Author: admin

  • কামারখন্দে ট্রেনে কাটা পরে নারীর মৃত্যু।

    কামারখন্দে ট্রেনে কাটা পরে নারীর মৃত্যু।

    সিরাজগঞ্জের কামারখন্দে ট্রেনে কাটাপরে ফারজানা আক্তার(৩৮)নামের এক নারী মারা গেছে।নিহত ওই নারী পাবনা সুজানগর উপজেলার সাভীর ভিটা গ্রামের কিরণের স্ত্রী।

    ঘটনাটি ঘটেছে উপজেলার হালুয়াকান্দি ঈদগাঁ মাঠের পশ্চিম পাশে।

    নিহত ওই নারী পাবনার সুজানগর উপজেলার সায়ীর ভিটা গ্রামের কিরণের স্ত্রী।

    স্থানীয় সূত্রে জানা যায় শুক্রবার(২৭ অক্টোবর) ভোরে সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেন ঢাকার উদ্দেশ্যে জামতৈল ষ্টেশন থেকে ছেড়ে হালুয়াকান্দি গ্রামের ঈদগাঁ মাঠ সংলগ্ন এলাকায় আসা মাত্র এক নারী ট্রেনের নিচে ঝাঁপ দেয়।এতে ট্রেনের সাথে ধাক্কা লেগে ছিটকে পরে মারা যায়।

    পুলিশ সূত্রে জানা যানা যায় কামারখন্দ উপজেলার এক কর্মকর্তার বাসায় বেড়াতে এসে ওই নারীর মৃত্যু হয়েছে।তবে মৃত্যুর আগে নিহত নারী একটি চিরকুট লিখে গিয়েছে।লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।রিপোর্ট আসার পর মৃত্যুর রহস্য জানা যাবে।

    জামতৈল ষ্টেশনের ষ্টেশন মাস্টার প্রভাত কুমার দাস জানান সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় এক নারীর মৃত্যু হয়েছে।পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে নিয়ে গেছে।

    সিরাজগঞ্জ জিআরপি থানার ওসি মাহবুবুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানান নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

  • উল্লাপাড়ায় নারীসহ দুই প্রতারক গ্রেপ্তার।

    উল্লাপাড়ায় নারীসহ দুই প্রতারক গ্রেপ্তার।

    উল্লাপাড়া(সিরাজগঞ্জ)প্রতিনিধিঃ বিভিন্ন ভাতার কার্ড করে দেবার নামে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে বৃহস্পতিবার রাতে খাদিজা খাতুন (৩৫) ওরফে প্রভাতী এবং তার ভাশুর মোখলেছুর রহমান (৩৬) কে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার করেছে উল্লাপাড়া মডেল থানা পুলিশ । খাদিজা উপজেলার বাখুয়া গ্রামের জলিলুর রহমানের স্ত্রী এবং মোখলেছুর রহমান একই গ্রামের লুৎফর রহমানের ছেলে। এই দুই ব্যক্তি দীর্ঘদিন ধরে উপজেলা সমাজ সেবা, মহিলা বিষয়ক ও পশু সম্পদ কার্যালয়ের দেওয়া সামাজিক নিরাপত্তার বিভিন্ন ভাতার কার্ড করে দেবার কথা বলে ৪ থেকে ৮ হাজার টাকা পর্যন্ত নিয়েছে। সব মিলিয়ে এই এদের বিরুদ্ধে ২ থেকে ৩ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। এ ব্যাপারে থানায় একটি প্রতারণার মামলা হয়েছে।

    উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম জানান, র্দীর্ঘদিন ধরে উল্লিখিত দুই ব্যক্তি এলাকার লোকজনকে বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, বয়স্ক ভাতা ও মাতৃত্বকালীন ভাতাসহ বিভিন্ন আর্থিক সুবিধার কার্ড করে দেবার কথা বলে প্রায় ৩ লাখ টাকা হাতিয়ে নিয়েছে বলে এদের বিরুদ্ধে থানায় দেওয়া মামলায় অভিযোগ করা হয়েছে। ভারপ্রাপ্ত কর্মকর্তা আরও জানান, এ বিষয়ে ইতোপূর্বে উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে এলাকার ভুক্তভোগীরা অভিযোগ করলে তিনি (নির্বাহী কর্মকর্তা) থানা পুলিশকে ব্যবস্থা নেবার নির্দেশ দেন। পরে ভুক্তভোগীদের পক্ষ থেকে বাখুয়া গ্রামের মোঃ মোস্তফার স্ত্রী রেজেদা খাতুন বাদী হয়ে বৃহস্পতিবার রাতে উল্লিখিত ব্যক্তিদের নামে উল্লাপাড়া থানায় একটি প্রতারণার মামলা দিয়েছেন। এরপরই খাদিজা ও মোখলেছুরকে পুলিশ গ্রেপ্তার করে।

    উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ মোতালিব হোসেন জানান, গ্রেপ্তার খাদিজা খাতুন ইতোপূর্বে সমাজসেবা বিভাগ থেকে নারীদের ঋণ প্রকল্প এর বাখুয়া মাতৃ কেন্দ্রের সম্পাদিকা হিসেবে কাজ করতেন। এ কাজে সহযোগিতা করত তার নিজের ভাশুর মোখলেছুর রহমান। সেই সুবাদে তিনি সাধারণ লোকজনকে সমাজসেবা কার্যালয়ের একজন কর্মী হিসাবে পরিচয় দিয়ে নানা ধরনের ভাতার কার্ড করে দেবার কথা বলে মানুষের কাছে অনেক টাকা হাতিয়ে নিয়েছেন বলে তাদের কাছে অভিযোগ আসে। এই অভিযোগের প্রেক্ষিতে দু বছর আগে খাদিজাকে সম্পাদিকার দায়িত্ব থেকে বহিষ্কার করা হয়। কিন্তু তারপরেও এদের অপকর্ম থামেনি।

    উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ উজ্জল হোসেন জানান, এলাকার ভুক্তভোগীদের অভিযোগের প্রেক্ষিতে গ্রেপ্তার খাদিজা খাতুন ও মোখলেছুর রহমানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া উল্লাপাড়ার সাধারণ মানুষ যাতে প্রতারণার শিকার না হন তার জন্য উপজেলা প্রশাসন থেকে একটি গণবিজ্ঞপ্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছে।

  • মাধবপুরে সাংবাদিকের বিরুদ্ধে মানহানিকর তথ্য প্রচার: প্রাণনাশের হুমকি।

    মাধবপুরে সাংবাদিকের বিরুদ্ধে মানহানিকর তথ্য প্রচার: প্রাণনাশের হুমকি।

    মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি।
    হবিগঞ্জের মাধবপুর উপজেলা প্রেস ক্লাবের যুগ্ন সাধারন সম্পাদক ও বাংলা টিভির প্রতিনিধি হামিদুর রহমানের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে মানহানিকর তথ্য প্রচার করা হয়েছে। এ অভিযোগে বৃহস্পতিবার ২৬ অক্টোবর দুপুরে উপজেলার মঙ্গলপুর গ্রামের হৃদয় শাহআলম নামে এক যুবকের বিরুদ্ধে থানায় জিডি করেছেন। জিডিতে তিনি উল্লেখ করেন বেশ কিছুদিন ধরে এমডি শাহআলম হোসাইন তার ফেসবুক আইডি থেকে তার নামে বিভিন্ন ধরনের আজেবাজে মন্তব্য সহ বিভ্রান্তিকর মিথ্যা বানোয়াট তথ্য প্রচারনা করে আসছে। গত ২৫ অক্টোবর রাত ৯ টায় তার ব্যবহৃত ফেসবুক আইডি থেকে লাইভ ভিডিও প্রচার করে তার বিরুদ্ধে মানহানিকর তথ্য প্রচার করে। সাংবাদিক হামিদুর রহমান জানান, এ বিষয়টি তাকে জিজ্ঞাসা করা হলে এমডি শাহআলম হোসাইন তাকে প্রাণে হত্যার হুমকি দিয়েছে। এ বিষয়ে সাইবার ট্রাইব্যুনালে মামলা করার প্রস্তুতি চলছে।  মাধবপুর থানার অফিসার ইনচার্জ রকিবুল ইসলাম খান জানান, জিডি তদন্ত করে আইনগত দ্রুতই ব্যবস্থা নেওয়া হবে।
  • বাঘা প্রেস ক্লাবের সাবেক সভাপতির স্বরণ সভা অনুষ্ঠিত।

    বাঘা প্রেস ক্লাবের সাবেক সভাপতির স্বরণ সভা অনুষ্ঠিত।

    বাঘা (রাজশাহী) প্রতিনিধি      
    রাজশাহীর বাঘা প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও শাহদৌলা ডিগ্রী কলেজের অবসরপ্রাপ্ত সহকারি অধ্যাপক আলী মুহাম্মদ হাশেমের স্বরণসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় প্রেস ক্লাব কার্যালয়ে প্রেস ক্লাবের আয়োজনে তাঁর ৬ষ্ঠ মৃত্যু দিবস উপলক্ষে এই স্বরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রেস ক্লাবের সভাপতি আব্দুল লতিফ মিঞা।

    সম্পাদক নুরুজ্জামানের পরিচালনায় প্রেস ক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত স্বরণ সভায় বক্তব্য রাখেন মরহুম আলী মুহাম্মদ হাশেমের সহর্ধমিনী মঞ্জুরা বেগম, প্রেস ক্লাব যুগ্ম সম্পাদক আমানুল হক আমান, সাংগঠনিক সম্পাদক আসলাম আলী, অর্থ সম্পাদক লালন উদ্দীন, প্রচার সম্পাদক আশরাফুল আলম, তথ্য ও প্রকাশনা সম্পাদক আবদুল সালাম, সদস্য সাইদুল ইসলাম, সমাজ সেবক কামাল হোসেন, রাজশাহী মহানগরের মানবাধিকার কর্মী বৈশাখী সরকার প্রমুখ। দোয়া পরিচালনা করেন প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক আসলাম আলী।
    উল্লেখ্য, শিক্ষক ও সাংবাদিক হিসেবে মরহুম আলী মুহাম্মদ হাশেম ছিলেন একজন সহজ সরলমনা মানুষ। ১৯৮৪ সালের ৫ নভেম্বর শাহদৌলা কলেজে বাংলা বিভাগের শিক্ষক হিসেবে যোগদান করেন এবং ২০১০ সালের ৭ জুলাই অবসর গ্রহন করেন। জাতীয় দৈনিক ইত্তেফাক ও স্থানীয় দৈনিক সোনালী সংবাদের বাঘা প্রতিনিধি ছিলেন। ১৯৯১ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত প্রেস ক্লাবের সভাপতির দায়িত্ব পালন করেন। তিনি বহু কবিতা, উপন্যাস লিখেছেন। ১৯৫০ সালের ৭ জুলাই সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহন করেন আলী মুহাম্মদ হাশেম । তার পিতার নাম কফিল উদ্দীন। তিন ভাইয়ের মধ্যে মরহুম হাশেম ছিলেন দ্বিতীয়।
    রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক প্রয়াত ড. মজির উদ্দীন ছিলেন তার বড় ভাই। তিনি ডায়াবেটিক, হার্ট, ও প্যারালাইসিস রোগে আক্রান্ত হয়ে ২০১৬ সালের ২৫ জুলাই রাতে উপজেলা সদরে অবস্থিত নিজ বাস ভবনে ৬৭ বছর বয়সে ইন্তেকাল করেন।
  • রাণীশংকৈলে বিএনপির ৩ নেতা-কর্মী গ্রেপ্তার।

    রাণীশংকৈলে বিএনপির ৩ নেতা-কর্মী গ্রেপ্তার।

    ঢাকায় ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশের আগে  ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় বিএনপির নেতাকর্মীকে ধরপাকড় শুরু হয়েছে।

    গত বুধবার দিবাগত রাতে বিএনপি ও এর সহযোগী সংগঠনের ৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাণীশংকৈল পৌরসভা ও ২টি ইউনিয়নের এলাকা থেকে তাঁদের গ্রেপ্তারের পর কারাগারে পাঠানো হয়।

    পুলিশ বলছে, নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে তারা বিভিন্ন মামলার আসামিদের গ্রেপ্তার করছে এবং তা চলমান থাকবে। উপজেলা বিএনপি থেকে বলা হচ্ছে, শনিবারের মহাসমাবেশ কেন্দ্র করে পুলিশ নেতাকর্মীদের বাড়িতে অভিযান চালাচ্ছে। যাঁদের বাড়িতে পাওয়া যাচ্ছে, তাঁদের ধরে এনে পুরোনো গায়েবি মামলায় গ্রেপ্তার দেখাচ্ছে।

    জানা গেছে, বুধবার দিবাগত মধ্যে রাতে রাণীশংকৈল পৌর শহরের মহলবাড়ী এলাকার বাড়ী থেকে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এম আর বকুল মজমুদারকে তুলে নেয় পুলিশ। একই সাথে হোসেনগাঁও ইউনিয়নের ওয়ার্ড বিএনপির সভাপতি নাজির উদ্দীন ও নেকমরদ ইউনিয়ন যুবদল সাধারণ সম্পাদক আতিকুর রহমানকে তাদের নিজ বাসা থেকে তুলে নিয়ে গেছে পুলিশ

    রাণীশংকৈল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আল্লাম আল ওয়াদুদ বিন নুর আলিফ বলেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বকুল মজুমদারের বিরুদ্ধে পূর্বের কোন মামলা নেই। আটক অন্য দুজন নেতাদের বিরুদ্ধেও কোন অভিযোগ নেই। সম্পূর্ণ নির্দোষ ব্যক্তিদের অন্যায়ভাবে আটক করা হয়েছে। এ ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে গ্রেফতারকৃতদের অবিলম্বে মুক্তির দাবী জানিয়েছেন তিনি।

    রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গুলফামুল ইসলাম মন্ডল বলেন, ঠাকুরগাঁও সদর থানার মামলায় রাণীশংকৈলের তিন বিএনপি নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।

  • রাণীশংকৈলে ৮০ টাকার ফুলকপি বিক্রি হচ্ছে ২০ টাকায় : হতাশায় কৃষক।

    রাণীশংকৈলে ৮০ টাকার ফুলকপি বিক্রি হচ্ছে ২০ টাকায় : হতাশায় কৃষক।

    সপ্তাহের ব্যবধানে ফুলকপির বাজার দরে ধস নামায় বিপাকে চাষিরা। প্রতিকেজিতে কমেছে ৫৫ থেকে ৬০ টাকা পর্যন্ত। প্রতিদিনই  দাম কমতে থাকায় কৃষকরা কাঙ্ক্ষিত মূল্য পাচ্ছেন না। এতে ক্রেতা খুশি হলেও লোকসান শঙ্কায় আছেন চাষিরা।
    মৌসুমের শুরুর দিকে ফুলকপির বাজারে চড়া দাম থাকলেও এখন তা ২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এতে কৃষকদের খরচের টাকা তুলতেই হিমশিম খেতে হচ্ছে।
    উত্তরাঞ্চলের সবজি খ্যাত এলাকা ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ঘুরে জানা গেছে, প্রায় প্রতিদিনই কমছে সবজির দাম। এক্ষেত্রে খেত থেকে পাইকাড়রা সস্তায় কিনে বেশী দামে বিক্রি করলেও উৎপাদন খরচও উঠছে না কৃষকের ঘরে। অতি কষ্টে উৎপাদন করা এসব সবজির দাম কৃষকরা ভোগ করতে না পারলেও কয়েক হাত বদলের মাধ্যমে এই সবজি সাধারণ মানুষকে কিনতে হচ্ছে তিন গুণ দামে।
    কৃষকরা জানান বৈরী আবহাওয়ায় আগাম জাতের ফুলকপি চাষ করে বিপাকে পড়েছেন তারা । রাসায়নিক সার ও কীটনাশকের দাম বাড়ায় খরচ এবার দিগুণ হয়েছে বলে জানিয়েছে তারা।
    এদিকে গত দুই চার দিন আগেও প্রতি কেজি ফুলকপি ৮০ টাকায় বিক্রি হলেও এখন তা ২০ টাকায় বিক্রি হচ্ছে। এভাবে দাম কমায় ক্ষতির মুখে পড়ছেন চাষিরা।
    সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার সবকটি ইউনিয়নেই আগাম জাতের ফুলকপি চাষ হয়েছে। বিশেষ করে ধর্মগড় ও কাশিপুর এলাকায় বেশি চাষ হয়েছে। গেল বছর ভালো দাম পাওয়ায় এ বছর অধিক পরিমাণে ফুলকপি চাষ হয়েছে বলে জানান কৃষকরা।
    ফুলকপি ব্যবসায়ী সোহেল রানা বলেন, ঢাকা শহরে বর্তমানে ফুলকপির চাহিদা না থাকায় দাম কমে গেছে। গত কয়েকদিনে যে গাড়িগুলো পাঠিয়েছিলাম তাতে আমরা পুঁজি হারিয়েছি। যার ফলে এখন আগের দামে ফুলকপি কিনতে ভয় পাচ্ছি।
    ধর্মগড় মন্ডলপাড়া এলাকার কৃষক মুনজুর হোসেন জানান, তারা কষ্টে উৎপাদিত কাঁচা শাক-সবজির মূল্য পাচ্ছেন না। বরং তাদের কাছে থেকে কিনে মধ্যস্বত্বভোগী ব্যবসায়ীরা ভালো লাভ করছেন। আর এই ফুলকপি শহরে বা আশপাশের হাট-বাজারে প্রায় দ্বিগুণমূল্যে খুচরা বিক্রি চলছে। দুই তিন দিন আগেও আমরা ৮০ টাকা কেজিতে ফুলকপি বিক্রি করেছি। কিন্তু ব্যবসায়ীরা এখন বলছেন প্রতি কেজি ২০ টাকার কমে।
    কাশিপুর এলাকার কৃষক মকবুল ইসলাম জানান, এবার তিনি দুই বিঘা জমিতে ফুলকপি চাষ করেছেন। প্রথম দিকে ভালো দাম পেলেও এখন মজুরি খরচও উঠছে না। কপি এখন ২০ কেজিতেও বিক্রি হচ্ছেনা । ‘খরচের তুলনায় পানির দরে ফুলকপি বিক্রি করতে হচ্ছে। উৎপাদন খরচ তো দূরে থাক, মাঠ থেকে তুলে হাটে নিয়ে আসল খরচও উঠছে না।’
    আরেক ফুলকপি চাষি ওসমান আলী বলেন, আগাম ফুলকপির জন্য আবহাওয়া খুব খারাপ ছিল। অতিরিক্ত বৃষ্টি ও রোদ থাকায় আগেই অনেক গাছ নষ্ট হয়ে গেছে। এ বছর একর প্রতি দেড় লাখ টাকা খরচ হয়েছে। এভাবে চলতে থাকলে ৫০ হাজার টাকাও উঠবেনা ।
    উপজেলা কৃষি কর্মকর্তা সহিদুল ইসলাম মুঠোফোনে বলেন, রাণীশংকৈল উপজেলায় এবার আগাম ফুলকপি প্রায় ২০০ হেক্টর জমিতে আবাদ হয়েছে। ‘হঠাৎ ফুলকপির দাম কমায় চাষিরা লোকসানে এমন প্রশ্নে’ তিনি বলেন, বাজারের বিষয়টা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর দেখেনা, এটি দেখেন কৃষি বিপণন অধিদপ্তর। আমাদের কাজ হল উৎপাদন বাড়ানো ও রোগবালাই পোকামাকড় বিষয়ে পরামর্শ দেওয়া। কৃষকরা কঠিন পরিশ্রম করে এসব সবজি উৎপাদন করে থাকেন। বাজার কমে গেলে তারা সবজি চাষে আগ্রহ হারিয়ে ফেলবেন। তাই এ বিষয়টি নিয়ে বাজার মনিটরিংকারীদের সাথে কথা বলবো। যাতে করে কৃষকরা ন্যায্যমূল্য পায়।
    জানতে চাইলে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ঠাকুরগাঁওয়ের সহকারী পরিচালক শেখ সাদী বলেন, কাঁচামালের চাহিদা কমে গেলে বাজার কমে যায়। এ অবস্থায় আমাদের করার কিছু নাই।
  • ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ ছবি পোস্ট,যুবক গ্রেপ্তার।

    ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ ছবি পোস্ট,যুবক গ্রেপ্তার।

    হাবিবুল হাসান হাবিব, ডিমলা (নীলফামারী)প্রতিনিধিঃ নীলফামারীর ডিমলায় ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ ছবি পোস্ট করায় আনোয়ারুল ইসলাম (২৫) নামে এক যুবককে আটক করেছে ডিমলা থানা পুলিশ। গত ২৫ অক্টোবর (বুধবার) রাতে তাকে আটক করা হয়। আটককৃত যুবক আনোয়ারুল ইসলাম উপজেলার বালাপাড়া ইউনিয়নের ছাতনাই বালাপাড়া গ্রামের মৃত জামাল উদ্দিনের ছেলে। ডিমলা থানার অফিসার ইনচার্জ লাইছুর রহমান জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কুরুচিপূর্ণ ছবি পোস্ট করায় যুবকে আটক করা হয়েছে। তিনি আরো জানান,আটকৃত যুবক আনোয়ারুল ইসলাম বুধবার বিকেলে “স্বপ্নময় পৃথিবী” ফেসবুক আইডিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ রাস্ট্রের অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ছবি এডিট করে কুরুচিপূর্ণ পোস্ট দেয়।

    বিষয়টি সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ায় স্থানীয়দের নজরে আসলে তাৎক্ষনিক স্থানীয় উত্তেজিত জনতা যুবককে আটক করে ডিমলা থানায় সোর্পদ করে।

    আটকৃত যুবকের বিরুদ্ধে ডিমলা থানার মামলা নং-১৫, তারিখ-২৬/১০/২০২৩, ধারা-২৫(২)/২৯৩১(২) সাইবার নিরাপত্তা আইন ২০২৩ এ মামলা রুজু করা হয়েছে। আটককৃত যুবককে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।

  • বালিয়াডাঙ্গীতে ফিলিস্তিনে হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিলে মানুষের ঢল।

    বালিয়াডাঙ্গীতে ফিলিস্তিনে হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিলে মানুষের ঢল।

    ফিলিস্তিনের গাজায় নির্বিচারে ইসরাইলি বোমা হামলার প্রতিবাদে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা।
    বুধবার দুপুরে বালিয়াডাঙ্গী উপজেলা সম্মিলিত উলামা পরিষদের ডাকে বিক্ষোভ মিছিলে প্রায় ৩ কিলোমিটার জুড়ে মুসল্লিদের ঢল নামে। এর আগে সকাল ১১টায় উপজেলা ক্রীড়া সংস্থা মাঠে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সেখানে খন্ড খন্ড মিছিলে সভাস্থলে যোগ দেন হরিপুর, রাণীশংকৈল, পীরগঞ্জ ও সদর উপজেলার ধর্মপ্রাণ মুসল্লিরা।
    প্রতিবাদ সভায় বক্তব্য দেন বালিয়াডাঙ্গীর জমিরিয়া ইহইয়াউল  উলূম  মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মুফতি শরিফুল ইসলাম, গড়িয়ালী মাদরাসার অধ্যক্ষ মুফতি আব্দুল আলিম, জমিরিয়া ইহইয়াউল  উলূম  মাদ্রাসার  সিনিয়র সহকারী শিক্ষক মুহাম্মদ রবিউল আওয়াল প্রমুখ। প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিলে জমিরিয়া সোনার বাংলা পাঠাগারের সদস্যরাসহ কয়েক হাজার মানুষ অংশ নেয়।
    প্রতিবাদ সভায় বক্তারা ইসরাইলি হামলা বন্ধের আহ্বান ও নিহত ফিলিস্তিনিদের আত্মার শান্তি কামনা করেন। একই সাথে দেশে ইসরাইলি পণ্য বর্জনের আহ্বান জানিয়ে বক্তারা বলেন, ফিলিস্তিনির স্বাধীন ভূমিতে পশ্চিমাদের মদদে যে বর্বরোচিত হামলা, গণহত্যা চলছে তার বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে। বাংলাদেশ সব সময় ফিলিস্তিনিদের অধিকার প্রতিষ্ঠার লড়াই-সংগ্রামে পাশে ছিল আগামীতেও থাকবে।
    গত ৮ অক্টোবর থেকে হাসপাতালসহ ফিলিস্তিনি শিশুদের ওপর নারকীয় হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইলি বাহিনী। এরপর সারাবিশ্বের পাশাপাশি বাংলাদেশের মানুষ ফিলিস্তিনের নৃশংস হামলার প্রতিবাদ জানাচ্ছে ও ইসরাইল বিরোধী বিভিন্ন কর্মসূচি পালন করছে।
  • রাণীশংকৈলে গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার।

    রাণীশংকৈলে গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার।

    ঠাকুরগাঁও রানীশংকৈল উপজেলায়  গৃহবধূর লাশ উদ্ধার হয়েছে। বাবার বাড়ি আশ্রয়ণ প্রকল্পের শয়ন ঘর থেকে লতা (২০) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
    মঙ্গলবার (২৪অক্টোবর) সকালের দিকে উপজেলার নন্দুয়ার ইউনিয়নের ভোলাপাড়া গ্রামের আশ্রয়ণ প্রকল্পে এই ঘটনা ঘটে।ওই গৃহবধু ভোলাপাড়া গ্রামের বাপ্পীর স্ত্রী। এক বছর আগে তাদের বিয়ে হয়েছিলো। বিয়ের পর বাপ্পী ঢাকায় গার্মেন্টসের কাজের জন্য পাড়ি জমান।
    পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, পুর্ব ভোলাপাড়া আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা  পিতা দুলালের বাড়ীতে কয়েকদিন আগে লতা মেহমান আসে। কাল রাতে সে অজ্ঞাত কারণে ঘরের তীরের সাথে ওড়না দিয়ে ফাঁস দেয়। সকালে পরিবারের লোকজন ঘরের তীরের সাথে লতাকে ঝুলে থাকতে দেখে চিৎকার দিলে তখনি স্থানীয় লোকজন পুলিশে খবর দেন। তবে লতার বাবা দুলাল হোসেন বলেন, কারো প্রতি তার কোন অভিযোগ নেই।
    রানীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গুলফামুল ইসলাম মন্ডল জানান, আমরা সংবাদ পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হই এবং মরদেহ ঝুলন্ত অবস্থায় পেয়ে সেখান থেকে উদ্ধার করি। কোন অভিযোগ বা সন্দেহ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। গৃহবধূর মৃত্যুর ঘটনায় থানায় একটি অপমৃত্যু মৃত্যু মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে ।
  • পুকুরে বিষ দিয়ে ৫০ মণ মাছ নিধন-ক্ষতি ৫ লাখ টাকা।

    পুকুরে বিষ দিয়ে ৫০ মণ মাছ নিধন-ক্ষতি ৫ লাখ টাকা।

    আনোয়ার হোসেন,রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধি:
    ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে বিষ দিয়ে দুইটি পুকুরের মাছ নিধনের অভিযোগ পাওয়া গেছে। রবিবার রাতে কে কাহারা উপজেলার দুওসুও ইউনিয়নের কালমেঘ হাটপুকুর নামক দুটি পুকুরে বিষয় প্রয়োগ করে। এতে দুটি পুকুরের প্রায় ৫০ মণ মাছ মারা গেছে।
    সোমবার ভোরবেলা মরা মাছগুলো ভেসে উঠলে পুকুরটির ইজারাদার মোতালেব হোসেন বিয়ষটি বুঝতে পারেন। সোমবারের দুপুরের মধ্যে পুকুরের পানিতে থাকা সব মাছ মারা গেছে।
    কালমেঘ হাটপুকুরের ইজারাদার মোতালেব হোসেন জাননা, গেল ৫ বছরের বেশি সময় ধরে আমি পুকুর দুটো ইজারা নিয়ে মাছ চাষ করে আসছি। গত বছর ছোট পুকুরটিতে কে বা কাহারা বিষ প্রয়োগ করেছিল। গতরাতে বড় পুকুরে বিষ প্রয়োগ করেছে। ভোরবেলা মাছগুলো ভেসে উঠতে থাকলে আমি টের পায়। পরে কিছু মাছ সামান্য দামে বাজারে বিক্রি করেছি। বিষ প্রয়োগের কারণে প্রায় ৫ লক্ষ টাকা ক্ষতি হয়েছে আমার।
    স্থানীয় মাছ ব্যবসায়ীরা জানান, এলাকার এমনিতেই মাছের ঘাটতি রয়েছে। যদি এভাবে বিষ প্রয়োগ করে দুবৃত্তরা মাছ নিধন করতে থাকে। তাহলে আরও মাছের সংকট পড়বে। বিষয়টি তদন্ত করে দোষী ব্যক্তিদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তাঁরা।
    বালিয়াডাঙ্গী থানার ওসি খায়রুল আনাম ডন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল কুমার জানান, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।