Author: admin

  • ডিমলায় ট্রাক ভর্তি ডলোমাইট সার উদ্ধার।

    ডিমলায় ট্রাক ভর্তি ডলোমাইট সার উদ্ধার।

    ডিমলা (নীলফামারী) প্রতিনিধিঃ নীলফামারীর ডিমলায় গোপন সংবাদের ভিত্তিতে উত্তর তিতপাড়া আলম ব্রীজ স্কেল হইতে ট্রাক ভর্তি ডলোমাইট পাউডার পরিবহনের সময় গত ০৭ নভেম্বর গভীর রাতে সন্দেহতীত ভাবে ৪০১ বস্তা ডলোমাইট সার জব্দ করেছে উপজেলা কৃষি বিভাগ।

    উপজেলা কৃষি অফিসার কৃষিবীদ সেকেন্দার আলী, উপসহকারী কৃষি অফিসার আব্দুল খালেক ও স্থানীয়দের উপস্থিতিতে জব্দকৃত ডলোমাইট সার জব্দ করে উপজেলা কৃষি অফিসে নিয়ে আসে। জব্দকৃত ডলোমাইট পাউডারের নমুনা পরীক্ষাগারে পাঠানো হবে বলে জানান উপজেলা কৃষি অফিসার কৃষিবীদ সেকেন্দার আলী।

    কৃষি অফিস সুত্রে জানা যায়, প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা এ,কে,এম আমিনুল ইসলাম মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট বিভাগীয় গবেষনাগার, রংপুর এর একটি প্রতিনিধি দল গত ০৯ অক্টোবর টুনিরহাট বাজারের সার ব্যবসায়ী ও বিএডিসির ডিলার ফজির উদ্দিনের গুদামের ৩১০ বস্তা ডলোমাইট পাউডার জব্দ করে জব্দকৃত ডলোমাইট পাউডারের নমুনা মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট বিভাগীয় গবেষনাগার, রংপুরে প্রেরণ করে। প্রেরীত সার নমুনার রাসায়নিক বিশ্লেষনের ফলাফল সরকারী বিনির্দেশ (ওজনভিত্তিক) মোট ক্যালসিয়াম (Ca) নূন্যতম ২০.০০%, মোট ম্যাগনেসিয়াম(Mg) নূন্যতম ২০.০০% থাকার কথা সেখানে ল্যাব-১৯৯০ এ জব্দকৃত ডলোমাইট পাউডার পরীক্ষায় প্রাপ্ত ফলাফল (ওজনভিত্তিক) মোট ক্যালসিয়াম (Ca) নূন্যতম ২০.৫০%, মোট ম্যাগনেসিয়াম (Mg) নূন্যতম ১.০৫% থাকায় সার (ব্যবস্থাপনা) আইন ২০০৬ এর ১৭(২) এর (ঘ) উপধারা মোতাবেক প্রদত্ত নমুনাটি ভেজাল।

    ভেজালকৃত ডলোমাইট সার গত ০২ নভেম্বর সকালে উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) ফারজানা আক্তার ও উপজেলা কৃষি অফিসার কৃষিবীদ সেকেন্দার আলীর উপস্থিতিতে ধ্বংস করা হয়েছে।

    উপজেলা কৃষি অফিসার কৃষিবীদ সেকেন্দার আলী বলেন,সরকারী নীতিমালা ভঙ্গ করে এধরেনর ডলোমাইট সার পরিবহন করছে এমন সংবাদের ভিত্তিতে সন্দেহজনক ভাবে ৪০১ বস্তা ডলোমাইট সার জব্দ করা হয় । ডলোমাইড পাউডারের নমুনা পরীক্ষাগারে পাঠানো হবে । নমুনার রাসায়নিক বিশ্লেষনের ফলাফল বিশ্লেষন করে পরবর্তী পদক্ষেপ গ্রহন করা হবে। এধনের অভিযান অব্যাহত থাকবে।

  • স্ত্রীকে কুপিয়ে হত্যার পর থানায় স্বামীর আত্মসমর্পণ।

    স্ত্রীকে কুপিয়ে হত্যার পর থানায় স্বামীর আত্মসমর্পণ।

    ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় স্ত্রীকে হত্যার পর থানায় আত্মসমর্পণ করেছেন স্বামী। লেহেম্বা ইউনিয়নের পদমপুর হাজীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

    বুধবার (৮ নভেম্বর) সকাল নয়টার দিকে স্ত্রীকে হত্যার বিষয়টি থানায় এসে জানালে তার দেওয়া তথ্যমতে বাড়ি থেকে তার স্ত্রীর লাশ উদ্ধার করে পুলিশ। এর আগে সকাল সাড়ে ৭টার দিকে স্ত্রী রাবেয়াকে ছুড়ি দি‌য়ে বুকে আঘাত ক‌রে হত্যা করে স্বামী নাজমুল ।

    রাণীশং‌কৈণ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গুলফামুল ইসলাম মন্ডল বলেন, ‘পারিবারিক বিরোধের জেরেই স্ত্রীকে  নাজমুল হত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করে হচ্ছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঠাকুরগাঁও জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

    স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার ভোর থে‌কে স্ত্রী রা‌বেয়া ও তার স্বামী নাজমু‌লের ম‌ধ্যে ঝগড়ার শব্দ শুনতে পান তারা। নাজমুল স্ত্রীকে মারধর করেন এবং ছুড়ি দি‌য়ে বুকে পরপর আঘাত ক‌রেন। এতে রাবেয়া অচেতন হ‌য়ে পড়‌লে পরিবারের অন্য সদস্যরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্মরত  চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তৎক্ষণাৎ তারা আবার মরদেহ নিয়ে বাসায় ফিরে আসেন হাসপাতাল থেকে।

    নিহতের ভাই জামালউদ্দীন বলেন, ‘৬ বছর হল বিয়ে করেন তারা। এটি দুজনেরই দ্বিতীয় বিয়ে।তিনি দাবি করেন, ‘তার ভগ্নিপতি নাজমুল  বিভিন্ন সময় তার বোন রাবেয়া খাতুনকে মারধোর করতেন। আজোও কোনো কারণে ক্ষিপ্ত হয়ে রাবেয়াকে কুপিয়ে হত্যা করেছেন।’

    রাণীশংকৈল উপজেলার লেহেম্বা ইউনিয়নের পদমপুর হাজীপাড়া এলাকায় ৮ অক্টোবর বুধবার সকালে এ হত্যাযজ্ঞের ঘটনা ঘটে।

    গ্রেপ্তার হওয়া স্বামীর নাম নাজমুল ইসলাম (৪৮)। তিনি পদমপুর হাজীপাড়া এলাকার ফজলু মাষ্টারের ছেলে।

    আর স্ত্রীর নাম রাবেয়া খাতুন (৩৫)। এক ছেলে ও এক মেয়ের জননী।  তিনি রাণীশংকৈল উপজেলার ধর্মগড় ইউনিয়নের  চেকপোস্ট এলাকার রিয়াজুদ্দিন ও রহিমা দম্পতির মেয়ে।

    পুলিশ সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জের ধরে বুধবার সকালে স্বামী তার স্ত্রীকে ছুড়ি দিয়ে আঘাত করে হত্যা করে। ‌ এরপর মরদেহ বাড়িতে রেখে দিয়ে ওই দিন সকাল ৯ টার পর স্বামী নাজমুল ইসলাম রাণীশংকৈল থানায় এসে স্ত্রীকে হত্যার কথা স্বীকার করে আত্মসমর্পণ করে। পরে তার দেওয়া তথ্যমতে প্রথমে পুলিশ ওই বাড়িতে গিয়ে স্ত্রীর মরদেহ দেখতে পায়। মরদেহ উদ্ধার করে প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও হাসপাতাল মর্গে প্রেরণ করে পুলিশ। পারিবারিক কলহের জের ধরে স্ত্রীকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক তদন্তে জানিয়েছে পুলিশ।

    রাণীশং‌কৈণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গুলফামুল ইসলাম মন্ডল বলেন, পারিবারিক কলহের জেরেই এ দুর্ঘটনা ঘটেছে। অভিযুক্ত ব্যক্তি আটক রয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে ।

  • ৬০ জন উদ্যোক্তার মাঝে কৃষি যন্ত্রপাতি, সার ও বীজ বিতরণ।

    ৬০ জন উদ্যোক্তার মাঝে কৃষি যন্ত্রপাতি, সার ও বীজ বিতরণ।

    হবিগঞ্জের মাধবপুরে কৃষি, প্রাণিসম্পদ ও মৎস্য খাতে ৬০ জন উদ্যোক্তার মাঝে উন্নত কৃষি যন্ত্রপাতি, সার ও বীজ বিতরণ করা হয়েছে। বুধবার (৮-নভেম্বর) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে উদ্যোক্তাদের হাতে কৃষি উপকরণ তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুর আহ্সান।
    বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি)মাধবপুর শাখার উদ্যোগে সামাজিক দায়িত্বের অংশ হিসেবে কৃষি খাতে সহায়তা দেয়ার জন্য এগ্রো-সিএসআর প্রকল্প ২০২৩ ‘ভরসার নতুন জানালা’ প্রকল্পের আওতায় এসব উপকরণ বিতরণ করা হয়।
    ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) মাধবপুর শাখার ব্যবস্থাপক মোহিত রঞ্জন ভট্টাচার্যের  সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে নানা দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন  উপজেলা নির্বাহী কর্মকর্তা মন্জুর আহ্সান।বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুন হাসান,মাধবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ এরশাদ আলী,ইউসিবি (পিএলসি) মাধবপুর শাখার অপারেশন ম্যানেজার সাইদুর রহমান মোল্লা ,জাতীয় পুরস্কার প্রাপ্ত কৃষক মোঃ বদু মিয়া প্রমুখ।
    ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি)মাধবপুর শাখার ব্যবস্থাপক মোহিত রঞ্জন ভট্টাচার্য  জানান, এ উপজেলার কৃষি, প্রাণিসম্পদ ও মৎস্য খাতের ৬০ জন উদ্যোক্তাদের মাঝে ৯ লাখ টাকার ,পানির পাম্প, ধান মাড়াই যন্ত্র, ফ্যান,কিটনাশক যন্ত্র,সার ও বীজ সহ বিভিন্ন উন্নত কৃষি যন্ত্রপাতি প্রদান করা হয়েছে। এছাড়া ও উদ্যোক্তাদের কৃষি, প্রাণিসম্পদ ও মৎস্য খাতের বিশেষ উন্নয়নে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
  • গোদাগাড়ীতে গলায় ফাঁস দিয়ে সুইটির আত্মহত্যা।

    গোদাগাড়ীতে গলায় ফাঁস দিয়ে সুইটির আত্মহত্যা।

    গোদাগাড়ী(রাজশাহী)প্রতিনিধিঃ

    রাজশাহীর গোদাগাড়ী পৌর এলাকার এক নম্বর ওয়ার্ডের সিএনবি কসাইপাড়া সুইটির মোর নামক এলাকায় মঙ্গলবার ৭ অক্টোবর বিকাল সাড়ে ৪ টার দিকে নিজ বাড়িতে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে সুইটি (৩৫)নামের গৃহবধূ আত্মহত্যা করেছে।নিহত সুইটি কসাইপাড়া গ্রামের ওসমান আলীর স্ত্রী।

    স্থানীয় সূত্রে জানা যায় ৬ দিন আগে জেল থেকে জামিন পেয়েছে। সুইটি গতকাল রাতে রুমে ঢুকে দরজা বন্ধ করে বসেছিলো। আজকে সকাল বেলা তার স্বামী ওসমানকে কোর্টে হাজিরা দেওয়ার জন্য টাকা দিতে বের হন। এরপর
    সারাদিন বের হননি বিকাল চারটার দিকে কোট থেকে বাসায় এসে দরজা লাগানো দেখে দরজায় নক করেন। অনেকক্ষণ ধাক্কা ধাক্কির পর সারা শব্দ না পেয়ে রডেস সাবল দিয়ে দরজা ভেঙে ঘরে ডুকে সুইটির ঝুলন্ত লাশ দেখে চিৎকার করে ওঠে স্বামী ওসমান ও তার সহযোগী আরিফ।
    এ সময় কান্নাকাটির আওয়াজে এলাকাবাসী জানতে পারে সুইটি গলাই ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

    এ বিষয়ে গোদাগাড়ীর মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ আব্দুল মতিন এর সঙ্গে কথা হলে তিনি জানান
    সুইটি নামের একজনের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে,ময়না তদন্তের জন্য লাশ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

  • দেশেকে শান্তি দিতে পারে একমাত্র আ’লীগ-রমেশ চন্দ্র সেন।

    দেশেকে শান্তি দিতে পারে একমাত্র আ’লীগ-রমেশ চন্দ্র সেন।

    রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:
    বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন বলেছেন, বাংলাদেশে একমাত্র দল আওয়ামী লীগ শান্তি দিতে পারে। তাই দেশের শান্তি বজায় রাখতে পুনরায় আওয়ামী লীগ সরকার প্রতিষ্ঠা করুন।
    মঙ্গলবার বিকেলে (৭ নভেম্বর) ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া ইউনিয়ন পরিষদের আয়োজনে সামাজিক নিরাপত্তা ও উন্নয়ন বিষয়ক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
    সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন বলেন, মির্জা ফখরুল বলেছিল বাংলাদেশের চেয়ে পাকিস্তান ভালো, আপনারাই বলেন ফখরুল যে কথাটি বলছিল সেটি কি ঠিক বলছিল। মির্জা ফখরুলরা পাকিস্তানের দোসর হয়ে কাজ করছে। আমরা কখনই বাংলাদেশকে পাকিস্তান হতে দেবো না।
    তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের জন্যই ঠাকুরগাঁও সদর আসনে ব্যাপক উন্নয়ন হয়েছে। যা দৃশ্যমান এবং জনগণ এসব উন্নয়নের সুফল পাচ্ছে। রংপুর বিভাগের মধ্যে আমাদের জেলায় ওয়াজেদ আলী ইঞ্জিনিয়ারিং কলেজ হচ্ছে, এটি আমাদের অনেক বড় পাওয়া। সেই সাথে এখানে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় হচ্ছে, ইতিমধ্যে সংসদে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের বিল পাস হয়ে গেছে। এখানে বিসিক-২ হচ্ছে, এখানে জেলার বিভিন্ন ফলের জুস তৈরি করা হবে এবং দেশ-বিদেশে সরবরাহ করা হবে।
    তিনি বলেন, ঠাকুরগাঁও সদর উপজেলাকে আমরা আলোকিত শহর করেছি। রাস্তা-ঘাট, ব্রিজ-কালভার্ট, বিদ্যুৎ সহ প্রত্যেকটি ক্ষেত্রে জনগণের চাহিদা পুরণ করা হয়েছে। আমি বিশ্বাস করি আপনারা সকলে আওয়ামী লীগের সঙ্গে থাকবেন।
    রমেশ চন্দ্র সেন বলেন, শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকায় ভোট দিবেন। বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে সবাই একত্রিত থাকবেন। আর আপনাদের সঙ্গে আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দরা সবসময় থাকবেন।
    গড়েয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রইছ উদ্দীনের সভাপতিত্বে জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহবুবর রহমান বাবলু, সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম স্বপন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. অরুণাংশু দত্ত টিটো, সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম সরকার ।
    এছাড়াও বক্তব্য দেন, সদর উপজেলা আওয়ামী লীগ তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক নারায়ন চন্দ্র দাস, গড়েয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আফিজার রহমান দুলাল প্রমূখ।
  • ওসি আশরাফুল আলমকে রামপাল প্রেসক্লাবের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা।

    ওসি আশরাফুল আলমকে রামপাল প্রেসক্লাবের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা।

    মল্লিক জামান,রামপাল(বাগেরহাট)প্রতিনিধিঃ কমিউনিটি পুলিশিং ডে-২০২৩ এ রামপাল থানার অফিসার ইন-চার্জ এস. এম. আশরাফুল আলম বাগেরহাট জেলার শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং কর্মকর্তা নির্বাচিত হওয়ায় “রামপাল প্রেসক্লাব” এর পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা জানানো হয়েছে।

    মঙ্গলবার(৭ নভেম্বর) দুপুর সাড়ে ১২ টায় তার অফিস কক্ষে “রামপাল প্রেসক্লাব” পরিবারের সদস্যবৃন্দ উপস্থিত হয়ে এ শুভেচ্ছা জ্ঞাপন করেন।

    এসময় ওসি আশরাফুল আলম সাংবাদিকদের জানান যে, উপজেলার সকল শ্রেণি ও পেশার মানুষ যাতে নির্বিঘ্নে থানা থেকে সকল ধরনের আইনি সহায়তা পেতে পারে সে লক্ষে তিনি কাজ করে যাচ্ছেন। জনগণ যাতে পুলিশের কাছ থেকে সহজে সেবা পেতে পারে সে লক্ষে তিনি রামপাল থানায় যোগদানের পর থেকে জনপ্রতিনিধি, শিক্ষকবৃন্দ, মসজিদের ইমাম, সুশীল সমাজের প্রতিনিধি, বিভিন্ন এনজিও, ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং সাংবাদিকদের সাথে ধারাবাহিকভাবে মত বিনিময় করেন।

    এ বিষয়টি সমগ্র রামপালে ব্যাপকভাবে প্রশংসিত হয়। মতবিনিময় সভায় তিনি মাদক, অনলাইন জুয়া, ইভটিজিং, নারী ও শিশু নির্যাতন, সাইবার ক্রাইমসহ আইন শৃঙ্খলা পরিপন্থী কাজ কর্ম প্রতিরোধে সবাইকে তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করার অনুরোধ করেন। এর ফলে উপজেলার আইন শৃঙ্খলা পরিস্থিতিতে ব্যাপক পরিবর্তন আসে।

    এ সময় সাংবাদিকদের তিনি আরও বলেন যে, যতদিন তিনি দায়িত্বে থাকবেন, ততদিন তিনি সততা ও আদর্শের সাথে দায়িত্ব পালন করে সেবা প্রদান করতে চান। তিনি সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে বলেন যে, তার এ অর্জণের পেছনে সাংবাদিকদেরও যথেষ্ট গুরুত্ব রয়েছে।

    শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন এফ. এম. আতিয়ার রহমান, শেখ শাহ নেওয়াজ, মো. সাইফুল আলম বকতিয়ার, মো. হাফিজুর রহমান, এ্যাড. হাফিজুর রহমান, মুনয়াওয়ার রনি, মো. দেলোয়ার হোসেন, চয়ন মন্ডল, মো. গোলাম ইয়াছিন রাজু, মো. আসাদুর রহমান, কল্লোল বিশ্বাস, মো. রবিউল ইসলাম, মো. আব্দুল্লাহ, মল্লিক মো. জামান, মো. আকাশুজ্জামান শেখ, মো. মাছুম বিল্লাহ।

    এসময় সাংবাদিকেরা ওসি আশরাফুল আলম কে সর্বাত্মক সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।

  • মাধবপুরে ইউনিয়ন যুবলীগের সদস্য সংগ্রহ ও কর্মী সভা।

    মাধবপুরে ইউনিয়ন যুবলীগের সদস্য সংগ্রহ ও কর্মী সভা।

    নাহিদ মিয়া মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি।
    বাংলাদেশ আওয়ামী যুবলীগের দেশব্যাপী প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন ফরম বিতরণ কার্যক্রমে অংশ হিসেবে হবিগঞ্জের মাধবপুর উপজেলা যুবলীগের আওতাধীন ৮নং বুল্লা ইউনিয়নের যুবলীগের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
    বুল্লা ইউনিয়ন যুবলীগের আয়োজনে সোমবার (০৬ নভেম্বর) বিকাল সাড়ে ০৪ টায় বুল্লা ইউনিয়ন পরিষদ হলরুমে যুবলীগের প্রাথমিক সদস্য ও নবায়ন কার্যক্রম এবং কর্মী সভায় সভাপতিত্ব করেন এই ইউনিয়ন যুবলীগের সভাপতি আশিকুর রহমান, সঞ্চালনায় করেন ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মাসুকুর রহমান।
    কর্মী সভায় প্রধান অতিথির হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক এ কে এমন মইন উদ্দিন চৌধুরী সুমন, বিশেষ অতিথি ছিলেন জেলা যুবলীগের সহ-সভাপতি বিপ্লব রায়, সাংগঠনিক সম্পাদক এমএ মামুন, মহিবুর রহমান মাহি, মাধবপুর উপজেলা যুবলীগের সভাপতি ফারুক পাঠান, সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল কাশেম, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান কুতুব আশরাফুল আলম হিরন, প্রচার সম্পাদক আলাউদ্দিন,এই ইউনিয়নের যুবলীগের সহ-সভাপতি শফিকুল ইসলাম (শফিকমেম্বার) যুগ্ন সম্পাদক এরশাদ মিয়া প্রমুখ। পরে ইউনিয়ন যুবলীগের প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন বিতরণ করা হয়।
    এসময় উপস্থিত ছিলেন মাধবপুর উপজেলা যুবলীগের নেতা সাজু মিয়া আনিসুল রহমান,পৌর ৯নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মোঃ নাহিদ মিয়া সহ যুবলীগের স্থানীয় নেতৃবৃন্দ।
  • জামায়াত বিএনপির হরতাল ও অবরোধের প্রতিবাদে কানাইঘাটে শ্রমিকলীগের মিছিল।

    জামায়াত বিএনপির হরতাল ও অবরোধের প্রতিবাদে কানাইঘাটে শ্রমিকলীগের মিছিল।

    মিজানুর রহমান লাভলু,কানাইঘাট(সিলেট)প্রতিনিধিঃ

    বিক্ষোভ মিছিল বের হয়ে কানাইঘাট বাজারের বিভিন্ন গলি প্রদক্ষিণ করে শ্রমিকলীগের নেতাকর্মীরা। বিএনপি ও জামায়াতের ডাকা হরতাল,অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল করেছে কানাইঘাট উপজেলা শ্রমিকলীগ।

    সোমবার (৬ নভেম্বর) দুপুরে কানাইঘাট উপজেলা শ্রমিকলীগের সভাপতি জসিম উদ্দীন ও শ্রমিকলীগের সাধারণ সম্পাদক জুনেদ হাসান জিবানের নেতৃত্বে কানাইঘাট উত্তর বাজার থেকে মিছিল বের হয়ে কানাইঘাট পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কানাইঘাট বাজার পয়েন্টে এক সংক্ষিপ্ত পথ সভা অনুষ্ঠিত হয়।কানাইঘাট উপজেলা শ্রমিকলীগের সভাপতি জসিম উদ্দীন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জুনেদ হাসান জিবানের পরিচালনায় পথ সভা অনুষ্ঠিত হয়।এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কানাইঘাট উপজেলা আ’লীগের সিনিয়র সহ সভাপতি জামাল উদ্দীন। প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন কানাইঘাট পৌর আওয়ামীলীগের সভাপতি কে. এইচ. এম. আব্দুল্লাহ।

    এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কানাইঘাট উপজেলা যুবলীগের সভাপতি এনামুল হক, কানাইঘাট উপজেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি শরিফুল হক, কানাইঘাট উপজেলা কৃষকলীগে সাংগঠনিক সম্পাদক ফয়ছল আহমদ, উপজেলা শ্রমিকলীগের সভাপতিমন্ডলির নুরল ইসলাম জালালি আব্দুল কুদ্দুস,যুগ্ন সাধারণ সম্পাদক সুহেল আহমদ,কয়ছর আহমদ,ইকবাল আহমদ,ইমাম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির,সেবুল আহমদ প্রচার সম্পাদক জসিম উদ্দিন,তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এখলাছুর রহমান,সদস্য আব্দুল মতলিব,নুর উদ্দিন,হেলাল উদ্দিন,আহসান হাবিব,ময়না মিয়া,আবুল কালাম আজাদ,মখনসেট ইউনিয়ন শ্রমিকলীগে সভাপতি জহিরুল ইসলাম সহ দলীয় নেতাকর্মীরা।মিছিল শেষে সংক্ষিপ্ত সভায় কানাইঘাট পৌর আওয়ামীলীগের সভপতি কে এইচ এম আব্দুল্লাহ বলেন, আমরা সব সময় মাঠে আছি মাঠে থাকবো বিএনপি-জামায়াতের সব নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যক্রমের মোকাবিলা করতে কানাইঘাট উপজেলা আ’লীগ,যুবলীগ, শ্রমিকলীগ,ছাত্রলীগ সর্বদা প্রস্তুত রয়েছে, তাদের রাজপথেই মোকাবিলা করা হবে।

    এ সময় কানাইঘাট উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি জামাল উদ্দীন প্রধান অতিথির বক্তব্যে বলেন, বিএনপি-জামায়াত আবারও তাদের চিরচেনা সন্ত্রাসী রূপ দেখিয়েছে,এমনকি তারা গাড়িতে আগুন দিয়ে মানুষ হত্যা, পুলিশ হত্যা ও জনগণের জানমালের ক্ষতি করেছে।

    বিএনপি-জামায়াতের যে কোনো ধরনের অরাজকতা, নৈরাজ্য ও বিশৃঙ্খলা প্রতিরোধে কানাইঘাট উপজেলা যুবলীগ ও ছাত্রলীগের সব নেতাকর্মীরা মাঠে থাকবে।

  • পীরগঞ্জে ককটেল বিস্ফোরণে দুই পুলিশ সদস্য আহত, আটক-৩।

    পীরগঞ্জে ককটেল বিস্ফোরণে দুই পুলিশ সদস্য আহত, আটক-৩।

    রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:
    বিএনপি-জামায়াতের ডাকা দ্বিতীয় দফা অবরোধ কর্মসূচির প্রথম দিন আজ রোববার (৫ নভেম্বর) সকালে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বিএনপি-জামায়াত কর্মীদের ককটেল বিস্ফোরণ ও পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেলে নিক্ষেপের ঘটনা ঘটেছে।
    এতে দুই পুলিশ সদস্য আহত হয়েছে। এ ঘটনায় পুলিশ বিএনপি-জামায়াতের তিন কর্মীকে আটক করেছে।
    পীরগঞ্জ থানার ওসি আব্দুল লতিফ শেখ জানান, পৌর শহরের কালিরহাট মোড়ে বিএনপি-জামায়াত কর্মীরা টায়ারে আগুন দিয়ে পীরগঞ্জ-ঠাকুরগাঁও পাকাসড়ক অবরোধ করার চেষ্টা করে। এসময় থানা পুলিশ তাদের সরিয়ে দিতে গেলে অবরোধকারীরা তিনটি ককটেল বিস্ফোরণ ঘটায় এবং পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। এতে দুই পুলিশ সদস্য আহত হন। তাদের পীরগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থল থেকে বিপুল সংখ্যক লাঠি, বিস্ফোরিত ককটেলের খোসা উদ্ধার করা হয়েছে।
  • শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং কর্মকর্তার সম্মাননা পেলেন ও‌সি আশরাফুল আলম।

    শ্রেষ্ঠ কমিউনিটি পুলিশিং কর্মকর্তার সম্মাননা পেলেন ও‌সি আশরাফুল আলম।

    রামপাল (বাগেরহাট)প্রতিনিধিঃ কমিউনিটি পুলিশিং কার্যক্রমে অনবদ্য অবদানের স্বীকৃতিসরূপ হিসা‌বে বাগেরহাট জেলার শ্রেষ্ট ক‌মিউ‌নি‌টি পু‌লি‌শিং কর্মকর্তা হিসা‌বে সম্মাননা পে‌লেন রামপাল থানার অ‌ফিসার-ইন-চার্জ এস. এম. আশরাফুল আলম।

    গতকাল শনিবার (৪ ন‌ভেম্বর) কমিউনিটি পুলিশিং ডে-২০২৩ পালন উপলক্ষে বাগেরহাট জেলা পুলিশ ও জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের উদ্যোগে জেলা পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহা. খালিদ হোসেন ও পুলিশ সুপার আবুল হাসনাত খান রামপাল থানার ও‌সি এস. এম. আশরাফুল আলম এর হাতে এ সম্মাননা স্মারক ও সনদপত্র তুলে দেন।

    এক প্রতিক্রিয়ায় রামপাল থানার ও‌সি আশরাফুল বলেন, কাজের স্বীকৃতি পেয়ে ভালো লাগছে। এই স্বীকৃতি আমাকে কর্মক্ষেত্রে অনুপ্রেরণা যোগাবে। এজন্য জেলা পুলিশ সুপার স্যারসহ সংশ্লিষ্ট সবার প্রতি অশেষ কৃতজ্ঞা জানাচ্ছি।

    এ‌দি‌কে সৎ চিন্তা আর আদর্শ থাকায় ওসি আশরাফুল আলমের সৃজনশীলতায় বদলে গেছে বাগেরহাটের রামপাল থানার চিত্র।

    পুলিশের আচরণ যেমন পাল্টেছে, তেমন থানার চিত্রও বদলেছে। এতে আগের তুলনায় থানায় সেবার মানও বেড়েছে। সাধারণ মান‌ুষ সহ‌জে প‌াচ্ছেন আই‌নি সহায়তা।

    ওসি আশরাফুল আলম গত ইংরেজি (৩ মে) থানায় যোগদানের পর থে‌কেই জেলা পুলিশ সুপার এর নির্দেশনায় সৃজনশীল ও যুগোপযোগী পরিকল্পনার ফলে রামপাল থানা হয়ে উঠেছে এই উপজেলার মানুষের আস্থার ঠিকানা।

    এছাড়া তিনি এই থানায় যোগদানের পর থেকেই মানবিক ও জনবান্ধব, সাংবা‌দিক বান্ধব পুলিশ হিসেবে মানুষের ম‌নে স্থান ক‌রে নি‌য়ে‌ছেন।