Author: admin
-
আব্দুল খালেক হুজুরের ঈসালে সওয়াব মাহফিল সম্পূর্ণ।
জালাল উদ্দিন,নিজেস্ব প্রতিবেদক।ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান শ্রীমঙ্গল আনওয়ারুল উলুম ফাজিল (ডিগ্রী) মাদরাসার সাবেক প্রিন্সিপাল, হাজার হাজার আলেম-শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের উস্তাদ, শ্রীমঙ্গল থানা জামে মসজিদের সাবেক খতিব মরহুম মাওলানা, হাফেজ মোঃ আব্দুল খালেক (রহ.)-এর ঈসালে সওয়াব উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ১৬ নভেম্বর ২০২৩ইং, রাত সাড়ে ৯টার সময় মৌলভীবাজারে হাসান প্রাইভেট একাডেমি মাদরাসায় মাদরাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক: আলহাজ্ব হজরত মাওলানা ক্বারী মোঃ কুতুব উদ্দিন খান’র আয়োজনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।এ সময় আলহাজ্ব হজরত মাওলানা ক্বারী মোঃ কুতুব উদ্দিন খান এর সভাপতিত্বে মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মরহুম মাওলানা, হাফেজ মোঃ আব্দুল খালেক হুজুরের মেঝ ছেলে ইংল্যান্ড (লন্ডন) প্রবাসী মোঃ আজিজুর রহমান ( ছহুল )।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাওলানা ক্বারী শিবলী সাদিক মোজতবা, বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাহ শ্রীমঙ্গল পৌর শাখা যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা মোঃ ফয়েজ উদ্দিন, অফিস সম্পাদক ক্বারী মোঃ হাবিবুর রহমান, আল ইসলাহ শ্রীমঙ্গল পৌর শাখার নেতা মোঃ ফখরুল হাসান রানা, সিলেট বিভাগের প্রখ্যাত আলেম, ইসলামি চিন্তাবিদ, দেশ বরেণ্য আলেমে দ্বীন, হাজার হাজার আলেমের উস্তাদ, মাওঃ মুজিবুর রহমান (রঃ) ভাদেশ্বরী হুজুরের মেঝ ছেলে শেখ দ্বিয়াউল হক রেজা, দৈনিক জনসংগ্রাম পত্রিকা’র সম্পাদক ও প্রকাশক, সাংবাদিক মোঃ জালাল উদ্দিন-সহ উক্ত প্রতিষ্ঠানের শিক্ষক-ছাত্র ও বিভিন্ন এলাকা থেকে আলিম উলামা, শতাধিক মানুষ উপস্থিত ছিলেন প্রমুখ।দৈনিক জনসংগ্রাম পত্রিকার সম্পাদক ও প্রকাশক, সাংবাদিক মোঃ জালাল উদ্দিন বলেন, কিছু মানুষ এমন আছেন, যাদের আগমনে পৃথিবী আনন্দিত হয় আর প্রস্থানে ব্যথিত হয়। তাদের বিদায়ে সবার সাথে পৃথিবীও কাঁদে।কারণ, মাওতুল আলিমি মাওতুল আলমে।একজন আলেমের মৃত্যু মানে পৃথিবীর মৃত্যু!ঠিক তেমনই একজন বিদ্ব্যান আলেম হলেন প্রিন্সিপাল, হযরত মাওলানা, হাফেজ মোঃ আব্দুল খালেক (রহ.) হুজুরের দ্বীনি শিক্ষার প্রচার-প্রসারে আজীবন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে গেছেন।উক্ত মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠানে মিলাদ ও দোয়া করেন, হাসান প্রাইভেট একাডেমি মাদরাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক: আলহাজ্ব হজরত মাওলানা ক্বারী মোঃ কুতুব উদ্দিন খান হুজুর। মোনাজাত শেষে তাবারুক বিতরণ করা হয়, পরে হযরত শাহ্জালাল (রহ.) এর অন্যতম সফরসঙ্গী হযরত সৈয়দ শাহ মোস্তফা (রহ.) এর মাজার জিয়ারত করা হয়। -
মাধবপুরে পর্ণোগ্রাফি মামলায় যুবক গ্রেপ্তার।
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি।পর্ণোগ্রাফি মামলায় বাহার মিয়া (২৩) নামে এক যুবককে গ্রেফতার করেছে মাধবপুর থানার পুলিশ।বৃহস্পতিবার (১৭ নভেম্বর) রাত ১০টায় মাধবপুর থানার এস আই পনুয়েলে’র নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে উপজেলার নারায়নপুর টঙ্গীর মোড় এলাকায় বাহারকে গ্রেপ্তার করে। সে নোয়াপাড়া ইউনিয়নের ইসলামাবাদ গ্রামের মৃত আলেফ খাঁর ছেলে।মামলা সূত্রে জানা গেছে, বাহার মিয়া ফেসবুকে ভুয়া আইডি খোলে একই গ্রামের জনৈক ব্যক্তির মেয়ের আপত্তিকর ছবি পোষ্ট করে। এই ঘটনায় সেলিম মাহমুদ লিটন বাদি হয়ে হবিগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (কগ-৬) আদালতে মামলা আমলে নিয়ে রেকর্ড করতে থানাকে নির্দেশ দেন। এরই পরিপ্রেক্ষিতে মাধবপুর থানা পুলিশ বাহারের নামে মামলা রুজু করে তাকে গ্রেপ্তার করে।ভুক্তভোগী তরুণীর বাবা জানান, বাহার দীর্ঘদিন ধরে গোপনে মেয়েদের ছবি তুলে এবং তা দিয়ে ভিডিও বানিয়ে সেই ভিডিও ফেসবুকে ছেড়ে দেওয়ার ভয় দেখিয়ে অর্থ আদায় করে আসছে। তাকে অর্থ দিতে অপরাগতা করলেই ছবি ও ভিডিও ফেসবুকে ছেড়ে দেয়।মাধবপুর থানার ওসি রকিবুল ইসলাম খাঁন বাহারের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, পর্ণোপ্রাফি নিয়ন্ত্রণ আইন ২০১২ ধারা মামলার আসামি বাহারকে হবিগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে। -
মাধবপুরে ট্রাক চাপায় হেলপারের মৃত্যু।
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি।হবিগঞ্জের মাধবপুরে ঢাকা সিলেট মহাসড়কেট্রাকের নিচে চাপা পড়ে নবী মিয়া(৩০) নামের এক ট্রাক হেলপার নিহত হয়েছেন। উপজেলার জগদীশপুর গ্লোবাল ফিলিং স্টেশনের কাছে এ ঘটনা ঘটে।জানা যায়, বৃহস্পতিবার (১৬ নভেম্বর) ভোর ৫ টায় ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর গ্লোবাল ফিলিং স্টেশনে থামে একটি ট্রাক। এসময় হেলপার নবী মিয়া ট্রাকটির পেছনে দাঁড়ানো অবস্থায় অপর একটি ট্রাক তার পিছনে এসে থামে। নবী মিয়া তার ট্রাকের চালককে ট্রাকটি একটু সামনে নিতে বলে। চালক ভুল বুঝে পেছনে ব্যাক করলে নবী ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায়।ট্রাকের চালক সোহাগ মিয়া জানান, নিহত হেলপার কুমিল্লা জেলার কোতোয়ালী থানার খালিয়াজুড়ি গ্রামের ছেলে। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার পেট্রল টিমের এএসআই মো. বাবুল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। -
রামপালে গাঁজাসহ মাদকসেবী যুবক গ্রেফতার।
মল্লিক জামান,রামপাল(বাগেরহাট)থেকেঃ বাগেরহাটের রামপালে থানা পুলিশের মাদক নির্মুল অভিযানে মাদকদ্রব্য গাঁজাসহ মুত্তাকিন শেখ (১৯) নামের এক মাদকসেবী যুবককে গ্রেফতার করেছে।গ্রেফতারকৃত যুবক মুত্তাকিন উপজেলার ভোজপাতিয়া ইউনিয়নের জিয়লমারী গ্রামের রফিক শেখের ছেলে।বুধবার (১৫ নভেম্বর) রাতে থানা পুলিশ গোপন সূত্রে জানতে পারে যে, মল্লিকেরবেড় ইউনিয়নের মল্লিকেরবেড় দেবরাজ ঘাটে মাদক কেনা-বেচা লিপ্ত আছে কয়েকজন যুবক। এ খবর পেয়ে সাব-ইন্সফেক্টর কুমারেশ বিশ্বাসের নেতৃত্বে থানা পুলিশ একটি চৌকস দল ঘটনাস্থলে গিয়ে অভিযান চালায়। এসময় পুলিশ কুত্তাকিনের দেহ তল্লাশী করলে ৪০( চল্লিশ) গ্রাম গাঁজা উদ্ধার করে।এ বিষয়ে রামপাল থানার অফিসার-ইন-চার্জ এস. এম. আশরাফুল আলম জানান, গতরাতে অভিযান চালিয়ে মল্লিকেরবেড় ইউনিয়ন থেকে এক মাদকসেবী যুবককে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে এবং আজ বৃহস্পতিবার (১৬ নভেম্বর) মুত্তাকিনকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। -
ডিমলায় কৃষাণ-কৃষানীরা আমন ধান কাটতে ব্যস্ত।
হাবিব, ডিমলা (নীলফামারী) প্রতিনিধিঃ নীলফামারী ডিমলায় বিস্তীর্ণ ফসলের মাঠে শোভা পাচ্ছে সোনালী রঙে পাঁকা আমন ধান। অগ্রহায়ণের শুরুতেই গ্রাম বাংলার কৃষকের মাঠ জুড়ে আমন ধান কাটার ধুম পড়ে যায়।
গ্রামের কৃষাণ-কৃষানীরা ব্যস্ত সময় কাটান এ সময়ে। প্রাচীনকাল থেকেই অগ্রহায়ণ মাস শুরু হলেই কৃষকের নতুন বার্তা নিয়ে আগমন ঘটে। শ্রমিক সংকটের ফলে বর্তমানে যান্ত্রিকতার ছোয়ায় গ্রামের কৃষাণ-কৃষানীদের দল বেঁধে ধান কাটা দিনদিন হারিয়ে যাচ্ছে। তুবুও গ্রামের কৃষাণ-কৃষানীরা পুরো ঐতিহ্য ধরে রেখেছে যুগের পর যুগ ধরে।
১লা অগ্রহায়ণ( বুধবার) সকালে সরে জমিনে দেখা যায় উপজেলার দশটি ইউনিয়নের মত সুন্দর খাতা গ্রামের কৃষাণ-কৃষানীরা দল বেঁধে মনের আনন্দে কাস্তে দিয়ে ধান কাটছে, অনেকে আটি বেঁধে বাড়িতে নিয়ে মাড়াই কাজে ব্যস্ত। নতুন ধান ঘরে তোলার পর গ্রামেগঞ্জে শুরু হবে বিভিন্ন আয়োজন ও উৎসব। বাঙ্গালীর বারো মাসেতে পর্বণ এ যেন সত্যি একে অপরের হৃদয়ের বন্ধনকে গাড় করা উৎসব।
নতুন ধান কাটার পর নবান্ন উৎসবে গ্রামেগঞ্জে আয়োজন করা হয় গ্রামীন মেলার । সেই মেলায় শিশু কিশোর থেকে শুরু করে সব শ্রেনী পেশার মানুষের ঢল থাকে । তখন সকলের মাঝে থাকে এক অপূর্ব আনন্দ।
-
রামপালে অগ্নিকাণ্ডে তিনটি ঘর ভস্মীভূত।
মল্লিক জামান,রামপাল(বাগেরহাট): বাগেরহাটের রামপালে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি বসতবাড়ি ও দুইটি রান্নাঘর ভস্মীভূত হয়েছে।বুধবার (১৫ নভেম্বর) ভোর ৫ টার দিকে উপজেলার রামপাল সদর ইউনিয়নের শ্রীফলতলা গ্রামের সবুর শিকদারের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।এ অগ্নিকাণ্ডে প্রায় ২ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত পরিবার জানিয়েছে।ক্ষতিগ্রস্ত পরিবার ও এলাকাবাসীর সূত্রে জানা গেছে যে, বুধবার ভোর ৫.০০ টার সবুর শিকদারের বসতঘরসহ পাশ্ববর্তী দুইটি রান্না ঘরে আগুন দেখতে পেয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজন চিৎকার চেঁচামেচি শুরু করে। চিৎকার চেঁচামেচি শুনে স্থানীয় লোকজন ও রামপাল ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভানোর কাজে সাহায্যের হাত বাড়িয়ে দেয়।অগ্নিকাণ্ডে সবুর শিকদারের বসতঘরসহ ২ টি রান্নাঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।বসতঘরের বৈদ্যুতিক শর্ট সার্কিট দ্বারা সৃষ্ট আগুন থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। রামপাল সার্ভিস স্টেশনের কর্মকর্তা মো. মশিউর রহমান জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ফায়ার সার্ভিস পাঠানো হয়। প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। -
কৃষি জমিতে মাটি কাটার অপরাধে জরিমানাসহ দুই জনের কারাদণ্ড।
নাহিদ মিয়া মাধবপুর হবিগঞ্জ প্রতিনিধি।হবিগঞ্জের মাধবপুরে অবাধে কৃষিজমিতে মাটি উত্তোলনের অপরাধে এক ব্যক্তিকে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ৫০ হাজার টাকা জরিমানা এবং দু ব্যাক্তিকে ৫ দিন করে বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।মঙ্গলবার (১৪ ই নভেম্বর ) বিকালে উপজেলার বাঘাসুরা ইউনিয়নের কালিকাপুর এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুর আহসান ও সহকারি কমিশনার (ভূমি) রাহাত বিন কুতুব গোপন সংবাদের ভিত্তিতে ভ্রামামাণ আদালতের অভিযান চালিয়ে এ দণ্ড প্রদান করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন বাঘাসুরা ইউনিয়নের কালিকাপুর( গঙ্গানগর) গ্রামের লিচু মিয়ার পুত্র শিবলু মিয়া(৪২), আশুগঞ্জ এর হৃদয় মিয়া(৩৫) এবং কল্টু মিয়া নামে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।ভ্রামামাণ আদালতের মাধবপুর থানা পুলিশ সহযোগিতা করেন। পরে দন্ডপাপ্তদের মাধবপুর থানা সোপর্দ করা হয়। সহকারি কমিশনার (ভূমি) রাহাত বিন কুতুব ঘটনা নিশ্চিত করেছেন। -
কমলগঞ্জে পুলিশের অভিযানে ভারতের ২৪ বস্তা চিনি উদ্ধার।
মৌলভীবাজার প্রতিনিধি :
কমলগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে ভারত থেকে অবৈধভাবে আমদানি করা ৫০ কেজির ২৪ বস্তা ভারতীয় চিনি উদ্ধার করা হয়েছে । এ সময় ঘটনাস্থলে গিয়ে চিনি আমদানী কারক জমশেদ খাঁন নামের একজনকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (১৪ নভেম্বর) কমলগঞ্জ উপজেলার ভানুগাছ কাঁচা বাজারে অভিযান পরিচালনা করা হয়। সেখানে মেসার্স জমশেদ ট্রেডার্স নামক দোকানের সামনে থেকে চিনির বস্তাগুলো উদ্ধার করা হয়।
কমলগঞ্জ থানার উপ-পরিদর্শক পবিত্র শেখর দাস জনান, ঘটনাস্থল থেকে ৫০ কেজি ওজনের Indian White Sugar লেখা ভারতীয় একটি কোম্পানির ২৪ বস্তায় মোট ১২০০ কেজি চিনি জব্দ করা হয়। যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ৪৪ হাজার টাকা। চিনি পাচারকারী এই চক্রের কয়েকজন মিলে দীর্ঘদিন ধরে ভারত থেকে চোরাই পথে কমদামে ভারতীয় চিনি আনে এবং বস্তা থেকে খুলে খুচরা বিক্রি করছিল।
কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী জানান, চোরাচালানের মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারতীয় পণ্য বাংলাদেশে আমদানি করার অপরাধে আটককৃত জমশেদ খাঁন এবং পলাতক একজনের বিরুদ্ধে কমলগঞ্জ থানায় মামলা হয়েছে।
-
প্রতিবন্ধী যুবকের সাথে বিয়ে-বিষপানে তরুণীর আত্মহত্যা
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি।হবিগঞ্জের মাধবপুরে শারীরিক প্রতিবন্ধী যুবকের সাথে বিয়ে দেওয়ায় ছোটনি বেগম (১৯) নামে এক যুবতী বিষ জাতীয় ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছে। সে ধর্মঘর ইউনিয়নের চক রাজেন্দ্রপুর গ্রামের দ্বীন ইসলাম এর স্ত্রী ও তাজুল ইসলাম এর কন্যা।পুলিশ সুত্রে জানা যায়, পাঁচ মাস আগে তাঁর পিতা মাতা তাঁর ইচ্ছার বিরুদ্ধে প্রতিবন্ধী দ্বীন ইসলাম এর নিকট তাকে বিয়ে দেয়। মঙ্গলবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে সাত ঘটিকায় ছোটনি বেগম তার স্বামীর বসতঘরে বিষ জাতীয় ট্যাবলেট (কেরির বরি যাহা চালের পোকা নিধনে ব্যবহৃত কীটনাশক) সেবন করে আত্মহত্যা করে।বিষয়টি টের পেয়ে আশেপাশে লোকজনদের সহায়তায় ভিকটিমের শাশুড়ি মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।খবর পেয়ে মাধবপুর থানার এসআই মনিরুজ্জামান সঙ্গীয় ফোর্স সহ তাৎক্ষণিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে লাশ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ প্রেরণ করেন। মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রকিবুল ইসলাম খান সত্যতা নিশ্চিত করেছেন।