Author: admin
-
শ্রীমঙ্গলে শৃঙ্খলা বিষয়ক বিট পুলিশিং সভা অনুষ্ঠিত।
নিজস্ব প্রতিবেদক,জালাল উদ্দিন। মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানা পুলিশের উদ্যোগে মাদক, চুরি, ডাকাতি, সন্ত্রাসী, জঙ্গীবাদ, ইভটিজিং ও বাল্য বিবাহ প্রতিরোধে আইন শৃঙ্খলা বিষয়ক বিট পুলিশিং ও কমিউনিটি পুলিশিং সভা অনুষ্টিত হয়েছে।শনিবার ২৩ ডিসেম্বর ২০২৩ ইং, সকাল ১১টার সময় শ্রীমঙ্গল হবিগঞ্জ রোডস্থ একটি কমিউনিটি সেন্টারে শ্রীমঙ্গল থানার বিট পুলিশিং ও কমিউনিটি পুলিশিং সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট রেঞ্জ পুলিশ সুপার (এএন্ডএফ) সিলেট মোঃ জেদান আল মুসা।এ সময় শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষন রায় এর সভাপতিত্বে ও এসআই রাকিবুল হাছান এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্রীমঙ্গল সার্কেল অফিসার সহকারি পুলিশ সুপার মোঃ আনিসুর রহমান ও উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি ডা. হরিপদ রায়, পুলিশ পরিদর্শক (অপারেশন) তাপস চন্দ্র রায়।এছাড়াও শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউপি সদস্য, পৌরসভার কাউন্সিলর ও অন্যান্যরা উপস্থিত ছিলেন প্রমুখ। -
বাঘা-চারঘাট আসনের স্বতন্ত্র প্রার্থী রাহেনুলের কাঁচি প্রতীকে ভোট প্রার্থনা।
বাঘা(রাজশাহ)প্রতিনিধিঃরাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনে বাড়ি বাড়ি গিয়ে স্বতন্ত্র প্রার্থী সাবেক সংসদ সদস্য ও চারঘাট উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক রাহেনুল হক রায়হান কাঁচি প্রতীকে ভোট প্রার্থনা করেন। শনিবার (২৩ ডিসেম্বর) তিনি উপজেলার মনিগ্রাম ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে গিয়ে ভোট প্রার্থনা করেন। সাবেক এই সংসদ সদস্যকে পেয়ে অনেকেই আবেকে আফ্লুত হয়ে পড়ে কান্নায় ভেঙ্গে পড়তে দেখা গেছে।
এ সময় তার সাথে ছিলেন বাঘা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এ্যাড. লায়েব উদ্দিন লাভলু, বাঘা পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সদস্য আক্কাছ আলী, বাঘা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুব লীগের সাধারণ সম্পাদক মোকাদ্দেস আলী, পাকুড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মেরাজুল ইসলাম মেরাজ, ছাত্র লীগের সাবেক নেতা সুরুজ্জামান, রবিউল ইসলাম রবি প্রমুখ।এছাড়া এ আসনে জাতীয় পার্টির শামসুদ্দিন রিন্টু (লাঙ্গল), ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) মহসিন আলী (আম), বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের (বিএনএম) আবদুস সামাদ (নোঙ্গর), জাতীয় সমাজতান্ত্রিক দল (ইনু) জুলফিকার মান্নান জামী (মশাল) প্রতীক নিয়ে ভোট করছেন। -
জুড়ীতে খেলার মাঠে ব্যাডমিন্টন খেলতে বিদ্যুৎপৃষ্টে তরুণের মৃত্যু।
নিজস্ব প্রতিবেদক,জালাল উদ্দিন। মৌলভীবাজারের জুড়ী উপজেলায় ব্যাডমিন্টন খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক তরুণের মৃত্যু হয়েছে। এ মৃত্যুতে সহপাঠী ও পরিবারে শোকের মাতম চলছে।এ ঘটনাটি গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টার সময় উপজেলার ফুলতলা ইউনিয়নের দক্ষিণ সাগরনাল এলাকায় বাড়ির পাশে মাঠে ব্যাডমিন্টন খেলতে গিয়ে ঘটে।বিদ্যুৎস্পৃষ্টে মারা যাওয়া তরুণের নাম রিফাত আহমেদ (১৮)। তিনি ফুলতলা বাজার এলাকার বাসিন্দা আবদুর রাজ্জাকের ছেলে। চার ভাই আর তিন বোনের মধ্যে রিফাত সবার ছোট ছিলেন।স্থানীয় সূত্রে জানা যায়, শীত শুরু হওয়ার পর থেকে দক্ষিণ সাগরনালের একটি মাঠে রিফাত আহমেদসহ কয়েকজন রাতে ব্যাডমিন্টন খেলতেন। মাঠের পাশ দিয়ে পল্লী বিদ্যুৎ সমিতির বিদ্যুতের একটি লাইন আছে। প্রতিদিনের মতো শুক্রবার ২২ ডিসেম্বর ২০২৩ ইং, রাত সাড়ে ৯টার সময় খেলার জন্য ওই লাইন থেকে মাঠে বিদ্যুৎ–সংযোগ দেওয়ার চেষ্টা করেন রিফাত। একপর্যায়ে বিদ্যুতের তারে জড়িয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। খবর পেয়ে জুড়ী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁর লাশ উদ্ধার করে।শনিবার ২৩ ডিসেম্বর ২০২৩ ইং, সকালে মুঠোফোনে ফুলতলা ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সদস্য স্বপন মল্লিক বলেন, অসতর্কতাবশত এ দুর্ঘটনা ঘটেছে। ময়নাতদন্ত ছাড়াই লাশ পেতে রিফাতের স্বজনেরা চেষ্টা করছেন।পল্লী বিদ্যুৎ সমিতির ফুলতলা ইউনিয়নে দায়িত্বে থাকা স্থানীয় সমাই বাজার কার্যালয়ের লাইনম্যান ফারুক আহমেদ বলেন, এ ব্যাপারে তাঁদের কেউ কিছু জানাননি। তবে খেলাধুলা বা অন্য কোনো কাজে বিদ্যুৎ সঞ্চালন লাইন থেকে অবৈধ ও ঝুঁকিপূর্ণ সংযোগ নেওয়ার ব্যাপারে স্থানীয় লোকজনকে সতর্ক থাকার অনুরোধ জানান তিনি।তরুণের বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম মাইন উদ্দিন বলেন, পুলিশ ঘটনাস্থলে আছে। এ ঘটনায় যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে তদন্ত সাপেক্ষে। -
বাঘায় কাঠ চাপায় অটো চালকের মৃত্যু।
বাঘা (রাজশাহী) প্রতিনিধিঃরাজশাহীর বাঘায় কাঠ চাপায় অটো চালক মাজেদুল ইসলাম (৪৫) মুত্যু হয়েছে। শনিবার (২৩ ডিসেম্বর) সকাল ১০টায় জানাজা শেষে সামাজিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।শুক্রবার (২২ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে আড়ানী পৌরসভার রুস্তমপুর গরু হাটের পশ্চিমে সংযোগ সড়কে নিজ গাড়ির কাঠ চাপায় মৃত্যু হয় তার। মাজেদুল ইসলাম উপজেলার বাজুবাঘা ইউনিয়নের জোতজয়রাম গ্রামের মৃত আবদুল জলিল মোল্লার ছেলে।জানা যায়, শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে আড়ানী পৌরসভার রুস্তমপুর গরু হাটের পশ্চিমে সংযোগ সড়ক হতে গাড়িতে কাঠ বোঝায় করে নিজ এলাকায় যাচ্ছিলেন।সেখান থেকে মূল সড়কে উঠতে গিয়ে গাড়ি থেকে কাঠ ধসে চাপা পড়ে ঘটনান্থলে নিহত হন। পরে লাশ নিজ বাড়িতে নিয়ে সামাজিক কবরস্থানে দাফন করা হয়েছে।বাঘা থানার পরিদর্শক (তদন্ত) সবুজ রানা বলেন, এ বিষয়ে কেউ কোন অবগত করেনি। -
সানন্দবাড়ীতে নৌকার প্রার্থী নূর মোহাম্মদকে বিজয়ী করার লক্ষ্যে জনসভা
ফরিদুল ইসলাম, দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধিঃ জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ীতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জামালপুর ১ (দেওয়ানগঞ্জ, বকশিগঞ্জ) আসনে, বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থী নুর মোহাম্মদকে বিজয়ী করার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।২৩ ডিসেম্বর শনিবার বিকেল ৩ ঘটিকায় চরআমখাওয়া ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে এবং ১নং ডাংধরা, ২নং চরআমখাওয়া, ৩নং পাররামরামপুর, ৪নং হাতিভাঙ্গা ইউনিয়ন আওয়ামীলীগের তৃণমূল পর্যায়ের সকল সহযোগী সংগঠন সহ নেতৃবৃন্দদের নিয়ে সানন্দবাড়ী কলেজ মাঠে এমপি প্রার্থী নূর মোহাম্মদের মতবিনিময় ও নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়।মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবুল কালাম আজাদ এমপি।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জামালপুর-১ আসনের (বকশীগঞ্জ-দেওয়ানগঞ্জ) আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রার্থী নূর মোহাম্মদ ভাবুক, দেওয়ানগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবুল কালাম আজাদ।বাংলাদেশ আওয়ামী লীগ চরআমখাওয়া ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক রেজাউল করিম লাভলুর সঞ্চালনায়সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামীলীগ চরআমখাওয়া ইউনিয়ন শাখার সভাপতি ফখরুল আলম আকন্দ। নির্বাচনী সভায় বক্তব্য রাখেনে দেওয়ানগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোসাদ্দেক হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহজাহান আকন্দ, দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান সোলাইমান হোসেন, দেওয়ানগঞ্জ পৌর মেয়র নুরুন্নবী অপু, অধ্যাপক সাকোয়াত হোসেন, পাররামরামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলে রাব্বি জুয়েল, চরআমখাওয়া ইউনিয়ন মুক্তি যোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব সামছুল হক মাস্টার, বাংলাদেশ আওয়ামী লীগ দেওয়ানগঞ্জ উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক আসলাম হোসেন, দেওয়ানগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন, দেওয়ানগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শফিউল হক মান্না, চরআমখাওয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া, ডাংধরা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল গফুর আর্মী, বাংলাদেশ ছাত্রলীগ সানন্দবাড়ী সাংগঠনিক থানা শাখার সভাপতি তারিকুল ইসলাম তারেক, নির্বাচনী জন সভায় উপজেলা আওয়ামীলীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ বিভিন্ন ইউনিয়নের নেতা কর্মীগন অংশগ্রহণ করেন।সভায় আওয়ামী লীগের প্রার্থী নূর মোহাম্মদ আগামী ৭ জানুয়ারি নির্বাচনে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা প্রতীকে ভোট চান এবং সকল নেতা কর্মীকে ঐক্যবদ্ধ থেকে ভোটারদের ভোট কেন্দ্রে নিয়ে আসা সহ মানুষকে শেখ হাসিনার বার্তা পৌছে দেওয়ার অনুরোধ জানান।প্রধান অতিথির বক্তব্যে আবুল কালাম আজাদ এমপি নির্বাচন নিয়ে নেতা কর্মীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন। -
গোদাগাড়ী সীমান্তের চর এলাকা থেকে দুই ব্যক্তির লাশ উদ্ধার।
রবিউল ইসলাম,গোদাগাড়ী(রাজশাহী)প্রতিনিধিঃ
রাজশাহীর গোদাগাড়ী চর আশারাধারা ইউনিয়নের হুন মন্তনগর গ্রামের কুপ( নদীতে) জিরো পয়েন্টে বাংলাদেশের সীমানার মধ্যে দুই জনের লাশ উদ্ধার করেছে গোদাগাড়ী থানা পুলিশ।
উদ্ধারকৃতরা হলেন উপজেলার চরকা না পাড়া গ্রামের শুকুদ্দিনের ছেলে কাওসার আলী(১৭),একই এলাকার আতিকুল ইসলামের ছেলে মোশারফ ওরফে মোশা(১৮)।তারা দুজনেই কৃষি কাজ সহ রাজমিস্ত্রির কাজ করতো।স্থানীয় সূত্রে জানা যায় মঙ্গলবার ১৯ ডিসেম্বর দুপুর সাড়ে ১২ টার দিকে তারা ২ জনই ভারতে রাজমিস্ত্রির কাজ করার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়েছিল ।
শনিবার ২৩ ডিসেম্বর সকাল আনুমানিক ৮টার সময় চর হুন মন্তনগর গ্রামের কুপ( নদীতে) জিরো পয়েন্ট বাংলাদেশের সীমানার মধ্যে ১০০/১৫০ গজ ভিতরে জেলেরা ২ ব্যক্তির লাশ ভাসতে দেখতে পান।
পরে তাদের আত্মীয় স্বজনকে খবর দিলে তাহারা নদী থেকে সেই লাশ উদ্ধার করিয়া তাদের বাড়িতে নিয়ে আসেন।
গোপন এবং প্রকাশ্যে অনুসন্ধান কালে এবং এলাকার লোকজনকে জিজ্ঞাসা জানা যায় গত মঙ্গলবার ১৯ ডিসেম্বর তারা ভারতে রাজমিস্ত্রির কাজ করার কথা বলে বাড়ি থেকে বের হয়। বিকাল পর্যন্ত তাদের কোন খোঁজ খবর না পেয়ে তাদের অভিভাবকরা লোকমুখো জানতে পারেন তাদেরকে ভারতীয় বিএসএফ আটক করেছে। পরে তারা বাংলাদেশের চরকানাপাড়া বিজিবি ক্যাম্পে অভিযোগ করিলে বিজিবি ক্যাম্পের সদস্যরা পত্রালাপের মাধ্যমে বিএসএফ এর সহিত যোগাযোগের চেষ্টা করেন। দীর্ঘ সময় পরে বিএসএফ কর্তৃক তারা এই নামের কোন যুবক আটক করেন নাই বলিয়া জানান। ফলে তাদের আত্মীয়-স্বজন খোঁজাখুঁজি করিতে থাকেন। খোঁজাখুঁজির এক পর্যায়ে শনিবার ২৩ ডিসেম্বর সকাল ৮টার সময় চর হনুমন্তনগর গ্রামের কুপ (নদীতে) তাদের লাশ ভাসমান অবস্থায় পাওয়া যায়। হয়তো তাহারা দুজনের চোরাইভাবে সাঁতার কাটিয়া ভারতে যাওয়ার সময় কুপ(নদীর) পানিতে ডুবিয়া মৃত্যুবরণ করিয়াছে ধারণা করা যায় ।গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ আব্দুল মতিন গণমাধ্যমকে জানান চর আশারাদহ ইউনিয়নের হুন মন্তনগর গ্রামের কুপ( নদীতে) জিরো পয়েন্টের বাংলাদেশের সীমানার মধ্যে দুই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে।বিধি মোতাবেক সূরাতহাল প্রতিবেদন প্রস্তুত করার জন্য লাশ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতলে প্রেরণ করা হয়েছে।এ ঘটনায় গোদাগাড়ী মডেল থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।
-
বিবাহ বিচ্ছেদের পর দুধ দিয়ে গোসল করলেন স্বামী আকতারুল।
রামপাল(বাগেরহাট)প্রতিনিধিঃ বাগেরহাটের রামপালে পঞ্চম বারের মতো স্ত্রীর পাঠানো ডিভোর্স পেপার পেয়ে দুধ দিয়ে গোসল করেছেন আকতারুল ঢালী নামের এক ব্যক্তি। আলোচিত আকতারুল ঢালী উপজেলার উজলকুড় ইউনিয়নের চাঁদপুর গ্রামের আলতাফ ঢালীর ছেলে।জানা গেছে, গত ইংরেজি ২০১২ সালের ২ রা ফেব্রুয়ারী উপজেলার গৌরম্ভা ইউনিয়নের প্রসাদনগর গ্রামের ইস্রাফিল ইজারাদারের মেয়ে ওমেনুর বেগমের সাথে দুই পরিবারের সম্মতিতে ইসলামি শরিয়াহ মোতাবেক বিবাহ বন্ধনে আবদ্ধ হন আকতারুল।আকতারুল ও ওমেনুর বেগমের আখি মনি(১১) ও আরিফুল ঢালী (৬) নামের একটি কন্যা ও একটি পুত্র সন্তান রয়েছে।বিয়ের কিছুদিন অতিবাহিত হওয়ার পর থেকে তাদের সংসারে নানান বিষয়ে স্বামী স্ত্রীর মধ্যে মতপার্থক্য তৈরি হতে থাকে। এভাবেই চলতে থাকে তাদের সংসার।গত বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) তার স্ত্রী ওমেনুর বেগমের পাঠানো ডিভোর্সের কাগজ পেয়ে সেই কাগজে স্বাক্ষর করে আজ শুক্রবার (২২ ডিসেম্বর) মনের আনন্দে তার নিজ বাড়িতে ২০ লিটার দুধ দিয়ে গোসল করেন আকতারুল।এ বিষয়ে আকতারুলের কাছে জানতে চাইলে তিনি এ প্রতিবেদককে বলেন, আমি কষ্টের সাথেও আনন্দিত। আমি ২০১২ সালে বিয়ের পর থেকে আমার স্ত্রীর সাথে সংসারে নানান ঝামেলায় জর্জরিত। সে আমার সংসারে থেকেও পর পুরুষের সাথে বহুবার পরকীয়ায় লিপ্ত হয়ে আমার সংসার ছেড়ে চলে যায়।সে আমাকে এর আগেও চারবার ডিভোর্সের কাগজ আমার কাছে পাঠিয়েছে। আমার দুটি সন্তানের দিকে তাকিয়ে আমি কোনদিন সেই কাগজে স্বাক্ষর করি নাই। আমি তাকে অনেকবার বুঝিয়ে সংসারে ফিরিয়ে এনেছি। কিন্তু সে কখনো আমার সংসারে সুখী ছিল না বলে দাবি করে। আমি অনেক নির্যাতন সহ্য করেও সংসার টিকিয়ে রাখার চেষ্টা করেছি। কিন্তু এবার সে আমাকে পঞ্চম বারের মতো ডিভোর্সের কাগজ বাড়িতে পাঠিয়েছে। আমি আর তার এ নির্যাতন সহ্য করতে রাজি না। তাই আমি তার পাঠানো ডিভোর্সের কাগজে স্বাক্ষর করে দিয়েছি। আমি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করি। আমি চাই আমার সাবেক স্ত্রী সুখে থাকুক। আর আমি যেন আমার দুটি সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করে মানুষের মত মানুষ করতে পারি সকলের কাছে দোয়া চাই। -
সেলিনা ইসলাম প্রার্থীতা ফিরে পেলেন-জেলা প্রশাসক প্রতীক বরাদ্দ দিলেন।
সোহেল হোসেন লক্ষ্মীপর প্রতিনিধি।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-২ রায়পুর আসনের সংসদ সদস্য স্বতন্ত্র প্রার্থী সেলিনা ইসলাম বলেছেন, আমি কাউকে প্রতিদ্বন্দ্বী মনে করছি না। কেউ কাউকে হুমকি মনে করার কিছুই নেই। আমরা সবাই জনগণের জন্য কাজ করতে এসেছি। দেশ ও সমাজের জন্য উন্নয়ন করতে। কিভাবে দেশকে উন্নত করা যায়।
শুক্রবার (২২ ডিসেম্বর) বিকেলে ৩ ঘটিকার সময়, সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এইসব কথা বলেন তিনি, একটি অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে আমার প্রার্থিতা নিয়ে জটিলতা দেখা দেয়। সর্বশেষ সুপ্রিম কোর্টের রায়ের পরিপ্রেক্ষিতে আমি আমার প্রার্থিতা ফিরে পাই। রায়পুরবাসীর দোয়া ও ভালোবাসা সব সময় আমার সঙ্গে আছে। জেলার রিটার্নিং কর্মকর্তা ও লক্ষ্মীপুর জেলাপ্রশাসক সুরাইয়া জাহান মহোদয়ের কাছ থেকে প্রতীক ঈগল বরাদ্দ পাই।
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করে স্বতন্ত্র প্রার্থী সেলিনা ইসলাম বলেন, প্রধানমন্ত্রী আমাদের নির্বাচন করার সুযোগ করে দিয়েছেন। তিনি বলেন জনগণের জনপ্রিয়তায় যাচাই-বাছাই করে তোমরা ভোটের মাধ্যমে বিজয় হয়ে আস এটাই প্রত্যাশা। তিনি যে বাংলাদেশকে ভালোবাসেন এটাই তার বড় প্রমাণ। ওনার এই গুলোর কারণেই আমার নির্বাচন করা।
নির্বাচিত হলে রায়পুর আসনের জনগণের জন্য কি করবেন সময় সংবাদে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন,জনগণের জন্য আমার প্রতিশ্রুতির শেষ নেই। জনগণের জন্য তো আমাদের নির্বাচনে আসা। শতভাগ আশা করছি এই নির্বাচনে আমাদের বিজয় হবে। এই রায়পুর আসনের প্রতিটি গ্রাম আমার চিনা আছে। এই আসন থেকে আমার স্বামী সাবেক সংসদ সদস্য কাজী শহিদুল ইসলাম পাপুল নির্বাচন করছে। তখন আমি সকল ভোটারদের দ্বারপ্রান্তে ছুটে গেছি। আমার স্বামীর পক্ষে কাজ করছি। এখনও এখানকার জনগণ আমাকে ফোন করে।
এই দিন বিকেলে সাড়ে ৩টার দিকে লক্ষ্মীপুর জেলা প্রশাসক ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা সুরাইয়া জাহানের কাছ থেকে স্বতন্ত্র প্রার্থী সেলিনা ইসলাম তার প্রতীক ঈগল বরাদ্দ পেয়েছেন।
-
লক্ষ্মীপুরে আচরণবিধি লঙ্ঘনের অপরাধে ভ্রাম্যমাণ আদালত নৌকার কর্মীদের জরিমানা।
সোহেল হোসেন লক্ষ্মীপুর প্রতিনিধি।
লক্ষ্মীপুরে আচরণবিধি লঙ্ঘন করায় নৌকার কর্মীদের জরিমানা লক্ষ্মীপুর-২ (রায়পুর-সদর আংশিক) আসনে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অপরাধে আলাদা তিনটি অভিযানে নৌকার প্রার্থীর কর্মীদের ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) বিকেলে নৌকার প্রার্থী ও আওয়ামী লীগ নেতা নুর উদ্দিন চৌধুরী নয়নের বাসভবন, সদর উপজেলার দালাল বাজার ও জেলার রায়পুরে এই অভিযান চালানো হয়।
ওই রাতে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের কার্যালয় থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মকবুল হোসেন জানান, লক্ষ্মীপুর-২ আসনের নৌকা প্রতীকের প্রার্থী নুর উদ্দিন চৌধুরী নয়নের জেলা শহরের বাসভবনে নির্বাচনী এলাকার ইউপি চেয়ারম্যান ও মেম্বারদেরকে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। খাবার পরিবেশনে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হয়েছে। এতে ঘটনাস্থলে বিকেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রার্থীর প্রতিনিধিকে পাওয়া যায়। পরে তাকে ১০দশ হাজার টাকা জরিমানা করা হয়।
একই সংসদীয় আসনের ৩নং দালাল বাজার ইউনিয়নে অভিযান পরিচালনা করা হয়। এই সময় নির্বাচনী আচরণবিধির ৭(৩) ধারা লঙ্ঘন করে ব্যানার টানানো দেখতে পাওয়া যায়। এই কারণে নৌকা প্রতীকের প্রার্থীর প্রতিনিধির কাছ থেকে নির্বাচনী আচরণবিধির ১৮(১) ধারা অনুযায়ী পাঁচ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়।এছাড়া একই আসনের অন্তর্গত রায়পুর উপজেলায় অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত।
এসময় মাইক্রোবাসে পোস্টার ও ব্যানার লাগিয়ে প্রচারণার দায়ে নৌকা প্রতীকের প্রার্থীর প্রতিনিধিকে ১০দশ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। এসময় নির্বাচন সংশ্লিষ্ট রঙিন ব্যানার ও বিলবোর্ড অপসারণ করা হয়
-
শ্রীমঙ্গলে “আব্দুল জলিল ফাউন্ডেশনের’উদ্যোগে শীত বস্ত্র ও শিক্ষা উপকরণ বিতরণ।
নিজস্ব প্রতিবেদক,জালাল উদ্দিন। মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার কালাপুর ইউনিয়নের ভাগলপুর এলাকায় “আব্দুল জলিল ফাউন্ডেশন” এর “৩য় বর্ষপূর্তি” উপলক্ষ্যে ফাউন্ডেশনের উদ্যোগে বিনামূল্যে সুবিধা বঞ্চিত মানুষের মধ্যে শীত বস্ত্র ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।শুক্রবার ২২ ডিসেম্বর ২০২৩ ইং, সকাল সাড়ে ৯টার সময় উপজেলার ভাগলপুরে (ডাক্তার বাড়ী) আব্দুল জলিল ফাউন্ডেশনের উদ্যোগে ১০০ জন গরিব অসহায় দরিদ্র সুবিধা বঞ্চিত মানুষের মধ্যে বিনামূল্যে লেপ-তোষক বিতরণ করা হয় ও ৩০০ জন শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ প্রতিজনে ৫টি কলম-৫টি খাতা ও আব্দুল জলিল ফাউন্ডেশনের ১টি বই বিতরণ করা হয়।এ সময় আব্দুল জলিল ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মোঃ হুসাইন আহমেদের সঞ্চালনায় ও কালাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ মতলিবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানু লাল রায়, ভাইস চেয়ারম্যান হাজী লিটন আহমেদ, কমলগঞ্জ ডিগ্রি কলেজের প্রফেসর মোঃ আব্দুল মুমিত চৌধুরী, বাংলাদেশ টি এস্টেট স্টাফ এসোসিয়েশনের সভাপতি মোঃ জাকারিয়া আহমেদ, কাকিয়া বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নোমান আহমেদ সিদ্দিকী, কালাপুর ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি হাজী আলাউর রহমান, উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ সহিদুর রহমান সহিদ, যুক্তরাজ্য প্রআাসী মোঃ আব্দুর রব, ফাউন্ডেশনের সভাপতি মোঃ মিজানুর রহমান মিজান, দৈনিক জনসংগ্রাম পত্রিকা’র সম্পাদক ও প্রকাশক, সাংবাদিক মোঃ জালাল উদ্দিন, ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মোঃ আব্দুল জলিল, ডা. মোঃ সাজ্জাদুর রহমান, পল্লী সঞ্চয় ব্যাংক শ্রীমঙ্গল উপজেলার ফিল্ড অফিসার মোঃ লোকমান হোসেন-সহ প্রমুখ উপস্থিত ছিলেন।অনুষ্ঠান শেষে গরিব অসহায় দরিদ্র সুবিধা বঞ্চিত লোকজন ও ছাত্র-ছাত্রীসহ অনুষ্ঠানে উপস্থিত সবাইকে শিরনী (তাবারুক) বিতরণ করা হয়।