Author: admin

  • গোদাগাড়ীর কাঁকনহাটে গলায় ফাঁসি দিয়ে স্কুল ছাত্রের আত্মহত্যা।

    গোদাগাড়ীর কাঁকনহাটে গলায় ফাঁসি দিয়ে স্কুল ছাত্রের আত্মহত্যা।

    গোদাগাড়ী(রাজশাহী)প্রতিনিধিঃগোদাগাড়ীর কাঁকনহাট পৌরসভায় আল মামুন(১৪) নামের অষ্টম শ্রেণির এক ছাত্র গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।নিহত আল মামুন কাকনহাট ষ্টেশন পাড়ার মনজুরুল ইসলামের ছেলে ও অষ্টম শ্রেণির ছাত্র।

    বৃহস্প্রতিবার(৩০ নভেম্বর) রাতের কোন এক সময় নিহতের শয়ন কক্ষের ডাবের সাথে ওড়না পেচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

    স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায় মামুন দীর্ঘদিন যাবৎ মানষিক রোগে ভুগছিলো।প্রতিদিনের মতো তার ছোট ভাইকে সাথে নিয়ে শয়ন কক্ষে ঘুমাতে যায় মামুন।রাতের কোন এক সময় সকলের অজান্তে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।পরিবারের ধারনা মানষিক রোগের কারনেই সে আত্মহত্যা করেছে।

    গোদাগাড়ী থানা পুলিশ সূত্রে জানা যায় বৃহস্পতিবার রাতে কোন সময় নিহত মামুন গালায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে মরে ছিলো কিন্তু পরিবারের কেউ টের পায়নি।ভোরে ছোট ভাইয়ের চিৎকারে ঘর খুলে দেখতে পায় মামুন গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। এ ব্যাপারে আইনগত ব্যাবস্থা গ্রহনের প্রস্তুতি শুরু হয়েছে।

  • ডিমলায় কুপিয়ে পিতা হত্যার অপরাধে ছেলেকে গ্রেফতার।

    ডিমলায় কুপিয়ে পিতা হত্যার অপরাধে ছেলেকে গ্রেফতার।

    হাবিবুল হাসান হাবিব, ডিমলা (নীলফামারী) প্রতিনিধিঃ নীলফামারী ডিমলায় ঔরষজাত ছেলের কোদালের কোপে সত্তুর বছর বয়সী বৃদ্ধ পিতা আব্দুল আজিজ হত্যাকান্ডের ঘটনায় ছেলে নুর ইসলামকে গ্রেফতার করেছে ডিমলা থানা পুলিশের সদস্যরা।

    গতকাল মঙ্গলবার (২৮ নভেম্বর) রাতে নীলফামারী জেলার জলঢাকা থেকে সংশ্লিষ্ট থানা পুলিশের সহযোগীতায় নুর ইসলামকে গ্রেফতার করা হয়।

    গ্রেফতারকৃত নুর ইসলাম উপজেলার ঝুনাগাছ চাপানী ইউনিয়নের উত্তর সোনাখূলী মিলনপাড়া গ্রামের স্থায়ী বাসিন্দা।

    ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) দেবাশীষ রায় গণমাধ্যমকর্মীদের বলেন, বিশেষ অভিযান পরিচালনা করে বৃদ্ধ পিতাকে হত্যার প্রধান আসামী ছেলে নুর ইসলামকে জলঢাকা থেকে গ্রেফতার করা হয়েছে। স্থানীয় বাসিন্দারা জানান, নিহত আব্দুল আজিজ তার ভোগদখলীয় জমি ঔরষজাত মেয়েদের নামে দলিল করে লিখে দেন। সেই জেড়ধরে ছেলে নুর ইসলাম তার বৃদ্ধ পিতাকে অমানবিক নির্যাতন করে আসছিল। নিহত আব্দুল আজিজ জমিতে ভুট্টার বীজ রোপন করতে গেলে পারিবারিক জমি জায়গার জেড়ধরেই নুর ইসলামের সাথে মারামারির ঘটনা ঘটে গতকাল মঙ্গলবার সকাল নয়টার দিকে।

    এ সময় নুর ইসলামের হাতে থাকা কোদাল দিয়ে স্বজরে তার বৃদ্ধ পিতা আব্দুল আজিজের মাথায় চোট দেয়। সেই চোটে আব্দুল আজিজ রক্তাক্ত গুরুতর হয়ে মাটিতে পড়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে বৃদ্ধ পিতার মৃত্যু হয় । এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

  • আওয়ামীলীগ মনোনীত প্রার্থী এ্যাডঃ মাহবুব আলীর রিটার্নিং কর্মকর্তার কাছে মনোয়নপত্র জমা।

    আওয়ামীলীগ মনোনীত প্রার্থী এ্যাডঃ মাহবুব আলীর রিটার্নিং কর্মকর্তার কাছে মনোয়নপত্র জমা।

    নাহিদ মিয়া,মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি।
    আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৪ মাধবপুর -চুনারুঘাট আসনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী এ্যাডঃ মাহবুব আলীর রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
    বুধবার  (২৯- নভেম্বর) দুপুরে উপজেলা প্রশাসনের কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তা ও মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মন্জুর আহ্সান এর কার্যালয়ে আওয়ামী লীগের  মনোনয়নপত্র জমা দেন তিনি। মনোনয়নপত্র জমাদান শেষে তিনি দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন।
    এ সময় হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ  সম্পাদক জাকির হোসেন চৌধুরী অসীম,জেলা আওয়ামীলীগের উপদেষ্টা সুকোমল রায়,জেলা জজ কোর্টের সাবেক পিপি এডভোকেট ফজলে আলী,উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহ মোঃ মুসলিম, সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর নূর, বীর মুক্তিযোদ্ধা রহম আলী,সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক, সাংগঠনিক সম্পাদক বেনু মাধব রায়,প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃএরশাদ আলী,উপজেলা যুবলীগের সভাপতি ফারুক পাঠান, পৌর আওয়ামীলীগের সভাপতি শাহ মোঃ সেলিম,চেয়ারম্যান মিজানুর রহমান,জেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি শহিদুল ইসলাম শান্ত, উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি গোলাম রহমান নয়ন, ছাত্রলীগের যুগ্ম আহবায়ক ইকবাল পাঠান,সোহেল রানা, পৌর ছাত্রলীগের সভাপতি তোফাজ্জল ইসলাম তুহিন,সাধারণ সম্পাদক শাহ মোঃ ইফরান,শেখ শাহিন উদ্দিনসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
    উল্লেখ্য, আলহাজ্ব এডভোকেট মাহবুব আলী গত ২ মেয়াদে হবিগঞ্জ -৪(মাধবপুর -চুনারুঘাট)  আসনের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছে,তিনি বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। আগামী ৭ জানুয়ারি দ্বাদশ সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ এই আসনেই পুনরায় তাকে মনোনয়ন দিয়েছে।
  • রামপালে দুর্বৃত্তদের আগুনে পুড়লো বাস।

    রামপালে দুর্বৃত্তদের আগুনে পুড়লো বাস।

    মল্লিক জামান, রামপাল (বাগেরহাট) প্রতিনিধিঃ বাগেরহাটের রামপালের জনমনে আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে হাইওয়ে রাস্তার পাশে  দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন জ্বালিয়ে দিয়ে পালিয়েছে  দুর্বৃত্তরা।

    মঙ্গলবার (২৮ নভেম্বর) রাত ৯ টার দিকে  (খুলনা-‌মোংলা) মহাসড়‌কের ফয়লা এলাকায় এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে। বাসে আগুন জ্বালিয়ে দেওয়ার খবর পেয়ে তৎক্ষনাৎ রামপাল থানা পু‌লিশ, ফায়ার সা‌র্ভিস কর্মীরা এবং স্থানীয় লোকজন চেষ্টা চা‌লি‌য়ে আগুন নেভাতে সক্ষম হয়েছে।
    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে যে, ফয়লা বাজার বাসস্ট্যান্ড থেকে কিছুটা দূরে হাইওয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি বাসে হঠাৎ আগুন দেখতে পায় স্থানীয়রা৷ পরে স্থানীয় লোকজন ও টহলরত পুলিশ আগুন নেভানোর কাজ শুরু করে।  কিছুক্ষণ পরে রামপাল ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন সম্পুর্ণ নিয়ন্ত্রণে আনে।
    এ বিষয়ে রামপাল থানার অফিসার ইন-চার্জ  এস. এম.  আশরাফুল আলম অগ্নি সংযোগের বিষয়টি নিশ্চিত করে জানান, ফয়লা বাজার থেকে খানিকটা দূরের নির্জন এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দিয়ে পালিয়ে যায়  দুর্বৃত্তরা । খবর পেয়ে টহল পুলিশ, স্থানীয়রা ও ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।  এ সময় পাশে দাঁড়িয়ে থাকা অপর একটি বাস স্থানীয় ধাক্কা দিয়ে নিরাপদ দূরত্বে সরিয়ে নেয়। এই অগ্নি সন্ত্রাসের সাথে কারা জড়িত তা  বের করতে ইতিমধ্যে পুলিশ তদন্ত শুরু করেছে। অপরাধীদের সনাক্ত করে আইনের আওতায় আনা হবে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।
  • উল্লাপাড়ায় বাস চাপায় মটরসাইকেল চালকের মৃত্যু।

    উল্লাপাড়ায় বাস চাপায় মটরসাইকেল চালকের মৃত্যু।

    সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাস-মটরসাইকেল সংঘর্ষে সাগর হোসেন(১৯) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেল আরোহী বেলাল হোসেন গুরুতর আহত হয়েছে। মঙ্গলবার বেলা আড়াইটার সময় বগুড়া-পাবনা মহাসড়কের শ্যামলীপাড়া বাসস্ট্যান্ডে এই সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত ওই যুবক মোটরসাইকেলের চালক ছিলেন।সে পাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলার কাজিটোল গ্রামের গোলাম মোস্তফার ছেলে।

    স্থানীয়রা জানান মঙ্গলবার দুপুর আড়াইটার সময় পাবনা থেকে ঢাকার উদ্দেশ্য ছেড়ে আসা সি-লাইনের যাত্রীবাহী একটি কোচ শ্যামলীপাড়া বাসস্ট্যান্ড অতিক্রম করার সময় বিপরিত দিক থেকে আসা মোটরসাইকেলকে চাপ দেয়।এতে বাসের চাকায় পিষ্ট হয়ে মটরসাইকেলের চালক ঘটনাস্থলে মারা যায় এবং পিছনের আরোহী ছিটকে পড়ে গুরুতর আহত হয়।এ সময় স্থানীয়রা ঘাতক বাসটিকে আটক করে।

    সড়ক দুর্ঘটনার বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম। তিনি জানান দুর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে আহত বেলাল হোসেনকে চিকিৎসার জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয়রা বাসটি আটক করেছে।

  • ডিমলায় ছেলের কোদালের কোপে পিতা নিহত।

    ডিমলায় ছেলের কোদালের কোপে পিতা নিহত।

    হাবিবুল হাসান হাবিব, ডিমলা (নীলফামারী) প্রতিনিধিঃ নীলফামারী ডিমলায় পুত্রের কোদালের কোপে পিতা আব্দুল আজিজ (৭০) নামে এক ব্যক্তি নিহত হয় । ২৮ নভেম্বর (মঙ্গলবার) সকাল নয়টার দিকে ঘটনাটি ঘটেছে ডিমলা উপজেলার ৮নং ঝুনাগাছ চাপানী ইউনিয়নের উত্তর সোনাখূলী মিলনপাড়া গ্রামে।

    স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, পারিবারিক জামি জায়গা সংক্রান্ত জেড় ধরে নিহত আজিজের সাথে তার বড় ছেলে নুর ইসলামের বাড়ির পার্শ্বে ভুট্টার জমিতে মারামারির ঘটনা ঘটে। নুর ইসলাম হাতে থাকা কোদাল দিয়ে তার পিতা আব্দুল আজিজের মাথায় চোট দেয়। সেই চোটে আব্দুল আজিজ রক্তাক্ত গুরুতর হয়ে মাটিতে পড়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মৃত্যু বরন করেন ।
    ঘটনার সত্যতা নিশ্চিত করে ডিমলা থানায় অফিসার ইনচার্জ দেবাশীষ রায় বলেন, নিহত আব্দুল আজিজের পুত্র নুর ইসলাম ঘটনার পর পলাতক। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পরবর্তিতে এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

  • স্বতন্ত্র এমপি প্রার্থী হতে বালিয়াডাঙ্গী উপজেলা চেয়ারম্যান জুয়েলের পদত্যাগ।

    স্বতন্ত্র এমপি প্রার্থী হতে বালিয়াডাঙ্গী উপজেলা চেয়ারম্যান জুয়েলের পদত্যাগ।

    আনোয়ার হোসেন,রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:
    দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পদ ছেড়েছেন ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদ চেয়ারম্যান আলী আসলাম জুয়েল। দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন তিনি।
    মঙ্গলবার (২৮নভেম্বর) দুপুরে বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিপুল কুমারের বরাবর পদত্যাগপত্র জমা দেন তিনি।
    পরে ইউএনও’র কাছ থেকে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র ক্রয় করেন তিনি।
    আলী আসলাম জুয়েলের উপজেলা পরিষদ চেয়ারম্যান হতে পদত্যাগ করার বিষয়টি নিশ্চিত করেছেন বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল কুমার।
    আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-২ আসনে আ.লীগের মনোনয়নপ্রত্যাশী ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে উপজেলা আওয়ামী যুব লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।
    আলী আসলাম জুয়েলের সমর্থকরা জানান, জনপ্রিয় প্রার্থীদের স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে গ্রিন সিগন্যাল রয়েছে। ঠাকুরগাঁও -২ আসনে আলী আসলাম জুয়েলের জনপ্রিয়তায় অন্যান্য প্রার্থীর চেয়ে বহুগুণে বেশি। দলের বাহিরেও দলমত নির্বিশেষে তার গ্রহণযোগ্যতা রয়েছে। সাধারণ মানুষের সাথে সম্পৃক্ততা রয়েছে। তাই তিনি নির্বাচনের মাঠে লড়াই করতে উপজেলা পরিষদ চেয়ারম্যানের পদ হতে পদত্যাগ করেছেন। জয়ের মালা এবার জুয়েলের গলায় পড়াবে বলে জানান সমর্থকরা।
    এবিষয়ে আলী আসলাম জুয়েল বলেন, আজ পদত্যাগ করেছি। প্রতিদ্বন্দ্বিতা করতেই স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র ক্রয় করেছি। ইনশাল্লাহ ঠাকুরগাঁও -২ আসনের আপামর জনসাধারণ আমার সঙ্গে রয়েছে।
  • গোদাগাড়ীতে অভিনব কায়দায় হেরোইন পাচারের সময় মাদক ব্যবসায়ী গ্রেপ্তার।

    গোদাগাড়ীতে অভিনব কায়দায় হেরোইন পাচারের সময় মাদক ব্যবসায়ী গ্রেপ্তার।

    গোদাগাড়ী(রাজশাহী)প্রতিনিধিঃরাজশাহীর গোদাগাড়ীতে অভিনব কায়দায় অটোভ্যানে মিষ্টি কুমড়ার ভিতরে হেরোইন পাচারের সময় মাদক ব্যবসায়ী আপন আলী (২২) কে গ্রেপ্তার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান র‍্যাব ৫ এর সদস্যরা।

    গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার পিয়ারাপুর গ্রামের আবু তাহেরের ছেলে।
    র‌্যাব সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত আপন আলী একজন পেশাদার মাদক ব্যবসায়ী। পেশায় একজন অটো চালক হলেও অটো চালানোর আড়ালে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে চাঁপাইনবাবগঞ্জ এবং রাজশাহী সহ বিভিন্ন এলাকায় হেরোইনের চালান সরবরাহ করে।
    এমন গোপন তথ্য পেয়ে র‌্যাবের গোয়েন্দা দল মাদক ব্যবসায়ী আপনের গতিবিধি পর্যবেক্ষণ শুরু করে। এরই প্রেক্ষিতে সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল সোমবার ( ২৭ নভেম্বর) বিকেল চারটার দিকে রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন মোহনপুর ইউনিয়নের দীগরাম ঘুন্টিঘর মোড় এলাকায় চেকপোস্ট স্থাপন করে তল্লাশি কার্যক্রম পরিচালনা করে তাকে আটক করে।
    তল্লাশি এবং জিজ্ঞাাবাদের এক পর্যায়ে তার হেফাজতে থাকা অটোর বাম পাশের হ্যান্ডেলের সাথে ঝুলানো একটি প্লাস্টিকের ব্যাগের মধ্যে একটি মিষ্টি কুমড়ার ভিতর অভিনব কায়দায় লুকায়িত অবস্থায় ৬১৯ গ্রাম ওজনের ছয়টি হেরোইনের প্যাকেট উদ্ধার করা হয়।
    পরে গোদাগাড়ী মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে র‌্যাব মঙ্গলবার (২৮ নভেম্বর) সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়।

  • ঐক্যবদ্ধ হয়ে নৌকার প্রার্থীকে বিজয়ী করার আহবান-মেয়র আব্দুল খালেক।

    ঐক্যবদ্ধ হয়ে নৌকার প্রার্থীকে বিজয়ী করার আহবান-মেয়র আব্দুল খালেক।

    মল্লিক জামান, রামপাল(বাগেরহাট) প্রতিনিধিঃ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কাঁধে কাঁধ মিলিয়ে ৯৭ বাগেরহাট-৩ (রামপাল-মোংলা) আসন থেকে নৌকার প্রার্থী বেগম হাবিবুন নাহারকে আবারও বিজয়ী করার আহবান জানালেন খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি করপোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা তালুকদার আব্দুল খালেক।

    তিনি বলেন,আওয়ামীলীগ একটি বৃহৎ রাজনৈতিক দল। এ দলের নেতা-কর্মীদের মধ্যে যে কোন কারণে মত পার্থক্য তৈরি হতে পারে। তিনি এ মত পার্থক্যকে ভুলে গিয়ে পঞ্চম বারের মতো শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারকে আবারও ক্ষমতায় আনতে এক হয়ে সবাইকে কাজ করার আহবান জানান।
    তিনি আরও বলেন যে,মত পার্থক্য থাকলেও আমরা সবাই আওয়ামী লীগের কর্মী। আমরা সবাই আওয়ামী লীগকে ভালোবাসি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারকেও ভালোবাসি। আমরা সবাই বঙ্গবন্ধুর আদর্শেও বিশ্বাস করি৷ আমাদের ব্যক্তিগত পছন্দ অপছন্দ থাকলেও আমরা সবাই এককভাবে আওয়ামী লীগের নেতৃত্বকেই অনুসরণ করি।
    এ লক্ষে  তিনি রামপাল ও মোংলার সকল জনপ্রতিনিধি,  আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সকলকে মাননীয় প্রধানমন্ত্রী মনোনীত নৌকার প্রার্থী বেগম হাবিবুন নাহারের পক্ষে সম্মিলিতভাবে কাজ করার আহবান জানান।
    এছাড়া হাবিবুন নাহারকে চতুর্থ বারের মতো নৌকা প্রতীকের প্রার্থী মনোনীত করায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সকল সদস্যকে ধন্যবাদ জানান।
    মঙ্গলবার (২৮ নভেম্বর) সকাল ১০ টায় উপজেলা আওয়ামী লীগের আয়োজনে শ্রীফলতলা পাইলট মাধ্যমিক বিদ্যালয় অডিটোরিয়ামে আয়োজিত কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সিটি মেয়র  বীর মুক্তিযোদ্ধা  তালুকদার আব্দুল খালেক।
    এসময় বিশেষ অতিথির বক্তব্যে রাখেন পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার (এম.পি)।
    বিশেষ অতিথি তার বক্তব্যের শুরুতেই তাকে এ আসনে আবারও নৌকার প্রার্থী মনোনীত করায় মাননীয়  প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।
    তিনি আরও বলেন যে,  রামপাল -মোংলায় যত উন্নয়ন হয়েছে তার সবই শেখ হাসিনা সরকারের অবদান।  উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার লক্ষ্যে তিনি আবারও  সবাইেক ঐক্যবদ্ধ হয়ে  আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় আনার আহবান জানান।
    উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ মোজাফফর হোসেনের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক,উপজেলা চেয়ারম্যান  শেখ মোয়াজ্জেম হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোল্লা আব্দুর রউফ,উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ (অব:)মোতাহার রহমান,শেখ মিজানুর রহমান,শেখ নিজাম উদ্দিন,অধ্যক্ষ খালিদ আহমেদ,উপজেলা ভাইস চেয়ারম্যান মো. নুরুল হক লিপন,হোসনেয়ারা মিলি,জেলা পরিষদ সদস্য শেখ মনির আহমেদ প্রিন্স, ইউপি চেয়ারম্যান মো. আব্দুল্লাহ ফকির,তালুকদার সাব্বির আহমেদ,তপন কুমার গোলদার,সুলতানা পারভীন, উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. হাফিজুর রহমানসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
  • দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আ.লীগ মনোনীত প্রার্থী সুজনকে ফুলেল শুভেচ্ছা।

    দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আ.লীগ মনোনীত প্রার্থী সুজনকে ফুলেল শুভেচ্ছা।

    আনোয়ার হোসেন,রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:
    ঠাকুরগাঁও-২ আসনে আওয়ামী লীগের (নৌকা) মনোনয়ন পাওয়ায় জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নৌকার মাঝি অধ্যক্ষ মাজহারুল ইসলাম সুজনকে ফুলেল শুভেচ্ছা দিয়েছেন জেলা ও উপজেলা আওয়ামী লীগ সহ সর্বস্থরের মানুষ।
    সোমবার রাতে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে দলীয় নেতাকর্মীরা ও সাধারণ মানুষ উপস্থিত হয়ে ফুলেল মালা দিয়ে বরণ করে নিয়েছে সুজনকে।
    এর আগে সৈয়দপুর বিমানবন্দরে ঠাকুরগাঁও-২ আসনের নৌকার মাঝিকে বরণ করতে নিজ আসনের প্রায় ২শ মোটরসাইকেল নিয়ে একটি আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সৈয়দপুর বিমানবন্দরে গিয়ে শেষ হয়। পরে মিছিলটি জেলা আওয়ামীলীগ কার্যালয়ে এসে শেষ হয়। সেখানে নেতাকর্মীদের সাথে নিয়ে জাতির জনক শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন সুজন।
    এসময় জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহাবুবুর রহমান বাবলু,সহ-সভাপতি খোকন সহ জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবন্দের সাথে সর্বস্থরের মানুষ মাজহারুল ইসলাম সুজনকে ফুল দিয়ে বরণ করে নেয়।
    ঠাকুরগাঁও-২ আসনের নৌকার প্রার্থী অধ্যক্ষ মাজহারুল ইসলাম সুজন বলেন, জনগণের জন্য পদ্মা সেতু ও রেল সহ কতো কিছু উপহার দিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগ দেশের জন্য,মানুষের জন্য কাজ করে। একমাত্র নৌকায় ভোট দিলেই এসব উন্নয়ন সম্ভব। প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই,কারণ তিনি আমার উপর আস্থা রেখেছেন। আশা করি সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে আবারো ঠাকুরগাঁও-২ আসনটি নৌকাকে বিপুল ভোটে বিজয় করে নেত্রীকে উপহার দিবো।