Author: admin

  • রামপালে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব মানবাধিকার দিবস পালন।

    রামপালে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব মানবাধিকার দিবস পালন।

    রামপাল (বাগেরহাট) প্রতিনিধিঃ বাগেরহাটের রামপালে যথাযোগ্য মর্যাদা ও সম্মানের সাথে বিশ্ব মানবাধিকার দিবস-২০২৩ পালন করা হয়েছে।
    দিবসটি উদযাপন উপলক্ষে রামপাল উপজেলা মানবাধিকার কমিশন বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে।
    রবিবার (১০ ডিসেম্বর) সকাল ১১ টায় রামপাল উপজেলা মানবাধিকার কমিশনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামের  থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।  র‌্যালিটি উপজেলা গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।
    এরপর উপজেলা মানবাধিকার কমিশনের সভাপতি এ্যাড. মহিউদ্দিন আহমেদ’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক, মো. সাইফুল আলম বকতিয়ার’র সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামপাল থানার বিদায়ী অফিসার ইনচার্জ এস. এম. আশরাফুল আলম।
    আলোচনা সভায় বক্তব্য রাখেন শেখ আফজাল হোসেন, বিষ্ণপদ বাগচী,  মো. বজলুর রহমান, মো. মোস্তফা কামাল পলাশ, এম. এ  সবুর রানা, এ্যাড. হাফিজুর রহমান, মিলন মন্ডল, কৃষ্ণা রাণী, মো. গোলাম ইয়াছিন রাজু, শেখ শাহজালাল, সুজন মজুমদার, সিরাজুল ইসলাম, মো. আবু হুরায়রা ও মোসা. ঋতু।
    অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডা. শুধাংশু শেখর, প্রভাষক শেখ শাহ নেওয়াজ, হাওলাদার আ. মান্নান, মোতাহার মল্লিক, মল্লিক  মো. জামান, লায়লা সুলতানা,  মো. আয়াজ শিকারী, মো. আকাশুজ্জামান শেখ, মো. মহিদুল ইসলাম, মো. শাফায়েত, মো. হাসান, মো. হেলাল, মো. রাহাত, মো. তুহিনসহ রামপাল উপজেলা মানবাধিকার কমিশনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
    বক্তারা তাদের বক্তব্যে বলেন যে, ফিলিস্তিনে প্রতি মুহুর্তে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটছে। একই রূপ ঘটনা ঘটেছিল মায়ানমারে। অবিলম্বে ফিলিস্তিনসহ পৃথিবীতে যারা মানবাধিকার লঙ্ঘনের ঘটনা অবিরত ঘটিয়ে চলছে, তাদেরকে নিয়ন্ত্রণের জন্য জাতিসংঘের প্রতি আহবান জানান হয়। এছাড়া যারা  বিশ্বে মানবাধিকার লঙ্ঘনের ঘটনার সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি জানানো হয়।
  • ঠাকুরগাঁওয়ে পুলিশি বাধা উপেক্ষা করে মহিলা দলের মিছিল, আহত ১।

    ঠাকুরগাঁওয়ে পুলিশি বাধা উপেক্ষা করে মহিলা দলের মিছিল, আহত ১।

    আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন কর্মসুচি পালন করেছেন জেলা মহিলা দল। পুলিশি বাধা উপেক্ষা করে একটি মিছিল বের করেন তারা। এসময় মিছিলে একজন নারী পুলিশ সদস্য আহত হন।
    রোববার (১০ ডিসেম্বর) বেলা ১১টায় ঠাকুরগাঁও জেলা বিএনপি কার্যালয় থেকে মহিলা দলের  নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল শহরে বের হতে চাইলে পুলিশ বাধা দেয়। কেড়ে নেয়া হয় ব্যানার।
    পরে জেলা মহিলা দলের সভানেত্রী ফোরাতুন নাহার প্যারিসের নেতৃত্বে একটি মিছিল বের হয়। মিছিলটি দলীয় কার্যালয় থেকে বের হয়ে  আমাদের বাজার মার্কেট হয়ে পুনরায় দলীয় কার্যালয় এসে জড়ো হন। মিছিলের এক পর্যায়ে একজন নারী পুলিশ সদস্য রাস্তায় পড়ে যায়।
    নিরাপত্তা জোরদারে দলীয় কার্যালয় ও আশপাশ এলাকায় অতিরিক্ত পুলিশ সদসদের মোতায়েন করা হয়।পরে বিএনপি’র নেত্রীরা কার্যালয়ের সামনেই ঘন্টা ব্যাপী কর্মসুচি পালন করে সংক্ষিপ্ত সমাবেশ করেন।
    জেলা মহিলা দলের সভানেত্রী ফোরাতুন নাহার প্যারিস বলেন, আমাদের শান্তিপূর্ণ মানববন্ধনে পুলিশ বাধা দিয়ে পণ্ড করে দিয়েছে।
  • মাধবপুরে ১৪শ পিস ইয়াবাসহ মাদক সম্রাট আলী আকবর গ্রেফতার।

    মাধবপুরে ১৪শ পিস ইয়াবাসহ মাদক সম্রাট আলী আকবর গ্রেফতার।

    মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধিঃ হবিগঞ্জের মাধবপুরে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক সম্রাট আলী আকবর (৫৫) কে গ্রেফতার করেছে পুলিশ। সে মাধবপুর পৌরসভার ৩নং ওয়ার্ডের (পশ্চিম মাধবপুর গ্রামের) দেলোয়ার আলী’র পুত্র। পুলিশ সুত্রে জানা গেছে, শনিবার (৯ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১০ টায় গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর থানার এসআই দ্বীন মোহাম্মদ এর নেতৃত্বে এএসআই নূরুল হক সহ পুলিশের একটি দল পৌরসভার পশ্চিম মাধবপুরে আলী আকবর এর বাড়িতে অভিযান চালিয়ে ১৪শ পিস ইয়াবা ট্যাবলেট সহ তাকে গ্রেফতার করে। উল্লেখ্য আলী আকবরের বিরুদ্ধে ২২ টি মাদক মামলা রয়েছে। স্থানীয় ভাবে সে মাদক সম্রাট হিসেবে পরিচিত।
    মাধবপুর থানার ওসি মো: রকিবুল ইসলাম খান সত্যতা নিশ্চিত করে জানান, আলী আকবরের বিরুদ্ধে  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে রবিবার ১৬ ডিসেম্বর দুপুরে হবিগঞ্জ জেল কারাগারে পাঠানো হয়েছে।
  • শ্রীমঙ্গলে বেশি দামে পিয়াজ বিক্রির অপরাধে ২ ব্যবসায়ীকে জরিমানা।

    শ্রীমঙ্গলে বেশি দামে পিয়াজ বিক্রির অপরাধে ২ ব্যবসায়ীকে জরিমানা।

    নিত্য প্রয়োজনীয় পণ্য ন্যায্য দামে ও নিরাপদ খাদ্য প্রাপ্তি নিশ্চত করার লক্ষে মৌলভীবাজার জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে পিয়াজের বাজারে কৃত্রিম সংকট দেখিয়ে বেশি দামে পিয়াজ বিক্রি করার দায়ে শ্রীমঙ্গলের ২টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।
    শনিবার ০৯ ডিসেম্বর ২০২৩ ইং, দুপুরে শ্রীমঙ্গল উপজেলার সেন্ট্রাল রোডে পিয়াজের পাইকারী বাজারে সচেতনতামূলক ও মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়।
    এ সময় মূল্য তালিকা প্রদর্শন না করা ও পিয়াজের সংকট দেখিয়ে বেশি দরে পিয়াজ বিক্রয় করার অভিযোগে সেন্ট্রাল রোডে অবস্থিত মেসার্স পাল ভান্ডারকে ২০ হাজার টাকা ও মেসার্স আমির ট্রেডার্সকে ১০ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।
    জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এর মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ শফিকুল ইসলাম জানান, র‌্যাব-৯ ফোর্সের শ্রীমঙ্গল ক্যাম্প এর সহায়তায় নিত্য প্রয়োজনীয় পণ্য ন্যায্য দামে প্রাপ্তি নিশ্চিত করার লক্ষে ২টি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ৩০ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।
    নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী ন্যায্য মূল্যে প্রাপ্তি এবং নিরাপদ খাদ্য প্রাপ্তি নিশ্চিতকরণে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার মনিটরিং ও তদারকি কার্যক্রম চলমান থাকবে বলে জানান তিনি।
    এদিকে, নাম প্রকাশে অনিচ্ছুক এক ভোক্তা বলেন যাদেরকে জরিমানা করা হচ্ছে ওরা হলেন ফুটি মাছ, আসল রাগব বোয়ালরা রয়ে যান ধরা ছুয়ার বাহিরে।
    জরিমানা আরোপ করার পর ব্যবসায়ী সিন্ডিকেট আরো তৎপর হয়ে উঠে জরিমানার টাকা আদায় করার জন্য। বেশি দামে পণ্য বিক্রি করলেও খুচরা ব্যবসায়ীরা মুখ খুলেন না আড়ৎদারদের বিরুদ্ধে, কারণ নগদে বাঁকিতে পন্য ক্রয় করতে হলে পাইকারি বিক্রেতাদের বিরুদ্ধে কথা বললে বাকিতে মাল বিক্রয় করেন না। এর সুযোগে খুচরা ব্যবসায়ীরা আরো চড়া মুল্যে পিয়াজ বিক্রি করছেন ভোক্তা অধিকার আইনকে অমান্য করে।
    স্থানীয় ভোক্তারা বলেন, শুধু জরিমানা করে তাদের ছেড়ে দিলে হবে না নুন্যতম তিনদিনের জেল হাজতে পাঠাবে হবে। এতে তাদের আর্থিক জরিমানাও হবে পাশাপাশি সাজাও পাবে।
  • নৌকার জয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে-প্রতিমন্ত্রী এড. মাহবুব আলী।

    নৌকার জয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে-প্রতিমন্ত্রী এড. মাহবুব আলী।

    নাহিদ মিয়া,মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধিঃদ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে হবিগঞ্জের মাধবপুরে ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবসের প্রস্তুতি এবং উপজেলা যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
    শনিবার ৯ ডিসেম্বর দুপুরে উপজেলা যুবলীগের আয়োজনে মাধবপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল কাশেমের পরিচালনায় ফারুক পাঠানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির  বক্তব্যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এড. মাহবুব আলী বলেছেন, মুক্তিযুদ্ধের সময় মেহেরপুর আম্রকাননে অস্থায়ী মুজিবনগর  সরকার গঠিত হয়েছিল।
    আমাদের মাধবপুরের তেলিয়াপাড়ার গুরুত্ব কোনো অংশে কম নয় এখানেই ৩ টি সেক্টরে বিভক্ত হয়েছিল। এবং  বুলেট মাথা উঁচু করে দাঁড়িয়েছে।  মাথা উঁচু করা বুলেটের  কারনেই আমরা বিগত নির্বাচন গুলোতে জাতীয় জীবনে সমস্ত সংকট গুলোতে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্র লীগ, স্বেচ্ছাসেবক লীগ সবাই ঐক্যবদ্ধ অবস্থানের কাছে বারবার আমাদের বিপক্ষ শক্তি পরাজিত হয়েছে।
    তারা আমাদের ঐক্যবদ্ধ অবস্থানের কাছে মাথা উঁচু করে দাড়াতে পারেনাই। আমার বিশ্বাস আগামী দিনও তারা মাথা উঁচু করে দাড়াতে পারবেনা। তিনি আরও বলেন নৌকার জয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধ ভাবে মাঠে কাজ করতে নেতা কর্মীদের আহবান জানান।
    এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন চৌধুরী অসীম, জেলা যুবলীগের সভাপতি মো: আবুল কাশেম চৌধুরী, সাধারণ সম্পাদক একেএম মঈন উদ্দিন চৌধুরী সুমন, সহ সভাপতি শফিকুজ্জামান হিরাজ, বিপ্লব রায় চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মানিক মিয়া, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বেনু মাধব রায়, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শ্রীধাম দাশগুপ্ত, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, উপজেলা  শ্রমিক লীগের সভাপতি সৈয়দ হাবিবুর রহমান প্রমূখ।
    অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিভিন্ন ইউনিয়ন যুবলীগের সভাপতি, সেক্রেটারিগণ ছিলেন।
  • কমলগঞ্জে পাত্রখোলা চা বাগানের শ্রমিকের রক্তাক্ত মরদেহ উদ্ধার।

    কমলগঞ্জে পাত্রখোলা চা বাগানের শ্রমিকের রক্তাক্ত মরদেহ উদ্ধার।

    মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের পাত্রখোলা চা বাগানের বাজার লাইনে কালভার্টের নীচ থেকে এক চা শ্রমিক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। জানা যায়, নিহত নাম রঞ্জিত ভুমিজ (২৫)। সে মাধবপুর ইউনিয়নের পাত্রখোলা চা বাগানের পশ্চিম লাইন এলাকার মৃত পলিমল ভুমিজের ছেলে।
    বৃহস্পতিবার ০৭ ডিসেম্বর ২০২৩ ইং, রাত সাড়ে ১০টার সময় এলাকাবাসী শ্রমিক লাইনের একটি কার্লভাটের নিচে রক্তাক্ত অবস্থায় একটি মরদেহ পরে থাকতে দেখে কমলগঞ্জ থানা পুলিশকে খবর দেন। পরে রাত ১২টার সময় ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ।
    স্থানীয় সূত্রে জানা যায়, পাত্রখোলা চা বাগান এর পশ্চিম লাইন এলাকার চা শ্রমিক যুবক রঞ্জিত অতিরিক্ত মদ্যপ পান অবস্থায় বাজার লাইনের দিকে যাচ্ছিলেন। এসময় শরীরের ভারসাম্য হারিয়ে কার্লভাট নিচে পড়ে পাকার পিলারে গিয়ে মাথায় আঘাত পায়। এ সময় ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
    পরে এলাকাবাসী রক্তাক্ত অবস্থায় মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
    কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল (সদর) হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের পর মূল ঘটনা জানা যাবে। পরে আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।
  • এস এম আহসান স্মৃতি পুরস্কার” পেলেন ওসি আশরাফুল আলম।

    এস এম আহসান স্মৃতি পুরস্কার” পেলেন ওসি আশরাফুল আলম।

    মল্লিক জামান, রামপাল প্রতিনিধিঃ কমিউনিটি পুলিশিং ও সমাজসেবামূলক কাজে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির “এস এম আহসান” স্মৃতি পুরস্কার-২০২৩ পেলেন বাগেরহাটের রামপাল থানার অফিসার ইনচার্জ এস. এম. আশরাফুল আলম।
    শনিবার (৯ ডিসেম্বর) সকালে রাজারবাগের বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির ৪০ তম বার্ষিক সাধারণ সভায় এ পুরস্কার দেওয়া হয়।
    “এস এম আহসান” স্মৃতি পুরস্কার বাংলাদেশ পুলিশের মাননীয় আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন’র হাত  থেকে পুরস্কার গ্রহণ করছেন ওসি আশরাফুল আলম।
    এক প্রতিক্রিয়ায় ওসি এস. এম. আশরাফুল আলম বলেন, পুরস্কার পরিশ্রম করার উৎসাহ আরো বাড়িয়ে দেয়।  রামপাল থানায় অফিসার ইনচার্জ হিসেবে যোগদানের পর সাধারণ মানুষের খুব কাছে গিয়ে তাদের সেবা দিতে চেষ্টা করেছি। শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহ দেওয়া, মাদক প্রতিরোধ ও বাল্য বিয়ে প্রতিহত করার জন্য যে কাজগুলো করেছিলাম- তার স্বীকৃতি হিসেবে এই পুরস্কার।
    তিনি আরও বলেন, আইনের সেবক হয়ে জনতার সারিতে থেকে সাধারণ মানুষের সেবা করে যাবো। প্রতিটি মানুষ আমাকে খুব কাছ থেকে পাবে এবং তাদের সমস্যার কথা গুলি বলতে পারবে। তিনি দৃঢ়ভাবে বলেন বাগেরহাটের সুযোগ্য পুলিশ সুপার মহোদয়ের দিকনির্দেশনায় নিজ কর্মস্থলে সম্পূর্ণ পেশাদারিত্বের সহিত দায়িত্ব পালনে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।
    উল্লেখ্য  ওসি আশরাফুল আলম গত (৩ মে) রামপালে যোগদানের পর থেকে তার  দায়িত্ববোধ ও আচরণে সাধারণ মানুষ মুগ্ধ। তার সেবা ও ব্যবহার সকলের হৃদয় জয় করেছে। সৎ, দক্ষ, মানবিক ও কোমল স্বভাবের এই পুলিশ কর্মকর্তা সন্ত্রাস- জঙ্গিবাদ, দুর্নীতি, চাঁদাবাজ ও মাদকের বিরুদ্ধে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। অপরাধ দমনে কঠোর হলেও অসহায় মানুষের কাছে তিনি মানবতার সেবক।
    রামপাল  থানায়  যোগদানের পরপরই অপরাধ দমনের কাজে সহযোগিতার লক্ষে উপজেলার গুরুত্বপূর্ণ সব বাজারে বাজার কমিটির সাথে মতবিনিময় করেন এবং  বাজার সিসি ক্যামেরার আওতায় আনেন।
    রাজনৈতিক ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, ব্যবসায়ী, ইমাম, শিক্ষক, স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করে অপরাধ দমন ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন।
    থানার  অফিসার ইনচার্জ হয়েও সব শ্রেণির মানুষকে আপন করে নেয়ার গুণ রয়েছে তার মধ্যে। তিনি সকলের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দেন খোলা মনে। একজন সফল ওসি হিসেবে ইতিমধ্যেই জায়গা করে নিয়েছেন  রামপাল থানার  সকল শ্রেণি ও পেশার  মানুষের প্রশংসা কুড়িয়েছেন তিনি।
  • নাগরপুরে হানাদার মুক্ত দিবস পালিত।

    নাগরপুরে হানাদার মুক্ত দিবস পালিত।

    আব্দুল্লাহ খিজির, স্টাফ রিপোর্টারঃ টাঙ্গাইলের নাগরপুরে আহসানুল ইসলাম টিটু এমপি’র উপস্থিতিতে হানাদার মুক্ত দিবস পালন করেছে উপজেলা প্রশাসন।
    শনিবার (৯ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রেজা মো. গোলাম মাসুম প্রধান এর সভাপতিত্বে সকল বীর মুক্তিযোদ্ধাদের অংশগ্রহণে এই দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়।
    উক্ত আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন, নাগরপুর উপজেলা ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবির, বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক (বীর প্রতীক), যুদ্ধকালীন কোম্পানি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন তালুকদার, নাগরপুর উপজেলা সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. সুজায়েত হোসেন, দেলদুয়ার উপজেলা আ. লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. ফজলুল হক, বীর মুক্তিযোদ্ধা গোলাম সরোয়ার ছানা, বীর মুক্তিযোদ্ধা মোকাদ্দেস আলী, পাকুটিয়া ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান সহ অন্যান্য রাজনৈতিক ব্যক্তিবর্গ, স্থানীয় সুশীল সমাজ ও বিভিন্ন ইউনিয়নের মুক্তিযোদ্ধা বৃন্দরা।
    উল্লেখ্য, ১৯৭১ সালের ৯ ডিসেম্বর এই দিনে বাংলার সূর্য সন্তানেরা পাকিস্তানি হানাদার বাহিনীর কবল থেকে নাগরপুর উপজেলাকে মুক্ত করে স্বাধীন বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করেন। জয় বাংলা স্লোগানে প্রকম্পিত  হয়ে উঠে পুরো নাগরপুর উপজেলা। স্বাধীন বাংলাদেশ গঠনে মুক্তিবাহিনীর বাইরে দেশের বিভিন্ন অঞ্চলে পৃথক বাহিনী গড়ে উঠে। এর মধ্যে টাঙ্গাইলের কাদেরিয়া বাহিনী ও বাতেন বাহিনী অন্যতম। এই দুই বাহিনীর বীরত্বপূর্ণ যুদ্ধের কাহিনী সে সময় দেশ-বিদেশে ছড়িয়ে পড়ে।
    সারাদেশের মতো হানাদারদের দ্বারা ক্ষত-বিক্ষত টাঙ্গাইলের সর্ব দক্ষিণে ধলেশ্বরী নদী দ্বারা বিচ্ছিন্ন নাগরপুরকে শত্রু মুক্ত করতে কাদেরিয়া বাহিনী ও বাতেন বাহিনী বেশ কয়েকবার আক্রমণ করলেও চূড়ান্ত সফলতা পেতে সময় লেগে যায় ৯ ডিসেম্বর পর্যন্ত।
  • মৌলভীবাজারের ৭ থানার ওসি রদবদল।

    মৌলভীবাজারের ৭ থানার ওসি রদবদল।

    জালাল উদ্দিন নিজেস্ব প্রতিবেদকঃ আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের চার সপ্তাহ আগে সারাদেশের ৩৩৮ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদলির প্রস্তাবে অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। পুলিশ সদর দপ্তরের তৈরি করা প্রস্তাবের ওপর এ অনুমোদন দেওয়া হয় বলে নির্বাচন কমিশন সূত্রে জানা যায়।
    বৃহস্পতিবার ০৭ ডিসেম্বর ২০২৩ইং, এ অনুমোদন দেওয়া হয়েছে। এই ৩৩৮ জনের মধ্যে মৌলভীবাজার জেলার ৭ থানার ওসি বদলি করা হয়েছে।
    মৌলভীবাজার জেলার ৭টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানা যায়, মৌলভীবাজার সদর থানার ওসি মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরীকে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) শাহপরাণ থানায় বদলি করে মৌলভীবাজার সদর থানার নতুন ওসির দায়িত্ব দেওয়া হয়েছে সিলেটের গোয়াইনঘাট থানার ওসি কে এম নজরুল ইসলামকে।
    বড়লেখা থানার ওসি মোঃ ইয়ারদৌস হাসানকে এসএমপির দক্ষিণ সুরমা থানায় বদলি করে বড়লেখা থানার নতুন ওসির দায়িত্ব দেওয়া হয়েছে কমলগঞ্জ থানার ওসি সঞ্জয় চক্রবর্তীকে।
    জুড়ী থানার ওসি মোহাম্মদ মোশাররফ হোসেনকে এসএমপি’র মোগলাবাজার থানায় বদলি করে জুড়ী থানার নতুন ওসির দায়িত্ব দেওয়া হয়েছে এসএমপি’র মোগলাবাজার থানার ওসি এসএম মাইন উদ্দিনকে।
    কুলাউড়া থানার ওসি মোঃ আব্দুছ ছালেককে রাজনগর থানায় বদলি করে কুলাউড়া থানায় নতুন ওসির দায়িত্ব দেওয়া হয়েছে এসএমপি’র কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদকে।
    রাজনগর থানার ওসি বিনয় ভূষন রায়কে শ্রীমঙ্গল থানায় বদলি করে রাজনগর নতুন ওসির দায়িত্ব দেওয়া হয়েছে কুলাউড়া থানার ওসি মোঃ আব্দুছ ছালেককে।
    শ্রীমঙ্গল থানার ওসি মোঃ জাহাঙ্গীর হোসনে সরদারকে সিলেটের কানাইঘাট থানায় বদলি করে শ্রীমঙ্গল থানার নতুন ওসির দায়িত্ব দেওয়া হয়েছে রাজনগর থানার ওসি বিনয় ভূষন রায়কে।
    কমলগঞ্জ থানার ওসি সঞ্জয় চক্রবর্তীকে বড়লেখা থানায় বদলি করে কমলগঞ্জ নতুন ওসির দায়িত্ব দেওয়া হয়েছে এসএমপির জালালাবাদ থানার ওসি সাইফুল আলমকে।
    এর আগে নির্বাচন কমিশনের নির্দেশনার পরিপ্রেক্ষিতে দেশের বেশিরভাগ থানার ওসিদের পর্যাক্রমে বদলির জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়েছিল নির্বাচন কমিশন (ইসি)। সেই ধারাবাহিকতার অংশ হিসেবে বুধবার ৩৩৮ থানার ওসিকে বদলির তালিকা ইসিতে পাঠায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং বৃহস্পতিবার সে তালিকা প্রকাশ করা হয়।
  • ঠাকুরগাঁওয়ে প্রাথমিকের নিয়োগ পরীক্ষায় ডিভাইসসহ আটক-৭।

    ঠাকুরগাঁওয়ে প্রাথমিকের নিয়োগ পরীক্ষায় ডিভাইসসহ আটক-৭।

    প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ও ডিভাইসসহ ঠাকুরগাঁওয়ে সাত শিক্ষার্থীকে আটক করা হয়েছে। আজ শুক্রবার (৮ ডিসেম্বর) সদরের বেশকয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ডিভাইসসহ সাতজনকে আটকে করে কেন্দ্র কর্তৃপক্ষ। পরে তাদের পুলিশের হাতে সোপর্দ করে।
    এসময় শিক্ষা সংশ্লিস্টরা জানান, এধরনের কর্মকান্ডে মেধাবিরা পিছিয়ে পরছে। অন্যদিকে যারা অসাধু উপায়ে পরিক্ষায় অংশ নিচ্ছে তাদের ভবিষ্যত ধংস হচ্ছে। সে কারনে প্রশাসনসহ সকলকে সচেতন হওয়া প্রয়োজন বলে মনে করেন তারা।
    জেলা প্রাথমিক শিক্ষা অফিসার খন্দকার মনছুর রহমান জানান, নিয়োগ পরীক্ষায় অংশ নেওয়া সরকারি কলেজ, কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজসহ কয়েকটি কেন্দ্র থেকে সাতজনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। ঠাকুরগাঁও শহরের ১৭টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।