Author: admin
-
রামপালে গাঁজাসহ মাদকসেবী আটক।
রামপাল(বাগেরহাট)প্রতিনিধিঃ বাগেরহাটের রামপালে থানা পুলিশের মাদক নির্মূল অভিযানে গাঁজাসহ মাদকসেবী কারবারি মোঃ ইব্রাহীম মোল্লা(২৩) নামের এক যুবককে আটক করেছে। মাদকসেবী মোঃ ইব্রাহীম মোল্লা উপজেলার ভেটমারি গ্রামের মোঃ রফিকুল মোল্লার ছেলে।বুধবার ( ০১ নভেম্বর ) সকালে থানা পুলিশ গোপন সূত্রে খবর পায় যে, উপজেলার শ্রীফলতলা গ্রামের উত্তর পাড়ায় দাউদখালী নদীর পাশে কাঁচা রাস্তায় মাদক নিয়ে অপেক্ষা করছে এক যুবক। এ খবর পেয়ে সাব-ইন্সফেক্টর মোঃ ইসমাইল হোসেনের নেতৃত্বে থানা পুলিশের একটি চৌকস দল ঘটনাস্থলে গিয়ে অভিযান চালায়। অভিযান চালিয়ে ইব্রাহীম মোল্লার দেহ তল্লাশী করে এবং ৫১ (একান্ন) গ্রাম গাঁজা উদ্ধার করে।এ বিষয়ে রামপাল থানার অফিসার-ইন-চার্জ এস. এম. আশরাফুল আলমের কাছে জানতে চাইলে তিনি বলেন, আজ সকালে শ্রীফলতলা এলাকায় অভিযান চালিয়ে এক মাদকসেবী যুবককে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে এবং আজ (০১ নভেম্বর) আসামীকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। -
সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় রাণীশংকৈলে প্রতিবাদ সমাবেশ।
রাজধানীতে পেশাগত দায়িত্ব পালনের সময় সহিংসতার তথ্য ও ছবি সংগ্রহ করতে গিয়ে বিএনপি কর্মীদের হামলায় কয়েকজন গণমাধ্যমকর্মী আহত হয়েছে। এসময় তাদের পিটিয়ে রক্তাক্ত করা হয়। আহত পাঁচ সাংবাদিককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলার সময় ভাঙচুর করা হয়েছে ক্যামেরা, ছিনিয়ে নেওয়া হয়েছে মোবাইল ফোন।এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অবলিম্বে হামলাকারীদের গ্রেপ্তার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে প্রতিবাদ সমাবেশ করেছেন ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার কর্মরত সাংবাদিকরা।মঙ্গলবার (৩১ অক্টোবর) দুপুরে রাণীশংকৈল প্রেসক্লাবের আয়োজনে প্রতিবাদ সমাবেশে এই দাবি জানানো হয়।রাণীশংকৈল প্রেসক্লাবসহ অন্যান্য সাংবাদিক সংগঠনের সদস্য এবং বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা এ আন্দোলনে অংশ নিয়েছেন।সেখানে বক্তারা বলেন, ২৮ অক্টোবর রাজধানীতে রাজনৈতিক সমাবেশ চলাকালে সাংবাদিকদের ওপর যে হামলা, নির্যাতন ও হয়রানি করা হয়েছে তা সাংবাদিকতা পেশার জন্য বড় ধরনের হুমকি ও উদ্বেগজনক।সাংবাদিকরা জাতির উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দেশের উন্নয়নে ভূমিকা রাখার পাশাপাশি সমাজের অসঙ্গতির চিত্র তুলে ধরে।বিএনপি-জামায়াতের নৈরাজ্যের খবর প্রকাশ করার সময় তারা সাংবাদিকদের পেশাগত কাজে বাধা দেন এবং হামলা চালায়। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে অপরাধীদের আইনের আওতায় আনার জন্য সরকারের কাছে জোর দাবি জানান বক্তারা।আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতি হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের মুখোমুখি করার দাবি জানানোর পাশাপাশি এটি করা না হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন সাংবাদিক নেতারা।তারা আরও বলেন, গত কয়েকদিন ধরে রাজধানী ঢাকা সহ সারা দেশে পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের উপর হামলা, মারপিট ও নির্যাতন ঘটনার সাথে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করে বিচার ও আহতদের সরকারী ভাবে চিকিৎসার ব্যবস্থা করতে হবে।এরুপ ঘটনার পুনরাবৃত্তি হলে সারা দেশে আন্দোলন গড়ে তুলবে সাংবাদিক সমাজ।সংবাদকর্মী রফিক ভূঁইয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রতিবাদ সমাবেশে আসা সাংবাদিকরারাণীশংকৈল উপজেলা পরিষদের সামনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।সমাবেশে সভাপতিত্ব করেন রাণীশংকৈল প্রেসক্লাবের সভাপতি মোবারক আলী এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মো. বিপ্লবপ্রেসক্লাবের সাবেক সভাপতি ফারুক আহমেদ-সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আকাশসহ অন্যান্য সদস্যরা, বিভিন্ন সাংবাদিক সংগঠনের সদস্য ও বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা আন্দোলনে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন। -
প্রধানমন্ত্রীর খুলনায় আগমন-রামপালে আনন্দ মিছিল।
রামপাল(বাগেরহাট)প্রতিনিধিঃ বাগেরহাটের রামপালে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ১১ নভেম্বর খুলনার ঐতিহ্যবাহী সার্কিট হাউজ মাঠে জনসভায় আগমন উপলক্ষে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩০ অক্টোবর) বিকেলে গৌরম্ভা ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে উপজেলার গৌরম্ভা বাজারে এ আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।গৌরম্ভা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) তপন কুমার রায়ের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গাজী গিয়াস উদ্দিনের সঞ্চালনায় আনন্দ মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন।অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শেখ মনির আহমেদ প্রিন্স, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক গাজী মনিরুল ইসলাম, ইউনিয়ন যুবলীগের সভাপতি প্রদীপ কুমার রায়, সাধারণ সম্পাদক বিরাজ হোসেন, ইউনিয়ন কৃষক লীগের সভাপতি ইসরাফিল শেখ, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ হাফিজুর রহমান, সদস্য রুশাদ হোসেন অনিকসহ ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। -
ঋণের জ্বালা সইতে না পেরে যুবকের আত্মহত্যা।
নাহিদ মিয়া,মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি।হবিগঞ্জের মাধবপুরের চৌমুহনী ইউনিয়নে জয়পুর গ্রামে ঋণ পরিশোধের চাপ সইতে না পেরে গলায় ফাঁস দিয়ে মারা গেছে মোঃ লাল মিয়া (৪০) নামের এক ব্যক্তি।লাল মিয়া জয়পুর গ্রামের আশরাফ উদ্দিনের ছেলে।সোমবার (৩০ অক্টোবর) বিকাল ৩ টায় শশুরবাড়িতে ঘরের আড়ার সাথে ফাঁস দেয় লাল মিয়া।স্বজনেরা উদ্ধার করে দ্রুত মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক লাল মিয়াকে মৃত ঘোষণা করেন।জানা যায়, লাল মিয়ার বাড়ি রংপুর জেলায়।প্রায় ২০ বছর আগে জয়পুর গ্রামের রমজান মিয়ার মেয়ে মর্জিনা বেগমের সাথে তার বিয়ে হয়।লাল মিয়া মর্জিনা দম্পতির ২ ছেলে ও ২ মেয়ে রয়েছে।লাল মিয়ার শ্যালক কামাল হোসেন জানান,বিভিন্ন ব্যাংক থেকে পারিবারিক প্রয়োজনে অনেক টাকা ঋণ নিয়েছিলেন তিনি।ঋণ পরিশোধের জন্য ক্রমাগত চাপ দিচ্ছিল ঋণদানকারী প্রতিষ্টানগুলো।কিন্তু কোনোভাবেই ঋণ শোধ করতে না পেরে মানসিকভাবে ভেঙ্গে পড়েন তিনি।লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুতকারী পুলিশ কর্মকর্তা মাধবপুর থানার এসআই মনিরুজ্জামান জানান,লাশের শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারন জানা যাবে। থানার ওসি মোঃ রকিবুল ইসলাম খান জানান,তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। -
রামপালে মডেল মসজিদ ও ইসলামিক সংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন।
রামপাল(বাগেরহাট) প্রতিনিধিঃ বাগেরহাটের রামপালে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার (৩০অক্টোবর) সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জে বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানের মা্ধ্যমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধাণমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা একযোগে দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় নির্মিত এ মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের শুভ উদ্বোধন ঘোষনা করেন।রামপালে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের শুভ উদ্বোধন উপলক্ষে উপজেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশন, রামপালের উদ্যেগে মসজিদ প্রাঙ্গণে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।উপজেলা নির্বাহী অফিসার নাজিবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা সিটি করপোরেশনের বার বার নির্বাচিত মেয়র ও খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আব্দুল খালেক।সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা প্রশাসক মোহাঃ খালিদ হোসেন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোল্লা আঃ রউফ, উপজেলা পরিষদের চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন, সহকারী কমিশনার (ভূমি) শেখ সালাউদ্দিন দিপু ও রামপাল থানার অফিসার-ইন-চার্জ এস. এম. আশরাফুল আলম।অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ নুরুল হক লিপন, মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ হোসনেয়ারা মিলি, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ (অবঃ) মোতাহার রহমান, ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল্লাহ ফকির,জেলা পরিষদ শেখ মনির আহমেদ প্রিন্স, সাবেক ইউপি চেয়ারম্যান শেখ নুরুল আমিন, গাজী গিয়াস উদ্দিন, গাজী আকতারুজ্জামান, মোঃ বজলুর রহমান, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও ইমাম আকবর আলী, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ হাফিজুর রহমানসহ উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম-মুয়াজ্জিন, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ ও এলাকার বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ উপস্থিত ছিলেন।উল্লেখ্য সরকার ২০১৭ সালে ৯ হাজার ৪৩৫ কোটি টাকা ব্যয়ে প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে মোট ৫৬৪টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন শীর্ষক (দ্বিতীয় সংশোধিত) প্রকল্পটি গ্রহণ করে। তিন ক্যাটাগরিতে ৪৩ শতাংশ জমির ওপর মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রগুলো নির্মিত হচ্ছে। এর মধ্যে জেলা ও সিটি করপোরেশন পর্যায়ে চারতলা, উপজেলা পর্যায়ে তিনতলা এবং উপকূলীয় এলাকায় চারতলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ করা হচ্ছে। এ প্রকল্পের আওতায় আজ ৬ষ্ঠ ধাপে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশের বিভিন্ন জেলা-উপজেলায় আরও ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন করেছেন। -
মাধবপুরের মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল হোসেন বদলি।
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি।ঘুষ বানিজ্য সহ বিভিন্ন অভিযোগে অভিযুক্ত মাধবপুর মাধ্যমিক শিক্ষা অফিসার মো: আবুল হোসেনে’র বদলির আদেশ হয়েছে। তবে আদেশে কি কারণে তাকে বদলি করা হয়েছে তা উল্লেখ করা হয়নি। ২৯ শে অক্টোবর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তরঢাকা এর উপ পরিচালক বিপুল চন্দ্র বিশ্বাস এর স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে মাধবপুর থেকে কিশোরগঞ্জ জেলার কটিয়াদি উপজেলায় যোগদানের আদেশ দেওয়া হয়েছে। আগামী ৭ নভেম্বরের মধ্যে তাকে নতুন কর্মস্থলে যোগদানের সময়সীমা বেধে দেওয়া হয় প্রজ্ঞাপনে। উল্লেখ্য যে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল হোসেন দীর্ঘদিন যাবত মাধবপুরে একটি সিন্ডিকেট তৈরি করে তাদের মাধ্যমে ঘুষ বানিজ্য চালিয়ে যাচ্ছিলেন। জগদীশপুর জেসি হাইস্কুল এন্ড কলেজ এর আয়া নিয়োগের জন্য আশি হাজার টাকা ঘুষ নিয়ে কমিটির কারণে নিয়োগ দিতে না পেরে ঘুষের সত্তর হাজার টাকা ফেরত দেয়ার অভিযোগ আছে তার বিরুদ্ধে। এসব অভিযোগের প্রেক্ষিতে বিভিন্ন সময়ে তার বিরুদ্ধে জাতীয় ও স্থানীয় দৈনিক পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়েছে।নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকটি শিক্ষা প্রতিষ্টানের প্রধান আবুল হোসেনের বদলির খবর শুনে স্বস্তি প্রকাশ করেছেন।’আ’ আদ্যাক্ষর দিয়ে নাম শুরু এমন একজন প্রধান শিক্ষক জানিয়েছেন, মাধবপুরে এমন অসৎ শিক্ষা অফিসার এর আগে কখনোই আসেনি। -
রাণীশংকৈলে কৃষকদের মাঝে বিনামূল্যে সার-বীজ বিতরণ শুরু।
সরকারের টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তুলতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্য গম, ভুট্টা, সরিষা, শীতকালীন পেঁয়াজ বীজ, মুগ ডাল ও রাসায়নিক সার বিতরণের জন্য প্রণোদনা কার্যক্রমের উদ্ধোধন অনুষ্ঠিত হয়।ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় শীতকালীন পেয়াজসহ অন্যান্য ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষকের উৎসাহ প্রদানের জন্য বিনামূল্যে রাসায়নিক সার গম, ভুট্রা, সরিষা, মুগ ডাল ও চীনা বাদাম বীজ বিতরণ কার্যক্রমের উদ্ধোধন করা হয়েছে।রাণীশংকৈল উপজেলা কৃষি অধিদপ্তরের উদ্যোগে ২০২৩-২৪ অর্থ বছরের প্রণোদনা কর্মসূচির আওতায় রবি মৌসুমে আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এসব বীজ ও সার দেওয়া হয়।উপজেলা কৃষি সম্প্রসারণ কার্যালয়ের উদ্যোগে সোমবার (৩০ অক্টোবর ) সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষক কৃষাণীর মধ্যে বীজ ও সার বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না।রাসায়নিক সার ও বীজ বিতরণের জন্য প্রণোদনা কার্যক্রমের সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহরিয়ার রহমান।এসময় বিশেষ অতিথি ছিলেন রাণীশংকৈল উপজেলা আ.লীগের সভাপতি সইদুল হক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সোহেল রানা, মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, জাতীয় পার্টির আহব্বায়ক জাহাঙ্গীর আলম, যুগ্ম আহব্বায়ক আবু তাহের, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান, সহকারীর কৃষি কর্মকর্তা সাবের আলী, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক দিগেন্দ্রনাথ রায়, স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক আব্দুল্লাহ আল তারেক লিপুসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী উপকারভোগী কৃষক প্রমূখ।অনুষ্ঠান পরিচালনা করেন উপ-সহকারী কৃষি অফিসার সাদেকুল ইসলামস্বাগত বক্তব্যে কৃষি কর্মকর্তা শহিদুল ইসলাম কৃষকের নানা দিক নির্দেশনামূলক কথা বলেন। তিনি জানান, এ কর্মসূচির আওতায় ৬ হাজার ৮শ ৭০ জন কৃষককেবিনামূল্যে রাসায়নিক সার গম, ভুট্টা, সরিষা, মুগ ডাল, শীতকালীন পেঁয়াজ বীজ ও চীনা বাদাম বীজ দেওয়া হবে ।অনুষ্ঠানে উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা এবং বিভিন্ন ইউনিয়নের উপকারভোগী কৃষকরা উপস্থিত ছিলেন।অনুষ্ঠান শেষে কৃষক কৃষাণীর মাঝে রাসায়নিক সার বীজ বিনামূল্যে বিতরণ শুরু করেন রাণীশংকৈল কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। -
মাধবপুরে অবাধে বালু উত্তোলনে ক্ষতিগ্রস্ত রাবার ড্যাম।
নাহিদ মিয়া,মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি।হবিগঞ্জের মাধবপুরে সোনাই নদীর রাবার ড্যাম এলাকা থেকে চোরাই পথে বালু উত্তোলন ও পাচার চলছে অবাধে। প্রশাসনিক চোখে ফাঁকি দিয়ে স্থানীয় একটি মহল চালাচ্ছে এই অবৈধভাবে বালু উত্তোলন ও পাচার সিন্ডিকেট।বালু তুলতে গিয়ে পাচারকারীরা ক্ষতিগ্রস্ত করছে সোনাই নদীর মঙ্গলপুর ও বহরা রাবার ড্যাম দুটি। রাবার ড্যামের কাছাকাছি এলাকা ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলনের কারণে ড্যামে অনেক স্থানে ভাঙন ধরেছে।সোনাই নদীর পানি ব্যবস্থাপনা কমিটির নেতারা জানান, গত এপ্রিল মাসে সোনাই নদীর অলিপুর, তুলসীপুর, ভবানীপুর, কালী কৃষ্ণনগর এলাকায় পানি উন্নয়ন বোর্ড কর্তৃক কিছু বালু জব্দ করা হয়। জব্দ করা বালু মাধবপুর উপজেলা প্রকৌশলী নিলামে বিক্রি করেন। নিলাম ডাককারীরা দুই মাস সময়ের মধ্যে এসব বালু অপসারণ করে নেন। বালু অপসারণের সময়সীমা পার হয়ে গেলেও, স্থানীয় প্রভাবশালী চক্র অবৈধ পথে সোনাই নদী থেকে বালু উত্তোলন করে নদী পাড়ে জমা করছে। পরে এক্সক্যাভেটরের মাধ্যমে ট্রাক ও ট্রাক্টরে করে এসব বালু পাচার করা হচ্ছে বিভিন্ন স্থানে। বালুবাহী এসব ভারী যান চলাচলের কারণে স্থানীয় রাস্তাঘাটও ক্ষতিগ্রস্ত হচ্ছে।সোনাই নদীর পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সভাপতি আবুল মোবারক জানান, মঙ্গলপুর ও বহরা এলাকার দুটি রাবার ড্যাম থাকার কারণে সোনাই নদীর পানি দিয়ে খরা মৌসুমে স্থানীয় কৃষকরা শত শত একর জমির বোরো ও রবিশস্য চাষে সেচের ব্যবস্থা করেন। তবে রাবার ড্যাম এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে নদী গভীর হয়ে নদীর তল দেশে রাবার ড্যামের স্থাপনা ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ ছাড়া বেপরোয়া বালু বহনের কারণে ক্ষতি হচ্ছে ড্যামের।স্থানীয়রা জানান, বোরো মৌসুমে রাবার ড্যাম দুটি ঠিকভাবে কাজে লাগানো যাচ্ছে না পানি সংরক্ষণে। বালু উত্তোলনের কারণে চৌমুহনী ও মঙ্গলপুর রাবার ড্যাম পুরোপুরি নষ্ট হয়ে গেছে। এ ছাড়া বহরা রাবার ড্যামে ছিদ্র হয়ে গেছে। দ্রুত মেরামত করা না হলে আগামী বোরো মৌসুমি সেচের পানি নিয়ে চরম সংকটে পড়তে হবে।মাধবপুর মনতলা ভূমি অফিসের উপসহকারী ভূমি কর্মকর্তা কুতুব উদ্দিন আহমেদ জানান, অবৈধভাবে বালু পাচার কারণে এরইমধ্যে বালু পাচারকারী চক্রের বিরুদ্ধে ১৫টি ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে। এ ছাড়া কালী কৃষ্ণনগর থেকে বালু পাচার সময় চোরাই বালু জব্দ করা হয়েছে। মাধবপুর এলজিডি কর্মকর্তা ও জব্দকৃত বালু নিলাম কমিটি সদস্য সচিব শাহ আলম জানান, দুই মাসের জন্য নির্দিষ্ট পরিমাণ বালু নিলাম দেওয়া হয়েছিল। সরকারি কোষাগারে টাকা জমা দিয়ে নিলামকারীরা নির্দিষ্ট সময়ের মধ্যে বালু অপসারণ করে নিয়েছেন। এখন কেউ বালু নেওয়ার চেষ্টা করলে প্রশাসন তাদের বিরুদ্ধে আইন প্রয়োগ করছে। রাবার ড্যাম সংস্কারের জন্য সরকারি বরাদ্দের প্রস্তাব দেওয়া হয়েছে। টাকা পেলে দ্রুত মেরামত করা হবে। -
শ্রীমঙ্গলের হরিণছড়া’য় উদযাপন হলো জপমালারাণী মা-মারীয়া তীর্থোৎসব।
এলিসন সুঙ,মৌলভীবাজার প্রতিনিধি :
পাকা রাস্তা থেকে প্রায় সাত’শত ফুট উঁচু পাহাড়ি টিলা’য় অবস্থিত জপমালারানী মা মারীয়া তীর্থ স্থানে, খ্রিষ্টভক্তরা ব্যক্তিগত মানত, উদ্দেশ্য প্রার্থনা,পর্বের পর্বকর্তা,অনুতাপ প্রার্থনা,আরাধনা সংস্কার,কালভারীতে ক্রুশের পথসহ এক মাস ব্যাপী জপমালা প্রার্থনা ও নভেনা প্রার্থনা করা মধ্যদিয়ে উদযাপন হলো কাথলিক খ্রিষ্টান ধর্মাম্বলীদের অন্যতম ধর্মীয় উৎসব জপমালা রাণী মা মারীয়া তীর্থোৎসব।
এবছর জপমালা রানী মা মারীয়া তীর্থের প্রার্থনা মুলসুর হলো “ পবিত্র পরিবার ও খ্রীষ্টিয় সমাজ গঠনে পূণ্যময়ী মা মারীয়া “এই প্রার্থনা মুলসুরকে সামনে রেখে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা অধীনে হরিণছড়া চা বাগান তীর্থ স্থানে ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে শনিবার ও রবিবার দু’দিন উদযাপন হলো জপমালারানী মা মারীয়া তীর্থ উৎসব।
রবিবার (২৯ অক্টোবর) সকাল ১১টায় ফাদার মৃণাল ম্রং সিএসসি’র পরিচালনায় একঝাক তরুণ-তরুণী নৃত্যশিল্পী পরিবেশন করেন ধর্মীয় গান ও নৃত্য। এরই মধ্যদিয়ে তীর্থের মহা খ্রিস্টযাগ অনুষ্ঠিত হয়।মহা খ্রিষ্টযাগ উৎসর্গ করেন সিলেট খ্রিষ্টান কাথলিক ধর্মপ্রদেশর বিশপ শরৎ ফ্রান্সিস গমেজ। এবং খ্রিষ্টযাগে উপস্থিত থেকে সহযোগীতা করেন শ্রীমঙ্গল কাথলিক মিশনের পালপুরোহিত ড.ফাদার জেমস শ্যামল গমেজ সিএসসি, সহকারী যাজক ফাদার রবার্ট নকরেক সিএসসি,সিলেট ধর্মপ্রদেশের ভিকার জেনারেল ফাদার চন্দন ব্রাইন রোজারিও,সুনামগঞ্জ রাজাই মিশনের পালপুরোহিত ফাদার জোসেফ তপ্ন,সিলেট খাদিমনগর মিশনের যাজক ফাদার জোসেফ গমেজ ওএমআই, নটরডেম স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল ফাদার প্রশান্ত নিকোলাস ক্রুশ সিএসসি ,কুলাউড়া লক্ষিপুর মিশনের যাজক ফাদার সাগর ওএমআই, ফাদার সরোজ কস্তা ওএমআই ,ফাদার পিয়ুস প:ডুয়েং ওএমআই, হবিগঞ্জ শায়েস্তাগঞ্জ সাব-মিশনের পরিচালক ফাদার বিপ্লব কুজুর’সহ আরও উপস্থিত ছিলেন দেশের বিভিন্ন এলাকা থেকে মিশনের ফাদার,ব্রাদার,সিস্টারসহ দু’হাজার অধিক ধর্মীয় বিশ্বাসী খ্রিস্টভক্ত। এই তীর্থোৎসবে তীর্থযাত্রী খ্রিষ্টভক্তরা জপমালা রানী মা-মারীয়া কাছে দেশ ও বিশ্বের শান্তি কামনা করে বিশেষ প্রার্থনা করেন।
খ্রিস্টযাগে বিশপ শরৎ ফ্রান্সিস গমেজ বলেন ঈশ্বর কুমারী মারীয়াকে বেছে নিয়েছে তার পুত্রের জননী হওয়া জন্যে, মা মারীয়া হলো উদ্বারকর্তা যিশু খ্রিষ্টের মা।জপমালা প্রার্থনা আমাদেরকে আধ্যাত্মিক ভাবে অনেক শক্তি ও সাহস দিয়ে থাকেন। মা মারীয়াকে প্রেরিতগনের রানী বলা হয় কারণ মহান ঈশ্বর তাকে প্রভু যীশু খ্রিষ্টের মা হওয়ার জন্য বেছে নিয়েছেন এবং ঈশ্বর আদেশে কুমারী অবস্থায় গর্ভধারণ করে জন্মদান করেন মুক্তিদাতা যীশু খ্রিষ্টকে।মা মারীয়া প্রতি ভক্তি প্রদর্শন করার জন্যে প্রতি বছর অক্টোবর মাস জপমালা রানী মা মারীয়া মাস হিসাবে ঘোষণা করেছেন। এই মাসে ক্যাথলিক খ্রিস্টভক্তারা সারা মাসব্যাপী জপমালা প্রার্থনা মাধ্যমে পারিবারিক প্রার্থনা, নভেনা প্রার্থনা করে থাকেন।
তীর্থ উদযাপন কমিটির আহবায়ক ড.ফাদার জেমস শ্যামল গমেজ সিএসসি বলেন এবছর আমরা ৩৪তম জপমালা মা মারীয়া তীর্থ পালন করছি।আজ নানান প্রতিকূলতা মাঝেও মা মারীয়া কাছে ভক্তি প্রদর্শন ও আশীর্বাদ পাবার জন্য এ তীর্থ স্থানে অনেক ভক্ত উপস্থিত হয়েছেন।সকলের উদ্বার সহযোগীতায় কারণে জপমালা মা মারীয়া তীর্থ করতে পেরেছি,তাই সকলকে ধন্যবাদ ।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন ভক্ত বলেন
জপমালা রাণী মা-মারীয়া তীর্থোৎসবে প্রতিবছর অংশগ্রহণ করে থাকি, এবং জপমালারানী মা মারীয়া কাছে মানত করে ব্যক্তিগত আমার উপকার হয়েছে। প্রাকৃতিক ঘেরা সৌন্দর্যময় অবস্থিত হরিণছড়া জপমালারানী মা মারীয়া তীর্থ স্হান,সত্যিই একটি পবিত্র স্থান। -
বিএনপির ডাকা হরতাল মাধবপুরে আ.লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ।
মাধবপুর(হবিগঞ্জ) প্রতিনিধি।বিএনপির ডাকা হরতালবিরোধী হবিগঞ্জের মাধবপুর উপজেলা আওয়ামীলীগ সকল সহযোগী সংগঠনের উদ্যোগে রোববার (২৯ অক্টোবর) সকাল থেকে উপজেলা সদর বাস স্ট্যান্ড এলাকায় আওয়ামী লীগের শান্তি সমাবেশ হয়েছে।এ সময় উপস্থিত ছিলেন মাধবপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক, সাংগঠনিক সম্পাদক বেনু মাধব রায়, আওয়ামীলীগ নেতা আপন মিয়া,পৌর আওয়ামী লীগের সভাপতি শাহ সেলিম, সাধারণ সম্পাদক শ্রীধাম দাশগুপ্ত, সাবেক সাধারণ সম্পাদক আরশাফুল আলম টিটু,উপজেলা যুবলীগ সভাপতি ফারুক পাঠান, সাধারণ সম্পাদক আবুল কাশেম, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান কুতুব, উপজেলা সেচ্ছাসেবক লীগের আহবায়ক সুজন রায়, উপজেলা শ্রমিক লীগ সাধারণ সম্পাদক ফকির জাবেদ,পৌর যুবলীগের আহবায়ক একরামুল আলম লেবু, যুগ্ম আহবায়ক নূরুল আলম রিপন,বিদ্যুৎ মজুমদার,পৌর যুবলীগ নেতা নাহিদ মিয়া প্রমূখ।উপজেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।এ সময় বক্তারা বলেন, বিএনপিকে একটি সন্ত্রাসী দল আখ্যায়িত করেন। তারা আবারও মানুষের জান-মাল নিয়ে ছিনিমিনি খেলছে। বিএনপি নেতা-কর্মীরা একজন পুলিশ সদস্যকে হত্যা ও কয়েকজনকে আহত করেছে। আজ আবার হরতাল ডেকে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। মাধবপুরবাসী তাদের ডাকা হরতালকে প্রত্যাখ্যান করে রাজপথে নেমে এসেছে। এদের আন্দোলন বা দাবির সাথে জনগনের কোন সম্পৃক্ততা নেই।এ সমশ বক্তারা আরো বলেন, বিএনপি-জামায়াতের যেকোন অপচেষ্টার বিরুদ্ধে দেশের মানুষ ঐক্যবদ্ধ। তারা দেশে শান্তিপুর্ণ পরিবেশকে বিঘিন্ন করে বিএনপি জামাত আগামী নির্বাচনকে বানচাল করার চেষ্টা করছে। দেশের জনগন তাদের প্রতিহত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নির্বাচন করার জন্য প্রস্তুত।