Author: admin

  • হবিগঞ্জে মাধবপুর কিন্ডারগার্টেনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত।

    হবিগঞ্জে মাধবপুর কিন্ডারগার্টেনের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত।

    নাহিদ মিয়া মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি।
    বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন মাধবপুর উপজেলা শাখার উদ্যোগে দুই দিনব্যাপী (৩ ও ৪ নভেম্বর) ৫৫টি স্কুলের প্রায় ১৬৬৫ জন শিক্ষার্থীদের নিয়ে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
    শুক্রবার (৩ নভেম্বর) সকাল ১০টায় মাধবপুর পাইলট উচ্চ বিদ্যালয়,নোয়াপাড়া ইটাখোলা দাখিল মাদ্রাসা ও মনতলা অপরূপা মাধ্যমিক বালিকা উচ্চ বিদ্যালয়ে এই বৃত্তি পরিক্ষার আয়োজন করা হয়। বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন সারা দেশব্যাপী এই বৃত্তি পরীক্ষার আয়োজন করেছে।মাধবপুর উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি সাইফুল হক মির্জা বলেছেন, অভিভাবকদের আন্তরিকতা ও শিক্ষার্থীদের উপস্থিতি দেখে আমরা আনন্দিত।স্মর্ট বাংলাদেশ গড়তে এই কোমলমতি পরীক্ষার্থীরাই অগ্রনী ভূমিকা পালন করবে।
    উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক জিয়াউর রহমান সুজন জানান,বাংলাদেশের কিন্ডারগার্টেন এসোসিয়েশন প্রতিষ্ঠার শুরু থেকে বৃত্তি পরীক্ষার আয়োজন করে আসছে। শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশে বৃত্তি পরীক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। পড়ালেখার প্রতি শিক্ষার্থীদের আরও আগ্রহী করে তুলতে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রয়োজন।
    উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের উপদেষ্টা ও পরীক্ষা নিয়ন্ত্রক উপজেলা আদর্শ উচ্চ বিদ্যালয়ের অধ্যক্ষ আলহাজ্ব শাহিন মিয়া জানান,প্রথম দিন গণিত এবং দ্বিতীয় দিন বাংলা ও ইংরেজি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
    এতে উপজেলার ৫৫টি কেজি স্কুলের নার্সারি থেকে পঞ্চম শ্রেণির ১৬৬৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করছে।আয়োজক কমিটি জানায়,এক জেলার পেপার দেখবেন অন্য জেলার শিক্ষকরা। কোনো ধরণের অসচ্চতা থাকবে না এ পরীক্ষায়। প্রকৃত মেধাবীরাই বৃত্তি পেয়ে পুরস্কার ও সনদ অর্জন করবে।বৃত্তি পরিক্ষায় শিক্ষার্থীরা উৎসাহ নিয়ে অংশগ্রহণ করে। অভিভাবকদের অভিমত এই ধরনের প্রতিযোগিতামূলক পরিক্ষা শিক্ষার্থীদের মেধার বিকাশ ঘটাবে।
    পরীক্ষা কেন্দ্রগুলো পরিদর্শন করেন মাধবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ ফজলে আকবর শাহজাহান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মন্জুর আহ্সান,মেয়র হাবিবুর রহমান মানিক, বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন হবিগঞ্জ জেলা শাখার সভাপতি মাহমুদুল হাসান,সাধারণ সম্পাদক আতাউর রহমান, মাধবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃএরশাদ আলী,সাংবাদিক মিজানুর রহমান,নাহিদ মিয়া, শেখ শাহিন উদ্দিন মোঃ আল মাসুদ প্রমুখ।
  • রামপালে এমপি প্রার্থী শেখ আলো আমিনের সাংবাদিকদের সাথে মতবিনিময়।

    রামপালে এমপি প্রার্থী শেখ আলো আমিনের সাংবাদিকদের সাথে মতবিনিময়।

    রামপাল(বাগেরহাট)প্রতিনিধিঃ বাগেরহাট-৩ (রামপাল-মোংলা) আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগ  কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক ও সাবেক স্বেচ্ছাসেবক লীগ নেতা  এ্যাডভোকেট শেখ আল আমিন  সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা করেছেন।
    শনিবার (৪ নভেম্বর )  বিকালে রামপাল  উপজেলার বাইনতলা ইউনিয়নের বাইনতলা গ্রামে তার নিজ বাস ভবনে  এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
    মতবিনিময় সভায় তিনি লিখিত বক্তব্যে  জানান যে, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-৩(রামপাল-মোংলা) আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হয়ে তিনি নির্বাচন করতে চান। তিনি বলেন যে, ছোটবেলা থেকেই আওয়ামী রাজনীতির সঙ্গে জড়িত।
    তিনি আরও বলেন যে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী  জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মানে স্মার্ট নেতৃত্ব দরকার।  এ বিবেচনায় তিনি নিজেকে স্মার্ট নেতৃত্ব দেওয়ার যোগ্য বলে তিনি মনে করেন। দল তাকে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-৩ আসন থেকে মনোনয়ন দিলে তিনি জননেত্রী শেখ হাসিনার নির্দেশনার আলোকে স্মার্ট রামপাল-মোংলা গড়ে তুলতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। সাংবাদিকদের আরও জানান যে,  তিনি এবার প্রথম  আওয়ামী লীগের মনোনয়ন ফর্ম কিনবেন। তিনি আরও বলেন যে, তিনি যদি এবার দলীয় মনোনয়ন না পান,  তবে দল যাকে মনোনয়ন দিবে তিনি তার পক্ষে কাজ করবেন।
    মতবিনিময় সভা শেষে তিনি তার প্রতিষ্ঠিত “আল আমিন” ফাউন্ডেশনের মোড়ক উন্মোচন করেন। তিনি জানান “আল আমিন” ফাউন্ডেশনের মাধ্যমে তিনি এলাকার বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করবেন এবং গরীব ও অসহায় মানুষকে সেবা করবেন।
    মতবিনিময় সভায় তার সাথে উপস্থিত ছিলেন সৈয়দ মারফুল ইসমাইল,শেখ জোনাব আলী, খান ফারুক হোসেন,খান তানভীর,শেখ আসলাম,শেখ ওমর, শেখ ছায়েন উদ্দিন,  শেখ আকরাম,শেখ বাবু, শেখ উসমান,শেখ হাশেম,শেখ ফারুক প্রমুখ।
  • জাতীয় সংবিধান দিবস উপলক্ষে শ্রীমঙ্গলে আলোচনা সভা।

    জাতীয় সংবিধান দিবস উপলক্ষে শ্রীমঙ্গলে আলোচনা সভা।

    মৌলভীবাজার  প্রতিনিধিঃ

    ” বঙ্গবন্ধুর ভাবনা সংবিধানের বর্ণনা’ প্রতিপাদ্য নিয়ে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জাতীয় সংবিধান দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।
    শনিবার (৪ নভেম্বর) সকাল ১১টায় শ্রীমঙ্গল উপজেলা পরিষদের হল রুমে উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় সংবিধান দিবস ২০২৩ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ।

    উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) সহকারী কমিশনার (এসিল্যান্ড) সন্ধীপ তালুকদার এর সভাপতিত্বে আলোচনা অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়, মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার, বীর মুক্তিযোদ্ধা কুমুদ রঞ্জন দেব, মোয়াজ্জেম হোসেন ছমরু, যুব উন্নয়ন কর্মকর্তা অসীম কুমার কর প্রমুখ।
    এছাড়াও সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও অন্যান্যরা উপস্থিত ছিলেন।
  • মাধবপুরে জাতীয় সমবায় দিবস উদযাপন।

    মাধবপুরে জাতীয় সমবায় দিবস উদযাপন।

    নাহিদ মিয়া, মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি।
    “এবারের সমবায় দিবসের প্রতিপাদ্য ছিল, “সমবায়ে গড়ছি দেশ,”স্মার্ট হবে বাংলাদেশ”এই প্রতিপাদ্যকে সামনে রেখে
    হবিগঞ্জের মাধবপুরে যথাযোগ্য মর্যাদায় ৫২ তম জাতীয় সমবায় দিবস উদযাপন করা হয়েছে।
    এ দিবস উপলক্ষে শনিবার (৪ঠা নভেম্বর) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদের সামনে থেকে এক বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে। উপজেলা সদরের  গুরুত্বপূর্ণ সড়ক সমূহ প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। র‍্যালি শেষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুর আহ্সান, সঞ্চালনায় করেন উপজেলা সমবায় কর্মকর্তা মো: মিজানুর রশিদ।
    এ সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ শাহজাহান। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার ভূমি রাহাত বিন কুতুব, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ড. আব্দুস সাত্তার বেগ , বিআরডিবি চেয়ারম্যান হুমায়ুন কবির, উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক হামিদুর রহমান প্রমূখ।
  • গোদাগাড়ী মডেল থানা উদ্যোগে কমিউনিটি পুলিশিং ডে-২০২৩ পালন।

    গোদাগাড়ী মডেল থানা উদ্যোগে কমিউনিটি পুলিশিং ডে-২০২৩ পালন।

    রবিউল ইসলাম মিনাল,গোদাগাড়ী(রাজশাহী)প্রতিনিধিঃ

    রাজশাহীর গোদাগাড়ীতে আজ শনিবার দেশব্যাপী পালিত হচ্ছে কমিউনিটি পুলিশিং ডে-২০২৩। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘পুলিশ-জনতা ঐক্য করি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি’। আজ ৪ নভেম্বর শনিবার ২০২৩ রাজশাহীর গোদাগাড়ী মডেল থানা চত্বরে দিবসটি পালন করা হয়েছে।
    ​​​​​র‌্যালী, আলোচনাসভা, শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং সদস্যদের পুরস্কার প্রদানসহ নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়।

    দিবসটি উপলক্ষে গোদাগাড়ী তানোরের সার্কেল এএসপি জনাব সোহেল রানা তার বক্তব্যে বলেন কমিউনিটি পুলিশিং একটি সংগঠনভিত্তিক দর্শন ও ব্যবস্থাপনা, যা জনগণকে সম্পৃক্ত করে জনগণ ও পুলিশের অংশীদারিত্বের ভিত্তিতে সমাজে অপরাধ ভীতি হ্রাস ও বিভিন্ন সমস্যা সমাধান করা যায়। এটি একটি গণমুখী,প্রতিরোধমূলক এবং সমস্যা সমাধানমূলক পুলিশি ব্যবস্থা।

    এসময় উপস্থিত ছিলেন,পৌর মেয়র জনাব অয়েজ উদ্দিন বিশ্বাস গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ জনাব আব্দুল মতিনসহ সাংবাদিক, অনলাইন, প্রিন্ট,মিডিয়া, ও অন্যান্য প্রশাসনিক কর্মকর্তা ও সদস্যবৃন্দ।

    কমিউনিটি পুলিশিং কার্যক্রমের অংশ হিসেবে স্কুল/কলেজের ছাত্র-ছাত্রীদেরকে পুলিশের কাজে সহযোগিতা, অপরাধ বিরোধী সচেতনতা তৈরি, বাল্যবিবাহ রোধ, ইভটিজিং প্রতিরোধ, জঙ্গিবাদ দমন, সন্ত্রাস দমন, মাদকের কুফল, নারী ও শিশু নির্যাতন, যৌতুক নিরোধ, মোবাইল ফোনের অপব্যবহার, সামাজিক মূল্যবোধ বৃদ্ধি ইত্যাদি সম্পর্কে আলোচনা করা হয়। চলমান কমিউনিটি পুলিশিং কার্যক্রমের মাধ্যমে পুলিশ-জনগণের মিথস্ক্রিয়ার ফলে পুলিশের কাজে জনগণের আস্থা, অংশগ্রহণ, সহযোগিতা ও অংশীদারিত্ব বৃদ্ধি পেয়েছে।

  • তৃণমূল নারীদের সচেতনতায় উঠান বৈঠক।

    তৃণমূল নারীদের সচেতনতায় উঠান বৈঠক।

    দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঠাকুরগাঁওয়ের তৃণমূল নারীদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
    শুক্রবার বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার নারগুন ইউনিয়নের ছোট খোঁচাবাড়ি এলাকায় এই উঠান বৈঠকটি হয়।উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য রত্না সিনহা।
    নারী নেত্রী রত্না সিনহা বলেন,  আওয়ামী লীগ সরকার মানেই তৃণমূল মানুষের ভাগ্যের পরিবর্তন হওয়া। এই সরকারের মাধ্যমে শহর থেকে শুরু করে তৃণমূল পর্যায়ে উন্নয়ন পৌঁছে গেছে। সেই সাথে মানুষের জীবনমানেরও উন্নতি হয়েছে। তাই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীককে বিজয়ী করার মাধ্যমে পুনরায় শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সরকার গঠনে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।উঠান বৈঠকে তৃণমূল পর্যায়ের অসংখ্য নারী অংশগ্রহণ করেন।
    এছাড়াও বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য রত্না সিনহা নারীদের সচেতনতা বৃদ্ধি করতে সরকারের উন্নয়ন সহ সার্বিক বিষয়বস্তু উপস্থাপন করেন।
    উঠান বৈঠকে অংশগ্রহণকারী নারীরা আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ পুনরায় প্রতিষ্ঠা করার জন্য একত্রিত হয়ে কাজ করার অঙ্গিকার ব্যক্ত করেন।
  • মাধবপুরে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা।

    মাধবপুরে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা।

    নাহিদ মিয়া,মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি। 
    পুলিশ জনতা ঐক্য করি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি  এই শ্লোগানকে সামনে রেখে হবিগঞ্জের মাধবপুরে ‘কমিউনিটি পুলিশিং ডে’ ২০২৩ পালিত হয়েছে।
    শনিবার (৪-নভেম্বর) সকালে মাধবপুর থানা পুলিশের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে থানা প্রাঙ্গণে এসে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মাধবপুর থানার এসআই শামস্ ই তাব্রীজ এর সঞ্চালনায়,ওসি রকিবুল ইসলাম খাঁন এর সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে কোরআন তিলাওয়াত করেন ছাত্রলীগ নেতা ইকবাল হোসেন পাঠান ও গীতা পাঠ করেন শ্যামল চক্রবর্তী।
    প্রধান অতিথির বক্তব্যে মাধবপুর (সার্কেল) সহকারী পুলিশ সুপার নির্মলেন্দু চক্রবর্তী বলেছেন, এক সময় মানুষের ধারনা ছিল থানা পুলিশের কাছে আসা সম্ভব নয়, আজ সেই ধারণা পাল্টে গেছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কমিউনিটি পুলিশিং এর স্বীকৃতি দিয়ে সাধারণ মানুষের সাথে পুলিশের দূরত্ব কমিয়ে দিয়ে বন্ধুত্ব বাড়িয়ে দিয়েছেন।
    পুলিশের সাথে জনগণের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলার পদক্ষেপ নিঃসন্দেহে প্রশংসনীয় উদ্যোগ। তিনি আরো বলেন, দেশ এগিয়ে চলছে, দেশ এগিয়ে যাচ্ছে। বঙ্গবন্ধুর জন্ম না হলে দেশ স্বাধীন হতো না। তাই বঙ্গবন্ধুর স্বপ্ন সোনার বাংলাদেশ গড়তে সকলে একযোগে কাজ করতে হবে।
    এসময় বিশেষ অতিথি বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ রহম আলী, সাংগঠনিক সম্পাদক বেনু মাধব রায়, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শ্রীধাম দাশ গুপ্ত, উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ এরশাদ আলী,আন্দিউড়া ইউনিয়ন আ. লীগের সেক্রেটারি মিজানুর রহমান, উপজেলা যুবলীগের সহ-সভাপতি শংকর পাল সুমন, ছাত্রলীগের আহবায়ক আতাউস সামাদ বাবু,পৌর আহবায়ক একরামুল আলম লেবু, প্রমূখ।
    অন্যান্যদের মধ্যে  উপস্থিত ছিলেন মাধবপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শংকর পাল চৌধুরী, সাংবাদিক নাহিদ মিয়া, বিভিন্ন ইউনিয়ন এবং পৌরসভার ওয়ার্ড কমিউনিটি পুলিশিং এর সদস্য, বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
  • নদী থেকে বালু উত্তোলন ভ্রাম্যমান আদালতের জরিমানা।

    নদী থেকে বালু উত্তোলন ভ্রাম্যমান আদালতের জরিমানা।

    হাবিবুল হাসান,ডিমলা (নীলফামারী) প্রতিনিধি- নীলফামারীর ডিমলায় অবৈধভাবে নদীর পাড় হতে বালু উত্তোলন করার সময় এক ট্রাক্টর মালিককে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয়েছে।

    আজ ৪ঠা নভেম্বর (শনিবার) সকালে গোপন সংবাদের ভিত্তিতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিউটিভ ম্যাজিষ্ট্রেট ফারজানা আখতার। জানা যায় গয়াবাড়ী খুটারপুল নামক স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বালু বোঝাই টাক্টরের মালিককে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়।

    ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আখতার বলেন, গয়াবাড়ি ইউনিয়নের মতির বাজার গ্রামের শফিয়ার রহমান দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করে ব্যবসা করে আসছে এমন অভিযোগ পাওয়ার পর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ঘটনাস্থলে গিয়ে থানা পুলিশের সহযোগীতায় ট্রাক্টর আটক করে জরিমানা করা হয়। এ বিষয় বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪ ধারা লঙ্ঘনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

  • বাঘায় সাবেক উপজেলা চেয়ারম্যান ও জামায়ত নেতাসহ আটক-৯।

    বাঘায় সাবেক উপজেলা চেয়ারম্যান ও জামায়ত নেতাসহ আটক-৯।

    বাঘা (রাজশাহী) প্রতিনিধিঃরাজশাহীর বাঘা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমির মাওলানা জিন্নাত আলী (৫৭) সহ বিস্ফোরক আইনে ৬ জনকে আটক করা হয়েছে। শুক্রবার (৩ নভেম্বর) দুপুরে উপজেলা চেয়ারম্যানকে বাঘাপৌরসভার আমোদপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
    এ বিষয়ে উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাওলানা জিন্নাত আলীর ছেলে ইলিয়াস কবীর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লিখেছেন, আমার ভাতিজার জানাজার নামাজের প্রস্তুতি নেওয়া অবস্থায় আমার সন্মানিত পিতা বাঘা উপজেলা পরিষদের সাবেক চেয়াারম্যান মাওলানা জিন্নাত আলীকে পুলিশ সম্পুর্ণ অন্যায় ভাবে গ্রেপ্তার করে। পরিবারের সদস্যের জানাজাতে অংশ নেওয়ার মত একটি মানবিক কাজ থেকে আমার আব্বুকে গ্রেপ্তারের মত এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আমার আব্বুর নিঃশর্ত মুক্তি দাবি করছি।
    এছাড়া বিস্ফোরক আইনে বৃহস্পতিবার রাতে সরেরহাট গ্রামের মৃত আবদুল কুদ্দুস সরকারের ছেলে সাগর আলী সরকার (২৩), কলিগ্রামের মৃত আবু তাহেরের ছেলে মনিরুজ্জামান (৪২), ছারেত মন্ডলের ছেলে মামুন মন্ডল (৩৩), রফিকুল আলীর ছেলে রব্বেল আলী (৩৫), মুর্শিদপুর গ্রামের রেজাউল ইসলামের ছেলে জীবন আলীকে (২৪) আটক করা হয়েছে।অপর দিকে ওয়ারেন্টভূক্ত আসামী বাউসা তেথুলিয়া শিকদারপাড়া গ্রামের আবু বক্করের ছেলে মকবুল হোসেন (৫৮), মক্কেল আলী (৫৪), মক্কেল শিকদারের ছেলে জাকের আলীকে (৪৮) আটক করা হয়েছে।
    এ বিষয়ে বাঘা থানার পরিদর্শক(ওসি) খায়রুল ইসলাম বলেন, ১৯০৮ সালের বিস্ফোরক আইন (সংশোধনী/২০০২) আইনে ৬ জনকে আটক করা হয়েছে। এছাড়া ওয়ারেন্টভূক্ত আসামী ৩ জনকে আটক করা হয়েছে।
  • রামপালে যথাযোগ্য মর্যাদায় জেলহত্যা দিবস পালিত।

    রামপালে যথাযোগ্য মর্যাদায় জেলহত্যা দিবস পালিত।

    রামপাল(বাগেরহাট)প্রতিনিধিঃ বাগেরহাটের রামপালে যথাযোগ্য মর্যাদায় জেল হত্যা দিবস-২০২৩ পালন করা হয়েছে। ১৯৭৫ সালের এই দিনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর  আওয়ামী লীগের জাতীয় চারজন নেতা সৈয়দ নজরুল ইসলাম,  তাজউদ্দীন আহমদ, মুহাম্মদ মুনসুর আলী, ও আবুল হাসনাত মোহাম্মদ কামরুজ্জামান হত্যাকাণ্ডের স্মৃতি স্মরণার্থে এ দিবস পালন করা হয়।
    শুক্রবার( ৩ নভেম্বর) সকাল সাড়ে ১০ টায় রামপাল উপজেলা আওয়ামী লীগের আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে জাতীয় চার নেতার স্মরণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
    উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ মোজাফফর হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক, উপজেলা চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেনের সঞ্চালনায় আলোচনায় সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিবেশ,  বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মাননীয় প্রধানমন্ত্রী বেগম হাবিবুন নাহার (এম.পি)।বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোল্লা আব্দুর রউফ।
    অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ(অবঃ) মোতাহার রহমান,  জেলা পরিষদ সদস্য ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শেখ মনির আহমেদ প্রিন্স।
    এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ নুরুল হক লিপন,  উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক আকবর আলী,  মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদনা বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুল মান্নান,  অধ্যক্ষ(অবঃ) মজনুর রহমান, ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল্লাহ ফকির,  তপন কুমার গোলদার, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ হাফিজুর রহমান,সাবেক ইউপি চেয়ারম্যান বজলুর রহমান,  শেখ নুরুল আমিন,গাজী আক্তারুজ্জামান, আওয়ামী লীগ নেতা আরাফাত হোসেন কচি,শেখ জালাল উদ্দীন দুলাল,  হাওলাদার জুলফিকার আলি ভুট্টো,বিচিত্র বীর্য পাড়ে, শেখ শরিফুল ইসলাম, নিখিল রঞ্জণ চৌধুরীসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
    সভায় বক্তারা তাদের বক্তব্যে বলেন, বঙ্গবন্ধুর মন্ত্রী সভার সবচাইতে ঘৃণিত বিশ্বাসঘাতক সদস্য হিসেবে পরিচিত তৎকালীন স্বঘোষিত রাষ্ট্রপতি খন্দকার মোশতাক আহমদ এবং বঙ্গবন্ধুর দুই খুনি কর্নেল (বহিস্কৃত) সৈয়দ ফারুক রহমান এবং লে. কর্নেল (বহিস্কৃত) খন্দকার আব্দুর রশীদ জেলখানায় জাতীয় চার নেতাকে হত্যার এ পরিকল্পনা করেন। এ কাজের জন্য তারা আগেভাগে একটি ঘাতক দলও গঠন করে। এ দলের প্রধান ছিল রিসালদার মুসলেহ উদ্দিন। সে ছিল ফারুকের সবচেয়ে আস্থাভাজন। ১৫ আগস্ট শেখ মনির বাসভবনে যে ঘাতক দলটি হত্যাযজ্ঞ চালায় সেই দলটির নেতৃত্ব দিয়েছিল মুসলেহ উদ্দিন।  বঙ্গবন্ধুর আনুষ্ঠানিক স্বাধীনতা ঘোষণার পর পরই পাকিস্তানের সামরিক জান্তা ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে জাতির জনককে তাঁর ঐতিহাসিক ধানমন্ডির বাসভবন থেকে গ্রেফতার করে। পরে দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী স্বাধীনতা যুদ্ধকালীন সময় সৈয়দ নজরুল ইসলাম বাংলাদেশ সরকারের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন।
    মুক্তিযুদ্ধকালীন মুজিবনগর সরকারের সমধিক পরিচিত প্রধানমন্ত্রী হিসেবে তাজউদ্দীন আহমদ একটি স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠায় কোটি কোটি বাঙালির স্বাধীনতার স্বপ্ন পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। বঙ্গবন্ধুর অপর  ঘনিষ্ঠ সহযোগী এএইচএম কামারুজ্জামান ও ক্যাপ্টেন মনসুর আলী আধুনিক অস্ত্রশস্ত্রে সজ্জিত পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে গেরিলা যুদ্ধ পরিচালনার ক্ষেত্রে নীতি ও কৌশল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। আলোচনা সভায় বক্তারা বঙ্গবন্ধুসহ এ জাতীয় চার নেতার আত্মার মাগফেরাত কামনা করেন।