Author: admin

  • প্রতিবন্ধী যুবকের সাথে বিয়ে-বিষপানে তরুণীর আত্মহত্যা

    প্রতিবন্ধী যুবকের সাথে বিয়ে-বিষপানে তরুণীর আত্মহত্যা

    মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি।
    হবিগঞ্জের মাধবপুরে শারীরিক প্রতিবন্ধী যুবকের সাথে বিয়ে দেওয়ায় ছোটনি বেগম (১৯) নামে এক যুবতী বিষ জাতীয় ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছে। সে ধর্মঘর ইউনিয়নের চক রাজেন্দ্রপুর গ্রামের দ্বীন ইসলাম এর স্ত্রী ও তাজুল ইসলাম এর কন্যা।
    পুলিশ সুত্রে জানা যায়, পাঁচ মাস আগে তাঁর পিতা মাতা তাঁর ইচ্ছার বিরুদ্ধে প্রতিবন্ধী দ্বীন ইসলাম এর নিকট তাকে বিয়ে দেয়। মঙ্গলবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে সাত ঘটিকায় ছোটনি বেগম তার স্বামীর বসতঘরে  বিষ জাতীয় ট্যাবলেট (কেরির বরি যাহা চালের পোকা নিধনে ব্যবহৃত কীটনাশক) সেবন করে আত্মহত্যা করে।
    বিষয়টি টের পেয়ে আশেপাশে লোকজনদের সহায়তায় ভিকটিমের শাশুড়ি  মাধবপুর উপজেলা স্বাস্থ্য  কমপ্লেক্সে নিয়ে আসিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।খবর পেয়ে মাধবপুর থানার এসআই মনিরুজ্জামান সঙ্গীয় ফোর্স সহ তাৎক্ষণিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গিয়ে  লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে লাশ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ প্রেরণ করেন। মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রকিবুল ইসলাম খান সত্যতা নিশ্চিত করেছেন।
  • প্রিয় সানন্দবাড়ী ফেসবুক গ্রুপ প্রতিবন্ধী শাহিদার জন্য নির্মীত ঘরের চাবি হস্তান্তর।

    প্রিয় সানন্দবাড়ী ফেসবুক গ্রুপ প্রতিবন্ধী শাহিদার জন্য নির্মীত ঘরের চাবি হস্তান্তর।

    ফরিদুল ইসলাম ফরিদ,দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ীতে ” প্রিয় সানন্দবাড়ী ফেসবুক গ্রুপের উপহার, প্রতিবন্ধী শাহিদার গৃহ নির্মাণ” এর কাজ সম্পন্ন হওয়ায়, মঙ্গলবার ১৪ নভেম্বর আনুষ্ঠানিক ভাবে ঘরের চাবি হস্তান্তর করা হয়। কবি আলহাজ্ব আজিজুর রহমান এর সঞ্চালনায়, সভাপতিত্ব করেন লেখক গবেষক ও সাহিত্যিক এমএ বারী আকন্দ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরআমখাওয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জিয়াউল ইসলাম জিয়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরআমখাওয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সানন্দবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ রেজাউল করিম লাভলু, সানন্দবাড়ী পিআইসির ইনচার্জ মোঃ আঃ রহিম।
    মুল্যবান বক্তব্য রাখেন চরআমখাওয়া ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার শামসুল হক, বীর মুক্তিযোদ্ধা আঃ মজিদ, সানন্দবাড়ী সাংগঠনিক থানা ছাত্রলীগের সভাপতি মোঃ তারিকুল ইসলাম, মো: মমিনুল ইসলাম, প্রিয় সানন্দবাড়ী ফেসবুক গ্রুপের প্রতিষ্ঠাতা এডমিন রাশেদ আকন্দ, এডমিন প্যানেলের ফরিদুল ইসলাম ফরিদ, মেহেদী মিরাজ প্রমুখ।
    জানা যায়, প্রিয় সানন্দবাড়ী ফেসবুক গ্রুপ এর উদ্যোগে ও এসএসসি ব্যাচ ২০১০ শাহিদার বন্ধু মহল এর সহযোগিতায় এবং সুধী মহলের বিশেষ সহায়তায় শারিরীক প্রতিবন্ধী শাহিদাকে এটাস্ট বাথরুম সহ ঘর নির্মাণ করে দেওয়া হয়। ঘরের সকল কাজ সম্পন্ন শেষে ঘরের চাবি আনুষ্ঠানিক ভাবে হস্তান্তর করা হয়। এডমিন রাশেদ আকন্দ বলেন- আমরা প্রিয় সানন্দবাড়ী ফেসবুক গ্রুপের মাধ্যমে বিভিন্ন প্রকার মানবিক কর্ম করে আসছি এবং সানন্দবাড়ীকে থানা করার লক্ষে বিভিন্ন বিষয় নিয়ে লেখালেখি করে আসছি, আমরা সুধী মহল সহ সকলের সুদৃষ্টি কামনা করছি।
    চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া বলেন- সানন্দবাড়ীকে আধুনিক সানন্দবাড়ী গড়তে সানন্দবাড়ীর নদী ভাঙ্গন রোধে সরকারি ভাবে বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং সকল কার্যক্রম অব্যাহত থাকবে।
    ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম লাভলু বলেন- প্রতিবন্ধী শাহিদার গৃহ নির্মাণ সহ সকল প্রকার সহযোগিতা করার জন্য প্রিয় সানন্দবাড়ী ফেসবুক গ্রুপের এডমিন প্যানেলকে ধন্যবাদ জ্ঞাপন করছি সেই সাথে তাদের সকল মানবিক কাজের প্রতি সমর্থন করছি।
    সানন্দবাড়ী পিআইসির ইনচার্জ মোঃ আঃ রহিম বলেন- প্রিয় সানন্দবাড়ী ফেসবুক গ্রুপের  মাধ্যমে সানন্দবাড়ীতে থানার লক্ষ্যে লেখালেখি করে যে দাবী করছে সেটা একদম যুক্তি সংগত দাবী। আমি মনে করি সানন্দবাড়ীকে অতিশীঘ্রই থানা ঘোষণা করার প্রয়োজন। সানন্দবাড়ীকে থানা ঘোষণা করার জন্য সরকারের প্রতি অনুরোধ করছি।
    এমএ বারী আকন্দ বলেন- প্রিয় সানন্দবাড়ী কেউ মুখে উচ্চারণ করলে, সে আর নিজের থাকেনা, সে নিজেই প্রিয় সানন্দবাড়ী হয়ে যায়।
    আমি প্রিয় সানন্দবাড়ী ফেসবুক গ্রুপের সকল উদ্যোগ ও উদ্দেশ্যের বাস্তবায়ন এবং সফলতা কামনা করছি।
  • তাড়াশে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা।

    তাড়াশে গলায় ফাঁস দিয়ে গৃহবধূর আত্মহত্যা।

    সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার তালম ইউনিয়নের গোন্তা গ্রামে পারিবারিক কলহের জের ধরে মোছাঃ মনোয়ারা খাতুন(২৬) নামের এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। নিহত মনোয়ারা জহুরুল ইসলামের স্ত্রী।

    স্থানীয় সূত্রে জানা যায় নিহত মনোয়ারার শ্বশুর বাড়ির লোক জনের সাথে প্রায় সময় ঝগড়া বিবাদ লেগেই থাকত।সোমবার বিকেলে তুমুল আকারে ঝগড়া হয় শ্বশুর শ্বাশুড়ি সহ অন্যান্যদের সাথে।এতে মনোয়ারা মনে কষ্ট পায়।এতে সন্ধায় নিজের শয়ন কক্ষে ডাবের সাথে রশি দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। সাড়া শব্দ না পেয়ে দরজা ভেঙ্গে ঘরে প্রবেশ করে ফাঁসিতে ঝুলন্ত দেখে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

    এ ব্যাপারে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ শহিদুল ইসলাম গনমাধ্যমকে জানান রাতে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে।ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্ট আসার পর তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

  • ঠাকুরগাঁওয়ে সাড়ে ৫ কোটি টাকার প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী।

    ঠাকুরগাঁওয়ে সাড়ে ৫ কোটি টাকার প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী।

    আনোয়ার হোসেন,রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:
    ঠাকুরগাঁওয়ে ৫ কোটি ৭০ লাখ ৩১৬ টাকা ব্যায়ে  জেলা রেজিস্ট্রি অফিসের চারতলা ভিতবিশিষ্ট ভবনের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
    মঙ্গলবার (১৪ নভেম্বর) সকালে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে জেলা শহরের আর্ট গ্যালারি ও সদর উপজেলার বালিয়া ইউনিয়ন পরিষদের পাশ্বে নবনির্মিত এই ভবন দুইটির উদ্বোধন করেন তিনি। ভবন উদ্বোধন উপলক্ষে জেলা রেজিস্ট্রি অফিস চত্বরে দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
    ২০১৮ সালের ১৪ সেপ্টেম্বর ঠাকুরগাঁও জেলা রেজিস্ট্রার অফিসের নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন।
    আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে ঠাকুরগাঁও গণপূর্ত অধিদপ্তরের বাস্তবায়নে ৫ কোটি ৭০ লাখ ৩১৬ টাকা ব্যায় ধরে ভবনের নির্মাণ কাজ সম্পূর্ণ করেন ঢাকার সাভারের জিরানী বাজার রোডের মেসার্স সিকদার কনস্ট্রাকশন অ্যান্ড বিল্ডার্স।
    ঠাকুরগাঁও গণপূর্ত বিভাগ সূত্রে জানা গেছে, জেলা রেজিস্ট্রার অফিস নির্মাণ কাজের জন্য প্রকল্পের নকশা অনুযায়ী চারতলা ভিতবিশিষ্ট ভবন নির্মাণের পরিকল্পন নেওয়া হয়৷ ভবনের প্রথম তলা ৫ হাজার ১৪৩ বর্গফুটের হবে। এতে গ্যারেজ, ব্যাংক বুথ, ভেন্ডর, ভিজিটর ওয়েটিং, মাতৃদুগ্ধ কক্ষ ইত্যাদি হবে। ৫ হাজার ১৪৩ বর্গফুটের দ্বিতীয় তলায় নকলনবিস, অফিস, রেকর্ড রুম, চেম্বার, ডায়াস, সাব-রেজিস্ট্রার এজলাস ইত্যাদি, ৫ হাজার ১৪৩ বর্গফুটের তৃতীয় তলায় সম্মেলন কক্ষ, অফিস রুম, জেলা রেজিস্ট্রারের চেম্বার, ডায়াস, রেকর্ড রুম ইত্যাদি এবং ৫ হাজার ১৪৩ বর্গফুটের চতুর্থ তলায় নকলনবিস, রেকর্ড রুম, রেকর্ড স্টাফ কক্ষ, তালাশকারী, ডিজিটাল রেকর্ড কক্ষ ইত্যাদি।
    বক্তরা বলেন, সেবাপ্রাথী‌দের যা‌তে সুন্দর সেবা প্রদান করা হয় এবং সরকারী আয় বৃ‌দ্ধি‌তে যেন ম‌নো‌যোগ দেয়া হয়। সাড়ে ৫কো‌টি অর্থ ব‌্যয়ে এ আধু‌নিক উন্নত ভবন নিমাণ হওয়ায় জেলার সক‌লে উপকৃত হ‌বে বলে জানান তারা।
    এ সময় উপস্থিত ছিলেন, জেলা রেজিস্ট্রার হেলাল উদ্দীন, অফিস সহকারী রবিউল কবির, দলিল লেখক সমিতির সহ অফিসের অন্যান্য কর্মকর্তারা।
  • সরকারের পরিকল্পিত উন্নয়নের ফলে গ্রাম এখন শহরে রূপ নিচ্ছে: প্রতিমন্ত্রী মাহবুব আলী।

    সরকারের পরিকল্পিত উন্নয়নের ফলে গ্রাম এখন শহরে রূপ নিচ্ছে: প্রতিমন্ত্রী মাহবুব আলী।

    নাহিদ মিয়া,মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি।
    হবিগঞ্জের মাধবপুরে মঙ্গলবার (১৪ নভেম্বর) সকালে আন্দিউড়া ইউনিয়নের পাকা রাস্তা উদ্বোধনী অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এড.মাহবুব আলী বলেছেন, সরকারের পরিকল্পিত উন্নয়নের ফলে গ্রাম এখন ধীরে ধীরে শহরের রূপ পেতে যাচ্ছে। গ্রামে বাস করে মানুষ এখন ইন্টারনেট, বিদ্যুৎ ও যোগাযোগসহ সব ধরনের নাগরিক সুবিধা পাচ্ছে। বিনিয়োগকারীরা এখন গ্রামে শিল্পকারখানা স্থাপন করছে। সকালে মাধবপুর উপজেলা আন্দিউড়া ইউনিয়নে পাকা রাস্তা উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
    প্রতিমন্ত্রী বলেন, ‘বিএনপি-জামায়াত অবরোধ-হরতাল দিয়ে দেশের ধ্বংস ছাড়া কিছু করতে পারবে না। দেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে আওয়ামী লীগের বিকল্প নেই।’
    এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুর আহসান, সিনিয়র সহকারী পুলিশ সুপার নির্মলেন্দু চক্রবর্তী, অফিসার ইনচার্জ ওসি রকিবুল ইসলাম খান, উপজেলা প্রকৌশলী মো. শাহ আলম, ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রমুখ।
    উল্লেখ্য, ৪২ লাখ টাকা ব্যয়ে আন্দিউড়া মহাসড়ক থেকে আন্দিউড়া প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত ইউনি ব্লক দিয়ে টেকসই পাকা রাস্তা নির্মাণ করা হয়েছে।
  • বালিয়াডাঙ্গীর সীমান্তে নীলগাই উদ্ধার।

    বালিয়াডাঙ্গীর সীমান্তে নীলগাই উদ্ধার।

    আনোয়ার হোসেন,রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:
    ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে ভারতীয় একটি নীলগাই উদ্ধার করেছে ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০) বিজিবি।
    সোমবার (১৩ নভেম্বর ) দুপুরে উপজেলার পারিয়া ইউনিয়নের ফকিরভিটা নামক এলাকায় এলাকাবাসীর সহযোগিতায় বিজিবি ওই নীলগাইটিকে ধরতে সক্ষম হয়।
    জানা যায়, দুপুরে ১ টার সময় শালডাঙ্গা নামক এলাকায় স্থানীয় লোকজন নীলগাইটি দেখতে পেয়ে বিজিবিকে খবর দেয়। কান্তিভিটা বিওপির বিজিবির টহল দল সেখানে গিয়ে নীলগাইটি খোঁজা শুরু করে। পরে এলাকাবাসির সহায়তায় দুপুর পৌনে ৩ টার সময় নীলগাইটিকে ধরতে সক্ষম হয়।
    ঠাকুরগাঁও ৫০ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ মিজানুর রহমান চৌধুরী জানান, বর্তমানে নীলগাইটিকে কান্তিভিটা বিওপিতে রাখা হয়েছে।জেলা প্রশাসনের সাথে সমন্বয়ের মাধ্যমে স্থানীয় বন বিভাগের কাছে সেটি হস্তান্তর করা হবে।
  • রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত।

    রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত।

    আনোয়ার হোসেন,রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:
    রাণীশংকৈলে সড়ক দুর্ঘটনায় কানাই রায় (৩৫) নামে এক মটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যা সাড়ে ৬ টায় মীরডাঙ্গী থেকে পশ্চিম বনগাঁও যাওয়ার পথে ভন্ডগ্রাম নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে। নিহত কানাই রায় উপজেলার নেকমরদ ইউনিয়নের আলশিয়া গ্রামের মৃত. বীরেন চন্দ্র রায়ের ছেলে।
    জানা গেছে, ভন্ডগ্রাম নামক স্থানে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় কানাই রায় ও তার মোটরসাইকেল রাস্তায় পড়ে থাকতে দেখে তাকে উদ্ধার করে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথিমধ্যে তার মৃত্যু হয়।
    রাণীশংকৈল থানা অফিসার ইনচার্জ গুলফামুল ইসলাম মন্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। সন্ধ্যার পরে অন্ধকার থাকায় কিসের সাথে দূর্ঘটনা ঘটেছে তার সঠিক কারণ জানা যায়নি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
  • মাধবপুরে সেতু ভেঙ্গে ট্রাক্টর খালে দূর্ভোগ শুরু।

    মাধবপুরে সেতু ভেঙ্গে ট্রাক্টর খালে দূর্ভোগ শুরু।

    নাহিদ মিয়া,মাধবপুর(হবিগঞ্জ) প্রতিনিধি। হবিগঞ্জের মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের নোয়াগাঁও খালের ওপর নির্মিত একটি সেতু ট্রাক্টর সহ রবিবার (১২ নভেম্বর) দুপুরে ভেঙ্গে পড়েছে। কয়েকটি গ্রামের খাল পারাপারের একমাত্র সেতুটি ভেঙ্গে পড়ায় গ্রামবাসীরা চিন্তার মধ্যে পড়েছেন। হালের ট্রাক্টরর ভর ধারন করতে না পারায় ট্রাক্টরসহ সেতুটি ভেঙ্গে খালের মধ্যে পড়ে গেছে।
    স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ২০ বছর পূর্ব নোয়াগাঁও খালের ওপর ছোট একটি সেতু নির্মাণ করা হয়েছিল। এ সেতু দিয়ে কালিকাপুর, রতনপুর ও নোয়াগাঁও গ্রামের লোকজন যাতায়াত করত।
    কালিকাপুর গ্রামের নাসির মিয়া জানান, সেতুটি অনেক দিন ধরেই ঝুঁকিপূর্ণ ছিল। এখন এটি ভেঙ্গে পড়ায় এলাকাবাসীর দূর্ভোগ শুরু হয়েছে। ওই স্থানে নতুন একটি সেতু নির্মাণ করার জন্য স্থানীয় লোকজন সরকারের নিকট জোর দাবি করছেন।
    মাধবপুর উপজেলা প্রকৌশলী মোঃ শাহ আলম জানান, হঠাৎ রবিবার দুপুরে সেতুটি ভেঙ্গে পড়ার খবর শুনছি। ওই স্থানে নতুন একটি সেতু নির্মাণের জন্য সংশ্লিষ্ট দপ্তর প্রস্তাব পাঠানো হবে।
  • মাধবপুরে পাহাড় ঘেঁষে আবর্জনা ও প্লাস্টিক বর্জ্য ভাগাড়- জনস্বাস্থ্য হুমকির মুখে।

    মাধবপুরে পাহাড় ঘেঁষে আবর্জনা ও প্লাস্টিক বর্জ্য ভাগাড়- জনস্বাস্থ্য হুমকির মুখে।

    নাহিদ মিয়া,মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি।
    হবিগঞ্জের মাধবপুর উপজেলার সংরক্ষিত রঘুনন্দন পাহাড়ের পাশে বিভিন্ন শিল্পকারখানা এবং ছোট-বড় প্রতিষ্ঠানের বর্জ্য ও প্লাস্টিকসামগ্রী ফেলার কারণে প্রাকৃতিক পরিবেশ নষ্ট হচ্ছে। হুমকির মুখে পড়েছে সেখানকার জীববৈচিত্র্য।
    পাঁচ বছরেরও বেশি সময় ধরে এই বন-সংলগ্ন নির্জন পাহাড়ের পাশে এসব বর্জ্য ফেলা হচ্ছে। সেখানে ছড়িয়ে পড়ছে দুর্গন্ধ। জায়গাটি শায়েস্তাগঞ্জ ও মাধবপুর উপজেলার মধ্যবর্তী স্থানে হওয়ায় কোনো উপজেলা প্রশাসনই এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারছে না।
    স্থানীয়রা জানান, প্রায় ১০ বছর আগে মাধবপুর উপজেলার শাহজিবাজার এলাকায় মহাসড়কের পাশে এবং রঘুনন্দন পাহাড়ঘেঁষা এলাকায় বেশ কয়েকটি শিল্পকারখানা গড়ে ওঠে। এসব শিল্পকারখানার বর্জ্য ফেলার জন্য সুনির্দিষ্ট ব্যবস্থা না থাকায় সেগুলো ফেলা হচ্ছে সংরক্ষিত রঘুনন্দন বন এলাকায়। রীতিমতো ভাগাড় হয়ে ওঠা ঢাকা-সিলেট রেললাইনের পার্শ্ববর্তী ওই এলাকায় স্থানীয়দের চলাচল কঠিন হয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দারা ময়লা ফেলতে নিষেধ করলেও তাদের কথা আমলে নিচ্ছে না ওইসব শিল্পপ্রতিষ্ঠান-সংশ্লিষ্টরা।
    স্থানীয় বাসিন্দা রাজু মিয়া জানান, ময়লার কারণে রঘুনন্দন পাহাড়ে জীববৈচিত্র্য ও জনস্বাস্থ্য হুমকির মুখে পড়েছে। কারখানার ময়লা নির্দিষ্ট একটি জায়গায় ফেলা হলে পরিবেশের কোনো ক্ষতি হতো না। এ ব্যাপারে স্থানীয় প্রশাসন নীরব। জায়গাটি দুই উপজেলার মধ্যবর্তী স্থানে হওয়ায় কেউই দায়িত্ব নিতে চাচ্ছে না। এতে করে জনবসতি, সংরক্ষিত বন ও রেললাইনের পাশের গুরুত্বপূর্ণ এই জায়গায় ময়লা ফেলার কারণে সার্বিকভাবে যেসব সমস্যা সৃষ্টি হচ্ছে তা থেকে মুক্তির উপায়ও মিলছে না।
    সুনির্দিষ্টভাবে নাম উল্লেখ না করে স্থানীয় ব্যবসায়ী আবু তাহের জানান, বড় বড় শিল্পকারখানার লোকজন বনের পাশে ময়লা ফেলছে। তাদের কাছ থেকে এমন দায়িত্বজ্ঞানহীনতা অপ্রত্যাশিত। তাদের উচিত, এসব দূষিত বর্জ্য ফেলার জন্য সুনির্দিষ্ট ব্যবস্থা করা; যাতে জনস্বাস্থ্য ও পরিবেশের কোনো ক্ষতি না হয়।বাঘাসুরা ইউপি চেয়ারম্যান সাহাবুদ্দিন আহমেদ বলেন, জায়গাটি মাধবপুর এবং শায়েস্তাগঞ্জের মাঝামাঝি। বনের পাশের ওই অংশে ময়লা ফেলা হলেও প্রশাসনিক পদক্ষেপ নিতে জটিলতা সৃষ্টি হচ্ছে। এভাবে ময়লা ফেলা অব্যাহত থাকলে স্থানীয় বাসিন্দা, সংরক্ষিত বনাঞ্চল এবং পাহাড়ি এলাকার জীববৈচিত্র্যের ওপর বিরূপ প্রভাব পরবে।
    হবিগঞ্জ সহকারী বন সংরক্ষক তারেক রহমান জানান, সংরক্ষিত বনাঞ্চলের পাশে এভাবে ময়লা ফেলা কোনোভাবেই উচিত হয়নি। এসব ময়লা বনের প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্যের জন্য অনেক ক্ষতিকর। বিষয়টি কীভাবে সুরাহা করা যায়, বন বিভাগ এ বিষয়ে তৎপর রয়েছে।
    শায়েস্তাগঞ্জ রেলওয়ে উপসহকারী প্রকৌশলী (পথ) সাইফুল্লাহ জানান, রেলপথ ও বনের মধ্যবর্তী স্থানে ময়লা ফেলে রাখা হয়েছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনজুর আহসান জানান, বন ও রেলের জায়গার মধ্যে ময়লা ফেলা পরিবেশবিরোধী কাজ। যারা এ ধরনের কাজ করছে জেলা প্রশাসককে অবগত করে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
  • বাঘায় আগুনে পুড়লো মোটরসাইকেল পার্সের দোকান।

    বাঘায় আগুনে পুড়লো মোটরসাইকেল পার্সের দোকান।

    বাঘা (রাজশাহী) প্রতিনিধি

    রাজশাহীর বাঘায় আগুনে পুড়ে মোটরসাইকেল পার্সের দোকানের পনের লক্ষ টাকার মালামালের ক্ষতি হয়েছে। শনিবার (১১ নভেম্বর) রাত ১ টার দিকে উপজেলা সদর বাঘা বাজারের জিরো পয়েন্ট এলাকায় হোন্ড মোটর ইউনিট নামে একটি দোকানে আগুনের এই ঘটনা ঘটে।  এতে প্রায় ১৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে দোকানের মালিক পার্টনার কলেজ শিক্ষক শামীম আহম্মেদ দাবি করেছেন।
    দোকানের পাশের বাসার স্থানীয় বিদ্যুত আহম্মেদ জানান, রাত ১ টার দিকে বাজারের নৈশ প্রহরি ডেকে বলেন হোন্ডা মোটর ইউনিট পার্সের দোকানের ভিতরথেকে ধোঁয়া বের হতে দেখা যাচ্ছে। পরে গিয়ে দেখি ভিতরে আগুন জ্বলছে।তাৎক্ষনিক দোকানের মালিক ও ফায়ার সার্ভিসকে জানানো হয়। ফায়ার সার্ভিস ও থানা পুলিশ আসতেই দোকনের সব মালপত্র পুড়ে শেষ হয়ে যায়।
    দোকানের মালিক পার্টনার শামীম আহম্মেদ  জানান, আমরা তিনজন পার্টনারে দোকানটি করেছি। প্রতিদিনের মত রাত সাড়ে ৯ টার দিকে বন্ধ করে বাসায় আসি।
    রাতে মুঠোফোনে জানতে পারি দোকানের ভিতর থেকে  ধোঁয়া বের হচ্ছে। বিষয়টি জানার পর দোকানে গিয়ে দেখি সব মালপত্র পুড়ে ছাই হয়ে গেছে । স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের দল আগুন  নিয়ন্ত্রণে নেওয়ার আগেই মালপত্র আগুনে পুড়ে যায় । তিনি আরো জানান তাদের দোকানের পিছনে গোডাউনে পাশের ফোমের দোকানদারের অনেক ফোম ছিল। আগুনে গোডাউনের ফোমসহ দোকানের সার্টার পর্য়ন্ত পুড়ে গেছে।  বিদুৎতের শর্ট সার্কিট থেকে আগুন সূত্রপাত হয়েছে ধারণা করা হচ্ছে। ফোমসহ ১৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানান।
    উপজেলার ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স এর স্টেশন কর্মকর্তা মিজানুররহমান বলেন, ঘটনাস্থলে পৌঁছার আগেই দোকানের  মালপত্র পুড়ে যায়। ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করে পাশের দোকনগুলো রক্ষা করা গেছে। বিদুৎতের শর্ট সার্কিট থেকে আগুন সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
    বাঘা থানার পরিদর্শক (তদন্ত) সবুজ রানা বলেন, আগুন লাগার বিষয়টি জানার পর পুলিশের একটি দল ঘটনাস্থলে পাঠিয়েছিলাম।