Author: admin
-
ঠাকুরগাঁওয়ে ৩ মাসের শিশু প্রণয় আগুনে পুড়ে ছাই।
আনোয়ার হোসেন,রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:ঠাকুরগাঁওয়ে ভূল্লীতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে বসতবাড়িতে আগুন লেগে সাড়ে ৩ মাসের প্রণয় নামে এক শিশুর মৃত্যু হয়েছে।সোমবার (২৭ নভেম্বর ) দুপুর দেড়টার সময় সদর উপজেলার দেবীপুর ইউনিয়নের দক্ষিণ মণ্ডল পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।স্থানীয় জানায়, দেবীপুরের মণ্ডলপাড়া গ্রামের দিপু চন্দ্র রায় প্রতিদিনের মতো ভাটার কাজে বাইরে চলে যায়। দুপুরে দিপুর স্ত্রী শিশু প্রণয়কে ঘুমিয়ে রেখে বাইরে গেলে বৈদ্যুতিক শর্ট সার্কিটে থেকে আগুন লেগে বসতঘড়ের সব আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। পরে স্থানীয়রা আগুন দেখে চিৎকার করলে আশেপাশের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় ঘরে ঘুমিয়ে থাকা শিশু প্রণয় পুড়ে অঙ্গার হয়ে যায়। পরে পুড়ে যাওয়া ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।ভূল্লী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, বৈদ্যুতিক আগুন থেকে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে এবং এক শিশুর মৃত্যুতে থানায় একটি ইউডি মামলা করা হয়েছে। -
দ্বাদশ সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-৩ আসনে নৌকার মনোনয়ন পেলেন ইমদাদুল হক।
আনোয়ার হোসেন,রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে পরাজিত হওয়ার পর পীরগঞ্জ-রানীশংকৈল উপজেলা নিয়ে গঠিত ঠাকুরগাঁও-৩ আসনে দীর্ঘ ২২ বছরেও কোনো আওয়ামীলীগ নেতাকে নৌকার টিকিট দিয়ে নির্বাচনে পাঠায়নি দলটি। আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে এ আসনে পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য মো. ইমদাদুল হককে নৌকার টিকিট দেয়া হয়েছে।আওয়ামী লীগ ঘোষিত ২৯৮ আসনের মনোনীত প্রার্থীর তালিকায় রোববার ঠাকুরগাঁও-৩ আসনের প্রার্থী হিসেবে এই সাবেক এমপির নাম এসেছে।দলীয় সূত্রে জানা যায়, ১৯৯১ সালে মোকলেসুর রহমান ও ১৯৯৬ সালের নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. ইমদাদুল হক দল থেকে মনোনয়ন পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০১ সালের সংসদ নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী হাফিজ উদ্দিন আহম্মেদ জয় পান এবং তিনি ধরে রাখেন আসনটি।পরে ২০০৮ ও ২০১৪ সালে ইমদাদুল হক দল থেকে মনোনয়ন পেয়েও জোটগত কারণে আসনটি ছেড়ে দিতে হয়। ২০০৮ সালে মহাজোটের মনোনয়ন পেয়ে জাতীয় পার্টির হাফিজ উদ্দিন আহম্মেদ সংসদ সদস্য নির্বাচিত হন। আর ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনে মহাজোটের শরিক দল জাতীয় পার্টি ও ওয়ার্কার্স পার্টির একজন করে প্রার্থী থাকায় স্থানীয় আওয়ামী লীগের সমর্থন পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন ওয়ার্কার্স পার্টির প্রার্থী ইয়াসিন আলী।আওয়ামী লীগের স্থানীয় নেতা-কর্মীরা জানান, ২০১৮ সালের নির্বাচনে আসনটি আবারও ১৪ দলের শরিক বাংলাদেশের ওয়ার্কার্স পার্টিকে ছেড়ে দেয় আওয়ামী লীগ। ওই নির্বাচনে ওয়ার্কার্স পার্টি থেকে নৌকা প্রতীক নিয়ে প্রার্থী হন ইয়াসিন আলী, কিন্তু কেন্দ্রের এই সিদ্ধান্তে স্থানীয় আওয়ামী লীগ নেতা-কর্মীদের ক্ষোভ দেখা দেয়। নির্বাচনে স্বতন্ত্র হয়ে নির্বাচন করেন ইমদাদুল হক। আর এই বিভাজনের কারণে তাদের দুজনই বিএনপির প্রার্থী জাহিদুর রহমানের কাছে পরাজিত হন। বিগত নির্বাচনগুলোতে জোটগত কারণে এ আসনটিতে নৌকার প্রার্থীকে নৌকা না দিয়ে শরিক দলের প্রার্থীকে নির্বাচনে পাঠানো হয়েছে বলে জানান আওয়ামী লীগের নেতা-কর্মীরা।নারী সংরক্ষিত আসনের সাবেক এমপি সেলিনা জাহান লিটা বলেন, ‘দীর্ঘ ২২ বছর পর আওয়ামী লীগের কোনো নেতাকে মনোনীত করায় আমরা আনন্দিত। আমরা চেয়েছিলাম এখানে আওয়ামী লীগের নেতাকে নৌকা মার্কার জন্য মনোনীত করা হোক।’রানীশংকৈল উপজেলা ভাইস চেয়ারম্যান ও স্বেচ্ছাসেবক লীগ নেতা সোহেল রানা বলেন, ‘আমরা তৃণমূলের নেতা-কর্মীরা আনন্দিত এবং সাধারণ মানুষও আনন্দিত। দীর্ঘদিন এখানে কোনো আওয়ামী লীগ নেতা নৌকার প্রার্থী না থাকায় আওয়ামী লীগের দুর্গ হিসেবে চেনা আসনটির কর্মীরা নিষ্ক্রিয় হতে চলেছিল।’আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে সাবেক এমপি ও আওয়ামী লীগ নেতা ইমদাদুল হক বলেন, ‘তৃণমূলের মানুষ অনেক খুশি। নাম ঘোষণার পর থেকে সাধারণ মানুষের ফোন ধরলেই তাদের আনন্দ অনুভব করছি। এর আগেও নৌকা পেয়েও ছেড়ে দিতে হয়েছিল।’এবারও এমন শঙ্কা আছে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘এবার এমন কোনো সম্ভাবনা দেখছি না। নৌকাকে বিজয়ী করে আসনটি পুনরুদ্ধার হবে। -
সানন্দবাড়ীতে রাজধানী টিভির ২য় প্রতিষ্ঠাবার্ষিকী পালন।
ফরিদুল ইসলাম ফরিদ, দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের সানন্দবাড়ীতে নানা আয়োজনে উদযাপিত হলো রাজধানী টিভির ২য় প্রতিষ্ঠাবার্ষিকী।সানন্দবাড়ীতে নানা আয়োজনের মধ্য দিয়ে দেশের বহুল প্রদর্শিত রাজধানী টিভির ২য় তম বর্ষপূর্তি এবং ৩য় বর্ষে পদার্পণ পালিত হয়েছে।এ উপলক্ষে ২৭ নভেম্বর ২০২৩ ইং সকাল ১১ টায় সানন্দবাড়ী প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা, কেক কাটা ও র্যালি অনুষ্ঠিত হয়।সানন্দবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও রাজধানী টিভির দেওয়ানগঞ্জ উপজেলা প্রতিনিধি সাংবাদিক রশীদুল আলম শিকদার এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন সানন্দবাড়ী প্রেসক্লাবের সভাপতি, দৈনিক আজকের জামালপুর পত্রিকার উত্তরাঞ্চল প্রতিনিধি মো. আমিনুল ইসলাম আকন্দ, আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ আওয়ামীলীগ চরআমখাওয়া ইউনিয়ন শাখার সহ- সভাপতি ও সানন্দবাড়ী বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ নাজিম উদ্দীন।রাজধানী টিভি’র দেওয়ানগঞ্জ কি করেন প্রতিনিধি ও সানন্দবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রশীদুল আলম শিকদার স্বাগত বক্তব্য প্রদান করেন।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, চরআমখাওয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সানন্দবাড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক রেজাউল করিম লাভলু, সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের (ডিএসবি) আব্দুর রাকিব খান, সানন্দবাড়ী প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন রুবেল, দৈনিক দুর্জয় বাংলার দেওয়ানগঞ্জ উপজেলা প্রতিনিধি হারুন অর রশিদ, দৈনিক খবর পত্রের দেওয়ানগঞ্জ প্রতিনিধি মোস্তাইন বিল্লাহ, সাংবাদিক রিয়াদ হাসান, সাংবাদিক জিয়াউর রহমান, দৈনিক সারেজমিন পত্রিকার দেওয়ানগঞ্জ উপজেলা প্রতিনিধি ফরহাদ রেজা প্রমূখ।সভায় বক্তারা বলেন, রাজধানী টিভি একঝাঁক তরুণ ও প্রবীণ সাংবাদিকদের সমন্বয়ে এগিয়ে যাচ্ছে। রাজধানী টিভি সবসময় বস্তুনিষ্ঠ সংবাদ এবং সমাজের নানা অন্যায়, অসঙ্গতি, অনিয়ম-দুর্নীতির পাশাপাশি উন্নয়ন ও সফলতার খবর প্রকাশ করে আসছে।সারাদেশের সবকটি আইপি টিভির মধ্যে এই টিভি দ্রুত সময়ে পাঠকের মনে জায়গা করে নিয়েছে।তারা আরও বলেন, রাজধানী টিভির সম্পাদক তার নেতৃত্বে টিভিটি আরও এগিয়ে যাবে বলে বক্তারা প্রত্যাশা ব্যক্ত করেন।আলোচনা শেষে অতিথিরা এ টিভির প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন। পরে একটি র্যালি প্রেসক্লাবের সামনের সড়ক প্রদক্ষিণ করে। -
প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় ৮ম শ্রেণির ছাত্রীকে জোরপূর্বক ধর্ষণ-ধর্ষক গ্রেফতার।
মিজানুর রহমান লাভলু,কানাইঘাট প্রতিনিধিঃ কানাইঘাট উপজেলার ঝিংঙ্গাবাড়ী ইউনিয়নের লামা ঝিংঙ্গাবাড়ী পূর্বগ্রামের মেয়ে বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় মাদ্রাসার ৮ম শ্রেণির ছাত্রীকে (১৫) ধর্ষণের অভিযোগ উঠেছে। গ্রেফতারকৃত ইলিয়াছ উপর ঝিংঙ্গাবাড়ী হরিশিংমাটি গ্রামের মন্তাজ আলীর ছেলে।
অভিযোগ সূত্রে জানা যায় ভুক্তভোগী মাদ্রসায় আসা যাওয়ার সময় অটোরিক্সা (সিএনজি) চালক ইলিয়াছ প্রেম নিবেদন করিয়া উত্যক্ত করিত। ভুক্তভোগী ওই ছাত্রী বিষয়টি তাঁর মা বাবা আত্মীয়স্বজনকে জানায় । ভুক্তভোগীর পরিবার ইলিয়াছের আত্মীয়স্বজনের কাছে বিচার দেন।পরে ইলিয়াছ ভুক্তভোগীর প্রতি আক্রোশান্বিত হয়ে উঠে। গত শনিবার রাত অনুমান ১০টার সময় ভিকটিম প্রকৃতির ডাকে বসত ঘর বাহির হয় এই সুযোগে ইলিয়াছ ঘরের ভিতরে প্রবেশ করে খাঁটের নিচে লুকিয়ে পড়ে। ভিকটিম ঘরে প্রবেশ করিয়া বিছানায় ঘুমানোর পর ইলিয়াছ বিছানায় উঠে এবং ভুক্তভোগীকে জড়াইয়া ধরে ধর্ষণের চেষ্টা চালায়। তাকে বাধা/নিষেধ করলে বিয়ের প্রতিশ্রুতি দেয় তাতেও রাজি না হলে জোরপূর্বক ভিকটিমকে ধর্ষণ করে।
ঘটনার সময় চিৎকার ও চেঁচামেচি শুনিয়া ভাই ইমরান উদ্দীন আগাইয়া আসিয়া ইলিয়াছ কে ঘরের ভিতরে রেখে দরজা বন্দ করে রাখেন।পরে ভুক্তভোগী বাদী হয়ে কানাইঘাট থানায় অভিযোগ দায়ের করেন।
কানাইঘাট থানার অফিসার ইনচার্জ(ওসি) গোলাম দস্তগীর আহমেদ বলেন, এ ঘটনার খবর পাওয়ার পরপরই এস আই সনজিত কুমার রায় সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে আসামি ইলিয়াছ কে গ্রেফতার করেন এবং ইলিয়াছ এর বিরুদ্ধে মামলা রুজু করা হচ্ছে ।
-
গারোদের নবান্ন উৎসব “ওয়ানগালা ” উদযাপন।
এলিসন সুঙ,মৌলভীবাজারঃনতুন ফসল ঘরে তুলতে নানা আয়োজনের মধ্য দিয়ে নবান্ন উৎসব পালন করেছে সিলেট বিভাগে বসবাসরত গারো সম্প্রদায়ের আদিবাসীরা। এই উৎসবকে গারো সম্প্রদায়রা বলেন “ওয়ানগালা”। এটি তাদের প্রধান ধর্মীয় ও সামাজিক উৎসব। আগত বছর যেন ফসল ভালো হয়, সন্তান ও পরিজনরা যেন ভালো থাকে আর দেশের যেন মঙ্গল হয় এই কামনায় শ্রীমঙ্গলের ফুলছড়া গারো পল্লীতে উৎসব পালিত হয়।
এ উৎসবকে ভিক্তি করে রবিবার (২৬নভেম্বর) সকাল ১১টায় খ্রিষ্টযাগ মধ্যদিয়ে প্রথম অধিবেশন শুরু হয়।মহা খ্রীষ্টযাগ অর্পণ করেন সিলেট কাথলিক ধর্মপ্রদেশের বিশপ শরৎ ফ্রান্সিস গমেজ, সহযোগীতা করেন শ্রীমঙ্গল কাথলিক মিশনের পালপুরোহিত ড.ফাদার জেমস শ্যামল গমেজ সিএসসি, ফাদর রবার্ট নকরেক সিএসসি’সহ ব্রতধারী -ব্রতধারিণী গণ।
খ্রীষ্টযাগের শুরুতেই বেদির পাশে তৈরিকৃত পবিত্র ক্রুশে মালোদান ও কুটুপ পড়ানো হয়। সেইসঙ্গে উৎপাদিত প্রথম ফসলগুলো ক্রুশের নিচে সৃষ্টিকর্তার উদ্দেশে উৎসর্গ করা হয়। গারোদের ১৩টি গোষ্ঠীর উদ্দেশে মুসিবাতি প্রজ্জ্বলন করা হয়।এছাড়াও ওয়ানগালার মূল অনুষ্ঠানের অংশ টক্কা, রুগালা, সাসাতসুআ (ধূপ পুড়ানো) ও উৎপাদিত ফসল আর্শীবাদ প্রদান হয় খ্রীষ্টযাগে।এই উৎসবে দ্বিতীয় অধিবেশন রয়েছে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান। এ দিকে দুপুরে ওয়ানগালার মূল প্রবন্ধ পাঠ, আলোচনা এবং স্বাগত বক্তব্য দেওয়া হয়। এ সময় ধর্মযাজক’সহ শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজীব মাহমুদ মিঠুন,শ্রীমঙ্গল উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত,মনিপুরী ললিতকলা একাডেমী গবেষণা কর্মকর্তা প্রবাস কুৃমার সিংহ,গোলাম মোস্তাফাসহ আদিবাসী নেতৃবৃন্দ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
আয়োজক কমিটি সূত্রে জানা গেছে, গারো পাহাড়ি এলাকায় একসময় জুম চাষ হতো এবং বছরে মাত্র একটি ফসল হতো। তখন ওই জুম বা ধান ঘরে ওঠানোর সময় গারোদের শস্য দেবতা ‘মিসি সালজংকে উৎসর্গ করে এ উৎসবের আয়োজন করা হতো।মূলত গারোরা ছিল প্রকৃতিপূজারী কিন্তু কালের পরিক্রমায় গারোরা ধীরে ধীরে খ্রিস্টান ধর্মে দীক্ষিত হওয়ার পর তাদের ঐতিহ্যবাহী সামাজিক প্রথাটি এখন ধর্মীয় ও সামাজিকভাবে একত্রে পালন করা হয়। এক সময় তারা তাদের শস্য দেবতা মিসি সালজংকে উৎসর্গ করে ‘ওয়ানগালা’ পালন করলেও এখন তারা নতুন ফসল কেটে যিশু খ্রিস্ট বা ঈশ্বরকে উৎসর্গ করে ‘ওয়ানগালা’ পালন করে থাকেন।’ওয়ানগালা’ অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকা থেকে অসংখ্য খ্রিস্টভক্ত গারাগানজিং, কতচু, রুগা, মমিন, বাবিল, দোয়াল, মাতচি, মিগাম, চিবক, আচদং, সাংমা, মাতাবেং ও আরেং নামে ১২টি গোত্রের গারো সম্প্রদায়ের লোকজন উপস্থিত ছিলেন।দিনটি উদযাপন উপলক্ষে গারো সম্প্রদায়ের ছেলেমেয়েরা বিচিত্র পোশাক ও পাখির পালক মাথায় দিয়ে লম্বা ডিম্বাকৃতি ঢোলের তালে তালে নাচগান করেন। এটি গারোদের বছরের প্রধান বিনোদনের দিন। সারা গারো পাহাড় ঢোলের শব্দে মুখরিত হয়ে উঠে গারোপাড়াগুলো।
-
টানা চতুর্থ বারের মতো নৌকার মনোনয়ন পেলেন হাবিবুন নাহার ।
মল্লিক জামান,রামপাল (বাগেরহাট) প্রতিনিধিঃ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ৯৭ বাগেরহাট-৩ (রামপাল-মোংলা) আসনে টানা চতুর্থ বারের মতো আওয়ামী লীগের মনোনয়ন পেলেন সাবেক বারবার নির্বাচিত সংসদ সদস্য,খুলনা সিটি করপোরেশন মেয়র ও খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা তালুকদার আব্দুল খালেক’র সহধর্মিণী বেগম হাবিবুন নাহার।
রবিবার (২৬ নভেম্বর) বিকাল ৪.০০ টায় বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন বোর্ডের তালিকায় সংসদীয় ৯৭ বাগেরহাট -৩ আসনে বেগম হাবিবুন নাহারের নাম ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের (এমপি)।বেগম হাবিবুন নাহার একজন বাংলাদেশী নারী রাজনীতিবিদ ও জাতীয় সংসদের বারবার নির্বাচিত সদস্য। তিনি ১৯৫৪ সালের ১৮ সেপ্টেম্বর বিখ্যাত বাগেরহাট জেলায় জন্মগ্রহণ করেন। শিক্ষা জীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন এরপর তালুকদার আব্দুল খালেকের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।২০০৮ সালে প্রথম বাগেরহাট-৩ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করে বিপুল ভোটে জয়লাভ করেন। সর্বশেষ তিনি ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে এ আসন থেকে আবারও নৌকা প্রতীক দিয়ে নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করেন। এরপর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রীর দায়িত্ব পান ও তিনি সফল ভাবে সে দায়িত্ব পালন করেন।উল্লেখ্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-৩ আসন থেকে মোট ১০ জন মনোনয়ন প্রত্যাশী আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ করেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক বিভিন্ন মাধ্যমে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বিচার-বিবেচনা করে আবারও এ আসন থেকে হাবিবুন নাহারকে নৌকার টিকিট প্রদান করা হয়। হাবিবুন নাহারকে মনোনয়ন দেওয়ায় রামপাল উপজেলার আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন। -
নীলফামারী-১ আসনে আ’লীগের প্রার্থী বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দীন সরকার।
হাবিবুল হাসান হাবিব, ডিমলা (নীলফামারী) প্রতিনিধিঃ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৬ নভেম্বর বিকালে বাংলাদেশ আওয়ামীলীগ কার্যালয় থেকে সারাদেশের ন্যায় ৩০০ আসনে মনোনয়ন দিয়েছেন বাংলাদেশ আওয়ামীলীগ। এরই ধারাবাহিকতায় নীলফামারীর-১ (ডোমার- ডিমলা) আসনের আ’লীগের চুড়ান্ত প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দীন সরকার। দুই দুই বারের নির্বাচিত সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার ১৯৫০ সালে নীলফামারী জেলার ডিমলা উপজেলার বাবুরহাট গ্রামের এমাজ উদ্দিন সরকার ও নাসরিন বেওয়ার কোল জুড়ে জন্মগ্রহন করেন ।
আফতাব উদ্দিনের পিতা ইমাজ উদ্দিন সরকার ১৯৪৭ সালে ভারত বিভাগের পর ভারত থেকে তৎকালীন পূর্ব পাকিস্থানে চলে আসেন। ১৯৭১ সালে তিনি একজন মুক্তিযোদ্ধা হিসেবে নিজ এলাকায় মুক্তিযুদ্ধে সক্রিয় ভুমিকায় অংশগ্রহন করেন। বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার ১৯৭৩ সাল থেকে ১৯৮৩ সাল পর্যন্ত ডিমলা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন।
তিনি ১৯৮৭ সালে প্রথম উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়ে ১৯৯০ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। ২০০৯ সালে দ্বিতীয় বারের মত উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন। ২০১৪ সালে ৫ই জানুয়ারী অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য নির্বাচিত হন।
২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি আওয়ামীলীগের নৌকা প্রতীক পেয়ে বিজয়ী লাভ করে দ্বিতীয় বারের মত সংসদ সদস্য হিসাবে দায়িত্ব পালন করেন।
বর্তমানে তিনি ডিমলা উপজেলা আওয়ামীলীগের সভাপতি হিসাবে দায়িত্ব পালন করছেন। মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার তৃতীয়বারের মত বাংলাদেশ আওয়ামীলীগের নৌকা প্রতিকে নীলফামারী-১(ডোমার ডিমলা) আসনে মনোনীত হওয়ায় উপজেলার বিভিন্ন শ্রেনী পেশার মানুষ প্রিয় নেতাকে শুভেচ্ছা ও ভালবাসা জানিয়েছেন।
-
সপ্তম ধাপের অবরোধের সমর্থনে মৌলভীবাজারে কৃষক দলের বিক্ষোভ মিছিল।
নিজস্ব প্রতিবেদক,জালাল উদ্দিন। সপ্তম ধাপের বিএনপির ডাকা টানা ৪৮ ঘণ্টার অবরোধের প্রথমদিনে অবরোধের সমর্থনে মৌলভীবাজারে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের বিক্ষোভ মিছিল করতে দেখা গেছে।রবিবার ২৬ নভেম্বর ২০২৩ইং সকাল সাড়ে ০৭ টার সময় মৌলভীবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান (ভিপি মিজান) এর নির্দেশে এ বিক্ষোভ মিছিল বের করা হয় জেলা শহরের চাঁদনীঘাট এলাকা থেকে শুরু হয়ে ইসলামপুর পর্যন্ত, পরে ইসলামপুর থেকে শুরু হয়ে শমশেরনগর রোড মাতারকাপন বিএনএসবি চক্ষু হাসপাতাল এলাকায় গিয়ে শেষ হয়।মিছিলে জেলা কৃষক দলের নেতাকর্মীরা অবরোধের সমর্থনে সরকারের পতনসহ দ্বাদশ সংসদ নির্বাচনের ‘একতরফা’ তফসিল বাতিল ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচন আয়োজন করার দাবি চেয়ে বিভিন্ন স্লোগান দেন তারা।এ সময় মৌলভীবাজার জেলা কৃষক দলের সদস্য সচিব মোঃ মোনাহিম কবির এর নেতৃত্বে বিক্ষোভে অংশ নেন জেলা কৃষক দলের নেতাকর্মীরা।বিক্ষোভ মিছিলে পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, সীমাহীন দুর্নীতি, অনাচার, অর্থ পাচার ও সিন্ডিকেটবাজীর ফলে দ্রব্যমূল্যের অব্যাহত উর্ধ্বগতিতে জনজীবন বিপর্যন্ত, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার এক দফা দাবি আদায়ের লক্ষ্যে আয়োজিত ২৮ অক্টোবরের মহাসমাবেশে নেতাকর্মীদের হত্যা, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ কৃষক দলের সংগ্রামী সভাপতি কৃষিবিদ হাসান জাকির তুহিন ও সংগ্রামী সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম খান বাবুল মিথ্যা মামলা ও আন্দোলনরত বিভিন্ন দলের নেতাকর্মীদের গ্রেফতার, বাড়ি বাড়ি তল্লাশি, হয়রানি ও নির্যাতনের প্রতিবাদে এবং এক দফা দাবি আদায়ে দেশব্যাপী সর্বাত্নক অবরোধ।এ দিকে রবিবার ২৬ নভেম্বর ২০২৩ইং সকাল সাড়ে ০৯ টার সময় মৌলভীবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান (ভিপি মিজান) ও জেলা ছাত্রদলের সভাপতি মোঃ রুবেল আহমেদ এর নির্দেশে জুড়ী উপজেলা ছাত্র দলের আয়োজনে জুড়ী শহরের ছাত্র দলের বিক্ষোভ মিছিল বের করা হয়।জুড়ী উপজেলা ছাত্র দলের সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, জনগণ সরকারের আজ্ঞাবহ নির্বাচন কমিশন দিয়ে দ্বাদশ সংসদের ফরমায়েশি নির্বাচনী তফসিল ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে। একতরফা ও তামাশার এ নির্বাচন কেউ মানে না। গণবিচ্ছিন্ন ফ্যাসিস্ট এই গনবিরোধী দল আওয়ামী লীগ অবৈধভাবে সরকারে টিকে থাকাতে চায়। সে আশা দূরেবালি হবে। তাই এক দফা দাবি আদায়ের লক্ষ্যে বিএনপিসহ সমমনা রাজনৈতিক দলগুলো রাজপথে রয়েছে। দাবি আদায় না করা পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না। -
রামপালে মাদকদ্রব্য পাচারের সময় ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার।
মল্লিক জামান, রামপাল(বাগেরহাট)প্রতিনিধিঃ বাগেরহাটের রামপালে থানা পুলিশের অভিযানে মরণনেশা ইয়াবা পাচারকালে মো. নুরুল ইসলাম ওরফে বাবু (৪৪) নামের এক ব্যক্তিকে আটক করেছে।আটক বাবু উপজেলার উজলকুড় ইউনিয়নের রণসেন এলাকার বাসিন্দা আতিয়ার রহমানের ছেল। শনিবার (২৫ নভেম্বর) রাতে থানা পুলিশ গোপন সূত্রে জানতে পারে খুলনা-মোংলা মহা-সড়কের ভাগা বাজার সংলগ্ন সোহেল’র বরফ কলের সামনে ইয়াবা পাচারের জন্য অপেক্ষা করছে এক ব্যক্তি। এ খবর পেয়ে সাব-ইন্সফেক্টর মো. কামাল হোসেন’র নেতৃত্বে থানা পুলিশের একটি চৌকস দল ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালায়। এসময় পাচারের উদ্দেশ্যে নিয়ে আসা ১৪(চৌদ্দ) পিস হালকা কমলা রঙের ইয়াবা ট্যাবলেটসহ তাকে আটক করে।এ বিষয়ে রামপাল থানার অফিসার-ইন-চার্জ এস. এম. আশরাফুল আলম এ প্রতিবেদককে জানান, গতকাল রাতে ভাগা বাজারের বরফ কলের সামনে থেকে ইয়াবাসহ বাবু নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং আজ রবিবার(২৬ নভেম্বর) আসামিকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।