Author: admin

  • প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা।

    প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা।

    মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি।
    এক প্রবাসীর বুদ্ধি প্রতিবন্ধী মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাধবপুর থানায় মামলা হয়েছে। রোববার (১৯ নভেম্বর) রাতে মামলাটি দায়ের করেছে ভিক্টিমের মা লিপি আক্তার৷ ভিক্টিম আহম্মদপুর গ্রামের আঞ্জব আলীর মেয়ে। তরুণীর বাবা ১২ থেকে ১৩ বছর ধরে মালয়েশিয়ায় প্রবাসে আছেন। সূত্রে জানায়, রোববার বিকেলে ৩ টায় মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের আহম্মদপুর গ্রামের নিজ বাড়ির বসতঘরের বারান্দায় ভিকটিম ওই প্রতিবন্ধী মেয়েটিকে বসিয়ে রেখে তার মা বাড়ির পাশের পুকুরে গোসল করতে যান।
    এই সুযোগে পার্শ্ববর্তী বৈষ্টবপুর গ্রামের মরতুজ আলীর ছেলে লিয়াকত আলী (৫০) এসে মেয়েটিকে টেনেহিঁচড়ে বসতঘরের একটি বাথরুমে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা চালায়।এসময় মেয়ের মা গোসল শেষে ফিরে এসে মেয়েকে বারান্দায় না দেখে ডাকাডাকি করতে থাকেন।একপর্যায়ে বাথরুম থেকে ধস্তাধস্তির শব্দ শুনতে পেয়ে সেখানে ছুটে গেলে লিয়াকত দৌড়ে পালিয়ে গেছে। কাশিমনগর পুলিশ ফাঁড়ির এসআই আব্দুল কাদের জানান, ‘ওই মেয়েটি ঠিক মতো ঘুচিয়ে কথা বলতে পারে না।মাঝে মধ্যে একটুআধটু কথা বললেও মনের ভাব প্রকাশ করতে পারে না। লিয়াকত প্রায় সময়ই আঞ্জব আলীর বাড়িতে আসা যাওয়া করতো।মেয়েটি লিয়াকতকে দাদা ডাকতো।
    তিনি আরো জানান,‘আঞ্জব আলী দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় রয়েছেন। ৪ মাস আগে তার বড় ছেলে রুবেল মিয়া (২২) কে মালয়েশিয়াতে নিয়ে গেছেন।অপর ছেলে রানা মিয়া (১৮) রাজমিস্ত্রীর কাজ করেন।ঘটনার সময় বাড়িতে ছিলেন না। ঘটনার পর থেকে লিয়াকত পলাতক। ভিকটিমের নানা আব্দুল হাশিমের সাথে কথা হয় মাধবপুর থানার ডিউটি অফিসারের রুমে।তিনি জানান, ‘সরল মনে লিয়াকতকে আমরা বিশ্বাস করে ছিলাম।সে যে এমন দুঃশ্চরিত্র তা জানা ছিল না।
    এবিষয়ে মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রকিবুল ইসলাম খাঁন জানান, ‘তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহন করা হবে।
  • শ্রীমঙ্গলে চোলাই মদসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার।

    শ্রীমঙ্গলে চোলাই মদসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার।

    নিজস্ব প্রতিবেদক,জালাল উদ্দিন। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পুলিশের অভিয়ানে ৫১০ (পাঁচশত দশ) লিটার চোলাই মদসহ ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাহাঙ্গীর হোসেন সরদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে শ্রীমঙ্গল থানা এসআই মোঃ রাকিবুল হাছান সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় পুলিশের একটি টিম ১৮ নভেম্বর ২০২৩ইং, দিবাগত রাতে থানা এলাকায় অভিযান পরিচালনা করে ৫১০ (পাঁচশত দশ) লিটার দেশীয় তৈরী চোলাই মদসহ ৩ জনকে গ্রেফতার করে।
    গ্রেফতারকৃত আসামিরা হলেন, মিলন কালিন্দী ওরফে লিলন (২৬), পিতা-মৃত দেবদাস কালিন্দী। রঘু নায়েক (৫০), পিতা-মৃত গনন নায়েক। রাধেশাম রবিদাস (৪৫), পিতা-মৃত পেটলা রবিদাস। এদের বাড়ি শ্রীমঙ্গল উপজেলার জাগছড়া চা বাগানে।
    এ বিষয়ে শ্রীমঙ্গল থানায়  মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। তিন আসামীকে পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয় বলে জানান তিনি।
  • মাধবপুরে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ।

    মাধবপুরে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ।

    নাহিদ মিয়া,মাধবপুর প্রতিনিধি
    হবিগঞ্জের মাধবপুরে ২৮তম জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
    সোমবার (২০-নভেম্বর) দিনব্যাপী মাধবপুর  পৌরসভার ৩নং ওয়ার্ডের আল মনির ইসলামিয়া ক্যাডেট মাদ্রাসায় হুফ্ফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ, মাধবপুর উপজেলা শাখার উদ্যোগে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
    প্রতিযোগিতায় উপজেলার ২০টি মাদ্রাসার ১শত ৮০ জন শিক্ষার্থী অংশ নেন। পরে পাঁচটি গ্রুপে ৫০ জনকে পুরস্কৃত করা হয়েছে। এছাড়া প্রতিটি গ্রুপ থেকে সাতজন করে মোট ৩৫ জন শিক্ষার্থী আগামী ৬ ডিসেম্বর হবিগঞ্জ জেলা পর্যায়ে প্রতিযোগিতায় অংশ নেওয়ায় সুযোগ পেয়েছে।
    অনুষ্ঠানে হুফ্ফাজুল কুরআন ফাউন্ডেশন মাধবপুর উপজেলা শাখার সভাপতি (ভারপ্রাপ্ত) হাফেজ মাওলানা কেফায়েত উল্লাহর সভাপতিত্বে,সংগঠনটির সিনিয়র সহ-সভাপতি হাফেজ মোবারক উল্লাহর সার্বিক ব্যবস্হাপনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, সংগঠনটির জেলা শাখার নেতা হাফেজ আঃ সাত্তার ।
    বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন,মাধবপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ কারী নুরুল আমিন আজাদী, হাফেজ মাওলানা মনিরুল ইসলাম,হাফেজ কাউসার আহমেদ,সংগঠনটির উপজেলা শাখার সহ-সভাপতি মাওলানা ইসমাইল হোসেনের সঞ্চালনায় অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন মাধবপুর উপজেলা উলামা পরিষদের সাধারণ সম্পাদক মুফতি ওয়াজেদ আলী, হাফেজ মাওলানা মুর্শিদুর রহমান,হাফেজ মুস্তাফিজুর রহমান,হাফেজ মেরাজুল ইসলাম,হাফেজ উমর ফারুক, হাফেজ সাইফুল ইসলাম প্রমূখ।
  • কুলাউড়ায় গৃহবধুকে গণধর্ষণের অভিযোগে মামলা,গ্রেপ্তার-১।

    কুলাউড়ায় গৃহবধুকে গণধর্ষণের অভিযোগে মামলা,গ্রেপ্তার-১।

    মৌলভীবাজারের কুলাউড়ায় বাবার বাড়িতে বেড়াতে এসেছিলো স্বামী নিয়ে গৃহবধূ (১৯)। সেখানে স্থানীয় কয়েকজনের সাথে ঝামেলা হয় ওই গৃহবধূর স্বামীর। সেই রাতে সালিসে বিষয়টি নিস্পত্তির জন্য বৈঠক বসে।
    সেই সালিসে যোগ দেন গৃহবধূর সহপাঠি ও তার সহযোগী কিছু যুবক। পরে তারা গৃহবধূকে বোঝানোর কথা বলে একটি ঘরে নিয়ে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণ করেন এবং মোবাইলে চিত্রধারণ করে চাঁদা দাবি করেন ধর্ষকরা।
    কুলাউড়ায় এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেন গৃহবধূ পরিবার। এই অভিযোগে শাকিব মিয়া (২২) নামের এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ।
    রবিবার (১৯ নভেম্বর) দুপুরে কুলাউড়া পৌর শহরের লস্করপুর এলাকা থেকে শাকিবকে গ্রেপ্তার করা হয়। তার বাড়ি উপজেলার জয়চন্ডী ইউনিয়নের লৈয়ারহাই গ্রামে।
    মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, গৃহবধূর শ্বশুরবাড়ি কুমিল্লা জেলার মুরাদনগর থানায়। তিনি সম্প্রতি কুলাউড়া উপজেলায় বাবার বাড়িতে বেড়াতে আসেন। শাকিব গৃহবধূর সহপাঠী সেই সুবাদে তার স্বামীর সঙ্গে পরিচয় ছিল। গত ৩ নভেম্বর গৃহবধূর স্বামী তাকে বাড়ি নিয়ে যেতে কুলাউড়ায় আসেন। পরদিন ৪ নভেম্বর তুচ্ছ একটি বিষয় নিয়ে তার স্বামীর সঙ্গে স্থানীয় কিছু লোকের ঝামেলা হয়। বিষয়টি সমাধানের জন্য ওই দিন রাতে গৃহবধুর বাড়িতে সালিস বসে। সালিসে ইউপি সদস্য আলিম উদ্দিন ছাড়াও উপজেলার অটোরিকশা শ্রমিক ইউনিয়নের নেতা সুন্দর আলী, জয়চন্ডী ইউনিয়নের রায়গ্রামের বাসিন্দা রনধীর ঘোষ ও গৃহবধূর সহপাঠী শাকিব মিয়াসহ স্থানীয় লোকজন উপস্থিত ছিলেন।
    সালিসের শেষ পর্যায়ে শাকিব গৃহবধূকে আলাদা একটি কক্ষে ডেকে নিয়ে তাকে স্বামীর সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে বলেন। একপর্যায়ে রাত ১ টার সময় আসামি শাকিব (২২), সুন্দর আলী (৩২) ও রনধীর ঘোষ (৪০) ওই কক্ষে প্রবেশ করে গৃহবধূকে বাথরুমে নিয়ে ওড়না ও জামা দিয়ে হাতমুখ বেঁধে পালাক্রমে ধর্ষণ করেন। এসময় তারা মোবাইলফোনে আপত্তিকর দৃশ্য ধারণ করে রাখেন। চলে যাওয়ার সময় তারা এ বিষয়ে কাউকে কিছু না বলতে তাকে ভয়ভীতি দেখায় বলে অভিযোগে উল্লেখ করেন ওই নারী।
    পর দিন (৫ নভেম্বর) সুন্দর আলী ও রনধীর বাড়িতে গিয়ে ধর্ষণের ঘটনার ভিডিও দেখিয়ে তাঁদের কাছে এক লাখ টাকা দাবি করেন। একপর্যায়ে গৃহবধূর মা নগদ ৪০ হাজার টাকাসহ ব্যাংক চেকের দুটি পাতা দেন। ওই দিন শারীরিক অবস্থার অবনতি হলে স্বজনেরা তাকে মৌলভীবাজার জেলা সদরে অবস্থিত ২৫০ শয্যার হাসপাতালে নিয়ে ভর্তি করেন। সুস্থ হওয়ার পর ১২ নভেম্বর নির্যাতনের শিকার গৃহবধূ কুলাউড়া থানায় গিয়ে সুন্দর, রনধীর ও শাকিবকে আসামি করে মামলা করেন। কিন্তু ঘটনার এক সপ্তাহ পর রবিবার (১৮ নভেম্বর) রাতে মামলা রেকর্ডের হয়।
    কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুছ ছালেক বলেন, ওই গৃহবধু থানায় এসে নারী ও শিশু নির্যাতন দমন নিয়ন্ত্রণ আইনে তিনজনকে আসামি করে মামলা দায়ের করেন। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। গ্রেপ্তার হওয়া শাকিবকে মৌলভীবাজারের আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান তিনি।
  • মাধবপুরে সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার।

    মাধবপুরে সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার।

    মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি।
    হবিগঞ্জের মাধবপুরে মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।
    পুলিশ সূত্রে জানা গেছে,শনিবার ১৮ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৭ টায় গোপন সংবাদের ভিত্তিতে এস আই আবুল কাশেমের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে  উপজেলার চৌমুহনী ইউনিয়নের ভারত সীমান্তবর্তী এলাকার বড়জ্বালা বাজার থেকে  মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামী মোক্তার হোসেনকে গ্রেফতার করে।
    গ্রেফতারকৃত মোক্তার হোসেন উপজেলার চৌমুহনী ইউনিয়নের জয়পুর গ্রামের মৃত ছহল উদ্দীনের ছেলে।মোক্তার হোসেন দীর্ঘ দিন পলাতক ছিল। মামলা সূত্রে জানা যায়, সে মাধবপুর থানাধীন জি আর ১১৮/২১( মাধবপুর) মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামী বিজ্ঞা আদালতে ১ বছরের কারাদণ্ড ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড রায় হয়।
    এবিষয়ে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. রকিবুল ইসলাম খাঁন, জানান, গ্রেফতার কৃত আসামি মোক্তারকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
  • নৌকার মাঝি হতে মনোনয়ন ফর্ম কিনলেন হাবিবুন নাহার।

    নৌকার মাঝি হতে মনোনয়ন ফর্ম কিনলেন হাবিবুন নাহার।

    মল্লিক জামান, রামপাল(বাগেরহাট)প্রতিনিধিঃ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-৩ (রামপাল-মোংলা) সংসদীয় আসন থেকে আবারও নৌকার প্রার্থী হতে দলীয় মনোনয়ন ফর্ম  কিনেছেন  খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি কর্পোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা তালুকদার আব্দুল  খালেক এর সহধর্মিণী  বেগম হাবিবুন নাহার।
    বাগেরহাট-৩  আসন থেকে বেগম হাবিবুন নাহার তিন বার আওয়ামী লীগের  মনোনয়ন নিয়ে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। এরপর  সে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের  পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপ-মন্ত্রীর দায়িত্ব পালন করেন।
    রবিবার (১৯ নভেম্বর) সকালে ২৩ বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার হাত থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রীর ব্যক্তিগত সহকারী মোঃ রেদওয়ান মারুফ।
    মনোনয়ন ফর্ম সংগ্রহকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির  সাংগঠনিক সম্পাদক এস. এম. কামাল হোসেন, মোংলা উপজেলা আ’লীগের তথ্য ও গবেষণা সম্পাদক সাখাওয়াত হোসেন মিলন, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক দিলীপ কুমার মন্ডল, ধানমণ্ডি থানা ছাত্রলীগের সাবেক সভাপতি সুজাউদ্দিন (তুহিন), ঢাকা দক্ষিনের স্বেচ্ছাসেবকলীগের সাবেক সদস্য পিন্টু মজুমদারসহ আওয়ামী লীগ ও ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ  উপস্থিত ছিলেন।
    উল্লেখ্য, বেগম হাবিবুন নাহার  একজন বাংলাদেশী নারী রাজনীতিবিদ ও বারবার নির্বাচিত সংসদ সদস্য। তিনি ২০০৮ ও ২০১৮ সালের উপ-নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে বাগেরহাট-৩ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। একাদশ জাতীয়  সংসদ নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হওয়ার পর বাংলাদেশ সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন  মন্ত্রনালয়ে  উপমন্ত্রী হিসেবে দায়িত্ব পান।
    উপমন্ত্রী বেগম  হাবিবুন নাহার ২০০৮ সালে বাগেরহাট-৩ থেকে প্রথমবারের মত সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১৪ সালের নির্বাচনে এ আসনে তার স্বামী তালুকদার আবদুল খালেক বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত হয়। খুলনা সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী হয়ে নির্বাচন  করতে তালুকদার আবদুল খালেক পদত্যাগ করেন।  ২০১৮  সালের জুন মাসে  এ আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়। উপ-নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী হাবিবুন নাহার বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত হন।
  • অন্তঃসত্ত্বা নারীদের নিরাপদ ঠিকানা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।

    অন্তঃসত্ত্বা নারীদের নিরাপদ ঠিকানা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।

    নাহিদ মিয়া,মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি।
    হবিগঞ্জের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স অন্তঃসত্ত্বা মায়েদের জন্য নিরাপদ চিকিৎসা সেবার আধার হয়ে উঠেছে।
    আগে এখানকার একজন অন্তঃসত্ত্বা নারীকে নিয়ে পরিবারের লোকজনকে ব্যাপক শঙ্কায় থাকতে হতো। বেসরকারি হাসপাতালে চিকিৎসা নেওয়ার মতো আর্থিক সামর্থ্য না থাকায় অধিকাংশ পরিবারকে নির্ভর করতে হয় স্বাস্থ্য কমপ্লেক্সের সেবার ওপর। সেক্ষেত্রে সাধারণের প্রত্যাশার প্রতিফলন ঘটাতে সক্ষম হয়েছেন এখানকার কর্তব্যরত চিকিৎসক ও স্টাফরা।
    গত ৪ মাস ধরে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিরাপদে অন্তঃসত্ত্বা মায়ের সন্তান প্রসব করানো হচ্ছে। যেখানে একটিও দুর্ঘটনার তথ্য পাওয়া যায়নি, যার কারণে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপজেলার পার্শ্ববর্তী নাসিরনগর ও বিজয়নগরের মায়েরাও আসছেন সেবা নিতে। স্বল্প আয়ের মানুষেরা সরকারি খরচে নিরাপদে সন্তান প্রসব করাতে পারায় তারা অনেক খুশি। উপজেলার ভবানীপুর গ্রামের জলি ভট্টাচার্য নামে প্রসূতি মা জানান, সন্তান প্রসবের সময় ঘনিয়ে আসতেই উৎকণ্ঠায় ছিলেন নিরাপদ প্রসবের ব্যাপারে। মাধবপুর সরকারি হাসপাতালে অন্তঃসত্ত্বা মায়ের সেবার কথা শুনে হাসপাতালে গেলে ডাক্তার ও নার্সদের সেবায় সে উৎকণ্ঠা কেটে যায়। পরীক্ষা-নিরীক্ষা থেকে শুরু করে সব কিছুতেই ছিল যত্ন। অবশেষে সন্তান প্রসব হয়েছে নিরাপদে।
    মাধবপুর পৌরসভার ৬নং ওয়ার্ডের পিংকি আক্তার নামে এক প্রসূতি মা জানান, মাধবপুর সরকারি হাসপাতাল অন্তঃসত্ত্বা মায়েদের জন্য নিরাপদ ঠিকানা। অনেক অসহায় গরিব অন্তঃসত্ত্বা মা অর্থের অভাবে বাড়িতে সন্তান প্রসব করাতে গিয়ে প্রসবকালীন নানা জটিলতায় পড়েন। মাধবপুর সরকারি হাসপাতালে স্বাভাবিক প্রসব ও সিজারের সব ব্যবস্থাই আছে।উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ইশতিয়াক আল মামুন জানান, গত জুলাই মাস থেকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অন্তঃসত্ত্বা মায়েদের সব ধরনের চিকিৎসাসেবা নিশ্চিত করা হয়েছে। গত ৪ মাস হাসপাতালে নিরাপদে ১১ জন অন্তঃসত্ত্বা মা নিরাপদে সন্তান প্রসব করেছেন।
  • রামপালে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ-ইউপি সদস্য গ্রেফতার।

    রামপালে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ-ইউপি সদস্য গ্রেফতার।

    রামপাল(বাগেরহাট)প্রতিনিধিঃ বাগেরহাটের রামপাল উপজেলার বাইনতলা ইউনিয়নের দূর্গাপুর  এলাকায় পুর্ব শত্রুতার জের ধরে  প্রতিপক্ষের হামলায়  মিজানুর রহমান (৫০) নামের এক ব্যক্তি আহত হয়েছেন। আহত মিজানুর উপজেলার বাইনতলা ইউনিয়নের দুর্গাপুর গ্রামের বাসিন্দা। গত (১৬ নভেম্বর) এ ঘটনা ঘটে। এ বিষয়ে  রামপাল থানায় একটি মামলা দায়ের হয়েছে।
    এ ঘটনায় একই এলাকার ৩ নং ওয়ার্ডের  ইউপি সদস্য  মোল্লা শাহিনকে পুলিশ গ্রেফতার  করে জেল হাজতে প্রেরণ করেছে।
    আহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে যে,   ঘটনার দিন গত (১৬ নভেম্বর) সকালে মিজানুর রহমান  স্থানীয় দর্গাপুর  স্কুলের সামনে আসলে সেখানে ইউপি সদস্য শাহিনের সাথে তার তুচ্ছ ঘটনা নিয়ে কথা কাটকাটি হয়। এরপর তিনি তার বাড়ির দিকে রওয়ানা হয়। এসময় তিনি  প্রতিপক্ষ শাহিনের  বাড়ির সামনে পৌঁছালে শাহিন ও তার সহযোগীরা হামলা চালিয়ে এলোপাতাড়ি ভাবে মারধর করে। এক মারধরের এক পর্যায়ে তিনি গুরুতর আহত হন। স্থানীয় লোকজন ও তার পরিবার  তাকে উদ্ধার করে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
    এ বিষয়ে রামপাল থানার অফিসার-ইন-চার্জ এস.এম. আশরাফুল আলম এ প্রতিবেদককে  জানান,এ ঘটনার পর আহত মিজানের স্ত্রী বাদী হয়ে ৬ জনের নামে থানায় এজাহার দাখিল করেছেন। এ সংঘর্ষের মূলহোতা শাহিনকে আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
  • হরতালের সমর্থনে ঠাকুরগাঁওয়ে মহিলা দলের বিক্ষোভ।

    হরতালের সমর্থনে ঠাকুরগাঁওয়ে মহিলা দলের বিক্ষোভ।

    বিএনপির-ডাকা ৪৮ ঘণ্টা হরতালের সমর্থনে ও বিএনপির মহাসচিবসহ দলের নেতাকর্মীদের গ্রেপ্তার এবং নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ঠাকুরগাঁও জেলা মহিলা দল। এতে অংশ নেন আইজীবী ফোরামের নেতারাও। তবে মিছিল মেষে এক আইজীবীকে আটক করে পুলিশ।
    শনিবার (১৮ নভেম্বর) বিকেলে বিএনপির জেলা মহিলা দলের সভাপতি ফোরাতুন নাহার প্যারিসের নেতৃত্বে একটি বিক্ষোভ  মিছিল বের হয়। মিছিলটি দলীয় কার্যালয়ে থেকে বের হয়ে শহরের আমতলা হয়ে পুন:রায় দলীয় কার্যালয়ে ফিয়ে যায়। এসময় নেতাকর্মীরা সরকারের পদত্যাগ ও বেগম খালেদা জিয়ার মুক্তি দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
    পরে সেখানেই তারা সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন। এসময় ইয়াজুল ইসলাম নামে এক আইজীবীকে দলীয় কার্যালয়ের সামনে থেকে পুলিশ  তাকে আটক করে। এসময় তাকে টেনে হিচড়ে ভ্যানে তুলে। আইজীবিকে আটকের সময় জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক নাজমা আক্তার শিখার সাথে পুলিশের ধস্তাধস্তি হয়।
    এ বিষয়ে জেলা মহিলা দলের সভাপতি ফোরাতুন নাহার প্যারিস বলেন, ‘গত ২৮ তারিখের শান্তিপূর্ণ মহাসমাবেশে আওয়ামী লীগ হামলা চালিয়েছে। প্রধান বিচারপতির বাসভবনে তারাই হামলা চালিয়েছে, পুলিশ ফাঁড়িতেও তারাই হামলা চালিয়েছে। বিএনপি এসব কিছু করেনি। তবুও তারা মিথ্যা মামলায় গেপ্তার-হয়রানি করছে। আগামীকাল হরতালের সমর্থনে আজও একটি বিক্ষোভ মিছিল বের করলে শহর ঘুরে আসার পর এক আইনজীবীকে আটক করে পুলিশ। যা নিন্দনীয়। অবিলম্বে তার মুক্তির দাবি করছি। বিএনপির দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা মাঠে থাকবেন বলে জানান তিনি।
    আইনজীবীকে আটকের ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ কবির জানান,   উস্কানির অভিযোগে ইয়াজুল ইসলামকে আটক করা হয়েছে।
  • ঘুর্ণিঝড় মিধিলির প্রভাবে মাধবপুরে বীজ উৎপাদন কেন্দ্রসহ জমির ফসল ক্ষতির আশঙ্কা।

    ঘুর্ণিঝড় মিধিলির প্রভাবে মাধবপুরে বীজ উৎপাদন কেন্দ্রসহ জমির ফসল ক্ষতির আশঙ্কা।

    নাহিদ মিয়া,মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি।
    ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে হবিগঞ্জের মাধবপুর উপজেলার টানা বৃষ্টির পানিতে তলিয়ে গেছে কয়েক শতাধিক হেক্টর আমন ধানের জমি। উপজেলার ইটাখোলা বিএডিসি‍‍`র বীজ উৎপাদন কেন্দ্রে আমন ধান ও আলু চাষের জমিতে ব্যাপক ক্ষয় ক্ষতি হয়েছে।
    গত বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ১৭ নভেম্বর শেষ রাত পর্যন্ত অব্যাহত ভারি বর্ষণে এ অবস্থার সৃষ্টি হয়েছে। বৃষ্টি অব্যাহত থাকলে আমন ধান ও আলু চাষে আরো ক্ষতিগ্রস্ত হবে বলে মনে করছেন চাষিরা।
    জানা গেছে ,ঘূর্ণিঝড় “মিধিলি”র কারণে মাধবপুর ইটাখোলা বিএডিসি সহ উপজেলার প্রায় ৬৫ হেক্টর ফসলি জমির ক্ষতির আশঙ্কা।
    বিএডিসি, ইটাখোলা-এর সিনিয়র সহকারী পরিচালকের সাথে কথা বলে জানা যায়, প্রায় ২৭.৯৩ হেক্টর জমিতে আমন ধান ও আলু চাষ করা হয় তার মধ্যে  ০৭ হেক্টর জমিতে আমন বীজ ফসলের ধান গাছ ও ০২ হেক্টর আলু চাষকৃত জমি বৃষ্টিপাতে পানিতে ডুবে যায়।
    উপজেলার মোক্তার হোসেন নামে এক কৃষকের সাথে কথা বললে জানান, তার প্রায় ১৫ হেক্টর জমির আমন ধানের ক্ষয় ক্ষতি হয়।
    দিলীপ নামের অপর কৃষকের ২০ হেক্টর জমির ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি পানিতে আমন ধান মাটিতে পড়ে যাওয়ায় ব‍্যাপক ক্ষয়ক্ষতি আশঙ্কা।
    মাধবপুর উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুন হাসান জানান, ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে কিছু নিচু আমন ধানের জমি ক্ষয়ক্ষতি হতে পারে, তাছাড়া পানি নিষ্করনের ভালো ব্যবস্থা থাকলে আলু জমির তেমন ক্ষয়ক্ষতি হবে না। মনে করছেন তিনি।