Author: admin

  • মাধবপুরে ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার।

    মাধবপুরে ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার।

    নাহিদ মিয়া,মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি।
    হবিগঞ্জের মাধবপুরে বিপুল পরিমাণ ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২১শে নভেম্বর) ভোররাতে মাধবপুর থানাধীন কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর গোলাম মোস্তফা’র নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ধর্মঘর ইউনিয়নের রাজেন্দ্রপুর গ্রামের রাস্তায় অভিযান চালিয়ে ১হাজার পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার  করেন। গ্রেফতারকৃতরা হলো মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের শিয়ালউড়ি গ্রামের তারন আলীর পুত্র আশরাফ আলী (৩৮) ও আমিন খান এর পুত্র মজিদ মিয়া (৩৪) এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার মনিপুর গ্রামের আবু মিয়া’র পুত্র বাবুল মিয়া (২৮)। এ বিষয়ে মাধবপুর থানার ওসি মো: রকিবুল ইসলাম খাঁন সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু প্রকৃয়াধীন।
  • রামপালে রাস্তায় অগ্নিসংযোগের সময় যুবক আটক।

    রামপালে রাস্তায় অগ্নিসংযোগের সময় যুবক আটক।

    রামপালে রাস্তায় অগ্নিসংযোগের সময় যুবক আটক

    রামপাল(বাগেরহাট)প্রতিনিধিঃ বাগেরহাটের রামপালে রাস্তায় আগুন  জ্বালিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টির অভিযোগে মো. নাজমুল আহসান (৪১) নামের এক যুবককে আটক করেছে রামপাল থানা পুলিশ।
    সে উপজেলার বাঁশতলী ইউনিয়নের গিলাতলা এলাকার গাজী আ. হাকিমের ছেলে।
    গতকাল সোমবার (২০ নভেম্বর)  উপজেলার ভাগা বাজার এলাকায় রাস্তায় আগুন দেওয়ার সময় রামপাল থানা পুলিশের একটি দল নাজমুলকে হাতেনাতে আটক করে।
    রামপাল থানা সূত্রে জানা গেছে যে, অভিযুক্ত যুবক নাজমুল হাসান ভাগা বাজার এলাকায়  কিছু ঝুট(পুরোনো কাপড়) দিয়ে  রাস্তায় আগুন জ্বালায়। এসময় ঐ এলাকায় টহলরত থানা পুলিশের একটি দল তাকে আটক করে।
    এ বিষয়ে রামপাল থানার অফিসার-ইন-চার্জ এস. এম. আশরাফুল আলম এ প্রতিবেদককে জানান যে, গতকাল রামপালের গুরুত্বপূর্ণ ভাগা বাজার এলাকায় অগ্নি সন্ত্রাসের চেষ্টা চালায় নাজমুল হাসান নামের এক যুবক। এসময় তাকে থানা পুলিশের টহলরত একটি দল তাকে আটক করে। তার বিরুদ্ধে একটি মামলা রুজু করা হয়েছে এবং আজ (২১ নভেম্বর) তাকে  বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
  • অগ্নিদগ্ধ হয়ে গাঁজায় নিহতদের স্মরণে ঠাকুরগাঁওয়ে প্রদীপ প্রজ্বালন।

    অগ্নিদগ্ধ হয়ে গাঁজায় নিহতদের স্মরণে ঠাকুরগাঁওয়ে প্রদীপ প্রজ্বালন।

    গাজায় ইসরায়েলের বর্বর হামলা এবং বাংলাদেশের রাজনীতির নামে অগ্নিসন্ত্রাসের নিন্দা ও অগ্নিদগ্ধ হয়ে নিহতদের স্মরণে প্রদীপ প্রজ্বালন করেছে ঠাকুরগাঁও সম্মিলিত সাংষ্কৃতিক জোট।
     মঙ্গলবার (২১ নভেম্বর) সন্ধায় স্থানীয় কেন্দ্রীয় শহীদ মিনারে এই কর্মসূচি পালন করা হয়।
    সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি অনুপম মনির সভাপতিত্বে ঘন্টাব্যাপী এই কর্মসূচিতে অন্যান্যের মধ্যে সংগঠনটির সাধারন সম্পাদক পার্থ সারথী দাস, বীর মুক্তিযোদ্ধা নরেন্দ্র নাথ সরকার, জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার সৈয়দ জাকির হোসেন, নিশ্চন্তপুর থিয়েটারের সভাপতি রাশেদুল আলম লিটন,নূরে আলম উজ্জ্বল, শাপলা নাট্য গোষ্ঠীর সদস্য শান্তি হোসেন সহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
    এসময় বক্তারা অবিলম্বে গাজায় নির্মম হামলা বন্ধ ও সেই সাথে বাংলাদেশে সম্প্রতি অগ্নি সন্ত্রাসের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। এছাড়া এসময় রুদ্র নৃত্রালয়, তারুণ্য একাডেমি, বটমূল সাংস্কৃতিক একাডেমি, গণসংগীত মঞ, কুশ শিশু নিকেতন, কর্নেট সাংস্কৃতিক গোষ্ঠী, সপ্তধ্বনী সংগীত বিদ্যালয় সহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন ও কর্মীরা উপস্থিত ছিলেন।
  • কমলগঞ্জে অপহরণ-ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামি গ্রেপ্তার।

    কমলগঞ্জে অপহরণ-ধর্ষণ মামলার পলাতক প্রধান আসামি গ্রেপ্তার।

    নিজস্ব প্রতিবেদক, জালাল উদ্দিন। মৌলভীবাজারের কমলগঞ্জে সপ্তম শ্রেণির ১২ বছর বয়সি এক কিশোরীকে অপহরণ ও ধর্ষণ মামলার প্রধান আসামিকে চট্টগ্রামের কর্ণফুলী থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গত রবিবার রাতে কর্ণফুলীর বন্দর কাফকো সেন্টার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
    গ্রেফতারকৃত, আলাল মিয়া (১৯) মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার দক্ষিণ গুলের হাওর গ্রাম এলাকার ছাবুল মিয়ার ছেলে।
    মামলার এজাহার সূত্রে জানা যায়, আলাল মিয়া সপ্তম শ্রেণির (১২) কিশোরীকে স্কুলে আসা-যাওয়ার পথে প্রায়ই উত্ত্যক্ত করত। একপর্যায়ে গত ৭ সেপ্টেম্বর বিকেলে ওই কিশোরীকে তাদের বাড়ির সামনে থেকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। অপহরণের পর ওই কিশোরীকে ধর্ষণ করে। একদিন পর ওই কিশোরীকে আলালের মামার বাড়ি থেকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে তার পরিবার। পরে তাকে জেলা ২৫০ শয্যা বিশিষ্ট মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে চিকিৎসার জন্য ভর্তি করা হয়।
    এদিকে ওই ঘটনায় অপহৃত কিশোরীর মা বাদী হয়ে গত ৭ অক্টোবর কমলগঞ্জ থানায় আলাল মিয়াকে প্রধান আসামি করে একটি অপহরণ ও ধর্ষণ মামলা দায়ের করলে, এরপর থেকে আলাল মিয়া আত্মগোপন করে। পরে আলাল চট্টগ্রামে অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে কর্ণফুলী থানার সেন্টার এলাকায় অভিযান চালিয়ে গত রবিবার রাতে সেখান থেকে তাঁকে গ্রেপ্তার করে র‍্যাব।
    কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী বলেন, র‍্যাব-৭ এর জ্যেষ্ঠ সহকারী পরিচালক (গণমাধ্যম) মোঃ নুরুল আবছার আমাদের জানিয়েছেন, অভিযান চালিয়ে আলাল মিয়াকে গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে আলাল মিয়া ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাই তাঁকে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার জন্য কমলগঞ্জ থানায় হস্তান্তর করেন।
  • মাধবপুরে দুই ডাকাত আটক।

    মাধবপুরে দুই ডাকাত আটক।

    মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি।
    হবিগঞ্জের মাধবপুরে ডাকাতির প্রস্তুতি কালে দুই ডাকাতকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২১ নভেম্বর) রাতে মাধবপুর থানাধীন কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর গোলাম মোস্তফা’র নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ধর্মঘর ইউনিয়নের চক রাজেন্দ্রপুর গ্রামে অভিযান চালিয়ে ও এলাকাবাসীর সহযোগিতায় ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার দাড়িয়াপুর গ্রামের ফুল মিয়া’র পুত্র এনু মিয়া (৪৮) ও কসবা উপজেলার বিনাউটি গ্রামের হাবিল মিয়া’র পুত্র শাহীন মিয়া (৪২) কে আটক করে। এসময় পুলিশের উপস্থিত টের পেয়ে তাদের ১৪/১৫ জন সহযোগী পালিয়ে গেছে । এ বিষয়ে মাধবপুর থানার ওসি মো: রকিবুল ইসলাম খান সত্যতা নিশ্চিত করে জানান, ধৃত ব্যাক্তিদের বিরুদ্ধে মামলা রুজু প্রকৃয়াধীন আছে। পলাতক ডাকাতদেরকে গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।
  • দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজারের ৪টি আসনে নৌকার মনোনয়ন প্রত্যাশী ২৭ জন।

    দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজারের ৪টি আসনে নৌকার মনোনয়ন প্রত্যাশী ২৭ জন।

    নিজস্ব প্রতিবেদক,জালাল উদ্দিন। বিএনপি ও সমমনা দলগুলোর সরকারবিরোধী অবস্থানের মধ্যেই শনিবার থেকে আনুষ্ঠানিকভাবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি শুরু করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী দ্বাদশ জাতীয় নির্বাচন আগামী ৭ জানুয়ারি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করার জন্য শনিবার ১৮ নভেম্বর ২০২৩ইং, দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীরা দলীয় মনোনয়নপত্র ক্রয় করছেন। ২১ নভেম্বর পর্যন্ত দলীয় মনোনয়নপত্র সংগ্রহ ও জমার তারিখ নির্ধারণ করে দিয়েছে দলটি।
    মৌলভীবাজার জেলার ৪টি আসনে আওয়ামী লীগের পক্ষে নির্বাচনে অংশ নিতে দলের মনোনয়ন চেয়েছেন ২৭ জন নেতা। এরমধ্যে রয়েছেন এসব আসনের সংসদ সদস্যসহ কেন্দ্র ও জেলা পর্যায়ের প্রথম সারিরা নেতারা।
    শনিবার, রবিবার ও সোমবার বিকেল পর্যন্ত আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়ে জেলার পৃথক ৪ আসনে আওয়ামী লীগের মনোনয়নপত্র জমা দিয়েছেন যারা।
    মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন, সাবেক উপজেলা চেয়ারম্যান রফিকুর ইসলাম সুন্দর, উপজেলা আওয়ামীলীগের সাংঘঠনিক সম্পাদক জাহাঙ্গির আলম।
    মৌলভীবাজার-২ (কুলাউড়া) কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, প্রধানমন্ত্রীর প্রোটকাল অফিসার মোহাম্মদ আবু জাফর, পৌর মেয়র সিপার উদ্দিন আহমদ, উপজেলা চেয়ারম্যান এ কে এম শফি আহমদ সলমান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি রফিকুল ইসলাম রেনু, যুক্তরাজ্য প্রবাসী আওয়ামী লীগ নেতা মোঃ আতাউর রহমান শামিম।
    মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) বর্তমান সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি নেছার আহমদ, সংরক্ষিত নারী আসনের বর্তমান সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন, সাবেক সংসদ সদস্য ও প্রয়াত সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলীর সহধর্মিনী সৈয়দা সায়রা মহসিন, মৌলভীবাজার পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফজলুর রহমান, সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামাল হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মালিক তরফদার (ভিপি সোয়েব), যুক্তরাজ্য প্রবাসী আওয়ামী লীগ নেতা এম এ রহিম (সিআইপ), কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি সুব্রত পুরকায়স্থ, জেলা যুবলীগ সভাপতি সৈয়দ রেজাউর রহমান সুমন, কানাডা প্রবাসী আওয়ামী লীগ নেতা সৈয়দ আব্দুল গফ্ফার, রাজনগর উপজেলা চেয়ারম্যান শাজাহান খান।
    মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসন থেকে দলটির মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন, বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ, অনুমিত হিসাব সম্পর্কিত কমিটির সভাপতি উপাধ্যক্ষ ড. মোঃ আব্দুস শহীদ এমপি, কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক্ষ রফিকুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড.আজাদুর রহমান, জেলা আওয়ামীলগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ মনসুরুল হক, কেন্দ্রীয় আওয়ামীলীগের পরিবেশ বন উপ কমিটির সদস্য নবারন দাস রিপন।
  • রামপালে চোরাই গরুসহ চোর চক্রের ৩ সদস্য গ্রেফতার।

    রামপালে চোরাই গরুসহ চোর চক্রের ৩ সদস্য গ্রেফতার।

    মল্লিক জামান,রামপাল(বাগেরহাট) প্রতিনিধিঃ বাগেরহাটের রামপালে থানা পুলিশ অভিযান চালিয়ে চোরাই গরুসহ চোর চক্রের তিন সদস্যকে আটক করেছে। আটককৃত চোরদের মঙ্গলবার (২১ নভেম্বর) পুলিশ বিজ্ঞ আদালতে পাঠিয়েছে।
    আটককৃতরা হলেন-চোর চক্রের মূলহোতা উপজেলার রামপাল সদর ইউনিয়নের রামপাল গ্রামের মৃত কাদের খাঁ’র ছেলে মো. কবির খাঁ(৫০), একই এলাকার মৃত শাহজাহান শেখ’র ছেলে জাহিদ শেখ(৪২) ও জেলার ফকিরহাট উপজেলার মাসকাটা এলাকার মোহাম্মদ আলী শেখ’র ছেলে মো. জামাল শেখ(৩২)।

    সোমবার রাতে থানা পুলিশ গোপণ সূত্রে খবর পায়  যে, রামপাল খেয়াঘাট এলাকায় চোর চক্রের মূলহোতা কবির উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে গরু চুরি করে এনে তার নিজ বাড়ির গোয়াল ঘরে রেখেছে। এ খবর পেয়ে সাব-ইন্সফেক্টর চিন্ময় মন্ডল’র নেতৃত্বে থানা পুলিশের একটি চৌকস দল গোয়াল ঘরে অভিযান চালায়। সে সময় পুলিশ কবিরের গোয়ালে থানা ৪টি গরু উদ্ধার করে। উদ্ধার গরুর আনুমানিক বাজার মূল্য ৩ লক্ষ ৩০ হাজার টাকা।

    এ বিষয়ে রামপাল থানার অফিসার-ইনচার্জ এস. এম. আশরাফুল আলম সাংবাদিকদের জানান, গতরাতে অভিযান চালিয়ে চোরাই গরুসহ গরুচোর চক্রের মূলহোতা কবিরসহ আরো দুইজনকে আটক করা হয়েছে এবং আজ  (২১ নভেম্বর) আসামিদের বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

  • রাণীশংকৈলে রাস্তা নির্মাণে নিম্নমানের ইট ও বালু’ ব্যবহারের অভিযোগ।

    রাণীশংকৈলে রাস্তা নির্মাণে নিম্নমানের ইট ও বালু’ ব্যবহারের অভিযোগ।

    ঠাকুরগাঁও রাণীশংকৈল উপজেলার একটি নতুন রাস্তা নির্মাণে নির্ন্মমানের ইট ও রাবিশ বালু ব্যবহারের অভিযোগ উঠেছে।
     ইটভাটার পরিত্যক্ত, ভাঙ্গাচোরা, সাল্টি, গড়েয়াসহ নির্ন্মমানের ইট দিয়ে খোয়া করে রাস্তার সাব ব্যাচে দেওয়া হচ্ছে। এছাড়া কম দামের রাবিশ বালু দিয়ে রাস্তার সাব ব্যাচ তৈরী করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
    সরেজমিনে গিয়ে দেখা যায়, রাস্তাটি মাটি খনন করে তাতে সাব ব্যাচের জন্য খোয়া ও রাবিশ বালু দেওয়া হয়েছে। স্থানীয় চাপোড় পার্বতীপুর দাখিল মাদ্রাসার মাঠে ইটের স্তুপ করে সেখানেই খোয়া ভেঙ্গে রাস্তায় দেওয়া হচ্ছে। ইটের স্তুপে দেখা যায়, ভাটার যত ভাঙ্গাচোরা,গড়েয়া পরিত্যক্তসহ নির্ন্মমানের ইট রয়েছে সেগুলো সেখানে স্তুপ করা হয়েছে। সেখান থেকেই ভাঙ্গা হচ্ছে খোয়া।
    স্থানীয় বাসিন্দা মাহবুব আলম বলেন,দীর্ঘ প্রতিক্ষার পর একটি পাকা রাস্তা পেতেঁ যাচ্ছি। অথচ ভাটার যত ময়লা ইট আছে সেগুলো খোয়া করে রাস্তায় দেওয়া হচ্ছে। ভাটার যত পরিত্যক্ত ইট এখানে খোয়া হিসাবে ব্যবহার হচ্ছে।
    আরেক বাসিন্দা আনিসুর রহমান বলেন, এক টলি বালু’র দাম কমপক্ষে বর্তমান বাজারে এক হাজার পাচঁশত টাকা। আর এক ট্রলি রাবিশ বালু পাঁচ থেকে সাতশত টাকা। তাই ঠিকাদার বালু’র বদলে রাবিশ বালু দিয়ে একদিকে যেমন সরকারের টাকা আত্মসাত করছেন।
    অন্যদিকে সরকারের উন্নয়ন মুলক কাজেও ব্যঘাত ঘটাচ্ছেন। স্থানীয় একাধিক বাসিন্দা বলেন, রাবিশ বালু প্রায় মাটির মত। এই রাস্তায় রাবিশ দিয়ে রোলার করার পর মাটির মত শক্ত হয়ে গেছে। সেখানে পানি দেওয়া হলে কাদাঁ হয়ে যায়। বালু কি কখনো কাদাঁ হয়। তারা বলেন এভাবে রাস্তা নির্মাণ করলে রাস্তাটি তাদের মতে বেশিদিন ভালো থাকবে না। তারা দাবী জানিয়েছেন সঠিক নিয়মে যেন রাস্তাটি নির্মাণ কাজ শেষ হয়।
    স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতাধীন  চাপোড় পার্বতীপুর মাদ্রাসা থেকে পার্বতীপুর লেহেম্বা সুইচগেট  প্রযর্ন্ত এক কিলোমিটার রাস্তা নির্মাণ প্রায় এক কোটি ৯লাখ ৩৪ হাজার ৯৩৩ টাকায় কাজটি চুক্তিবদ্ধ হয়েছে এম এস অটো রাইস মিল নামক ঠিকাদার প্রতিষ্ঠান।
    এ প্রসঙ্গে এম এস অটো রাইস মিল নামক ঠিকাদার প্রতিষ্ঠানের ঠিকাদার আব্দুস সামাদ মুঠোফোনে বলেন, ইট,বালু ভালো মানের দেওয়া হচ্ছে। সেখানে কোন ধরনের নির্ন্মমানের মালামাল নেই।
    উপজেলা প্রকৌশলী মাঈনুল ইসলামের দৃষ্টি আকর্ষণ করলে তিনি জানান, নির্ন্মমানের ইট বা বালু ব্যবহার হলে সেগুলো সেখান থেকে অপসারণ করা হবে।
  • রামপাল কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত।

    রামপাল কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত।

    মল্লিক জামান, রামপাল(বাগেরহাট)প্রতিনিধিঃ বাগেরহাটের রামপাল উপজেলার রামপাল সরকারি কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
    সোমবার (২০ নভেম্বর) সকাল ১১টার সময় রামপাল কলেজের আয়োজনে কলেজ অডিটোরিয়াম হল রুমে এ অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।
    কলেজের অধ্যক্ষ(ভারপ্রাপ্ত) সমীর কুমার বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক মো. নজরুল ইসলাম, প্রভাষক মো. সাইফুল আলম বকতিয়ার, জীবন দূতি চক্রবর্তী, মানবেশ রায়, মো. মোস্তফা কামাল পলাশ, আরিফা সুলতানা, মো. তাওহিদুল ইসলাম , অভিভাবক শেখ রাজু আহমেদ,  মো. হাফিজুর রহমান,  জিতেন অধিকারী প্রমুখ।
    এসময় কলেজের সকল বিভাগের শিক্ষকবৃন্দ , শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। উপস্থিত শিক্ষক ও অভিভাবকবৃন্দ এ সময় শিক্ষার্থীর লেখাপড়ার মানোন্নয়নে,শিক্ষার পরিবেশ,পড়াশোনার প্রতি মনোনিবেশ গড়ে তোলাসহ বিভিন্ন পরামর্শ প্রদান করেন।
  • মৌলভীবাজারে হরতালের সমর্থনে জেলা বিএনপির বিক্ষোভ মিছিল।

    মৌলভীবাজারে হরতালের সমর্থনে জেলা বিএনপির বিক্ষোভ মিছিল।

    নিজস্ব প্রতিবেদক জালাল উদ্দিন। বর্তমান সরকারের পদত্যাগ, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ও নির্বাচনের তফসিল বাতিলের দাবীতে মৌলভীবাজার জেলা বিএনপি হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল বের করেছে।
    সোমবার ২০ নভেম্বর ২০২৩ইং, বিকাল তিনটার সময় শহরের পুরাতন হাসপাতাল সড়কে বাজার স্কুলের সামন থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। এর পর মিছিলটি সৈয়দ সিকন্দর আলী সড়কে গিয়ে শেষ হয়।
    হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন- জেলা বিএনপির সদস্য ও জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক ইসহাক আহমদ চৌধুরী মামনুন, জেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক ও জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আকিদুর রহমান সোহান।
    এ সময় বিক্ষোভ মিছিল উপস্থিত ছিলেন, সদর উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মীর শামীম, সহ-সাংগঠনিক সম্পাদক মঞ্জু হক, সহ-সাংগঠনিক সম্পাদক তোফায়েল আহমদ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক কাজল মাহমুদ, সদর উপজেলা যুব বিষয়ক সম্পাদক ওয়াহাবুর রহমান রুমেল, সাবেক যুবনেতা সৈয়দ রুমেল আহমদ, জেলা তাতিদলের সাবেক সদস্য সচিব জগলু আহমদ, সদর উপজেলা যুবদলের সদস্য আবেদ আলী, যুবদল নেতা আবু সুফিয়ান সিপন, জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক জুনেদ আলম, সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক তানিম আহমেদ ও ছাত্রনেতা পাপ্পু প্রমুখ উপস্থিত ছিলেন।
    বিক্ষোভ মিছিলে অংশ নেওয়া নেতৃবৃন্দরা বক্তব্যে বলেন, আমাদের আন্দোলন সফলতার চূড়ান্ত পর্যায়ে এসে পৌঁছেছে। সরকারের বিরুদ্ধে চারদিক থেকে অন্ধকার ধেয়ে আসছে। অবৈধ সরকার মসনদ আর ধরে রাখতে পারবে না। নির্দলীয় নিরপেক্ষ সরকার ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন জনগণ হতে দেবে না। অচিরেই সরকার পদত্যাগ করতে বাধ্য হবে।
    মিছিলে অংশ নেওয়া নেতৃবৃন্দরা আরও বলেন, আগের মতো প্রহসনের নির্বাচন করলে জনগণ মানবে না, সারা বাংলাদেশের জনগণকে সঙ্গে নিয়ে সারা দেশ অচল করে দেওয়া হবে বলে জানান তারা।