Author: admin

  • গোদাগাড়ীর বালুর ট্রাকের চাপায় ধান বিক্রেতা কৃষকের মৃত্যু। 

    গোদাগাড়ীর বালুর ট্রাকের চাপায় ধান বিক্রেতা কৃষকের মৃত্যু। 

    গোদাগাড়ী(রাজশাহী)প্রতিনিধিঃ

    রাজশাহীর গোদাগাড়ীতে ২ ডিসেম্বর শনিবার সকাল আনুমানিক দশটার দিকে পৌর এলাকার মহিশালবাড়ি মোড়ে, বালুর ট্রাক ধান বহনকারী ট্রলিকে পেছন থেকে ধাক্কা দেয় এ সময় একজন কৃষক নিহত হন।

    তিনি তাজেন্দ্রপুর মোল্লাপাড়া গ্রামের গোদাগাড়ী ইউনিয়নের ৭ নাম্বার ওয়ার্ডর পিতা: মৃত .এলাহী বক্স এর ছেলে
    জসীমউদ্দীন( ৬৫)।

    স্থানীয় সূত্রে জানা যায় জমির ধান বিক্রয়ের উদ্দেশ্যে ট্রলিতে করে গোদাগাড়ী ধানের হাটে আসছিলেন, আসার পথে মহিষালবাড়ি মোড়ে মাদক নির্ময় কেন্দ্রের সামনে
    গোদাগাড়ী ফুলতলা ঘাট থেকে ছেড়ে আসা বালু ভর্তি ট্রাক পেছন থেকে একটি বালি ভর্তি ট্রাক পেছন থেকে ধাক্কা দেয় এ সময় ট্রলি থেকে পড়ে ট্রাকে চাপাই ঘটনাস্থলেই তিনি মারা যান।

    গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ আব্দুল মতিন বলেন এ ঘটনায় রাজ মেট্র ট ১১-০৫৭৪ ট্রাক এবং ট্রাকের ড্রাইভারড্রাইভার মোঃ বাবর ৩২পিতা:আকবর আলি মাতা :জুলেখা রাজপাড়া ডিঙ্গাডোবা রাজশাহী আটক করা হয়েছে, আইনগত ব্যবস্থা প্রক্রিয়া দিন রয়েছে বলে তিনি জানান।

  • চিলমারীতে সংবাদ সন্মেলন করে বিএনপি নেতা রাজু আহম্মেদের পদত্যাগ।

    চিলমারীতে সংবাদ সন্মেলন করে বিএনপি নেতা রাজু আহম্মেদের পদত্যাগ।

    জাহিদুর রহমান,চিলমারী (বাগেরহাট) প্রতিনিধি:

    বাগেরহাটের চিলমারীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে পদত্যাগ করেলেন উপজেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য মো: রাজু আহম্মেদ মুন্সী।
    শুক্রবার (০১ ডিসেম্বর) সকাল সাড়ে ১০ টার সময় উপজেলা মোড়ে চিতলমারী প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলন করে তিনি পদত্যাগের ঘোষণা দেন।

    এ সময় তিনি বলেন আমার ব্যক্তিগত কারণে ও পারিবারিক সমস্যা ও শরীরিকভাবে অসুস্থতার কারনে বিএনপি’র উপজেলা কমিটি তথা বিএনপি’র সকল কার্যক্রম থেকে অব্যহতি নিলাম। মো: রাজু আহম্মেদ মুন্সী উপজেলার আড়য়াবর্নী গ্রামের মৃত মো: আবু বক্কর ছিদ্দিকের ছেলে।

  • মাধবপুরে একাধিক পুলিশি মামলায় জড়ানোর ভয় দেখিয়ে টাকা আদায়ের অভিযোগ।

    মাধবপুরে একাধিক পুলিশি মামলায় জড়ানোর ভয় দেখিয়ে টাকা আদায়ের অভিযোগ।

    নাহিদ মিয়া,মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি।
    হবিগঞ্জের মাধবপুরে এক সেলুন কর্মচারীকে রাস্তা থেকে জোরপূর্বক ধরে থানায় এনে মাদক মামলায় ফাঁসানোর ভয় দেখিয়ে ৫০ হাজার টাকা আদায়ের অভিযোগ উঠেছে এক এসআই এর বিরুদ্ধে।এ ঘটনার প্রতিকার চেয়ে পুলিশ সুপারের কাছে অভিযোগ করেছেন ভুক্তভোগী লস্কর আলী।তিনি ঢাকায় সেলুন কর্মচারী হিসাবে কাজ করেন।কিছুদিন আগে স্ত্রীর সিজারিয়ান অপারেশন করানোর প্রয়োজনে বাড়ি এসেছেন।
    অভিযোগ সূত্রে জানা গেছে, ২৫ নভেম্বর রাত সাড়ে ১১ টায় মাধবপুর উপজেলার জগদীশপুর ইউনিয়নের দক্ষিন বেজুড়ার লস্কর আলী নামে এক ব্যক্তি নতুন বাড়ি থেকে পুরাতন বাড়িতে যাওয়ার সময় পথিমধ্যে তার বন্ধু একই গ্রামের শাহীন মিয়ার সাথে দেখা হয়।দুই বন্ধুর আলাপের মধ্যেই হঠাৎ মাধবপুর থানার একটি পুলিশ ভ্যান এসে থামে।ভ্যান থেকে নেমে এসআই আবু রায়হান দেশের অবস্থা ভালো নয় জানিয়ে এতো রাতে তারা রাস্তায় কি করছে জানতে চান।এসময় লস্কর আলী জানান, নিজের গ্রামে বন্ধুর সাথে কথা বলার সাথে দেশের অবস্থার সম্পর্ক কি?
    ক্ষিপ্ত হয়ে এসআই আবু রায়হান অশ্রাব্য ভাষায় গালিগালাজ শুরু করেন।
    এসময় সাথে থাকা ভ্যানচালক কনস্টেবল মোঃ আলমগীর দুজনের দেহ তল্লাশী শুরু করে পকেটে থাকা সাড়ে ২১ হাজার টাকা কেড়ে নিয়ে এসআই আবু রায়হানের হাতে দেন।এসআই রায়হান লস্কর আলী ও শাহীন মিয়াকে জোরপূর্বক টেনেহিঁচড়ে ভ্যানে তুলে থানায় নিয়ে যান।তাদের মোবাইল কেড়ে নেন।থানায় নেওয়ার পর হেরোইন ও গাঁজার মামলায় কোর্টে চালান করার ভয় দেখিয়ে ৫ লাখ টাকা দাবি করেন রায়হান।চাহিদা মতো টাকা দিলে তাদের ‘নরমাল’ মামলায় পুলিশ ফরোয়ার্ডিং দিয়ে কোর্টে চালান দেওয়ার আশ্বাস দেন রায়হান। এতো টাকা দেওয়ার ক্ষমতা তাদের নেই জানালে শেষ পর্যন্ত ৫০ হাজার টাকায় নামেন এসআই আবু রায়হান।পরদিন (২৬ নভেম্বর) সকালে লস্কর আলীর ভাই শওকত মিয়া একই গ্রামের বাসিন্দা অলিদ মিয়াকে ঘটনা জানালে অলিদ মিয়া এসআই রায়হানের সাথে কথা বলে ৫০ হাজার টাকা দিতে হবে বলে জানান।উপায়ান্তর না দেখে ধারদেনা করে ৫০ হাজার টাকা অলিদ মিয়ার হাতে তুলে দেন লস্কর আলীর ভাই শওকত মিয়া। ওই দিন (২৬ নভেম্বর)লস্কর আলী ও শাহীন মিয়াকে ১৫১ ধারায় কোর্টে চালান করে পুলিশ।ওইদিনই জামিন হয় তাদের।
    জামিন পাওয়ার পরদিন (২৭ নভেম্বর) ঘটনা উল্লেখ করে এসআই রায়হানের এমন কর্মকান্ডের প্রতিকার চেয়ে হবিগঞ্জের পুলিশ সুপারের কাছে অভিযোগ করেছেন ভুক্তভোগী লস্কর আলী।অলিদ মিয়া জানান,’ লস্কর আলীকে থানা থেকে ছাড়িয়ে আনার বিষয়ে কারো সাথে আমার কোনো কথা হয়নি।এরকম কিছুই আমি জানি না।
    এ ব্যাপারে মাধবপুর থানার এসআই আবু রায়হান জানান, ‘আমি লস্কর আলী ও অপর একজনকে বেজুড়া থেকে থানায় এনেছি ঠিকই তবে মামলার ভয় দেখিয়ে টাকা আদায়ের অভিযোগ সঠিক নয়।
    ওসি রকিবুল ইসলাম খান জানান, এ রকম কিছু আমার জানা নেই তবে কেউ যদি কর্তৃপক্ষের কাছে অভিযোগ দিয়ে থাকে তাহলে কর্তৃপক্ষ প্রয়োজনে তদন্ত করে দেখবেন।
    ফোন রিসিভ না করায় হবিগঞ্জের পুলিশ সুপার এস এম মুরাদ আলীর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

     

  • ঠাকুরগাঁও-৩ আসনে আ.লীগ, জাপা ও সতন্ত্রসহ ৬ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল।

    ঠাকুরগাঁও-৩ আসনে আ.লীগ, জাপা ও সতন্ত্রসহ ৬ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল।

    আনোয়ার হোসেন,রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:
    আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-৩ (পীরগঞ্জ- রানীশংকৈল) নির্বাচনী এলাকায় আওয়ামী লীগ, জাতীয় পার্টি, ওয়ার্কার্স পার্টি, ন্যাশনাল পিপলস্ পার্টি,বিকল্প ধারা বাংলাদেশ ও এক জন সতন্ত্র প্রার্থীসহ ৬ জন মনোয়নপত্র জমা করেছেন।
    তারা নিজ নিজ সমর্থক নিয়ে পীরগঞ্জ ও রানীশংকৈল উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের নিকট এই মনোনয়নপত্র দাখিল করেন।
    বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকালে পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রির্টানিং অফিসার শাহরিয়ার নজিরের কাছে মনোনয়ন পত্র জমা দেন ওয়ার্কাস পাটির প্রার্থী অধ্যক্ষ গোপাল চন্দ্র রায়, দুপুরে আওয়ামী লীগের প্রার্থী উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক এমপি ইমদাদুল হক এবং পরে বর্তমান এমপি জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ঠাকুরগাঁও জেলা জাতীয় পার্টির সভাপতি হাফিজ উদ্দীন আহমেদ, বিকল্প ধারা বাংলাদেশের প্রার্থী এস এম খলিলুর রহমান ও ন্যাশনাল পিপলস্ পার্টির চেয়ারম্যান শেখ ছালাউদ্দীনের পক্ষে সাফি আল আসাদ মনোনয়নপত্র জমা দেন।
    এদিকে এ আসনের অপর সহকারী রির্টানিং অফিসার ও রানীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুল হাসানের কাছে আশা মুনি নামে একজন স্বতন্ত্র প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন। তবে তার দপ্তর থেকে সিরাজুল ইসলামে নামে অরো একজন মনোনয়ন পত্র সংগ্রহ করলেও তিনি জমা দেননি।
    এই মনোনয়ন পত্র দাখিলের বিষয়টি নিশ্চিত করেছেন রানীশংকৈল উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার রকিবুল ইসলাম।
    উল্লেখ্য, এ আসন টি পীরগঞ্জ ও রানীশংকৈল উপজেলার ২টি পৌরসভা ও ১৬ টি ইউনিয়ন নিয়ে গঠিত ।  মোট ভোটার ৩ লাখ ৪৪ হাজার ৩৫৪ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৭৪ হাজার ৯৬৬ জন এবং  মহিলা ১ লাখ ৬৯ হাজার ৩৮৮ জন।
  • নীলফামারী-১ আসনের মনোনয়নপত্র জমা দিলেন বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার।

    নীলফামারী-১ আসনের মনোনয়নপত্র জমা দিলেন বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার।

    হাবিবুল হাসান হাবিব, ডিমলা(নীলফামারী) প্রতিনিধিঃ- বাংলাদেশ নির্বাচন কমিশনের ঘোষিত তফশিল অনুযায়ী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ৭ জানুয়ারী। তফশিল অনুযায়ী নির্বাচনে অংশ নিতে সকল প্রস্তুতি সম্পূর্ণ করেছে বৃহত্তম রাজনৈতিক ক্ষমতাসীন দল আওয়ামীলীগ। নির্বাচনের তারিখ ঘোষনার পর থেকে আওয়ামীলীগের দলীয় নেতাকর্মীরা মনোনয়ন ফরম জমা দিতে ব্যস্ত।

    ৩০ (নভেম্বর) বৃহস্পতিবার নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের দুই দুই বারের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকারের পক্ষে আওয়ামীলীগের নৌকা প্রতীকে নির্বাচনে অংশ নিতে মনোনয়ন ফরম উপজেলা নির্বাহী অফিসার মোঃ নুর ই আলম সিদ্দিকীর বরাবরে জমা দিয়েছেন উপজেলা আওয়ামীলীগের বিভিন্ন সংগঠনের নেতাকর্মী ও সাধারন জনগন।

    এ সময় উপস্থিত ছিলেন আওয়ামীলীগের বিভিন্ন সংগঠনের দলীয় নেতাকর্মী, উপজেলার দশটি ইউনিয়নের চেয়ারম্যান, ইউপি সদস্য, বিভিন্ন শ্রেনী পেশার সর্বস্তরের জনগন ও সাংবাদিকবৃন্দ প্রমুখ।

  • গোদাগাড়ী মাদক সম্রাট লিটন হেরোইসহ পদ্মার চরে গ্রেপ্তার।

    গোদাগাড়ী মাদক সম্রাট লিটন হেরোইসহ পদ্মার চরে গ্রেপ্তার।

    গোদাগাড়ী(রাজশাহী)প্রতিনিধিঃরাজশাহীর গোদাগাড়ীতে ইং ৩০ নভেম্বর ২০২৩ তারিখ রাত্রী-০৪.০০ সময় চর আমতলা খাসমহল নামক এলাকায় অভিযান পরিচালনা করে হেরোইন-১কেজি ১০০ গ্রাম, নগদ-৪২,০০০/-টাকা, মোবাইল-০১টি, সীম-০১টি উদ্ধার করেন এবং আসামী ১। মোঃ লিটন (৪৪), পিতা-মৃত হোসেন আলী, সাং-চর আমতলা, ইউপি-চর আষাড়িয়াদহ, থানা-গোদাগাড়ী, জেলা-রাজশাহী’কে গ্রেফতার করে র‌্যাব-৫,।

    র‌্যাব-৫, সূত্রে জানা যায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল জানতে পারে যে, গোদাগাড়ী চর আষাড়িয়াদহ ইউনিয়নের চর আমতলা খাসমহল গ্রাম¯’ মাদক ব্যবসায়ী মোঃ লিটন (৪৪), পিতা-মৃত হোসেন আলী এর নিজ বাড়ীতে অবৈধ মাদকদ্রব্য হেরোইন মজুদ রেখে বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। বিষয়টি জানামাত্রই নৌকা যোগে নদী পেরিয়ে উল্লেখিত মাদক ব্যবসায়ী মোঃ লিটন (৪৪), পিতা-মৃত হোসেন আলী এর বসত বাড়ীতে গোপনে পৌঁছে বাড়ীর চতুরদিক ঘেরাও কালে ০২ জন ব্যক্তি বাড়ির ভিতর হতে গেট খুলে পালানোর চেষ্টাকালে ০১ জনকে হাতে নাতে ঘটনা¯’ল রুমের ভিতর আটক করে এবং অপর ০১জন ব্যক্তি পূর্ব দিকে ঝাঁড়-জঙ্গলের ভিতর দ্রুত গতিতে দৌড়ে ভারতীয় সীমান্তের দিকে পালিয়ে যায়।

    পরবর্তীতে ধৃত আসামীকে জিজ্ঞাসাবাদে জানায় যে, তার হেফাজতে অবৈধ মাদকদ্রব্য হেরোইন রয়েছে। পরবর্তীতে ধৃত আসামীর বসত বাড়ীর ভিতরে ঘর সংলগ্ন আঙিনায় থাকা খড়ের আটির স্ত‚পের ভিতর অভিনব কায়দায় লুকায়িত মাদকদ্রব্য হেরোইন উদ্ধার করে ।উক্ত আসামীর বিরুদ্ধে রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় মাদক আইনে মামলার প্রক্রিয়া চলছে।

  • স্ত্রীকে হত্যার অপরাধে পল্লিচিকিৎসক স্বামী গ্রেফতার।

    স্ত্রীকে হত্যার অপরাধে পল্লিচিকিৎসক স্বামী গ্রেফতার।

    হাবিবুল হাসান হাবিব,ডিমলা (নীলফামারী) প্রতিনিধিঃ নীলফামারীর ডিমলায় স্ত্রী হত্যার ঘটনায় স্বামী মাজহারুল ইসলাম (৪৫) কে গ্রেপ্তার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।বুধবার (২৯ নভেম্বর) রাতে নারায়নগঞ্জ জেলার ফতুল্লা উপজেলার রসুলপুর বাগানবাড়ি এলাকা থেকে নীলফামারী র‌্যাব-১৩, সিপিসি-২ ও র‌্যাব-১১ নারায়নগঞ্জের যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করে। মাজহারুল ইসলাম ডিমলা উপজেলার নাউতারা ইউনিয়নের শালহাটি গ্রামের বাসিন্দা। সে পেশায় একজন পল্লী চিকিৎসক।

    বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-১৩ রংপুরের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ বলেন, ‘গত ১৭ অক্টোবর স্ত্রী লাভলী আক্তারকে দুই লাখ টাকা যৌতুকের দাবীতে পিটিয়ে ও বিষ প্রয়োগে হত্যার চেষ্টা করে মাজহারুল। এসময় গুরুত্বর অসুস্থ্য লাভলীকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্ত্রীকে পিটিয়ে ও বিষ প্রয়োগে হত্যার কথা স্বীকার করেছে আটককৃত মাজহারুল।

  • বাঘায় পাটের গোডাউনে আগুন।

    বাঘায় পাটের গোডাউনে আগুন।

    বাঘা (রাজশাহী)প্রতিনিধি:রাজশাহীর বাঘা উপজেলার নারায়নপুর বাজারে বুধবার (২৯ নভেম্বর) দিবাগত রাত ১২ টার দিকে বৈদ্যুতিক সট সার্কিট থেকে একটি পাটের গুদামে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ধারণা করা যায় এ ঘটনায় প্রায় দেড় কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে । এই গোডাউন মালিকের নাম শ্রী বিপদ সাহা।

    স্থানীয় লোকজন জানান, রাতে হঠাৎ পাটের গোডাউনে ধোয়া দেখতে পান। এর কিছুক্ষণের মধ্যেই আগুন জ্বলতে দেখতে পান। এ সময় তারা আগুন নেভানোর চেষ্টা করেন এবং বাঘা ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে বাঘা ফায়ার সার্ভিসের ১ টি ইউনিটের প্রায় ৭-৮ জন কর্মী ৫ ঘন্টা অভিযান চালিয়ে আগুন নিয়ন্ত্রণ করেন।

    বাঘা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো: মিজানুর রহমান জানান, বুধবার রাতে নারায়নপুর বাজারে অবস্থিত শ্রী বিপদ সাহার পাটের গোডাউনে আগুন লাগার খবর পায়। এরপর তাৎক্ষনাত ঘটনাস্থলে চলে আসি। আমরা আসার আগে এখানে পুলিশের পিকাপ চলে আসে। প্রথম অবস্থায় পুলিশ এবং স্থানীয় লোকজনের সহায়তা পায়। পরে আগুনের তিব্রতা কমে গেলে আস্তে আস্তে সবাই চলে যায়। কিন্তু যেহেতু এটা পাটের গুদাম, সে কারনে পুরো পাট না সরানো পর্যন্ত রাত ভর আমাদের এখানে অবস্থান করতে হয়। পরে সকলে নারায়নপুর বাজার শ্রমিক ইউনিয়নের লোকজন এসে পাট সরানোর পরে আমরা ঘটনাস্থল ত্যাগ করি।
    বাঘা উপজেলা হিন্দু সম্প্রদায়ের নেতা শ্রী অশিত কুমার ওরুপে বাকু পান্ডে জানান, আমরা ধারনা করছি বৈদ্যুতিক সট সার্কিট থেকে এই অগ্নীকান্ডের ঘটনা ঘটেছে। তবে গোডাউনের মালিক শ্রী বিপদ সাহা দাবি করেছেন শত্রুতা বসত: কেউ আগুন লাগাতে পারে। এ ঘটনায় তাঁর প্রায় দেড় কোটি টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

  • চরআমখাওয়া ইউনিয়নে সমন্বিত মানব উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন।

    চরআমখাওয়া ইউনিয়নে সমন্বিত মানব উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন।

    ফরিদুল ইসলাম ফরিদ, দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার চরআমখাওয়া ইউনিয়নে পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র এর বাস্তবায়নে আইসিভিজিডি প্রকল্পের সদস্যদের সমন্বিত মানব উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। ২৯ নভেম্বর বুধবার সকাল ১০টার সময় ইউনিয়নের চরমাদার গ্রামে, গ্রাম পুলিশ আবু সাঈদ এর বাড়ি ভেন্যুতে এ সেশন উদ্বোধন করা হয়। এসময় উপস্থিত ছিলেন চরআমখাওয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জিয়াউল ইসলাম জিয়া, ইউপি সদস্য মেহের আলী। সমন্বিত মানব উন্নয়ন বিষয়ক প্রশিক্ষক মোঃ ফরিদুল ইসলাম এর সেশন পরিচালনায় উপস্থিত ছিলেন দায়িত্ব প্রাপ্ত লাইভলীহুড ফ্যাসিলিটেটর (এলএফ) আবু হাসনাত সরকার, লাইভলীহুড ফ্যাসিলিটেটর (এলএফ) আব্দুল্লাহ প্রমুখ। চার দিনের সেশনে সকাল ১০টা হতে দুপুর ১টা পর্যন্ত একদলের ২৫ জন সদস্য এবং ২টা হতে ৫টা পর্যন্ত আরেক দলের ২৫ জন সদস্যের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। পর্যায়ক্রমে চরআমখাওয়া ইউনিয়নের ২১টি দলের ৫০১ জন সদস্য প্রশিক্ষণে অংশ গ্রহণ করবেন।
    চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া প্রশিক্ষণের অংশগ্রহণতারীদের শুভেচ্ছা জানিয়ে প্রশিক্ষণ উদ্বোধন ঘোষণা করেন। তিনি আরোও বলেন মহিলা বিষয়ক অধিদপ্তরের সহযোগিতায় পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র এর বাস্তবায়নে আইসিভিজিডি প্রকল্পের সকল কলাকৌশলী, কর্মকর্তা, মাঠকর্মী ও সদস্যের সার্বিক মঙ্গল কামনা করছি।
  • গোদাগাড়ীর কাঁকনহাটে গলায় ফাঁসি দিয়ে স্কুল ছাত্রের আত্মহত্যা।

    গোদাগাড়ীর কাঁকনহাটে গলায় ফাঁসি দিয়ে স্কুল ছাত্রের আত্মহত্যা।

    গোদাগাড়ী(রাজশাহী)প্রতিনিধিঃগোদাগাড়ীর কাঁকনহাট পৌরসভায় আল মামুন(১৪) নামের অষ্টম শ্রেণির এক ছাত্র গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।নিহত আল মামুন কাকনহাট ষ্টেশন পাড়ার মনজুরুল ইসলামের ছেলে ও অষ্টম শ্রেণির ছাত্র।

    বৃহস্প্রতিবার(৩০ নভেম্বর) রাতের কোন এক সময় নিহতের শয়ন কক্ষের ডাবের সাথে ওড়না পেচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

    স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায় মামুন দীর্ঘদিন যাবৎ মানষিক রোগে ভুগছিলো।প্রতিদিনের মতো তার ছোট ভাইকে সাথে নিয়ে শয়ন কক্ষে ঘুমাতে যায় মামুন।রাতের কোন এক সময় সকলের অজান্তে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।পরিবারের ধারনা মানষিক রোগের কারনেই সে আত্মহত্যা করেছে।

    গোদাগাড়ী থানা পুলিশ সূত্রে জানা যায় বৃহস্পতিবার রাতে কোন সময় নিহত মামুন গালায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে মরে ছিলো কিন্তু পরিবারের কেউ টের পায়নি।ভোরে ছোট ভাইয়ের চিৎকারে ঘর খুলে দেখতে পায় মামুন গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। এ ব্যাপারে আইনগত ব্যাবস্থা গ্রহনের প্রস্তুতি শুরু হয়েছে।