Author: admin

  • মাধবপুরে রাস্তায় গাছ ফেলে ডাকাতি: টাকা, মোবাইল স্বর্ণালঙ্কার লুট।

    মাধবপুরে রাস্তায় গাছ ফেলে ডাকাতি: টাকা, মোবাইল স্বর্ণালঙ্কার লুট।

    মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি।
    হবিগঞ্জের মাধবপুরে তেলিয়াপাড়া চা বাগান এলাকায় রাস্তায় গাছ ফেলে ঘন্টা ব্যাপি ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ডাকাতরা চা বাগানের ডিজিএমসহ কয়েকটি গাড়ী আটক করে নগদ টাকা, মোবাইলসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়। মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে এঘটনা ঘটে। খবর পেয়ে রাতেই পুলিশের বিভিন্ন কর্মকর্তাগণ ঘটনাস্থল পরিদর্শন করেন। এঘটনায় এখন পর্যন্ত জড়িত কাউকে আটক করা সম্ভব হয় নাই।
    ভুক্তভোগীরা জানান, মাধবপুর উপজেলার সুরমা চা বাগান এলাকায় রাস্তায় রাত সাড়ে ১০টার দিকে একদল ডাকাত রাস্তায় গাছ ফেলে গাড়ী আটকে ডাকাতি করে। এসময় ১০/১২ জন সংঘবদ্ধ ডাকাত ন্যাশনাল টি কোম্পানীর ডিজিএম কাজী এমদাদুল হকের গাড়ীসহ বিভিন্ন গাড়ী আটক করে নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও মোবাইল ফোন নিয়ে যায়।
    এঘটনায় ভুক্তভোগী লস্করপুর ভ্যালি চেয়ারম্যান ও ন্যাশনাল টি কোম্পানীর ডিজিএম এমদাদুল হক জানান, রাতে আমার পরিবার নিয়ে তেলিয়াপাড়া চা বাগান থেকে যাওয়ার পথে ডাকাতরা রাস্তায় গাছ ফেলে গাড়ী আটক করে। পরে আমাদেরকে গাছের সাথে বেঁধে নগদ টাকা,স্বর্ণালঙ্কার মোবাইলসহ জরুরী জিনিসপত্র নিয়ে গেছে।
    আরেক ভুক্তভোগি শাহজাহানপুর ইউনিয়ন চেয়ারম্যান পারভেজ চৌধুরী বলেন, আমরা ওই এলাকায় যাওয়ার সময় তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ীর আইসিকে অবগত করে গেলেও তিনি আমাদের নিরাপত্তায় কোন ব্যবস্থা নেয় নি।
    পরবর্তীতে খবর পেয়ে তেলিয়াপাড়ায় পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) অনিক চন্দ দেবসহ একদল পুলিশ ঘটনাস্থলে গেলে ডাকাতরা পালিয়ে যায়।পরে অতিরিক্ত পুলিশ সুপার ( মাধবপুর-চুনারুঘাট সার্কেল) নির্মলেন্দু চক্রবর্তীসহ পুলিশের বিভিন্ন কর্মকর্তাগণ ঘটনাস্থল পরিদর্শন করেন।
    এবিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার বলেন, ঘটনার পরপরই আমাদের গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করা হয়েছে। আসামীদের সনাক্ত করে আটকের চেষ্টা চলছে।মাধবপুর থানার অফিসার ইনচার্জ রকিবুল ইসলাম খাঁন বলেন, ঘটনায় মামলার প্রস্তুতি চলছে এবং আসামিদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত আছে।
  • পাহাড়ি শুকরের আক্রমণে জুড়ীতে ৩ জন গুরুতর আহত।

    পাহাড়ি শুকরের আক্রমণে জুড়ীতে ৩ জন গুরুতর আহত।

    নিজস্ব প্রতিবেদক: মোঃ জালাল উদ্দিন। পাহাড়ি শুকরের আক্রমণে মৌলভীবাজারের জুড়ীতে তিনজন রক্তাক্ত আহত হয়েছে। সোমবার ১১ ডিসেম্বর ২০২৩ ইং, সন্ধ্যায় জুড়ী উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের পশ্চিম শিলুয়া গ্রামে এ ঘটনা ঘটে।
    জানা যায়, এর মধ্যে দুই জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হলেও একজনকে আশংকা জনক অবস্থায় সিলেট হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ঘটনার পর স্থানীয় জনতা আত্মরক্ষার্থে শুকরটিকে পিটিয়ে মেরে ফেলেন।
    এলাকার স্থানীয় বাসিন্দারা জানান, খুব সম্ভবত স্থানীয় সমাই পাহাড় থেকে মহিষ আকৃতির একটি জংলী শুকর বস্তি এলাকায় নেমে আসে। ২/৩ দিন ধরে মন্ত্রীগাঁও, যোগীমুরা ও পশ্চিম শিলুয়া এলাকায় শুকরটি অবস্থান করে জমিতে ধানের ব্যাপক ক্ষতি সাধন করে। সোমবার সন্ধ্যার আগে হঠাৎ করে শুকরটি পশ্চিম শিলুয়া গ্রামে মানুষের উপর আক্রমণ চালায়।
    শুকরের কামড়ে ও আছড়ে মোঃ বাকই মিয়া (৭০), মোঃ ইসহাক আলী (৬০), ও মোঃ পারভেজ মিয়া (৩০) রক্তাক্ত আহত হয়েছে।
    পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে জুড়ী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। মোঃ বাকই মিয়া ও মোঃ ইসহাক আলীকে প্রাথমিক ভাবে চিকিৎসা দেওয়া হয়। এবং গুরুতর আহতাবস্থায় মোঃ পারভেজ মিয়াকে সিলেট প্রেরণ করা হয়।
    প্রত্যক্ষদর্শীরা জানান,পারভেজের শরীরের বিভিন্ন স্থানে শুকরটি কামড় ও নকের আছড় দিয়েছে। তার শারীরিক অবস্থা আশংকাজনক বলে তারা জানান।
    এ আক্রমণের ঘটনায় স্থানীয় জনমনে আতংক ছড়িয়ে পড়ে। এলাকার নারী-শিশুদের মধ্যে কান্নার রোল পড়ে। ভয়ে এলাকার লোকজন শিশুদের রক্ষার্থে ঘরের দরজা-জানালা বন্ধ করে দেন। পরে এলাকার লোকজন সংঘবদ্ধ হয়ে জংলী শুকরটিকে ধাওয়া করে পিটিয়ে মেরে ফেলেন। এতে জনমনে স্বস্তি নেমে আসে বলে জানা যায়।
  • মাধবপুরে আওয়ামী লীগের বিশেষ কর্মী সভা অনুষ্ঠিত।

    মাধবপুরে আওয়ামী লীগের বিশেষ কর্মী সভা অনুষ্ঠিত।

    নাহিদ মিয়া মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধিঃ হবিগঞ্জের মাধবপুরে আন্দিউড়া ইউনিয়ন আওয়ামী লীগের বিশেষ কর্মী সভা অনুষ্ঠিত।
    দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকাল ১১ টায়  আন্দিউড়া উম্মেতুন্নেছা উচ্চ বিদ্যালয়ের হল রুমে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তোফায়েল হোসেন চৌধুরী সভাপতিত্বে সাধারণ সম্পাদক মো: মিজানুর রহমান এর সঞ্চালনায় উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ  জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক এডভোকেট ফজলে আলী। প্রধান অতিথির বক্তব্যে বলেন দেশের উন্নয়নের অগ্রযাত্রা ও স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে ও সকলের আন্তরিক প্রচেষ্টায় ৭ জানুয়ারী নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করার আহবান জানান।
    অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আফজল চৌধুরী (মেম্বার), ইউনিয়ন আওয়ামী লীগ নেতা বিল্লাল হোসেন, নরুত্তম মেম্বার, ফরুক মিয়া মেম্বার,বশু চৌধুরী, সাইফুল ইসলাম  মেম্বার, তপন কুমার সরকার, জীবন সূত্র ধর, চন্দন সরকার, শ্রমিক নেতা আলম মিয়া। যুবলীগ সভাপতি মো: এরশাদ আলী, সাধারণ সম্পাদক প্রনব ভৌমিক, সুজিত দাস , ইউনিয়ন ছাত্র লীগ সভাপতি সাদ্দাম হোসেন, ছাত্র লীগ নেতা অভিশান্ত সরকার সহ সকল ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, সম্পাদক  নেতৃবৃন্দ।
    সভায় সর্বসম্মতিক্রমে তোফায়েল হোসেন চৌধুরী অপুকে আহবায়ক এবং সেক্রেটারি মিজানুর রহমানকে সদস্য সচিব করে ৩৩ সদস্য বিশিষ্ট আন্দিউড়া  ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।’
  • শ্রীমঙ্গলের হরিণছড়ায় ৫ টি শিকারী টিয়া পাখি উদ্ধার।

    শ্রীমঙ্গলের হরিণছড়ায় ৫ টি শিকারী টিয়া পাখি উদ্ধার।

    নিজস্ব প্রতিবেদক,জালাল উদ্দিন। পাঁচটি শিকারী টিয়া পাখি মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার হরিণছড়া চা বাগানের বস্তি এলাকা থেকে উদ্ধার করেছে বনবিভাগ।
    সোমবার ১১ ডিসেম্বর ২০২৩ ইং, দুপুরে এগুলো উদ্ধার করে লাউয়াছড়া জাতীয় উদ্যানের জানকিছড়া রেসকিউ সেন্টারে রাখা হয়।
    বনবিভাগ জানায়, Stand For Our Endangered Wildlife (SEW) টিমকে নিয়ে বন বিভাগ এগুলো উদ্ধার করে তারা।
    পাখিপ্রেমি ও পরিবেশকর্মী সোয়েল সিয়াম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বনবিভাগের লোকজনকে নিয়ে হরিণছড়ার কার্তিক কর্মকারের ছেলে অমল কর্মকার ও তরনি বাউরীর ছেলে নিরঞ্জন বাউরীর বাড়িতে অভিযান পরিচালনা করা হয়।
    এসময় বনবিভাগ (ওয়াইল্ড লাইফ) এর সহকারী বনসংরক্ষক জামিল মোহাম্মদ খান, বনরেঞ্জ কর্মকর্তা শহীদুল ইসলাম উপস্থিত ছিলেন।
    বনরেঞ্জ কর্মকর্তা (ওয়াইল্ড লাইফ) শহীদুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, টিয়া পাখি শিকারীর কাছ থেকে লিখিত মুছলেকা নিয়ে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে।
    তিনি আরও বলেন, ভবিষ্যতে তারা এমন করবে না বলে স্বীকারোক্তি দিয়েছে বলে তাদেরকে ছেড়ে দেওয়া হয়। টিয়া পাখিগুলো রেসকিউ সেন্টারে রাখা হয়েছে, টিয়া পাখি গুলোকে নির্দিষ্ট সময় হলে পরে বনে ছেড়ে দেওয়া হবে বলে জানান তিনি।
  • প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে রামপাল থানার নতুন ওসি’র সৌজন্য সাক্ষাৎ।

    প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে রামপাল থানার নতুন ওসি’র সৌজন্য সাক্ষাৎ।

    মল্লিক জামান, রামপাল(বাগেরহাট)প্রতিনিধিঃ
    বাগেরহাটের রামপাল থানার নবাগত অফিসার ইনচার্জ সোমেন দাস’র সাথে “রামপাল প্রেসক্লাব” এর নেতৃবৃন্দের সাথে এক সৌজন্যে সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।
    মঙ্গলবার (১২ ডিসেম্বর) দুপুর ১.০০ টায় ওসি’র সাথে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
    তিনি সাংবাদিকদের অভিনন্দন জানিয়ে বলেন যে, আগামী ৭ই জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। বাগেরহাট জেলায় যে কয়টি নির্বাচনী আসন রয়েছে তার মধ্যে বাগেরহাট-৩ (রামপাল-মোংলা) এটি অন্যতম গুরুত্বপূর্ণ আসন। সুষ্ঠু নির্বাচনী পরিবেশ বজায় রাখার জন্য রামপাল থানা পুলিশ বদ্ধ পরিকর। প্রত্যেক নাগরিক যেন তার পছন্দের প্রার্থীকে তার ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সে বিষয়ে সার্বিক সহযোগিতা থাকবে রামপাল থানা পুলিশের।  কেউ যদি নির্বাচনী আচরণ লঙ্ঘন করে, তাহলে নির্বাচন কমিশন কর্তৃক নির্দেশিত বিধান অনুযায়ী  ব্যবস্থা নেওয়া হবে। রামপালে সুষ্ঠু নির্বাচন পরিবেশ বজায় রাখার লক্ষ্যে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
    এসময় উপস্থিত ছিলেন  হাওলাদার আব্দুল হাদী, এফ, এম, আতিয়ার রহমান, মো. মোস্তফা কামাল পলাশ,  মো. সাইফুল আলম বকতিয়ার, মো. রবিউল ইসলাম, শেখ শাহ নেওয়াজ,  মো. হাফিজুর রহমান, মো. গোলাম ইয়াছিন রাজু, মো. দেলোয়ার হোসেন, মুনয়াওর রনি, মো. আসাদুর রহমান, মল্লিক মো. জামান, মো. আকাশ উজ্জামান শেখ প্রমুখ।
  • মৌলভীবাজার জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ভিপি মিজানের নেতৃত্বে মশাল মিছিল।

    মৌলভীবাজার জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ভিপি মিজানের নেতৃত্বে মশাল মিছিল।

     জালাল উদ্দিন নিজেস্ব প্রতিবেদকঃ জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে (১২ ও ১৩ ডিসেম্বর) মঙ্গলবার ও বুধবার অবরোধের সমর্থনে একদফা দাবিতে মৌলভীবাজার জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান (ভিপি মিজান) এর নেতৃত্বে জেলা বিএনপির পক্ষে থেকে জেলা স্বেচ্ছাসেবক দল ও কৃষক দলের সমন্বয়ে মশাল মিছিল করেছে। সোমবার ১১ ডিসেম্বর ২০২৩ ইং, রাতে মৌলভীবাজারের শমশেরনগর রোডে মশাল মিছিলটি অনুষ্টিত হয়।
    মশাল মিছিলে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার জেলা বিএনপি’র সাধারন সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান (ভিপি মিজান)।
    এ সময় মিছিলে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ সাধারন সম্পাদক মুহিতুর রহমান হেলাল, স্বেচ্ছাবিষয়ক সম্পাদক ও সাবেক স্বেচ্ছাসেবক দলের সভাপতি স্বাগত কিশোর দাস চৌধুরী, জেলা বিএনপি’র ছাত্রবিষয়ক সম্পাদক গাজী মারুফ, স্বেচ্ছাসেবক দল জেলা শাখার সদস্য সচিব আহমেদ আহাদ, জেলা কৃষক দলের সদস্য সচিব মোনাইম কবির। জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আব্বায়ক আব্দুল মমিন, যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম, সিনিয়র সদস্য আবু বক্কর তালুকদার, সিনিয়র সদস্য আব্দুস শহীদ, সদস্য জুয়েল আহমেদ, আব্দুল কাইয়ুম, শেখ আবেদ. আলামিন।
    মৌলভীবাজার জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান বেলাল, সৈয়দ রিপন আলী, আনোয়ার হোসেন, সদস্য নানু মিয়া। মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক আব্দুল মুমিন, নুরুল ইসলাম, সিনিয়ার সদস্য আবু বক্কর, সদস্য আব্দুস শহীদ, সাবেক সহ সাধারণ সম্পাদক আপিয়ান আহমদ শিপু। মৌলভীবাজার জেলা তাঁতি দলের যুগ্ন আহ্বায়ক সৈয়দ জমশেদ আলী। আরো উপস্থিত ছিলেন, তাজুদ চৌধুরী, শেখ জুয়েল আহমদ, নাহিদ আহমদ, মহসিন মিয়া-সহ প্রমুখ।
  • কাঁশবনকে  ইপিজেডে রূপান্তরিত করেছে সরকার-সিটি মেয়র আব্দুল খালেক ।

    কাঁশবনকে  ইপিজেডে রূপান্তরিত করেছে সরকার-সিটি মেয়র আব্দুল খালেক ।

    মল্লিক জামান, রামপাল (বাগেরহাট)প্রতিনিধিঃ খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি করপোরেশন মেয়র বীর মুক্তিযোদ্ধা তালুকদার আব্দুল খালেক বলেছেন, সুন্দরবনের কোল ঘেঁষা ৯৭ বাগেরহাট-৩ (রামপাল-মোংলা) আসন। এই অঞ্চলে বিএনপি জামায়াত যখন ক্ষমতায় ছিল তখন কিছুই ছিল না৷ এই অঞ্চলের মানুষের এক সময় ঘুম ভাঙতো বোমার শব্দে। এই অঞ্চল ছিল সন্ত্রাসীদের জনপদ। বিএনপি ক্ষমতায় থাকাকালীন সময়ে এই এলাকার কোন রাস্তায় একটি ইট ও বসাইনি। দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র বন্দর মোংলা।  বিএনপি ক্ষমতায় এসে মোংলা বন্দরের কার্যক্রম বন্ধ করে দেয়। জোট সরকার ক্ষমতায় থাকাকালীন আমি এই আসনের এমপি ছিলাম। এই অঞ্চলের উন্নয়নের জন্য  এক কানাকড়ি বরাদ্দ আমাদের দেয়নি।  মোংলায় বর্তমান যে ইপিজেড হয়েছে, সেই জায়গায় ছিল কাঁশবন সেখানে ছিল শেয়াল কুকুরের বসবাস। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে মোংলা বন্দর চালু করে এবং ইপিজেড নির্মান করে। ইপিজেডে হাজার হাজার নারী-পুরুষ কাজ করে। সর্বপরী আমাদের এই অঞ্চল যত উন্নয়ন হয়েছে সব শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের আমলে হয়েছে। আমাদের এই অঞ্চলের মানুষের নৈতিক দায়িত্ব দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আবারও আওয়ামী লীগকে ক্ষমতায় আনা। এই আসনে শেখ হাসিনার মনোনীত প্রার্থীকে নির্বাচনে ব্যাপক ভোটার উপস্থিতির মাধ্যমে বিপুল ভোটে জয়লাভ করা।

    সোমবার (১১ ডিসেম্বর) দুপুর ১২ টায় রামপাল উপজেলা ছাত্রলীগের কর্মীসভায় এসব কথা বলেন সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা তালুকদার আব্দুল খালেক।
    উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. হাফিজুর রহমানের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোল্লা.  আ. রউফ, উপজেলা আ’লীগের সহ-সভাপতি মোতাহার রহমান, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন,  উপজেলা আ’লীগের সাবেক সাধারণ সম্পাদক শেখ জামিল হাসান জামু, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. নুরুল হক লিপন, জেলা পরিষদ সদস্য শেখ মনির আহমেদ প্রিন্স,  উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি কল্লোল বিশ্বাস প্রমুখ।
    এসময় উপজেলা ছাত্রলীগ ও সকল ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি/সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
  • রামপালে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব মানবাধিকার দিবস পালন।

    রামপালে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব মানবাধিকার দিবস পালন।

    রামপাল (বাগেরহাট) প্রতিনিধিঃ বাগেরহাটের রামপালে যথাযোগ্য মর্যাদা ও সম্মানের সাথে বিশ্ব মানবাধিকার দিবস-২০২৩ পালন করা হয়েছে।
    দিবসটি উদযাপন উপলক্ষে রামপাল উপজেলা মানবাধিকার কমিশন বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে।
    রবিবার (১০ ডিসেম্বর) সকাল ১১ টায় রামপাল উপজেলা মানবাধিকার কমিশনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামের  থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।  র‌্যালিটি উপজেলা গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।
    এরপর উপজেলা মানবাধিকার কমিশনের সভাপতি এ্যাড. মহিউদ্দিন আহমেদ’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক, মো. সাইফুল আলম বকতিয়ার’র সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামপাল থানার বিদায়ী অফিসার ইনচার্জ এস. এম. আশরাফুল আলম।
    আলোচনা সভায় বক্তব্য রাখেন শেখ আফজাল হোসেন, বিষ্ণপদ বাগচী,  মো. বজলুর রহমান, মো. মোস্তফা কামাল পলাশ, এম. এ  সবুর রানা, এ্যাড. হাফিজুর রহমান, মিলন মন্ডল, কৃষ্ণা রাণী, মো. গোলাম ইয়াছিন রাজু, শেখ শাহজালাল, সুজন মজুমদার, সিরাজুল ইসলাম, মো. আবু হুরায়রা ও মোসা. ঋতু।
    অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডা. শুধাংশু শেখর, প্রভাষক শেখ শাহ নেওয়াজ, হাওলাদার আ. মান্নান, মোতাহার মল্লিক, মল্লিক  মো. জামান, লায়লা সুলতানা,  মো. আয়াজ শিকারী, মো. আকাশুজ্জামান শেখ, মো. মহিদুল ইসলাম, মো. শাফায়েত, মো. হাসান, মো. হেলাল, মো. রাহাত, মো. তুহিনসহ রামপাল উপজেলা মানবাধিকার কমিশনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
    বক্তারা তাদের বক্তব্যে বলেন যে, ফিলিস্তিনে প্রতি মুহুর্তে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটছে। একই রূপ ঘটনা ঘটেছিল মায়ানমারে। অবিলম্বে ফিলিস্তিনসহ পৃথিবীতে যারা মানবাধিকার লঙ্ঘনের ঘটনা অবিরত ঘটিয়ে চলছে, তাদেরকে নিয়ন্ত্রণের জন্য জাতিসংঘের প্রতি আহবান জানান হয়। এছাড়া যারা  বিশ্বে মানবাধিকার লঙ্ঘনের ঘটনার সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি জানানো হয়।
  • ঠাকুরগাঁওয়ে পুলিশি বাধা উপেক্ষা করে মহিলা দলের মিছিল, আহত ১।

    ঠাকুরগাঁওয়ে পুলিশি বাধা উপেক্ষা করে মহিলা দলের মিছিল, আহত ১।

    আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন কর্মসুচি পালন করেছেন জেলা মহিলা দল। পুলিশি বাধা উপেক্ষা করে একটি মিছিল বের করেন তারা। এসময় মিছিলে একজন নারী পুলিশ সদস্য আহত হন।
    রোববার (১০ ডিসেম্বর) বেলা ১১টায় ঠাকুরগাঁও জেলা বিএনপি কার্যালয় থেকে মহিলা দলের  নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল শহরে বের হতে চাইলে পুলিশ বাধা দেয়। কেড়ে নেয়া হয় ব্যানার।
    পরে জেলা মহিলা দলের সভানেত্রী ফোরাতুন নাহার প্যারিসের নেতৃত্বে একটি মিছিল বের হয়। মিছিলটি দলীয় কার্যালয় থেকে বের হয়ে  আমাদের বাজার মার্কেট হয়ে পুনরায় দলীয় কার্যালয় এসে জড়ো হন। মিছিলের এক পর্যায়ে একজন নারী পুলিশ সদস্য রাস্তায় পড়ে যায়।
    নিরাপত্তা জোরদারে দলীয় কার্যালয় ও আশপাশ এলাকায় অতিরিক্ত পুলিশ সদসদের মোতায়েন করা হয়।পরে বিএনপি’র নেত্রীরা কার্যালয়ের সামনেই ঘন্টা ব্যাপী কর্মসুচি পালন করে সংক্ষিপ্ত সমাবেশ করেন।
    জেলা মহিলা দলের সভানেত্রী ফোরাতুন নাহার প্যারিস বলেন, আমাদের শান্তিপূর্ণ মানববন্ধনে পুলিশ বাধা দিয়ে পণ্ড করে দিয়েছে।
  • মাধবপুরে ১৪শ পিস ইয়াবাসহ মাদক সম্রাট আলী আকবর গ্রেফতার।

    মাধবপুরে ১৪শ পিস ইয়াবাসহ মাদক সম্রাট আলী আকবর গ্রেফতার।

    মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধিঃ হবিগঞ্জের মাধবপুরে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক সম্রাট আলী আকবর (৫৫) কে গ্রেফতার করেছে পুলিশ। সে মাধবপুর পৌরসভার ৩নং ওয়ার্ডের (পশ্চিম মাধবপুর গ্রামের) দেলোয়ার আলী’র পুত্র। পুলিশ সুত্রে জানা গেছে, শনিবার (৯ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১০ টায় গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর থানার এসআই দ্বীন মোহাম্মদ এর নেতৃত্বে এএসআই নূরুল হক সহ পুলিশের একটি দল পৌরসভার পশ্চিম মাধবপুরে আলী আকবর এর বাড়িতে অভিযান চালিয়ে ১৪শ পিস ইয়াবা ট্যাবলেট সহ তাকে গ্রেফতার করে। উল্লেখ্য আলী আকবরের বিরুদ্ধে ২২ টি মাদক মামলা রয়েছে। স্থানীয় ভাবে সে মাদক সম্রাট হিসেবে পরিচিত।
    মাধবপুর থানার ওসি মো: রকিবুল ইসলাম খান সত্যতা নিশ্চিত করে জানান, আলী আকবরের বিরুদ্ধে  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে রবিবার ১৬ ডিসেম্বর দুপুরে হবিগঞ্জ জেল কারাগারে পাঠানো হয়েছে।