Author: admin

  • গোদাগাড়ীতে জেলহত্যা দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা।

    গোদাগাড়ীতে জেলহত্যা দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা।

    গোদাগাড়ী(রাজশাহী)প্রতিনিধিঃ

    রাজশাহীর গোদাগাড়ীতে আজ ৩ নভেম্বর জেল হত্যা দিবস। জেলহত্যা দিবস উপলক্ষে রাজশাহীর গোদাগাড়ী আ’লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

    শুক্রবার (৩ নভেম্বর) সকাল ১০/টার দিকে গোদাগাড়ী উপজেলা পরিষদ চত্তরে আলোচনা সভা ও দোয়া মাহফিলে সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, এম মনসুর আলী ও এ এইচ এম কামরুজ্জামানের আত্মার মাগফিরাত কামনা করা হয়।

    গোদাগাড়ী উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুল রসিদের সঞ্চালনায় ও গোদাগাড়ী উপজেলা আওয়ামীলীগ সভাপতি জনাব অয়েজ উদ্দিন বিশ্বাস এর সভাপতিত্বে দোয়া ও আলোচনা সভার প্রধান অতিথি আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী সংসদ সদস্য রাজশাহী-১গোদাগাড়ী তানোর।বিশেষ অতিথি জনাব জাহাঙ্গীর আলম চেয়ারম্যান উপজেলা পরিষদ গোদাগাড়ী রাজশাহী।

    আলোচনা সভায় বক্তব্য দেন- গোদাগাড়ী পৌর আ’লীগের সংগ্রামী সভাপতি জনাব রবিউল আলম,বিপ্লবী সাধারন সম্পাদক নাসিমুল ইসলাম নাসিম,পৌর যুবলীগ সভাপতি আব্দুল জব্বার, সাধারন সম্পাদক আব্দুল্লাহ আল মামুন। এসময় উপস্থিত ছিলেন পৌর সেচ্ছাসেবকলীগ সভাপতি সানাউল্লা সানা,সাধারন সম্পাদক শাকিল, পৌর যুবলীগ সাংগঠনিক সম্পাদক হামিদ রানা, আব্দুর রহিম টিপু, হামিদ বাবুসহ আওয়ামীলীগের সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

    এ সময় অবিলম্বে জেল হত্যা মামলার বিচার প্রক্রিয়ার বাকি অংশ শেষ করে খুনিদের ফেরত এনে তাদের ফাঁসির রায় কার্যকর করা দাবি জানান নেতা কর্মীরা।

  • ডিমলায় জাতীয় পার্টির পরিচিতি ও মতবিনিময় সভার পর সাংবাদিক সম্মেলন।

    ডিমলায় জাতীয় পার্টির পরিচিতি ও মতবিনিময় সভার পর সাংবাদিক সম্মেলন।

    হাবিবুল হাসান,ডিমলা (নীলফামারী) প্রতিনিধিঃ নীলফামারীর ডিমলায় সাংবাদিকের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা উপলক্ষে সাংবাদিক সম্মেলন করেছেনে নীলফামারী-১ (ডোমার-ডিমলা) সাম্ভাব্য জাতীয় পার্টির প্রাথী লেঃ কর্নেল তসলিম উদ্দিন (অবঃ) সভাপতি, জাতীয় পার্টি ডিমলা উপজেলার শাখা, সহ-সভাপতি, নীলফামারী জেলা শাখা ও কেন্দ্রীয় সদস্য জাতীয় পার্টি ।

    বৃহস্পতিবার (২ নভেম্বর) বিকাল ৪ টায় নিজ বাসভবনে সাংবাদিকের সাথে পরিচিতি ও মত বিনিময় করেন। লেঃ কর্নেল তসলিম উদ্দিন (অবঃ) সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদ বিরোধী দলীয় নেতা জিএম কাদের এমপি এর নির্দেশে আমি ডিমলা উপজেলা শাখার জাতীয় পার্টির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছি।

    নীলফামারী-১ (ডোমার-ডিমলা) সাম্ভাব্য জাতীয় পার্টির প্রাথী হিসেবে প্রাথমিক ভাবে আমাকে মনোনীত করেছেন। ডোমার ও ডিমলা উপজেলার ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলা পর্যায়ে কাউন্সিলের মাধ্যমে কমিটি গঠন করেছি। আগামী দিনগুলোতে আপনাদের সাথে নিয়ে এলাকার মানুষের সুখ, শান্তি, সমৃদ্ধি, উন্নয়ন ও নিরাপত্তা নিশ্চিত করতে এক যোগে কাজ করতে চাই। সাংবাদিকের প্রশ্নে তিনি বলেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদ বিরোধী দলীয় নেতা জিএম কাদের এমপি এর নির্দেশে আমরা মহাজোটে আছি থাকব। এসময় উপস্থিত ছিলেন দৈনিক ভোরের কাগজ পত্রিকার প্রতিনিধি সরোয়ার জাহান সোহাগ, দৈনিক আজকের পত্রিকার প্রতিনিধি মাসুদ পারবেজ রুবেল, দৈনিক আশ্রয় প্রতিদিন পত্রিকার প্রতিনিধি হাবিবুল হাসান হাবিব, দৈনিক কালবেলা পত্রিকার প্রতিনিধি জামান মৃধা, দৈনিক জনবানী পত্রিকার প্রতিনিধি রুহুল আমিন, দৈনিক ঢাকার ডাক পত্রিকার প্রতিনিধি আমির হামজা সোহেল, দৈনিক মানবকন্ঠ পত্রিকার প্রতিনিধি বাদশা সেকেন্দার ভ‚ট্টু, দৈনিক এশিয়ান এজ পত্রিকার প্রতিনিধি জাহাঙ্গীর রেজা, দৈনিক আমাদের নতুন সময় পত্রিকার প্রতিনিধি আসাদুজ্জামান পাভেল, দৈনিক যুগের আলো পত্রিকার প্রতিনিধি মোহাম্মদ আলী সানু, দৈনিক সংবাদ পত্রিকার প্রতিনিধি ময়েন কবীর, দৈনিক নীল চোখ পত্রিকার প্রতিনিধি লাজু হোসেন,দৈনিক বুলেটিন পত্রিকার প্রতিনিধি বাসুদেব রায়,দৈনিক প্রতিদিনের সংবাদ পত্রিকার প্রতিনিধি জসিম উদ্দিন নাগর,দৈনিক প্রথম খবর পত্রিকার প্রতিনিধি নুরনবী ইসলাম মানিক,দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার প্রতিনিধি শাহিনুর ইসলাম, দৈনিক আমার সংগ্রাম পত্রিকার প্রতিনিধি মোস্তাহার হোসেন লেবু, দৈনিক বসুন্ধরা পত্রিকার প্রতিনিধি নয়ন ইসলাম, দৈনিক দেশ প্রতিদিন পত্রিকার প্রতিনিধি মাসুদ রানা বকুল, দৈনিক বিজয় বাংলাদেশ পত্রিকার প্রতিনিধি আরিফুর রহমান ডালিম, দৈনিক সোনালী খবর পত্রিকার প্রতিনিধি মফিজুল ইসলাম সহ স্থানীয় সাংবাদিকবৃন্দ।

  • বালিয়াডাঙ্গীতে জামায়াত-বিএনপি’র ৮৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩।

    বালিয়াডাঙ্গীতে জামায়াত-বিএনপি’র ৮৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৩।

    ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে জামায়াত-বিএনপি’র ডাকা অবরোধ সফল করতে ভোরবেলা রাস্তায় ঝটিকা মিছিল করে ককটেল বিস্ফোরণ, মোটরসাইকেল আগুন দেওয়ার অভিযোগে বিএনপি- জামায়াতের ৮৪ জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। মামলায় ২৪ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আসামী করা হয়েছে আরও ৬০ জনকে। এর মধ্যে বিএনপি’র ৩ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
    বুধবার সন্ধ্যায় বালিয়াডাঙ্গী থানার ওসি খায়রুল আনাম আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তার হওয়া ৩ জন হলেন বালিয়াডাঙ্গী উপজেলা কৃষক দলের সহ সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম মানিক, ধনতলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক হাজীরুল ইসলাম, বিএনপি কর্মী শরিফত উদ্দিন।
    বালিয়াডাঙ্গী থানার ওসি খায়রুল আনাম বলেন, বৃহস্পতিবার ভোর ৪টার সময় বালিয়াডাঙ্গী-ঠাকুরগাঁও সড়কের বালিয়াপুকুর পাড় নামক এলাকায় জামায়াত-বিএনপি’র ডাকা অবরোধ সফল করার জন্য দলটির নেতাকর্মীরা রাস্তায় গাছ ফেলে অবরোধ, টায়ার ও মোটরসাইকেলে আগুন দেয়। এ সময় পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গেলে তাদের উদ্দেশ্যে করে ইটপাটকেল নিক্ষেপ করে ও ককটেল বিস্ফোরণ করে। এতে দুজন পুলিশ সদস্য আহত হয়েছেন।
    ‘এ ঘটনায় ধাওয়া করে ৩ জনকে ঘটনাস্থল থেকে আটক করে পুলিশ। পরে বালিয়াডাঙ্গী থানায় ওই তিনসহ আরও ২৪ জনের নাম উল্লেখ এবং আরও অজ্ঞাত ৫০/৬০ জনকে আসামী করে মামলা দায়ের করা হয়েছে। বুধবার বিকালে আটক ৩ জনকে সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।
    তবে বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি এ্যাড. সৈয়দ আলম দাবি করেন, পুলিশ প্রত্যেক নেতাকর্মীদের বাড়ী থেকে গ্রেপ্তার করেছে। ২৮ তারিখের পর থেকে নেতাকর্মীদের গণহারে গ্রেপ্তার করছে। আজকে যে ঘটনায় ৩ গ্রেপ্তার দেখানো হয়েছে। এ ধরনের কোন ঘটনাই ঘটেনি। পুরোটাই পুলিশের সাজানো। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই।
  • ডিলারের গুদামঘর থেকে নকল ডলোমাইট সার উদ্ধারের পর ধ্বংস।

    ডিলারের গুদামঘর থেকে নকল ডলোমাইট সার উদ্ধারের পর ধ্বংস।

    ডিমলা (নীলফামারী) প্রতিনিধি : নীলফামারীর ডিমলায় সার ডিলারের গুদাম হতে নকল ৩১০ বস্তা ডলোমাইট সার জব্দ করা হয়েছে। উপজেলা কৃষি বিভাগ এবং স্থানীয় প্রশাসনের সহযোগীতায় উপজেলার টুনিরহাট বাজারের সার ব্যবসায়ী ও বিএডিসির ডিলার ফজির উদ্দিন, পিতা মৃত এনছান উদ্দিনের গুদাম হইতে ৩১০ বস্তা ডলোমাইট সার জব্দ করে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

    কৃষি অফিস সুত্রে জানা যায়, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা এ,কে,এম আমিনুল ইসলাম মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট বিভাগীয় গবেষনাগার, রংপুর এর একটি প্রতিনিধি দল গত ০৯ অক্টোবর টুনিরহাট বাজারের সার ব্যবসায়ী ও বিএডিসির ডিলার ফজির উদ্দিনের গুদামের ৩১০ বস্তা ডলোমাইট সার জব্দ করে জব্দকৃত ডলোমাইট সারের নমুনা মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট বিভাগীয় গবেষনাগার, রংপুরে প্রেরণ করে।

    প্রেরীত সার নমুনার রাসায়নিক বিশ্লেষনের ফলাফল সরকারী বিনির্দেশ (ওজনভিত্তিক) মোট ক্যালসিয়াম (Ca) নূন্যতম ২০.০০%, মোট ম্যাগনেসিয়াম (Mg) নূন্যতম ২০.০০% থাকার কথা সেখানে ল্যাব-১৯৯০ এ জব্দকৃত ডলোমাইট সার পরীক্ষায় প্রাপ্ত ফলাফল (ওজনভিত্তিক) মোট ক্যালসিয়াম (Ca) নূন্যতম ২০.৫০%, মোট ম্যাগনেসিয়াম (Mg) নূন্যতম ১.০৫% থাকায় সার (ব্যবস্থাপনা) আইন ২০০৬ এর ১৭(২) এর (ঘ) উপধারা মোতাবেক প্রদত্ত নমুনাটি ভেজাল।

    আজ বৃহস্পতিবার (২ নভেম্বর) সকাল ১১টার সময় উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ফারজানা আক্তার ও উপজেলা কৃষি অফিসার কৃষিবীদ সেকেন্দার আলীর উপস্থিতিতে জব্দকৃত ডলোমাইট সার ধ্বংস করা হয়েছে। উপজেলা কৃষি অফিসার কৃষিবীদ সেকেন্দার আলী বলেন,টুনিরহাট বাজারের সার ব্যবসায়ী ও বিএডিসির ডিলার ফজির উদ্দিন নীতিমালা ভঙ্গ করে ডলোমাইট সার বিক্রি করেন এমন সংবাদের ভিত্তিতে সন্দেহজনক ভাবে ৩১০ বস্তা ডলোমাইট সার জব্দ করার পর নমুনা পরীক্ষাগারে পাঠানো হয় । নমুনার রাসায়নিক বিশ্লেষনের ফলাফল ভেজাল। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। ডিমলা উপজেলার কিছু অসাধু ব্যবসায়ী ও ডিলার অধিক মুনাফার লোভে ভেজাল সার বিক্রি করে আসছে।

  • লক্ষ্মীপুর রামগঞ্জে নবাগত ওসির সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়।

    লক্ষ্মীপুর রামগঞ্জে নবাগত ওসির সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়।

    সোহেল হোসেন লক্ষ্মীপুর প্রতিনিধি।

    প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন রামগঞ্জ থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সোলাইমান।

    মঙ্গলবার (৩১ অক্টোবর) বাদ মাগরিব অফিসার ইনচার্জের কার্যালয়ে রামগঞ্জ উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।

    এই সময় মতবিনিময় সভায় ওসি মোহাম্মদ সোলাইমান তার বক্তব্যে বলেন, সাংবাদিকরা সমাজের দর্পন। পুলিশ প্রশাসন ও সাংবাদিকরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে সমাজ থেকে সব ধরণের অপরাধ নির্মূল করা সম্ভব। দালাল ও মধ্যস্বত্বভোগীদের দৌরাত্মমুক্ত পরিবেশে তাঁর উপর অর্পিত দায়িত্ব পালনে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন তিনি। এলাকা থেকে মাদক ও চোরাকারবারী দমনে তিনি জিরো টলারেন্স অবস্থানে থাকবেন বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। ইভটিজিং রোধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে প্রয়োজনীয় বিভিন্ন পদক্ষেপ সম্পর্কেও তিনি মিডিয়াকর্মীদের অবহিত করেন।

    এসময় বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ভোরের কাগজ প্রতিনিধি পাটোয়ারী হোসেন শরিফ, সাধারণ সম্পাদক ও দৈনিক প্রতিদিনের সংবাদ প্রতিনিধি তৌহিদুল ইসলাম কবির।

    এসময় উপস্থিত ছিলেন, ক্লাবের সহ-সভাপতি একে এম মহি উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল হোসেন, কোষাধ্যক্ষ মোঃ সাইফুল ইসলাম, প্রচার সম্পাদক মোঃ জাহিদ হাসান, দপ্তর সম্পাদক মোঃ নুর হোসেন রিপন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ সফিকুল ইসলাম রুবেল।

    এছাড়াও কার্যনির্বাহীর সদস্য মোঃ আরিফ হোসেন, সময় সংবাদ সোহেল হোসেন, মোঃ ফয়েজ আলম, মহিবউল্যাহ, আলমগীর হোসেন, মেহেদী হাসান উপস্থিত ছিলেন।

  • রামপালে মসজিদের ইমামদের সাথে ওসি আশরাফুল আলমের মতবিনিময়।

    রামপালে মসজিদের ইমামদের সাথে ওসি আশরাফুল আলমের মতবিনিময়।

    রামপাল(বাগেরহাট)প্রতিনিধিঃ বাগেরহাটের রামপাল উপজেলার উজলকুড় ইউনিয়নের সকল মসজিদের ইমামদের সাথে রামপাল থানার অফিসার-ইন-চার্জ এস.এম. আশরাফুল আলমের আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
    বুধবার(১ নভেম্বর) সন্ধ্যায় রামপাল থানার আয়োজনে ফয়লাহাট পুলিশ ক্যাম্পে এ আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
    মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন থানার অফিসার-ইন-চার্জ এস. এম. আশরাফুল আলম।
    এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উজলকুড় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান গাজী আক্তারুজ্জামান,  সাধারণ সম্পাদক হাওলাদার জুলফিকার আলি ভুট্টোসহ ইউনিয়নের সকল ওয়ার্ডের ইউপি সদস্য, ইমামগণ ও সুধীজন উপস্থিত ছিলেন।
    এসময় ওসি আশরাফুল আলম মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং,  গুজব, সামাজিক বিরোধ, মসজিদের মাইকে সমাজ ও রাষ্ট্র বিরোধী কোন অপপ্রচার চালানো থেকে বিরত থাকা ও সাইবার ক্রাইম বিষয়ে সকলে সচেতন করেন। তিনি আরও বলেন,  পুলিশকে জনগণের বন্ধু মনে করুন। থানার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রামপাল থানা পুলিশ রাত-দিন অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। যে কোন ধরনের আইনি সহযোগিতা ও পরামর্শ পেতে থানায় যোগাযোগ করুন এবং যে কোন অপরাধীকে আইনের আওতায় আনতে  সঠিক তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার জন্য উপস্থিত সকলের কাছে অনুরোধ জানান।
  • গোদাগাড়ী পৌর আ’লীগের উদ্যোগে অবরোধ বিরোধী মিছিল।

    গোদাগাড়ী পৌর আ’লীগের উদ্যোগে অবরোধ বিরোধী মিছিল।

    গোদাগাড়ী(রাজশাহী)প্রতিনিধিঃরাজশাহীর গোদাগাড়ীতে বিএনপি-জামাতের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে পৌর আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের আয়োজনে অবরোধ বিরোধী মিছিল শান্তি ও উন্নয়ন সমাবেশ কর্মসূচি পালন করেছে।বুধবার(০১ নভেম্বর) বেলা সাড়ে ৯টা থেকে বিকাল পর্যন্ত শহরের আওয়ামী লীগ কার্যালয়ের সামনে¡ বিশাল এক শান্তি সমাবেশের মিছিল বের হয়। মিছলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে পথ সভায় মিলিত হয়। মিছিলের নেতৃত্বদেন গোদাগাড়ী পৌর আওয়ামীলীগ সভাপতি রবিউল আলম,সাধারন সম্পাদক নাসিমুল ইসলাম নাসিম,সহ সভাপতি আলহাজ্ব আফসার আলী মাষ্টার,যুগ্ন সাধারন সম্পাদক নাজমুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এম এ সাহিন,তথ্য ও গবেষণা সম্পাদক শহিদুল ইসলাম,পৌর যুবলীগ সভাপতি আব্দুল জাব্বার,সাধারন সম্পাদক আব্দুল্লাহ আল মামুনসহ সহযোগী সংগঠনের নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।

    শান্তি ও উন্নয়ন সমাবেশে বক্তারা বলেন, একটি কুচক্রি মহল এ দেশের স্বাধীনতা বিরোধী অপশক্তিকে মদত দিয়ে দেশের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করা পায়তারা করছে। বর্তমান সরকা প্রধান দেশের তিন তিনবারের সফল প্রধানমন্ত্রী সফল রাষ্ট্রানায়ক শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রাকে তারা নষ্ট করতে চায়। তাই জমাত-বিএনপির ষড়যন্ত্র মোকাবেলা করে দলের সকল নেতাদের সজাগ থাকতে হবে।বক্তারা আরও বলেন, আগামী সংসদ নির্বাচনে শেখ হাসিনার উন্নয়নের সরকারকে আবারও ক্ষমতায় আনার জন্য সাধারণ মানুষের কাছে উন্নয়নের চিত্র তুলে ধরার আহ্বান জানানো হয়।

  • রামপালে জাতীয় যুব দিবস পালিত।

    রামপালে জাতীয় যুব দিবস পালিত।

    রামপাল(বাগেরহাট)প্রতিনিধিঃ বাগেরহাটের রামপালে “স্মার্ট যুব সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে যথাযথ মর্যাদায় জাতীয় যুব দিবস-২০২৩ পালিত হয়েছে।
    বুধবার (১ নভেম্বর) সকাল ১০.০০ টায়  দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর রামপালের যৌথ আয়োজন উপজেলা পরিষদ থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।  র‌্যালিটি বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়।
    র‌্যালি শেষে রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিবুল আলমের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
    অনুষ্ঠানে প্রধান  অতিথির বক্তব্যে রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, উপজেলা  চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন।
    স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ নাছির উদ্দীন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ হোসনেয়ারা মিলি ও উপজেলা সমাজসেবা অফিসার মোঃ শাহিনুর রহমান।
    জাতীয় যুব দিবস উপলক্ষে একজন কে ৬০ হাজার টাকা ঋণ এবং চারজন কে যুব উন্নয়ন প্রশিক্ষণ সনদ প্রদান করা হয়।
  • ডিমলায় জাতীয় যুব দিবস উদযাপন।

    ডিমলায় জাতীয় যুব দিবস উদযাপন।

    ডিমলা (নীলফামারী) প্রতিনিধি:

    নীলফামারীর ডিমলায় জাতীয় যুব দিবস উদযাপিত হয়েছে। “স্মার্ট যুব সমৃদ্ধ দেশ-বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ১লা নভেম্বর (বুধবার) সকাল ১০ টার সময় উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমে দিবসটি উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মো: নুর-ই-আলম সিদ্দিকীর সভাপতিত্বে আরে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ তবিবুল ইসলাম, ভাইস চেয়ারম্যান বাবু নীরেন্দ্র নাথ রায়, যুব উন্নয়ন কর্মকর্তা খন্দকার এনামুল কবির, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেজবাহুর রহমান, সমাজসেবা কর্মকর্তা নুরুন নাহার নুরী, মৎস্য কর্মকর্তা শামীমা আক্তার, আনসার ভিডিপি কর্মকর্তা সেলিনা পারভীন সহ উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণসহ উপজেলার স্থানীয় সাংবাদিকগন প্রমুখ। আলোচনা শেষে প্রশিক্ষন উদ্ভোধন, যুব ঋনের চেক বিতরণ,প্রশিক্ষনদের সনদ বিতরন ও বৃক্ষের চারা বিতরন করা হয়।

  • সানন্দবাড়ী ফেসবুক কর্তৃক প্রতিবন্ধী শাহিদাকে দেওয়া ঘরের কাজ সম্পন্ন।

    সানন্দবাড়ী ফেসবুক কর্তৃক প্রতিবন্ধী শাহিদাকে দেওয়া ঘরের কাজ সম্পন্ন।

    দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধিঃ জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ীতে প্রতিবন্ধী শাহিদাকে প্রিয় সানন্দবাড়ী ফেসবুক গ্রুপের এডমিন প্যানেলের উদ্যোগে ও সানন্দবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের এসএসসি ব্যাচ ২০১০ ইং সালের সহযোগিতায় এবং এলাকার সুধী মহলের বিশেষ সহায়তায় প্রতিবন্ধী শাহিদাকে এটাস্ট বাথরুম সহ ঘর নির্মাণ করে দেওয়া হয়।
    প্রিয় সানন্দবাড়ী ফেসবুক গ্রুপের এডমিন প্যানেল সুত্রে জানা যায়, প্রতিবন্ধী শাহিদাকে দেওয়া ঘরের কাজ সম্পন্ন হয়েছে চলতি নভেম্বর মাসেই ঘরের চাবি হস্তান্তর করা হবে।
    ঘর প্রাপ্তিতে খুশি প্রতিবন্ধী শাহিদা সহ তার পরিবার, প্রতিবেশী, শুভাকাঙ্ক্ষী সহ সুধী মহল।
    প্রতিবন্ধী শাহিদাকে এমন ঘর করে দেওয়ায় প্রিয় সানন্দবাড়ী ফেসবুক গ্রুপকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন, কবি আলহাজ্ব আজিজুর রহমান, মমিনুল ইসলাম, ইমাম হাসান, সানন্দবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক রশীদুল আলম শিকদার। এছাড়াও বক্তব্য রাখেন প্রিয় সানন্দবাড়ী ফেসবুক গ্রুপের এডমিন প্যানেলের মেহেদী মিরাজ, ফরিদুল ইসলাম ফরিদ, মনিরুল আকন্দ প্রমুখ।
    প্রিয় সানন্দবাড়ী ফেসবুক গ্রুপের প্রতিষ্ঠাতা এডমিন মোঃ রাশেদ আকন্দ জানান- প্রিয় সানন্দবাড়ী ফেসবুক গ্রুপ একটি স্বেচ্ছাসেবী মানবিক গ্রুপ, মানবতার সেবায় নিয়োজিত এই গ্রুপের সকল সদস্য বৃন্দ। সকল মানবিক কাজে অংশ নেওয়ার জন্য সর্বদা প্রস্তুত রয়েছে এই অনলাইন প্লাটফর্ম টি।
    ঘর পেয়ে শারীরিক প্রতিবন্ধী শাহিদা যেমন খুশিতে আবেগ আপ্লূত হয়েছেন তার চেয়ে বেশি রয়েছে না পাওয়ার কষ্ট।
    তিনি ডিগ্রী পাস করেও চাকরি না পেয়ে বেকার অবস্থায় মানবেতর জীবনযাপন করছে।তাই তিনি ভিক্ষা নয় চাকুরী চান সরকারি কিংবা বেসরকারি প্রতিষ্ঠানের কাছে।