Author: admin

  • লাইসেন্স নেই জরিমানা করলেন ইউএনও-তারপরেও চলছে সেই ইটভাটা।

    লাইসেন্স নেই জরিমানা করলেন ইউএনও-তারপরেও চলছে সেই ইটভাটা।

    আনোয়ার হোসেন,রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:
    লাইসন্সে নেই, তাই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ইউএনও তারপরেও সেই ইটভাটা চলছেই। এ নিয়ে বিরুপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে স্থানীয়দের মধ্যে।
    ঘটনাটি ঠাকুরগাঁও রাণীশংকৈল উপজেলায়। এ উপজেলার বাচোর ইউনিয়নের মহেশপুর গ্রামে অবস্থিত ইটভাটাটির সত্বাধিকারী সম্প্রতি ইট পোড়ানো শুরু করেছেন।
    সরেজমিনে গিয়ে দেখা যায়, মহেশপুর আর এম এস বিক্সের ইট পোড়ানোর কাযর্ক্রম চলছে। শ্রমিকরা আগুন ধরে রাখার জন্য কয়লা ব্যবহার করছে। পাশেই ভাটার শ্যালোমেশিন চলছে। ওই ইটভাটার কয়েকজন শ্রমিক বলেন,ভাটা চালু হয়েছে শনিবার। ইউএনও এসেছিল ইটভাটার অনুমোদন না থাকায় জরিমানা করেছে। তবে ইটভাটা বন্ধ করতে বলেননি।
    উপজেলার মোট ২৬টি ইটভাটার মধ্যে রাণীশংকৈল পৌর মেয়র মোস্তাফিজুর রহমানের মালিকানাধীন এম এম বি বিক্স ও মহেশপুর এলাকার আর এম এস বিক্স ইটভাটায় আগুন দিয়ে ইট পোড়ানোর কাযর্ক্রম শুরু হয়েছে। অন্যগুলো এখনো শুরু করেনি।
    উপজেলা প্রশাসন সুত্রে জানা গেছে, ওই দুটি ইটভাটাসহ উপজেলার প্রায় ২৬টি ভাটার কোনটির লাইসেন্স নেই।
    জানা গেছে. গত শনিবার রাণীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুল হাসান উপজেলা মহেশপুর এলাকার আরএমএস বিক্স ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এতে ইটভাটার লাইসেন্স না থাকার অপরাধে ৩০ হাজার টাকা জরিমানা করেন। তবে তিনি ওই ইটভাটায় জরিমানা করলেও ইটভাটাটির ইট পোড়ানোর কাযর্ক্রম এখনো বন্ধ হয়নি।
    এ নিয়ে রাণীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুল হাসানের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন,ইটভাটাটি যদি এখনো চলমান থাকে তাহলে ব্যবস্থা নেওয়া হবে। তবে সে ব্যবস্থা আজ সোমবার পযর্ন্ত তিনি নেননি।
    এদিকে ইটভাটাটি বন্ধের দাবী জানিয়েছেন মহেশপুর এলাকায় অবস্থিত ভিএফ নিন্ম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিনুর রহমান ও একই এলাকার দারুল হুদা মহিলা মাদ্রাসার মুহতামিম হাফেজ আবুল কালাম। তারা বলেন, বর্ষার সময় রাস্তা কাদাঁমাটিতে ভরে যায়। ইটভাটার ধোয়ায় অনেক সমস্যা হয়্। তাছাড়া ইটভাটায় ব্যবহৃত বিভিন্ন শ্যালোচালিত মেশিনের শব্দের জন্য শিক্ষার্থীদের পড়াশোনায় সমস্যা হয়। তাই তারা ইটভাটাটি বন্দের দাবী জানিয়েছেন।
    এদিকে ওই এলাকার বাসিন্দা সাবেক ইউপি সদস্য খালেদুর রহমান বলেন, ইউএনও এসে লাইসেন্স না থাকার জন্য জরিমানা করলেও লাইসেন্সহীন ইটভাটাটি এখনো চলমান। সাবেক ইউপি সদস্য আরো বলেন, লাইসেন্স নেই এ জন্য ইউএনও জরিমানা করলো। অথচ ইটভাটাটি এখনো চলে কি করে? তিনি প্রশাসনের কাছে এটি বন্ধের দাবি জানিয়ে বলেন, যদি প্রশাসন ব্যবস্থা না নেই। তা হলে আমরা এলাকাবাসী উর্ধ্বতন কর্তৃপক্ষের দারস্থ হবো।
    আর এম এস বিক্সের সত্বাধিকারী সাবেক ইউপি চেয়ারম্যান আবু সুলতান বলেন, ইউএনও এসে জরিমানা করেছে। এক প্রশ্নের জবাবে বলেন, জেলা প্রশাসকের অনুমিত সাপেক্ষে ইটভাটায় আগুন দেওয়া হয়েছে। ভাটার লাইসেন্স নেই প্রশ্নে বলেন, কোন ভাটারই তো লাইসেন্স নেই ওগুলো কিভাবে চলবে?
    রাণীশংকৈল পৌর মেয়র মোস্তাফিজুর রহমান বলেন,নিয়ম মেনেই ইটভাটা চালু করা হয়েছে।
    জানতে চাইলে ঠাকুরগাঁও জেলা প্রশাসক মাহবুবুর রহমান বলেন, কোন ইটভাটায় আগুন দিয়ে ইট পোড়ানোর কার্যক্রম চালুর অনুমতি দেওয়া হয়নি। লাইসেন্সবিহীন কোন ইটভাটা যদি চলে তাহলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
  • শ্রীমঙ্গলে হোটেল থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার।

    শ্রীমঙ্গলে হোটেল থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার।

    নিজস্ব প্রতিবেদক জালাল উদ্দিন। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মুন হোটেল থেকে এক অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার ৪ ডিসেম্বর ২০২৩ইং, রাত ৮টার সময় শহরের নতুন বাজার এলাকার মুন হোটেল থেকে লাশ উদ্ধার করা হয়।
    পুলিশ সূত্রে জানা যায়, গত ২৮ নভেম্বর তিন ব্যক্তি ওই হোটেলের একটি কক্ষ ভাড়া নেয়। পরদিন দুজন চেক আউট করে চলে যায়। পরে হোটেল বয় ওই কক্ষ তল্লাশি না করে ওই কক্ষের দরজা তালা মেরে দেন। সোমবার ওই কক্ষ থেকে দুর্গন্ধ বের হলে কক্ষের তালা খুলে খাটের নিচে একজন পুরুষের অর্ধগলিত লাশ দেখতে পান হোটেলের ম্যানেজার। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘঠনাস্থলে এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল (সদর) হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
    এ সময় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) একটি দল এসে লাশের পরিচয় সনাক্তের জন্য হাতের আঙুলের চাপ নিলে মরদেহ অর্ধগলিত কারণে আঙুলের চাপ ম্যাচ করতে পারেনি বলে জানা যায়।
    এ বিষয়ে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার তদন্তের স্বার্থে মৃত ব্যক্তির সঙ্গে থাকা দুজনের পরিচয় জানাতে অস্বীকার করেছেন।পুলিশ লাশ উদ্ধার করে মৌলভীবাজার জেনারেল (সদর) হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
    তিনি আরও বলেন,লাশ অর্ধগলিত হওয়ার কারণে শরীরে কোনো আঘাতের চিহ্ন বুঝা যাচ্ছে না। তবে ময়নাতদন্তের প্রতিবেদন হাতে আসার পর জানা যাবে এটি হত্যা না স্বাভাবিক মৃত্যু।
    এরআগে, গত ২১ অক্টোবর ওই হোটেল থেকে একজন ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে বলে পুলিশ জানান।
  • জনগন মুখ ফিরিয়ে নিবে আ’লীগ সরকার এমন কাজ করেনি-সিটি মেয়র খালেক।

    জনগন মুখ ফিরিয়ে নিবে আ’লীগ সরকার এমন কাজ করেনি-সিটি মেয়র খালেক।

    মল্লিক জামান, রামপাল (বাগেরহাট) প্রতিনিধিঃ দেশে যত উন্নয়ন শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামীলীগ সরকার করেছে, তা পূর্বের কোন সরকার করে নাই। দেশের জনগণকে ভালো রাখতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিন-রাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। শেখ হাসিনার সরকার নারীর ক্ষমতায়ন প্রতিষ্ঠা করেছে। বয়স্ক ভাতা, বিধবা, প্রতিবন্ধী, মাতৃত্রকালীন ভাতাসহ যত সুযোগ সুবিধা সাধারণ মানুষকে দিয়েছে, তা সারা বিশ্বে বিরল দৃষ্টান্ত স্থাপন করেছে। আমাদের দক্ষিণ পশ্চিমাঞ্চলের যত উন্নয়ন হয়েছে, তার সব কিছুই আওয়ামী লীগ সরকারের আমলে হয়েছে। দেশের দ্বিতীয় সমুন্দ্র বন্দর মোংলা-যা বিএনপি সরকার ক্ষমতায় এসে বন্ধ করে দিয়েছিল, আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসার পর সে বন্দরকে আবার চালু করেছে। রামপাল-মোংলায় যানবাহন চলার উপযোগী একটি রাস্তা ছিলনা। একটি ইট রাস্তায় বসাইনি বিএনপি জামায়াত জোট সরকার। ভবনগুলো ছিল সব জরাজীর্ণ। আওয়ামী লীগ সরকার সুউচ্চ ভবন দিয়েছে, ভালো মসজিদ দিয়েছে, মন্দির দিয়েছে। শেখ হাসিনা সরকার এমন কোন কাজ করেনি যাতে জনগণ আমাদের থেকে মুখ ফিরিয়ে নিবে। বিএনপি জামায়াত আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বানচালের চেষ্টায় লিপ্ত আছে। আমাদের এ অঞ্চলের মানুষের এখন নৈতিক দায়িত্ব, আগামী ৭ জানুয়ারী সংসদ নির্বাচনে বিপুল ভোটারের উপস্থিতির মাধ্যমে শেখ হাসিনা সরকারকে টানা পঞ্চম বারের মতো ক্ষমতায় আনা। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিচক্ষণ ও বুদ্ধিমত্তার অধিকারী। সে বিচার বিবেচনা করে ৯৭ বাগেরহাট-৩(রামপাল-মোংলা) আসনে টানা চতুর্থ বারের মত বেগম হাবিবুন নাহারকে নৌকার টিকিট দিয়েছেন। আওয়ামী লীগ দক্ষিণ এশিয়ার একটি বৃহৎ রাজনৈতিক দল। দলের মধ্যে বিভিন্ন কারণে নেতা-কর্মীদের  মধ্যে বিভেদ  তৈরি হতে পারে। অতীত ভুলে গিয়ে সবাইকে একতাবদ্ধ হয়ে শেখ হাসিনার মনোনীত নেীকার প্রার্থীকে বিপুল ভোটে জয়লাভ করানোর আহবান জানান তিনি।
    মঙ্গলবার (৫ ডিসেম্বর) সকাল ১১ টায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে শ্রীফলতলা পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের অডিটোরিয়ামে রামপাল উপজেলা যুবলীগের কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি করপোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা তালুকদার আব্দুল খালেক।
    উপজেলা যুবলীগের সভাপতি ও ভাইস চেয়ারম্যান মো. নুরুল হক লিপন’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক,  জেলা পরিষদ সদস্য শেখ মনির আহমেদ প্রিন্স’র সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে  বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোল্লা আ. রউফ,  প্রচার সম্পাদক তালুকদার নাজমুল কবীর ঝিলাম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ (অব:) মোতাহার রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন , মহিলা ভাইস চেয়ারম্যান মোসা. হোসনেয়ারা মিলি, সাবেক ইউপি চেয়ারম্যান জামিল হাসান জামু। এ সময় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান মো. আব্দুল্লাহ ফকির,  আ’লীগ নেতা আরাফাত হোসেন কচি, জালাল উদ্দীন দুলাল, শেখ শরিফুল ইসলাম,  মো. গোলাম ইয়াছিন রাজুসহ  সকল ইউনিয়ন যুবলীগের সভাপতিও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
  • মৌলভীবাজারে ৪টি সংসদীয় আসনে বৈধ প্রার্থী ২৫জন,৭ প্রার্থীর মনোনয়ন বাতিল।

    মৌলভীবাজারে ৪টি সংসদীয় আসনে বৈধ প্রার্থী ২৫জন,৭ প্রার্থীর মনোনয়ন বাতিল।

    নিজস্ব প্রতিবেদক: মোঃ জালাল উদ্দিন। মৌলভীবাজার জেলায় মোট চারটি আসন। চারটি সংসদীয় আসনে মনোনয়নপত্র যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে। এর মধ্যে ২৫ জনের মনোনয়নপত্র বৈধ এবং ০৭ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। সোমবার ০৪ ডিসেম্বর ২০২৩ইং, মৌলভীবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে মনোনয়নপত্র যাচাই-বাছাই অনুষ্ঠিত হয়। প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই পরে বিষয়টি জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম নিশ্চিত করে ঘোষণা দেন।
    মৌলভীবাজার-১: আসনে পাঁচজন প্রার্থীর মধ্যে ত্রুটিপূর্ণ কাগজপত্রের কারণে স্বতন্ত্র প্রার্থী ফারুক আহমেদ এবং মোহাম্মদ ময়নুল ইসলামের মনোনয়ন স্থগিত করা হয়েছে।
    এই আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোঃ শাহাব উদ্দিন, জাতীয় পার্টির আহমেদ রিয়াজ উদ্দিন এবং তৃণমূল বিএনপির মোঃ আনোয়ার হোসেনের মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করা হয়েছে।
    মৌলভীবাজার-২: আসনে ১০জন প্রার্থীর মধ্যে বিকল্পধারা মনোনীত প্রার্থী মোঃ কামরুজ্জামান সিমুর মনোনয়ন কাগজপত্রে ঘাটতির কারণে স্থগিত করা হয়েছে।
    এই আসনে স্বতন্ত্র প্রার্থী এ.কে.এম সফি আহমদ সলমান, স্বতন্ত্র প্রার্থী মোঃ আব্দুল মতিন, আওয়ামী লীগের শফিউল আলম চৌধুরী, ইসলামী ঐক্যজোটের মাওলানা আছলাম হোছাইন রহমানী, তৃণমূল বিএনপির এম এম শাহীন, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের এনামুল হক মাহতাব, জাতীয় পার্টির মোঃ আব্দুল মালিক, জাসদের মোঃ বদরুল হোসেন এবং জাতীয় পার্টির মোঃ মাহবুবুল আলমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
    মৌলভীবাজার-৩: আসনে স্বতন্ত্র প্রার্থী যুক্তরাজ্য আওয়ামী লীগের সহসভাপতি মোহাম্মদ আব্দুর রহিম শহিদ, জাকের পার্টির মোহাম্মদ আব্দুল কাইয়ূম, ইসলামী ফ্রন্টের মোঃ আব্দুর রউফ, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের মোঃ ফাহাদ আলম এবং স্বতন্ত্র প্রার্থী সাদিকুর রহমানের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে।
    এই আসনে জাসদ মনোনীত প্রার্থী আব্দুল মোসাব্বির, জাতীয় পার্টির মোঃ আলতাফুর রহমান, আওয়ামী লীগের মোহাম্মদ জিল্লুর রহমান, ওয়ার্কার্স পার্টির তাপস কুমার ঘোষ, জাতীয় পার্টির রুহুল আমিন ও এপিপির আবু বক্কর আলমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। এ সময় মৌলভীবাজার-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আব্দুর রহিম শহীদের সমর্থনকারী তালিকায় মৃতব্যক্তির নাম থাকায় তার মনোনয়নপত্রটি বাতিল করে দেন রিটার্নিং অফিসার।
    মৌলভীবাজার-৪: আসনে জাকের পার্টির প্রার্থী মুহিবুর রহমান আজাদের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে।
    এই আসনে আওয়ামী লীগ মনোনীত মোঃ আব্দুস শহীদ, স্বতন্ত্র মোঃ নজরুল ইসলাম, ইসলামী ঐক্যজোটের আনোয়ার হোসেন, জাতীয় পার্টির মোঃ মস্তান মিয়া, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের আব্দুল মুহিদ হাসানীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
    জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম বলেন, মনোনয়নপত্র স্থগিত হওয়া প্রার্থীরা ভুল ত্রুটিগুলো সংশোধন করে দিলে তাদেরকেও বৈধ প্রার্থী ঘোষণা করা হবে। যাদের মনোনয়নপত্র বাতিল হয়েছে তাদের জন্য আপিলের সুযোগ রয়েছে বলে তিনি জানান।
  • উল্লাপাড়ায় কুরিয়ার সাভির্সের কাভার্ডভ্যান পোড়ানো মামলায় ৩ আসামি গ্রেপ্তার।

    উল্লাপাড়ায় কুরিয়ার সাভির্সের কাভার্ডভ্যান পোড়ানো মামলায় ৩ আসামি গ্রেপ্তার।

    উল্লাপাড়া(সিরাজগঞ্জ)প্রতিনিধিঃসিরাজগঞ্জের উল্লাপাড়ায় করতোয়া কুরিয়ার সার্ভিসের কাভার্ডভ্যান পোড়ানোর ঘটনায় সংশ্লিষ্টতা থাকার অভিযোগে জামায়াত-বিএনপি’র ৩ প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে উল্লাপাড়া মডেল থানা পুলিশ।

    সোমবার রাতে বিশেষ অভিযান পরিচালনা করে উপজেলার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গত ৩ ডিসেম্বর রাতে বিএনপি ও সমমনা দলের ডাকা অবরোধের নবম দফার প্রথম রাতে উল্লাপাড়া উপজেলার নবগ্রাম এলাকায় করতোয়া কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ডভ্যান পুড়িয়ে দেয় দুবৃত্তরা।

    এ ব্যাপারে উল্লাপাড়া সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার মঙ্গলবার দুপুরে এক প্রেসবিফিং এ গণমাধ্যম কর্মীদের বলেন, নাশকতা যেই করুক তাকে আইনের আওতায় আনা হবেই। এ ঘটনায় করতোয়া কুরিয়ার সাভির্সের কর্মকর্তা মোঃ শাহ আলম বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছে।

    মামলার প্রেক্ষিতে ৩ নাশকতাকারীকে গ্রেফতার করেছে মডেল থানা পুলিশ। ঘটনার সাথে জড়িত অন্য আসামিদেরকেও খুব শীঘ্রই আইনের আওতায় আনা হবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

    কাভার্ড ভ্যানে অগ্নিসংযোগ সন্দেহে গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার ইসলামপুর ভূতগাছা গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে ফরমান আলী (৩৮), একই গ্রামের মৃত খোয়াজ উদ্দিনের ছেলে মোঃ মকদুম আলী(৪৫), উপজেলার বড় মনোহরা গ্রামের আবদুল আজিজের ছেলে নুর মোহাম্মদ (২৫)।

    উল্লাপাড়া মডেল থানার সেকেন্ড অফিসার রুহুল আমিন জানান, কাভার্ডভ্যান পোড়ানো মামলায় গ্রেপ্তার হওয়া ৩ আসামিকে মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত আছে।

  • মৌলভীবাজার ৩-আসনের স্বতন্ত্র প্রার্থীর সমর্থনকারী মৃত।

    মৌলভীবাজার ৩-আসনের স্বতন্ত্র প্রার্থীর সমর্থনকারী মৃত।

    জালাল উদ্দিন,নিজস্ব প্রতিবেদকঃ দ্বাদশ সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী ও যুক্তরাজ্য আওয়ামী লীগের সহ-সভাপতি মোহাম্মদ আব্দুর রহিম শহীদের সমর্থনকারীদের তালিকায় মৃত ব্যক্তির নাম পাওয়া গেছে। ফলে তদন্তের জন্য তার মনোনয়নপত্র স্থগিত রেখেছেন রিটার্নিং কর্মকর্তা।
    সোমবার ০৪ নভেম্বর ২০২৩ ইং, সকালে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মৌলভীবাজার-৩ ও ৪ আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই শুরু হয়। স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আব্দুর রহিম শহীদের দাখিল করা মোট ভোটারের এক শতাংশ সমর্থনকারীর স্বাক্ষর যাচাইকালে মৌলভীবাজার সদর উপজেলার কাশিমপুর এলাকার ভোটার বশির মিয়া ১১ মাস আগে মারা যান বলে জানা যায়। মৃত ব্যক্তি কীভাবে স্বাক্ষর করলেন, এ নিয়ে প্রশ্ন তোলেন সেখানে থাকা আইনজীবী ও অন্যান্য দলের প্রতিনিধিরা। এ ছাড়া, সমর্থনকারী জেলি বেগমের ভোটার ঠিকানায় ওই নামে কোনো ভোটার পাওয়া যায়নি। সমর্থনকারী বাছিত মিয়া নিজ এলাকায় অবস্থান করেন না, তিনি ঢাকার বাসিন্দা। এসব কারণে তার মনোনয়নপত্র স্থগিত করা হয়েছে।
    এ বিষয়ে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা ড. উর্মি বিনতে সালাম বলেন, আমরা তার বিরুদ্ধে নির্বাচনী আইন ও পরিপত্র অনুযায়ী ব্যবস্থা নেব। এর বাইরে আমাদের যাওয়ার সুযোগ নেই। আইনে যা আছে তা-ই হবে।
    দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৩ আসনে মোট ১১ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন- আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী জিল্লুর রহমান, স্বতন্ত্র প্রার্থী যুক্তরাজ্য আওয়ামী লীগের সহ-সভাপতি এম এ রহিম সিআইপি, জাসদের আব্দুল মছব্বির, ওয়ার্কার্স পার্টির তাপস কুমার ঘোষ, জাতীয় পার্টির রুহুল আমিন ও মোঃ আলতাফুর রহমান, সাংস্কৃতিক মুক্তি জোটের ফাহাদ আলম, ইসলামী ফ্রন্টের আব্দুর রউফ, জাকের পার্টির মোহাম্মদ আব্দুল কাইয়ুম, এনপিপির আবু বক্কর ও স্বতন্ত্র প্রার্থী সাদেক আহমদ।
  • মনতলা রেল স্টেশনে পারাবত ট্রেনের ইঞ্জিন বিকল: ৩ ঘন্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক।

    মনতলা রেল স্টেশনে পারাবত ট্রেনের ইঞ্জিন বিকল: ৩ ঘন্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক।

    নাহিদ মিয়া,মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি।
    হবিগঞ্জের মাধবপুর উপজেলার মনতলা রেলস্টেশনের আউটারে সিলেটগামী আন্তঃনগর পারাবত ট্রেনের ইঞ্জিন বিকল হলে সিলেটের সঙ্গে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
    পরে আখাউড়া থেকে একটি উদ্ধারকারী ইঞ্জিন গিয়ে তিন ঘন্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক করে।
    মনতলা রেলওয়ে স্টেশন সূত্রে জানা যায়, সোমবার (৪ ডিসেম্বর) ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী আন্তঃনগর পারাবত এক্সপ্রেস ট্রেনটি সকাল ৯টা ৫০ মিনিটে মনতলা রেলস্টেশনের আউটারে চলন্ত অবস্থায় ইঞ্জিন বিকল হয়ে যায়।
    ট্রেনের চালক ও মনতলা স্টেশনে কর্মরত ইঞ্জিনিয়ার, মেস্তুুরি গিয়েও সচল করতে পারেননি বিকল ইঞ্জিন। পরে আখাউড়া থেকে একটি ইঞ্জিন গিয়ে বিকল ইঞ্জিন সরিয়ে পারাবত ট্রেনের যাত্রীবাহি বগি নিয়ে সিলেটের উদ্দেশ্য রওয়ানা হয়।
    এদিকে পারাবত ট্রেন বিলম্ব হওয়ায় নোয়াপাড়া, শায়েস্তাগঞ্জ, শ্রীমঙ্গল, কুলাউড়া স্টেশনের যাত্রীরা পড়েন দুর্ভোগে। সোমবার দুপুর ১ টার দিকে বিষয়টি নিশ্চিত করে মনতলা রেল স্টেশনের মাষ্টার আতাউর রহমান খাদেম জানান, বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক আছে।
  • মৌলভীবাজার জেলা কারাগারের অনিয়ম দুর্নীতি যেন নিয়মে পরিণত।

    মৌলভীবাজার জেলা কারাগারের অনিয়ম দুর্নীতি যেন নিয়মে পরিণত।

    জালাল উদ্দিন,নিজস্ব প্রতিবেদকঃমৌলভীবাজার জেলা কারাগারের অনিয়ম ও দুর্নীতি  চলছে দাপটের সহিত। বন্দীদের অভিযোগের যেন শেষ নেই। অনিয়ম এখন নিয়মে পরিণত হয়েছে। অভিযোগ উঠেছে, মৌলভীবাজার জেলা কারাগারে বিরুদ্ধে সিট বাণিজ্য, ওয়ার্ড বাণিজ্য, মোবাইল কল বাণিজ্য, সাক্ষাৎ বাণিজ্য ও বন্দীদের খাবার চড়া দামে কেন্টিনে বিক্রিসহ নানান অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে প্রতিমাসে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছেন জেলা কারাগারের কর্মকর্তাসহ কারারক্ষীরা।
    কারাগার থেকে জামিনে বের হওয়া শয়ন তাঁতী (শিক্ষক), রিপন রায় (জনপ্রতিনিধি), নামের দুই ব্যক্তি জানান, কারাগারে হাসপাতালের বেড পেতে হলে অসুস্থ হওয়া জরুরী নয়। কোন নিয়ম ও বিধি অনুসরনেরও প্রয়োজন নেই। প্রতিমাসে ৬ হাজার টাকা দিলেই সুস্থ বন্দীদের দিয়ে দেয়া হয় কারা হসপিটালের বেড। আর অসুস্থ বন্দীরা কম্বল বিছিয়ে থাকেন মেঝেতে। কারা কর্তৃপক্ষের বিরুদ্ধে কোন রোগী যদি সাহস করে মুখ খোলে তাহলে তাদের উপর চলে নির্যাতন। এভাবে ১০-১২ জনের অধিক প্রভাবশালীদের মাসের পর মাস মেডিকেলে রেখে সিট বাণিজ্যের মাধ্যমে কারা কর্তৃপক্ষ প্রতিমাসে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছেন বলেও জানান তারা।
    আরোও জানান তারা, শুধু তাই নয় কারাগারের সরকারী খাবার নিম্নমানে হওয়াতে অনেকই এমন খাবার খেতে নারাজ। টাকা হলেও মিলে ভিআইপি খাওয়া দাওয়ারও রাজকীয় ভাবে। কারা ফটকে দায়িত্বরত কারারক্ষীর সহযোগিতায় বাহির থেকে মাছ, মাংস, ডিম, ফল ও সবজি কিনে এনে দুই বেলা বিক্রি হয় ডায়েড নামের খাবার। বিক্রি হয় ১টি ডিম ৭০ টাকা, ১পিচ পোনা মাছ ১০০-১২০ টাকায়, সবজি ৬০ টাকা। চৌখার মাধ্যমে বন্দীদের দিয়ে রান্না করে সরবরাহ করা হয় এসব ডায়েড নামীয় খাবার বন্দীদের কাছে। ডায়েড বিক্রি, সিট বানিজ্যের ব্যাপারে সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন কারাগারের জেল সুপার মোঃ মুজিবুর রহমান মজুমদার।
    সদ্য নাশকতার মামলায় হাজতে থাকা নাম প্রকাশে অনিচ্ছুক এক বন্দির পিতা জানান, তার ছেলে প্রায় ১ মাস ধরে একটি মামলায় কারাগারে রয়েছে। ছেলের প্রতিমাসের চাহিদা মেটাতে নগদ টাকা প্রয়োজন হলে কারাগার কর্তৃপক্ষের মাধ্যমে বিকাশে টাকা পাঠান তিনি। সেক্ষেত্রে বিকাশে প্রতি হাজারে কারা কর্তৃপক্ষকে কমিশন দিতে হয় ২’শ টাকা। অর্থাৎ ১ হাজার টাকা তার বন্দী ছেলের জন্য পাঠালে সে পায় ৮শ টাকা। সপ্তাহে একদিন সাক্ষাৎ নিয়ম থাকলেও প্রতিদিন ৫শত টাকার বিনিময়ে করা যায় সাক্ষাৎ। প্রতিদিন এই ভাবেই বন্দীর স্বজনদের কাছ থেকে কারাগারের কর্তৃপক্ষ টাকা হাতিয়ে নিচ্ছেন বলেও অভিযোগ পাওয়া যায় বন্দীদের দেখতে আসা স্বজনদের কাছ থেকে।
    নাম প্রকাশ না করার শর্তে এক কারারক্ষী জানান, কারাগারের ক্যান্টিনে নির্ধারিত মূল্যের চেয়ে দ্বিগুণ-তিনগুণ টাকায় বন্দিদের কাছে খাবার বিক্রি করে প্রতিদিন হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছেন কারাগারের কর্তৃপক্ষ। বন্দীদের বরাদ্দকৃত খাবার পরিমাণে কম দিয়ে গুদামে বোঝাই করে পূর্ণরায় দেখানো হয় বিল ভাউচার। বন্দীদের তৈল, সাবান ক্যান্টিনে নিয়ে বিক্রি করে বাহির থেকে বানিয়ে আনা হয় ক্যান্টিনের নামে বিল ভাইচার। আর এসব কাজ করেন অসীম পাল,ও কিবরিয়া নামের দুই কারারক্ষী তাদের মাধ্যমেই বিল ভাউচার সংগ্রহ করে ক্যান্টিনের নামে ক্রয় দেখানো হয় পণ্যগুলোর। বন্দীদের প্রতিটি পণ্য কিনতে হয় বাজার মূল্যের চেয়ে দ্বিগুণের বেশি দাম দিয়ে। এ ছাড়াও তাদের কারা ক্যান্টিনের বিক্রি বাড়ানোর জন্য সরকারি খাবারের নীতিমালার কোন তোয়াক্কা না করে বন্দীদের দেওয়া হচ্ছে নিম্নমানের খাবার। যা খাওয়ার উপযোগী নয় বলেও জানান অনেকেই। কিনেই যদি খেতে হয় সকালের নাস্তা থেকে শুরু করে দুপুর ও রাতের খাবার মাছ, মাংস, ডিম তাহলে বরাদ্দের সরকারী খাবার যায় কোথায়? এমন প্রশ্ন অনেকের মাঝে বিরাজ করছে!
    আদালতে হাজিরা দিতে আসা কয়েকজন আসামী জানান, কারাগার থেকে ৭ দিন পরপর ফোনে স্বজনদের সাথে কথা বলার নিয়ম থাকলেও টাকার বিনিময়ে প্রতিদিন কথা বলার সুযোগ রয়েছে কারাগারের কর্তৃপক্ষের কাছে। কারাগারে বন্দী আসামীরা জানান, কারাগারের টেলিফোন অবৈধভাবে লিজ দেওয়া হয়েছে ইয়াবা কারবারিদের কাছে। আর এসব দায়িত্ব দেওয়া হয়েছে মাদকের অভিযোগে চাকুরিচ্যুত হয়ে চাকুরী ফিরে পাওয়া কারারক্ষী ইকবালের হাতে। গেইটে দাঁড়িয়ে স্বজনদের সাথে সাক্ষাৎ এর জন্য আসা দর্শনার্থীদের কাছ থেকে নিয়ম ভেঙ্গেও টাকা হাতিয়েও নিচ্ছেন এই কারারক্ষী ইকবাল। মৌলভীবাজার জেলা কারাগারের এমন অনিময় দুর্নীতির নিয়মের আমুল পরিণত করছেন সদ্য যোগদানকারী জেল সুপার মোঃ মুজিবুর রহমান মজুমদার।
    এ বিষয়ে সিলেট বিভাগীয় কারা উপ মহাপরিদর্শক মোঃ ছগির মিয়ার সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন, বিষয়টি দুঃখজনক এব্যাপারে খতিয়ে দেখবো। সিলেট কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার মোঃ জুবাইর হোসেন এখন মৌলভীবাজার জেলা কারাগারে (ভারপ্রাপ্ত) জেলার হিসেবে যোগদান করেছে উনার সাথে এব্যাপারে কথা বলুন।
  • গোদাগাড়ীতে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার।

    গোদাগাড়ীতে হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার।

    রবিউল ইসলাম মিনাল :গোদাগাড়ী(রাজশাহী)প্রতিনিধিঃ

    রাজশাহীর গোদাগাড়ী প্রেমতলী এলাকায় অভিযান পরিচালনা করে ১ কেজি হেরোইনসহ এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা ডিবি পুলিশ। রোববার রাত সাড়ে ১১ টার দিকে প্রেমতলী পদ্মানদীর পাড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

    রোববার রাত ১১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের টিম জানতে পারে প্রেমতলী এলাকায় একটি বড় হেরোইনের চালান ভারত থেকে পাচার হয়ে আসছে এবং দুই মাদক কারবারি চালানটি নিয়ে আসছে।

    এমন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের ওই টিম প্রেমতলী পানি উন্নয়ন বোর্ডের ঘরের পাসেই অভিযান পরিচালনা করে। এসময় প্রেমতলী কাঠালবাড়িয়া গ্রামের মৃত শফিকুলের ছেলে সাব্বির রহমান সাকিম (৩৮) কে ১ কেজি হেরোইনসহ হাতে নাতে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। এসময় আরএমপি দামকুড়া হরিপুর বেড়পাড়া এলাকার রুহুল আমিনের ছেলে রফিকুল ইসলাম ডিবি পুলিশের উপস্থিতি বুঝতে পেরে দৌড়ে পদ্মা নদীর দিকে অন্ধকারে পালিয়ে যায়।

    গ্রেপ্তারকৃত সাকিম ও রফিকুল দীর্ঘদিন যাবত মাদক কারবারের সাথে জড়িতো ও কোটি টাকার হেরোইন তাদের বলে ডিবি পুলিশের কাছে স্বীকার করে। এ ঘটনায় ডিবি পুলিশের এসআই করিম বাদি হয়ে গোদাগাড়ী থানায় মাদক আইনে মামলা দায়ের করেছে।

  • নৌকার প্রার্থী মাহবুব আলীর মাধবপুর বাজারে জনসাধারণের সাথে সাক্ষাৎ।

    নৌকার প্রার্থী মাহবুব আলীর মাধবপুর বাজারে জনসাধারণের সাথে সাক্ষাৎ।

    নাহিদ মিয়া,মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি।
    হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের নৌকা মনোনয়ন প্রার্থী ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এডভোকেট মোঃ মাহবুব আলী এমপির বিভিন্ন শ্রেণি পেশার লোকজনের সাথে সাক্ষাৎ করেছেন।
    রোববার (৩ ডিসেম্বর) বিকেলে মাধবপুর বাজারে তিনি বিভিন্ন শ্রেণি পেশাসহ ব্যবসায়ীদের সাক্ষাৎ করেন।
    এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক তাজুল ইসলাম তাজু,সাংগঠনিক সম্পাদক বেনু মাধব রায়, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো: এরশাদ আলী, আইন বিষয়ক সম্পাদক মুহিত মিয়া,পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শ্রীধাম দাশ গুপ্ত, আন্দিউড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো: মিজানুর রহমান, পৌর আওয়ামী লীগ নেতা আশরাফুল আলম টিটু , উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক সুজন রায়, পৌর যুবলীগ নেতা মো: নাহিদ মিয়া, উপজেলা উলামা লীগের সভাপতি হাফেজ মোবারক, উপজেলা ছাত্র লীগের যুগ্ম আহবায়ক মো: রেজাউল হক শাওন সহ সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।