাক্ত করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে এ ঘটনায় একজনকে আটক করেছে দেওয়ানগঞ্জ থানা পুলিশ।
  • রামপালে দেশীয় তৈরি মদসহ দুই যুবক গ্রেপ্তার।

    রামপালে দেশীয় তৈরি মদসহ দুই যুবক গ্রেপ্তার।

    রামপাল(বাগেরহাট)প্রতিনিধিঃ বাগেরহাটের রামপালে দেশীয় তৈরি মদসহ দুই যুবককে আটক করেছে থানা পুলিশ।
    গ্রেপ্তারকৃত যুবকদ্বয় হলেন-খুলনা জেলার দৌলতপুর থানার পাবলা এলাকার মোঃ মোশারফ শেখের ছেলে মোঃ রিপন শেখ (২২) ও  একই এলাকার মৃত আঃ রব হাওলাদারের ছেলে মোঃ সোহেল(২৩)।
    রবিবার (২২ অক্টোবর) রাত সাড়ে ১০ টার দিকে থানা পুলিশ গোপন সূত্রে খবর পায়  উপজেলার গৌরম্ভা ইউনিয়নের গৌরম্ভা বাজার সার্বজনীন দূর্গা মন্দিরের সামনে মদ বিক্রয়ের উদ্দেশ্যে  মোটরসাইকেল নিয়ে অপেক্ষা করছে দুই যুবক। এ খবর পেয়ে সাব-ইন্সফেক্টর মোঃ নাসির উদ্দীনের নেতৃত্বে থানা পুলিশ একটি চৌকস দল ঘটনাস্থলে গিয়ে সেখানে অভিযান চালান।  এসময় পুলিশ যুবকদের কাছে থাকা Carew’s Fine Brandy 750 ML ব্রান্ডের  ১ বোতল দেশীয় তৈরি মদ উদ্ধার করে এবং তাদের কাছে থাকা সুজুকি ১৫০ সিসির কালো রঙের রেজিষ্ট্রেশন বিহীন মোটরসাইকেল জব্দ করে।
    এ বিষয়ে রামপাল থানার অফিসার ইন-চার্জ এস. এম. আশরাফুল আলম সাংবাদিকদের জানান,গতরাতে অভিযান চালিয়ে দেশীয় তৈরি মদসহ দুই যুবককে আটক করা হয়েছে।তাদের কাছে থাকা রেজিষ্ট্রেশন বিহীন একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে এবং আজ( ২৩ অক্টোবর) আসামিদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
  • লাহিড়ী মোহনপুর রেলস্টেশনে পাবনা এক্সপ্রেস ট্রেনের যাত্রা বিরতি চেয়ে এলাকাবাসীর মানববন্ধন।

    লাহিড়ী মোহনপুর রেলস্টেশনে পাবনা এক্সপ্রেস ট্রেনের যাত্রা বিরতি চেয়ে এলাকাবাসীর মানববন্ধন।

    উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি :

    সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার লাহিড়ী মোহনপুর রেলস্টেশনে আন্তঃনগর পাবনা এক্সপ্রেস ট্রেনের যাত্রা বিরতি চেয়ে চলনবিল অধ্যাষিত এলাকাবাসীর উদ্যোগে লাহিড়ী মোহনপুর রেলস্টেশন চত্বরে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে লাহিড়ী মোহনপুর, বড়পাঙ্গাসী, উধুনিয়া, দুর্গানগর, কয়ড়া, ফরিদপুর ও দিলপাশার ইউনিয়ন সহ প্রায় তিন উপজেলার ৪ শতাধিক জনগণ এই মানববন্ধন কর্মসূচিতে অংশ নেয়। ইতিপূর্বে প্রায় ১৫ শতাধিক লোকের গণস্বাক্ষর দিয়ে লাহিড়ী মোহনপুর রেলস্টেশনে পাবনা এক্সপ্রেস ট্রেনের যাত্রা বিরতি চেয়ে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক বরাবর আবেদন করেন এলাকাবাসী। পাবনা থেকে ঢাকাগামী চালু হওয়ার অপেক্ষারত আন্তঃনগর পাবনা এক্সপ্রেস ট্রেনটি কমরেড অমূল্য লাহিড়ী ও এমপি আব্দুল লতিফ মির্জার স্মৃতি-বিজড়িত লাহিড়ী মোহনপুর রেলস্টেশনে যাত্রা বিরতি চেয়ে এ মানববন্ধন কর্মসূচি পালন করে এলাকাবাসী।

    কর্মসূচিতে বক্তারা বলেন, লাহিড়ী মোহনপুর রেলস্টেশনটি চলনবিল অধ্যাষিত হওয়ায় এলাকায় ব্যাপক মাছ চাষ ও উৎপাদন হয়। এই মাছ দেশের বিভিন্ন স্থানে বাজারজাত করণের জন্য নেই তেমন কোন যানবাহন। এখানে গাভীর দুধ শীতলীকরণের জন্য রয়েছে একটি মিল্ক ভিটার শাখা। এছাড়াও স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত শিক্ষার্থী ও অসুস্থ রোগীর যাতায়াতের জন্য সহজ যোগাযোগ ব্যবস্থা না থাকায় এলাকাবাসী কষ্টের মধ্যে দিনযাপন করে আসছে। লাহিড়ী মোহনপুর থেকে উল্লাপাড়া রেলস্টেশনের দূরত্ব অন্তত ১৪ কিলোমিটার এবং পাশ্ববর্তী পাবনা জেলার ভাঙ্গুড়া রেলস্টেশনের দুরত্ব প্রায় ১৫ কিলোমিটার।

    লাহিড়ী মোহনপুর রেলস্টেশন থাকলেও কোন আন্তঃনগর ট্রেনের যাত্রা বিরতি না থাকার কারণে দীর্ঘ পথ পাড়ি দিয়ে ট্রেনে যাতায়াত করতে হয় এলাকাবাসীকে। যা এলাকাবাসীর জন্য খুব কষ্টকর ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।

    মহামান্য রাস্ট্রপতি, মমতাময়ী প্রধানমন্ত্রী, মাননীয় রেলমন্ত্রী সহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের নিকট ভুক্তভোগীদের দাবি লাহিড়ী মোহনপুর রেলস্টেশনে পাবনা এক্সপ্রেস ট্রেনটি যাত্রা বিরতি দিয়ে এলাকাবাসীর যাতায়াতের অসুবিধা দুর করবেন বলে ভুক্তভোগীদের প্রত্যাশা।

    এ সময় মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন লাহিড়ী মোহনপুর ইউনিয়ন কৃষকলীগের সভাপতি মোঃ আব্দুর রশিদ তালুকদার, পলাশডাঙ্গা যুবশিবিরের বীরমুক্তিযোদ্ধা জহির উদ্দিন মির্জা, কলেজ প্রভাষক জুয়েল আহমেদ ডাক্কু, লাহিড়ী মোহনপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মহসিন আলম জমিন, ব্যবসায়ী মহায় মিলন ইসলাম বাবু, জাহাঙ্গীর আলম, কলেজ শিক্ষার্থী বিবর্ণ রাজিব প্রমুখ।

  • রামপালে সনাতন ধর্মাবলম্বীদের  সাথে এমপি প্রার্থী ব্যারিস্টার ওবায়েদ’র শুভেচ্ছা বিনিময়।

    রামপালে সনাতন ধর্মাবলম্বীদের  সাথে এমপি প্রার্থী ব্যারিস্টার ওবায়েদ’র শুভেচ্ছা বিনিময়।

    রামপাল(বাগেরহাট)প্রতিনিধিঃ বাগেরহাটের রামপালে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহত ধর্মীয় উৎসব শারদীয় দূর্গা পূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেছেন বাগেরহাট-৩ (রামপাল-মোংলা) আসনে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ আওয়ামী লীগের আইন  উপ-কমিটির সদস্য ব্যারিস্টার শেখ  ওবায়দুর রহমান (ওবায়েদ)।
    রবিবার (২২ অক্টোবর) বিকেলে উপজেলার ভোজপাতিয়া ইউনিয়নের জিয়ালমারী দূর্গা মন্দির, কালিকাবাড়ী দূর্গা মন্দির ও মোংলা উপজেলার নিতাইখালী দূর্গা মন্দির এবং খাসেরডাঙ্গা দূর্গা মন্দির ও পাশ্ববর্তী পূজা মন্ডপে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন ব্যারিস্টার শেখ  ওবায়দুর রহমান (ওবায়েদ)।
    এসময় তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় বাংলাদেশ আওয়ামী লীগের বিভিন্ন অবদান উল্লেখ করে বক্তব্য প্রদান করেন এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকারের নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের নানামূখী উন্নয়ন সংবলিত লিফলেট জনগণের মাঝে  বিতরণ করেন।
    শুভেচ্ছা বিনিময় পরবর্তী সময়ে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন,  জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বেই বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়  সবচেয়ে বেশি নিরাপদ। ২০০১ সালের ১লা অক্টোবরের নির্বাচনের পর তৎকালীন জোট সরকারের সন্ত্রাসীরা সিরাজগঞ্জের পূর্ণিমা শীল, রামপালের ছবি রানী , ভোলার কল্যানী রানী দাসসহ সহস্র নারীর সম্ভ্রম লুট করে ছিল, ২৫ হাজার হিন্দু পরিবার হয়ে ছিল গৃহহীন। আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে আবারও যেন ঐ অসুরদের আবির্ভাব এই বাংলার মাটিতে না হয় তার জন্য হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানসহ সকলকে একাতবদ্ধ থাকতে হবে।
    শুভেচ্ছা বিনিময়কালে তার সাথে দলীয় কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন।
  • পদ্মার চরে জমি দখল নিয়ে সংঘর্ষে  গুলিবিদ্ধ-২,আহত-৪।

    পদ্মার চরে জমি দখল নিয়ে সংঘর্ষে  গুলিবিদ্ধ-২,আহত-৪।

    বাঘা (রাজশাহী) প্রতিনিধি
    রাজশাহীর বাঘায় পদ্মার চরে জেগে উঠা চরের জমি দখল নিয়ে সংঘর্ষে ২ জন গুলিবিদ্ধ ২ জনসহ ৪ জন আহত হয়েছে। শনিবার (২১ অক্টোবর) দুপুরে পদ্মার মধ্যে খানপুর বাজারের দক্ষিণে সীমান্তবর্তী বাঘা-দৌলতপুরের হবির চরে এই ঘটনা ঘটেছে।
    জানা যায়, উপজেলার খানপুর বাজারের দক্ষিণে সীমান্তবর্তী বাঘা ও কুষ্টিয়া জেলার দৌলতপুর এলাকায় পদ্মার মধ্যে হবির চরে পদ্মা নদীর পানি কমে যাওয়ায়  কিছু জমি জেগে উঠে। এই জমি বাঘা উপজেলার  চাঁদপুর ব্যাংগাড়ি গ্রামের ইউনুস মন্ডলের ছেলে সাবুল মন্ডল দখলে নিয়ে চাষাবাদ শুরু করে। এই জমি কুষ্টিয়ার জেলা  দৌলতপুর উপজেলার মাঝদিয়ার গ্রামের রহিম মন্ডলের ছেলে লিখন হোসেন মন্ডল ও নিহার হোসেন মন্ডলের ছেলে আরিফ হোসেন মন্ডল নিজের দাবি করে দখলে নিতে যায়। এ নিয়ে শনিবার দুপুরে উভয়ের মধ্যে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে সাবুল হোসেন ও খেতু মন্ডলের ছেলে ফেলু মন্ডল গুলিবিদ্ধ হয়।
    এ ঘটনায়  গুরুতর আহত হয় তারা। আহত অবস্থায় তাদের উদ্ধার করে প্রথমে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তাদের শারিরীক অবস্থার অবনতি দেখে দায়িত্বরত চিকিৎসক তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরে এই সংঘর্ষে গুরুতর আহত লিখন হোসেন ও আরিফ হোসেনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
    এ বিষয়ে বাঘা থানার সহকারি উপ পরিদর্শক(এসআই) কামরুজ্জামান বলেন, খবর পেয়ে খানপুর বাজার এলাকা থেকে আহত লিখন ও আরিফ হোসেনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। তবে এ বিষয়ে কেউ কোন অভিযোগ করেনি।
  • নিলাম ছাড়া স্কুলের গাছ বিক্রি করলেন প্রধান শিক্ষিকা।

    নিলাম ছাড়া স্কুলের গাছ বিক্রি করলেন প্রধান শিক্ষিকা।

    ঠাকুরগাঁও রাণীশংকৈল উপজেলার সন্ধারই সরকারী প্রাথমিক বিদ্যালয়ের চারটি গাছ নিলাম ছাড়া বিক্রি করার অভিযোগ উঠেছে প্রধান শিক্ষিকা মোছাঃ রহিমা খাতুনের  বিরুদ্ধে । স্থানীয়রা অভিযোগ করেন কোন প্রকার নিলাম আহবান ছাড়াই বন্ধের দিন রোববার বিদ্যালয়ের বড় বড় চারটি গাছ গাছগুলো কেটে বিক্রি দিয়েছেন তিনি।
    সরেজমিনে গিয়ে দেখা যায়, সন্ধারই সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রাচীর নির্মাণের কাজ চলছে। তার পাশেই কয়েকজন শ্রমিক গাছুগলো কেটে ভাগ ভাগ করে রাখছেন। ওই শ্রমিকদের মধ্যে একজন এরশাদ আলী তাকে জিজ্ঞেস করতেই তিনি বলে উঠেন ১টি কাঠাঁল, ২টি মেহগণি ও ১টি পাকড় গাছ কাটা হয়েছে।
    এ গাছগুলো প্রধান শিক্ষিকা ২ হাজার পাঁচশত টাকায় বিক্রি করে দিয়েছেন। এরশাদ আলী জানান, তিনিই এ গাছগুলো কিনে নিয়েছেন।
    এ প্রসঙ্গে বক্তব্য নিতে প্রধান শিক্ষিকা রহিমা খাতুনের মুঠোফোনে একাধিকবার ফোন দিলেও তিনি তাতে সাড়া দেননি।
    এ বিষয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তা রাহিমউদ্দীনের নিকট জানতে চাইলে তিনি বলেন,পূর্ব অনুমতি ছাড়া গাছ কাটা যাবে না। ওই বিদ্যালয়ের গাছ কাটা হচ্ছে তা আমার জানা নেই।
    উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) শাহরিয়ার রহমান বলেন, নিলাম ছাড়া গাছ কাটা যাবে না। বিষয়টি তদন্ত করে দেখা হবে।
  • বাঘায় ডেঙ্গ জ্বরে স্কুলছাত্রের মৃত্যু।

    বাঘায় ডেঙ্গ জ্বরে স্কুলছাত্রের মৃত্যু।

    বাঘা (রাজশাহী) প্রতিনিধি

    রাজশাহীর বাঘায় ডেঙ্গ জ্বরে আক্রান্ত হয়ে সাইফ হোসেন (১৪) নামের এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার (২১ অক্টোবর) রাত ৮ টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার । সাইফ হোসেন উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের গৌরাঙ্গপুর গ্রামের সাহাদুল ইসলামের ছেলে ও কাদিরপুর উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র।
    সাইফ হোসেনের পিতা সাহাদুল ইসলাম বলেন, কিছুদিন আগে গায়ে জ্বর অনুভাব করছিল। ডেঙ্গু হতে পারে এমন ভেবে ছেলেকে প্রথমে দুইদিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। সেখানে তার ডেঙ্গু (এনএসআই) পরীক্ষা করেডেঙ্গু শনাক্ত হয়। পরে তার শারিরীক অবস্থা অবস্থার অবনতি দেখে শুক্রবার(২০ অক্টোবর) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাত ৮টায় মারা যান। তার মা সমেনা বেগম দুই বছর আগে সড়ক দূর্ঘটনায় মারা গেছেন।
    এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আশাদুজ্জামান আসাদ জানান, সাইফ হোসেন নামের এক স্কুল পড়ুয়া ছাত্রের মৃত্যু হয়েছে বলে শুনেছি।
    অপদিকে উপজেলার মনিগ্রাম ইউনিয়নের হরিরামপুর গ্রামের খাদিজা সরকার মুক্তা(১৯) নামের এক গৃহবধু ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে। বুধবার(১৮ অক্টোবর) সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
    তিনি ১৬ অক্টোবর ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিলেন। মৃত্যুর বিষয়ে নিশ্চিত করেন তার স্বামী আসিক
    সরকার।
  • রাণীশংকৈলে বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেন পুলিশ সুপার।

    রাণীশংকৈলে বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেন পুলিশ সুপার।

    শারদীয় দুর্গোৎসব-২০২৩ উপলক্ষে শনিবার (২১ অক্টোবর) রাতে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌরসভাস্থ এবং উপজেলার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেন পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক।
    উক্ত সময় আরো উপস্থিত ছিলেন
    ঠাকুরগাঁও, উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেন, রাণীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার রহমান, রাণীশংকৈল পৌর মেয়র মোস্তাফিজুর রহমান, রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ গুলফামুল ইসলাম মন্ডলসহ
    জেলা পুলিশের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ এবং হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ, পূজা উদযাপন কমিটির সদস্যবৃন্দ।
    পরিদর্শনকালে পুলিশ সুপার পূজামন্ডপের নিরাপত্তা নিশ্চিত কল্পে প্রয়োজনীয় দিক নির্দেশনা এবং সাথে সাথে যথাযথ পরিসরে অনুষ্ঠানাদি সম্পাদনের পরামর্শ প্রদান করেন।
    পুলিশ সুপার বলেন জেলার প্রতিটি পূজা মন্ডপে নিরাপত্তা জোরদার করা হয়েছে। পূজামন্ডপে সার্বক্ষণিক স্বেচ্ছাসেবক নিয়োগ, নারী ও পুরুষের জন্য পৃথক প্রবেশ ও বের হওয়ার পথের ব্যবস্থা করা, পূজা মন্ডপ ও বিসর্জনস্থলে পর্যাপ্ত আলো, স্ট্যান্ডবাই জেনারেটর/চার্জার লাইটের ব্যবস্থা করা হয়েছে।
    বছর ঘুরে আবারো এসেছে বাঙালি হিন্দু সম্প্রদায়ের প্রাণের উৎসব সার্বজনীন শারদীয় দুর্গোৎসব। বিশ্ব মানবতার কল্যাণ, জগতের সকল জীবের সুখ-সমৃদ্ধি ও শান্তি কামনায় এবং অশুভ শক্তির  বিনাশ  ও শুভশক্তির জয় কামনায় শারদীয়  দূর্গাপুজা উদযাপিত হবে। দুর্গাপূজায় এবার ব্যতিক্রম হলো দেবী দুর্গা এই বছর ঘোড়ায় করে মর্ত্যে আসবেন ও ঘোড়াতেই বিদায় নেবেন। দেবী দুর্গার দোলায় আগমন‌ ও গজে গমন বয়ে আনুক- শুভ ফল, শুভ বার্তা, খাদ্যশস্যে পূর্ণ হোক বসুন্ধরা।
    হিন্দুশাস্ত্র অনুযায়ী, দুর্গার আগমন ও প্রস্থানের বাহন নির্ধারণ করে মর্তলোকে সারা বছর কেমন যাবে। প্রতি বছর দুর্গার আগমন ও প্রস্থান সাধারণত একই বাহনে হয় না। এই বছর দুর্গার আসা ও যাওয়া, দুটোই হবে ঘোড়ায়। দেশবাসী সহসায় সকল সমস্যা মুক্ত হোক,সকল সম্প্রদায়ের মধ্যে সৌহার্দ্য ও ভ্রাতৃত্বপূর্ণ বন্ধন  অক্ষয় ও অটুট থাকুক এই কামনায় জেলা পুলিশ ঠাকুরগাঁও সনাতন ধর্মালম্বীদের সবাইকে শারদীয় শুভেচ্ছা জ্ঞাপন করছে।
  • শিক্ষক বন্ধুদের সংবর্ধনা দিলো ঠাকুরগাঁও ৯৯ ব্যাচ।

    শিক্ষক বন্ধুদের সংবর্ধনা দিলো ঠাকুরগাঁও ৯৯ ব্যাচ।

    শপথ নিয়েছি এগিয়ে যাওয়ার, জয় হবে মানবতার ‘এই শ্লোগানকে সামনে রেখে ২৫ বছরে পা রাখলো এসএসসি ৯৯ ব্যাচ। এ উপলক্ষে পারিবারিক মিলনমেলা ও শিক্ষক দিবস উপলক্ষে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক বন্ধু ও গুণী শিক্ষকদের সংবর্ধনা দিয়েছে। এসব শিক্ষকের প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক এবং বিশ্ববিদ্যালয়ের। এই ১২০ শিক্ষককে খুঁজে বের করে সংবর্ধনার আয়োজন করেন তারা।
    শনিবার (২১ অক্টোবর) এসএসসি ৯৯ব্যাচ ঠাকুরগাঁওয়ের আয়োজনে দুপুরে জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের মিলনায়তনে ক্রেস্ট, নানা ধরনের উপহার ও ফুলেল শুভেচ্ছায় এই গুণী শিক্ষকদের সংবর্ধনা দেওয়া হয়। আয়োজনে আমন্ত্রণ জানানো হয়েছিলো ৯৯ ব্যাচের সকল সহপাঠীদের। সে আমন্ত্রণে সাড়া দিয়ে মিলন মেলায় অংশ নেয় তারা।
    জানা গেছে, এসএসসি ৯৯ ব্যাচ করোনা কালীন সময়ে অক্সিজেন সরবরাহ, অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ, শীতবস্ত্র বিতরণ, অসচ্ছল ব্যক্তিদের পাশে দাঁড়ানো, দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ফরম ফিলাপ ও ভর্তিতে অর্থ দিয়ে সহযোগিতা করে যাচ্ছে।
    সহপাঠীদের পদচারণায় মুখরিত হয়ে উঠে পুরো মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন। পুরনো বন্ধুদের কাছে পেয়ে তৈরী হয় আনন্দ আর আবেগঘন পরিবেশের। দিনভর চলে আড্ডা, স্কুলের স্মৃতিচারণ ও সাংষ্কৃতিক আয়োজন৷
    পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয় দিনের আয়োজন। স্মৃতিচারণ পর্বে স্কুল নিয়ে নানা গল্পে আয়োজনকে আরো বর্ণিল করে তোলেন প্রাক্তন ছাত্ররা।
    এ সময় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সাবেক সাবেক প্রধান শিক্ষক ও রংপুর অঞ্চলের মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের সাবেক উপ পরিচালক  আখতারুজ্জামান সাবু, সাবেক জেলা শিক্ষা অফিসার জালাল উদ্দিন উপস্থিত ছিলেন। এসময় নিজেদের স্কুল নিয়ে স্মৃতিচারণ করেন প্রাক্তন শিক্ষার্থীরা৷
    এসএসসি ৯৯ ব্যাচের সদস্যরা বলেন, ৯৯ এসএসসি ব্যাচের বন্ধুরা মিলে আমরা এই আয়োজন করেছি। শিক্ষকেরা আমাদেরকে দেশের জন্য তৈরি করেছেন। আমরা তাদের আদর্শ নিয়ে এগিয়ে যাচ্ছি। শৈশবে, কৈশরে এই শিক্ষকেরা আমাদের পড়াশোনা করিয়েছেন। তাদের ঘটা করে সংবর্ধনা দিতে পেরে গর্বিত আমরা।
  • ঠাকুরগাঁওয়ের নারগুন ইউনিয়নে উপকারভোগীদের নিয়ে মতবিনিময় সভা।

    ঠাকুরগাঁওয়ের নারগুন ইউনিয়নে উপকারভোগীদের নিয়ে মতবিনিময় সভা।

    আনোয়ার হোসেন,রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধি:
    ঠাকুরগাঁও সদর উপজেলার নারগুন ইউনিয়নে সামাজিক সুরক্ষার আওতাধীন উপকারভোগীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
    বৃহস্পতিবার বিকেলে (১৯ অক্টোবর) নারগুন ইউনিয়ন পরিষদের আয়োজনে পরিষদ চত্বরেই এই সভাটি অনুষ্ঠিত হয়। সভায় ঐ ইউনিয়ন পরিষদের আওতায় প্রায় সাড়ে ৪ হাজার বিভিন্ন ভাতাগ্রহণকারী নারী-পুরুষ অংশগ্রহণ করেন।
    মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট অরুনাংশু দত্ত টিটো।
    অরুনাংশু দত্ত টিটো বলেন, আপনারা যারা আজকে ইউনিয়ন পরিষদের মাধ্যমে বিভিন্ন ধরনের ভাতা গ্রহণ করছেন এটি দিচ্ছে আওয়ামী লীগ সরকার। অতএব আওয়ামী লীগ সরকার ক্ষমতায় না থাকলে এসব ভাতা বন্ধ হয়ে যেতে পারে। শুধু ভাতা নয় দেশে যে উন্নয়নযজ্ঞ চলছে এগুলোও বন্ধ হয়ে যেতে পারে। তাই দেশের স্বার্থে সকলকে দ্বাদশ নির্বাচনে নৌকার পক্ষে থাকার আহ্বান জানাই।
    তিনি বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসন থেকে দলের কাছে মনোনয়ন চাইব, এজন্য সকলের কাছে দোয়া চাই ও সকলের সমর্থণ চাই। আমি আপনাদের পাশে যেভাবে আছি, আমাকে এভাবেই সবসময় পাশে পাবেন।
    নারগুন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সেরেকুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, ঠাকুরগাঁও সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অশোক কুমার দাস, নারগুন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সত্যেন্দ্র নাথ রায় সহ ইউনিয়ন পরিষদের সদস্য , ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং ইউনিয়ন পরিষদের আওতাধীন উপকারভোগী বেশ কয়েকজন।