Author: admin

  • বাঘায় দূর্ঘটনা থেকে প্রাণে বেঁচে গেলেন চিনিকলের দুই কর্মকর্তা।

    বাঘায় দূর্ঘটনা থেকে প্রাণে বেঁচে গেলেন চিনিকলের দুই কর্মকর্তা।

    বাঘা (রাজশাহী) প্রতিনিধিঃ 

    রাজশাহীর বাঘায় দূর্ঘটনা থেকে প্রাণে বেঁচে গেছেন  হরিয়ান চিনিকলের (রাচিক)দুই কর্মকর্তা। সোমবার (২৫ ডিসেম্বর) দুপুরে বাঘা-লালপুর পদ্মা নদীর বাঁধের উপর সড়ক দিয়ে শিমুলতলা আখ ক্রয় কেন্দ্রে যাওয়ার পথে খায়েরহাট পশ্চিমপাড়া নামক স্থানে এই ঘটনা ঘটে। রাচিকের জীফ গাড়ীর সাথে ব্যাটারি চালিত উলকার মুখোমুখি ধাক্কা লাগে। এতে রাসিকের সিপিও নজরুল ইসলাম ও আরেক কর্মকর্তা ইসমাইল হোসেন আহত হয়েছে। তাদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
    ব্যটারি চালিত উলকার চালক পুঠিয়ার মাসুম আলী বলেন, পদ্মা নদীর বাঁধের উপর সড়কটি হওয়ায় জীফ গাড়িতে সাইড দিতে গিয়ে  ধাক্কা লাগে। এতে উলকা গাড়ির ব্যাপক ক্ষতি হয়েছে। আমিও কিছুটা আহত হয়েছি।
    এ বিষয়ে ( রাজশাহী হরিয়ান চিনিরকলের (রাচিক) জীফ গাড়ির চালক মোবারক হোসেন জানান, রাচিককের দুই কর্মকর্তাকে নিয়ে বাঘা উপজেলার গড়গড়ি ইউনিয়নের শিমুলতলা আখক্রয় কেন্দ্রে  যাওয়ার পথে ব্যাটারি চালিত উলকা সরাসরি ধাক্কা দেয় জীফ গাড়িতে। এতে জীফগাড়ির সামনের গ্লাস ভেঙ্গে গেলেও প্রাণে বেঁচে গেছেন দুই কর্মকর্তা। তারা সামান্য আহত হয়েছে।
  • বিনা অনুমোদনে পরিষদের গাছ কাটলেন চেয়ারম্যান-উদ্ধার করলেন রাণীশৈংকৈলের ইউএনও।

    বিনা অনুমোদনে পরিষদের গাছ কাটলেন চেয়ারম্যান-উদ্ধার করলেন রাণীশৈংকৈলের ইউএনও।

    আনোয়ার হোসেন,রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:
    ঠাকুরগাঁও রাণীশংকৈল উপজেলার হোসেনগাঁও ইউনিয়নের পুরোনো ইউনিয়ন পরিষদের গাছ বিনা অনুমোদনে কেটেছেন হোসেনগাঁও ইউপি চেয়ারম্যান। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা কেটে ফেলা গাছ জব্দ করেছেন।
    সোমবার রাণীশংকৈল পৌর শহরের শান্তিপুর ভান্ডারা এলাকায় অবস্থিত হোসেনগাঁও ইউনিয়ন পরিষদের দুটি বড় কাঠাঁল গাছ হঠাৎ করেই কাটা শুরু হয়। সেখানে কয়েকজন গ্রাম পুলিশ দাড়িয়ে থেকে গাছ কাটা তদারকি করেন। সেখানে গিয়ে গাছ কাটার আইনি অনুমোদন সম্পর্কে জানতে চাইলে গ্রাম পুলিশ বলেন, ইউপি চেয়ারম্যান মতিউর রহমানের নির্দেশে গাছ কাটা হচ্ছে। কিভাবে কোন প্রক্রিয়ায় গাছ কাটছে তা তাদের জানা নেই।
    এদিকে হোসেনগাঁও ইউনিয়ন পরিষদের ওই পুরোনো কার্যালয়টি বর্তমানে রাণীশংকৈল পৌরসভার অধীনে রয়েছে। এখানে রাণীশংকৈল পৌরসভার ভবন নির্মাণ করার জন্য ইতিমধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন নিয়েছেন রাণীশংকৈল পৌরসভা। সেই ধারাবাহিকতায় ওই পরিষদের মধ্যে থাকা কাঠাঁল গাছসহ বিভিন্ন প্রজাতের প্রায় ১৩টি গাছ কাটার জন্য সব প্রক্রিয়া শেষে দরপত্র আহবান করেন রাণীশংকৈল পৌরসভার মেয়র।
    সেই দরপত্র অনুযায়ী আগামী ২৬ ডিসেম্বর দরপত্রের সিডিউল বিক্রির শেষ দিন।
    এর মধ্যেই ইউপি চেয়ারম্যান মতিউর রহমান মতি গাছগুলো কাটা শুরু করেন। এ নিয়ে রাণীশংকৈল পৌরসভার মেয়র মোস্তাফিজুর রহমান উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অভিযোগ করলে ইউএনও তাৎক্ষনিক গাছগুলো জব্দ করে উপজেলা পরিষদে সংরক্ষন করেন। ইউএনও ধারনা করে বলেন, গাছগুলো ২৫ থেকে ৩০ হাজার টাকা হতে পারে।
    গাছ কাটা প্রসঙ্গে হোসেনগাঁও ইউনিয়নের চেয়ারম্যান মতিউর রহমান বলেন, ইউনিয়ন পরিষদের মালিকানা জমিতে গাছ কাটা হয়েছে। ইউএনও গাছগুলো জব্দ করেছে। উনি যা ব্যবস্থা নিবেন তাই হবে।
    রাণীশংকৈল পৌরসভার মেয়র মোস্তাফিজুর রহমান বলেন, মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে সব ধরনের আইনি প্রক্রিয়া শেষ করে। হোসেনগাঁও ইউনিয়ন পরিষদের পুরোনো কার্যালয়ে পৌর ভবন করার জন্য দরপত্র আহবান হয়েছে। এ কারণে ওই কার্যালয়ের মধ্যে থাকা গাছ বিক্রির জন্য দরপত্র আহবান করা হয়েছে। এরই মধ্যে হোসেনগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোমবার হঠাৎ করেই গাছ কাটা শুরু করেন। ইউএনওকে জানালে তিনি গাছগুলো জব্দ করেন।
    উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুল হাসান বলেন, ইউপি চেয়ারম্যান বিনা অনুমোদনে গাছ কাটতে পারেন না। কেটে ফেলা কাঠাঁল গাছদুটো জব্দ করা হয়েছে। আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
  • রামপালে হরিণের মাংসসহ যুবক আটক।

    রামপালে হরিণের মাংসসহ যুবক আটক।

    মল্লিক জামান,রামপাল(বাগেরহাট) প্রতিনিধিঃ বাগেরহাটের রামপালে থানা পুলিশের বিশেষ অভিযানে সুন্দরবন থেকে চুরি করে এনে হরিণের মাংস পাচারের সময় মো. শফিকুল শেখ (৩০) নামের এক ব্যক্তিকে আটক করেছে।
    আটক শফিকুল উপজেলার রামপাল সদর ইউনিয়নের ভাগা এলাকার মৃত হাসান আলী শেখের ছেলে।
    রবিবার (২৪ ডিসেম্বর) রাতে থানা পুলিশ গোপন সূত্রে খবর পায় যে, রামপাল সদর ইউনিয়নের হাতিরবেড় গ্রামের নতুনহাট নামক স্থানের বগুড়া নদীতে থাকা একটি ইঞ্জিন চালিত নৌকায় হরিণের মাংস পাচার করছে একটি চোর চক্র। এ সংবাদ পেয়ে সাব-ইন্সফেক্টর লিটন কুমার বিশ্বাসের নেতৃত্বে থানা পুলিশের একটি চৌকস দল ঘটনাস্থলে গিয়ে অভিযান চালিয়ে ২৯.৫ (উনত্রিশ কেজি পাঁচশো) হরিণের মাংস উদ্ধার করে।
    এ বিষয়ে রামপাল থানার অফিসার ইনচার্জ সোমেন দাসের কাছে জানতে চাইলে তিনি এ প্রতিবেদককে জানান, গতরাতে অভিযান চালিয়ে ২৯.৫ কেজি হরিণের মাংসসহ এক পাচারকারীকে আটক করা হয়েছে।  এ সময় পাচারের কাজে ব্যবহৃত ইঞ্জিন চালিত একটি  নৌকা জব্দ করা হয়েছে এবং আসামির বিরুদ্ধে একটি রুজু পূর্বক আজ সোমবার (২৫ ডিসেম্বর) বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
  • মাধবপুরে ট্রেনের বগি লাইনচ্যুত।

    মাধবপুরে ট্রেনের বগি লাইনচ্যুত।

    মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি।
    আখাউড়া-সিলেট রেললাইনে হবিগঞ্জের মাধবপুরে তেলবাহী ট্রেনের পরিচালকের বগি লাইনচ্যুত হয়েছে। আজ রোববার সকাল ৯টা ১৫ মিনিটের দিকে মনতলা রেলস্টেশনে এ ঘটনা ঘটে। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। সিলেট-ঢাকা রুটে রেল যোগাযোগ স্বাভাবিক রয়েছে।
    মনতলা রেলস্টেশনের স্টেশন মাস্টার আতাউর রহমান খাদেম সমকালকে জানান, যান্ত্রিক ত্রুটির কারণে সিলেটগামী তেলবাহী একটি ট্রেন মনতলা রেলস্টেশনে পৌঁছালে ট্রেনের পরিচালকের বগিটি লাইনচ্যুত হয়ে যায়। স্টেশন মাস্টার আরও বলেন, সারাদেশের সঙ্গে ট্রেন যোগাযোগ স্বাভাবিক রয়েছে। রিলিফ ট্রেনে এনে লাইন ট্রেনটিকে টেনে তোলার চেষ্টা চলছে।
  • খ্রিষ্টান ধর্মাবলম্বীদের গির্জায় শ্রীমঙ্গল-কমলগঞ্জে বড়দিন উৎসব।

    খ্রিষ্টান ধর্মাবলম্বীদের গির্জায় শ্রীমঙ্গল-কমলগঞ্জে বড়দিন উৎসব।

    নিজস্ব প্রতিবেদক,জালাল উদ্দিন। সবচেয়ে বড় উৎসব খ্রিষ্টান ধর্মাবলম্বীদের শুভ বড়দিনে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ৬৯টি ও কমলগঞ্জ উপজেলার ৪৪টিসহ অন্য উপজেলাগুলোর গির্জায় চলছে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব। বড়দিন উৎসবে অপরূপ সাজে সেজেছে গির্জাগুলো।
    আলপনা একে নতুন করে রং করা, ধোয়ামোছার কাজের পাশাপাশি জীবাণুনাশক স্প্রে ছিটানো হয়েছে। এছাড়াও বিভিন্ন খাসিয়া পুঞ্জি, চা বাগানের গারো লাইন এলাকায় গির্জাগুলো সাজাতে মেয়েরা আলপনা একে সৌন্দর্য বাড়ানোর কাজ করেছে।
    লাউয়াছড়া খাসিয়া পুঞ্জি প্রেসবিটারিয়ান চার্চের সদস্য শাকিল পামথেত বলেন, প্রতিবছরের মতো এবারও আমরা জাঁকজমকপূর্ণভাবে বড়দিন উৎসব পালন করছি।
    সিলেট প্রেসবিটারিয়ান সিনডের সহ-সাধারণ সম্পাদক ফিলা পতমী বলেন, শ্রীমঙ্গল উপজেলায় ৬৭টি গির্জা রয়েছে। সব গির্জায় বড়দিনের বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে।
    তিনি বলেন, সাধারণত ডিসেম্বর মাসের ১ তারিখ থেকে বড়দিনের আগেরদিন পর্যন্ত প্রতিটি গির্জা মণ্ডলীগুলোর আয়োজনে ঘরে ঘরে কীর্তন-প্রার্থনার সভা ব্যবস্থা করা হয়ে থাকে। তবে শ্রীমঙ্গল উপজেলায় বড়দিনের দিন সকাল ১০ ঘটিকায় সবচেয়ে বেশি ক্যাথলিক খ্রিস্ট ভক্তদের সমাগম হবে শহরতলীর শ্রমিক সাধু যোসেফ ধর্মপল্লীর প্রার্থনা সভায়।
    শ্রীমঙ্গল ও কমলগঞ্জের সিনিয়র সহকারী পুলিশ সুপার আনিসুর রহমান জানান, বড়দিন উপলক্ষে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। প্রত্যেকটি চার্চের নিরাপত্তায় পোশাকে ও সাদা পোশাকে পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য রয়েছে। কোনো সমস্যা হবে না। বড় বড় গির্জাগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন হয়েছে। তাছাড়া বড়দিন অনুষ্ঠান আয়োজনের সাথে যারা জড়িত আছেন তাদের সবার সাথে আমার নিয়মিত যোগাযোগ রয়েছে।
  • নৌকা জিতলে সাকিব জিতবে,নির্বাচনী প্রচারণায়-সকিব।

    নৌকা জিতলে সাকিব জিতবে,নির্বাচনী প্রচারণায়-সকিব।

    মাগুরা প্রতিনিধিঃআসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সন্নিকটে । জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ২৪ ডিসেম্বর রবিবার বিকেল ৪ ঘটিকার সময় মাগুরা পৌরসভার পারনান্দুয়ালী হাই স্কুল মাঠ প্রাঙ্গনে নির্বাচনী প্রচারণায় বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান জনগণের মাঝে উপস্থিত হয়ে নৌকা প্রতিকে ভোট চান। এ সময় তিনি বলেন নৌকা জিতলে সাকিব আলো হাসান জিতবে।

    এলাকার মানুষ বিশ্বসেরা ক্রিকেটার অলরাউন্ডার সাকিব আল হাসানকে কাছে পেয়ে তাকে হাত দিয়ে ছুঁয়ে দেখেন এবং তাদের বহিঃপ্রকাশ যেন আকাশের চাঁদকে হাতে পেলন।

    নির্বাচনী প্রচারণার অনুষ্ঠানে এলাকার হাজার হাজার মানুষ উপস্থিত হয়েছিলেন শুধু সাকিবকে একনজর দেখার জন্য।

    নির্বাচনী প্রচারণার অনুষ্ঠানে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান বলেন আমি আমার বাবার নানি বাড়ি এসেছি।

    আজকে আপনাদের কাছে আমি চাইবো আপনারা দিবেন কি চাইবো জানেন, উৎসুক জনতা বলেন জানি সাকিব বলেন বলেন তো, তখন উৎসুক জনতা বলেন নৌকা মার্কায় ভোট দিতে হবে।

    এরপর সাকিব বলেন আপনারা সবাই নৌকায় ভোট দিলে সাকিব জিতে যায়।

    এ সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আ. ফ. ম আব্দুল ফাত্তাহ, সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগ, মাগুরা জেলা শাখা। মোঃ খুরশিদ হায়দার টুটুল, মেয়র, মাগুরা পৌরসভা।
    মোঃ ইনামুল হক হিরোকে, সহ-সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগ, মাগুরা জেলা শাখা।
    শেখ রেজাউল ইসলাম, ভাইস চেয়ারম্যান, সদর, উপজেলা পরিষদ, মাগুরা। মোঃ মকবুল হাসান মাকুল, প্যানেল মেয়র, পৌরসভা, মাগুরা।

    নির্বাচনী প্রচারণা অনুষ্ঠান শেষে বিশ্বসেরা ক্রিকেটার সাকিব আল হাসানের সাথে উৎসুক জনতা ছবি তোলেন এবং অটোগ্রাফ নেন।ল

  • মাধবপুরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময়।

    মাধবপুরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে মতবিনিময়।

    নাহিদ মিয়া,মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি। 
    হবিগঞ্জের মাধবপুরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।রোববার (২৪ ডিসেম্বর) দুপুরে ১২টায় উপজেলা পরিষদের কনফারেন্স রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম ফয়সাল সভাপতিত্বে ও  সহকারী কমিশনার ভূমি রাহাত বিন কুতুবের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার দেবী চন্দ।
    এ সভায় প্রধান অতিথি দেবী চন্দ উপজেলার সর্বস্তরের জনগণের সাথে সাংবিধানিক ভোটাধিকার যথাযথভাবে প্রয়োগের লক্ষ্যে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে সর্বাত্মক সহযোগিতার আহবান জানান তিনি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা পুলিশ সুপার আক্তার হোসেন বিপিএম-সেবা, উপজেলা চেয়ারম্যান সৈয়দ শাহজাহান, ভাইস চেয়ারম্যান মজিব উদ্দিন তালুকদার, পৌর আওয়ামী লীগের সেক্রেটারী শ্রীধাম দাশ গুপ্ত, ইউনিয়ন আওয়ামী লীগের সেক্রেটারী  মিজানুর রহমান সহ বিভিন্ন নেতৃবৃন্দ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) প্রিয়াংকা পাল।
    এ সময় অন্যান্যের মধ্যে আরোও উপস্থিত ছিলেন,  উপজেলার বিভিন্ন জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যাক্তিবর্গ, বীর মুক্তিযোদ্ধা, গণমাধ্যম কর্মী এবং সুশীল সমাজের নেতৃবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এরশাদ আলী, সাধারণ সম্পাদক শংকর পাল চৌধুরী, সিনিয়র সহ সভাপতি তোফাজ্জল হোসেন চৌধুরী,  যুগ্ম সম্পাদক হামিদুর রহমান, সিনিয়র সাংবাদিক জালাল উদ্দীন লস্কর, ত্রিপুরারী দেবনাথ তিপু সহ সাংবাদিক বৃন্দ।
    উল্লেখ্য, সংসদ নির্বাচন উপলক্ষে ভোট গ্রহণ কর্মকর্তাদের দিনব্যাপী প্রশিক্ষণের আয়োজন করা হয়। জেলা প্রশাসক ও পুলিশ সুপার বিপি এম-সেবা অনুষ্ঠানে নির্বাচনকালীন বিভিন্ন আচরণবিধি, ভোট কেন্দ্রে ভোট গ্রহণ কর্মকর্তাদের করণীয় ও বর্জনীয় সম্পর্কে আলোচনা করেন। এ সময় নির্বাচনকালীন সময়ে আইনশৃংখলা রক্ষায় সকলকে সহযোগিতার আহবান জানান।
  • রামপালে জেলা আ’লীগের দুই নেতার বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্যর প্রতিবাদে ঝাঁড়ু মিছিল।

    রামপালে জেলা আ’লীগের দুই নেতার বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্যর প্রতিবাদে ঝাঁড়ু মিছিল।

    রামপাল(বাগেরহাট)প্রতিনিধিঃ বাগেরহাটের রামপালে জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক ও সাবেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তালুকদার নাজমুল কবীর ঝিলাম এবং বাগেরহাট জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি তালুকদার আব্দুল বাকীকে নিয়ে জেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক রামপাল উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ মো. আবু সাঈদ কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ায় ঝাঁড়ু মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

    রবিবার (২৪ ডিসেম্বর) বিকাল ৫.০০ টায় মল্লিকেরবেড় ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে সন্ন্যাসী বাজারে এ ঝাঁড়ু মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
    উল্লেখ্য, গত বুধবার (২০ ডিসেম্বর)  আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাগেরহাট-৩ (রামপাল-মোংলা) সংসদীয় আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী ইজারাদারের ঈগল প্রতীকের মোংলা উপজেলার সোনাইলতলা ইউনিয়নের নির্বাচনী জনসভায় তালুকদার নাজমুল কবীর ঝিলাম ও তালুকদার আব্দুল বাকীকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেন সাবেক উপজেলা চেয়ারম্যান শেখ মো. আবু সাঈদ।
    আবু সাঈদের বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে মল্লিকেরবেড় ইউনিয়ন আওয়ামী লীগ ও সাধারণ মানুষ ক্ষুব্ধ হয়ে এ ঝাঁড়ু মিছিল ও প্রতিবাদ সভার আয়োজন করেন।
    এসময় উপস্থিত ছিলেন  ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা তালুকদার মজিবর রহমান, ইউপি চেয়ারম্যান তালুকদার সাব্বির আহমেদ, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দেপাল চন্দ্র মন্ডল, উপজেলা তাঁতী লীগের সহ-সভাপতি মো. আবু হানিফ, ইউনিয়ন তাঁতী লীগের সভাপতি সাধারণ সম্পাদক জাহিদ হাওলাদার, যুবলীগের সাধারণ সম্পাদক রনি তালুকদার, দপ্তর সম্পাদক জাহিদ হাওলাদারসহ দুই শতাধিক নারী ও পুরুষ উপস্থিত ছিলেন।
    এসময় তারা জেলা আওয়ামী লীগ নেতা আবু সাঈদকে সংগঠন থেকে বহিষ্কারসহ দৃষ্টান্ত মূলক শান্তি দাবি করেন।
  • যুক্তরাজ্য গমন উপলক্ষে বদরুলের স্বপরিবারকে বিদায় সংবর্ধনা।

    যুক্তরাজ্য গমন উপলক্ষে বদরুলের স্বপরিবারকে বিদায় সংবর্ধনা।

    নিজস্ব প্রতিবেদক,জালাল উদ্দিন। মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলাধীন জালালী ইয়থ ক্লাবের আহব্বায়ক মোঃ মামরুল আলম বদরুলের স্বপরিবার যুক্তরাজ্য গমন উপলক্ষে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।
    শনিবার ২৩ ডিসেম্বর ২০২৩ইং সন্ধ্যা সাড়ে ৭টার সময় অত্র ক্লাবের প্রয়াত সদস্য, উপদেষ্টা এবং জালালী ইয়থ ক্লাবে উদ্যোগে প্রতিষ্ঠিত কাকিয়াবাজার উচ্চ বিদ্যালয়ের প্রয়াত শিক্ষকবৃন্দের স্বরণে মরনোত্তর সম্মাননা প্রদান অনুষ্ঠানটি কাকিয়াবাজারস্থ রয়েল রুটস কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়।
    অনুষ্ঠানের আয়োজক পর্ষদের আহব্বায়ক মোঃ আবু সাহেদ এর সভাপতিত্বে সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়।
    এ সময় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার জেলা পরিষদের সদস্য মোঃ মশিউর রহমান রিপন, শ্রীমঙ্গল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাজ্বী লিঠন আহমেদ, হুগলিয়া হাজ্বী মনছব উল্লা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কামরুল হাছান, কাকিয়াবাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নোমান আহমেদ সিদ্দিকী, অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এম, এ, মুছাব্বীর, জালালী ইয়থ ক্লাবের উপদেষ্টা মোঃ আব্দুর রউফ এবং ক্লাবের সদস্যবর্গ সহ অত্র এলাকার ছাত্র,যুবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ উপস্থিত ছিলেন।
    সভায় বক্তারা বলেন, জালালী ইয়থ ক্লাবের আহব্বায়ক মোঃ মামরুল আলম বদরুল সততা, স্বচ্ছতা ও বিচক্ষণতার সহিত তার দায়িত্ব পালন করে গেছেন। প্রবাসেও তিনি এই পেশায় যুক্ত থাকবেন বলে বক্তরা আশা প্রকাশ করেন। সভা শেষে বিদায়ী অতিথি মোঃ মামরুল আলম বদরুল-সহ স্বপরিবারকে ক্রেষ্ট প্রদান করা হয়।
  • রাণীশংকৈলে সাংবাদিকদের সঙ্গে জাতীয় পার্টি নেতৃবৃন্দের মতবিনিময়।

    রাণীশংকৈলে সাংবাদিকদের সঙ্গে জাতীয় পার্টি নেতৃবৃন্দের মতবিনিময়।

    আনোয়ার হোসেন,রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি:
    দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে  ঠাকুরগাঁও ৩ আসন (পীরগঞ্জ- রানীশংকৈল) এর সংসদ সদস্য জাতীয় পাটির প্রার্থী হাফিজ উদ্দিন আহম্মেদের উপদেষ্টা ও নেতা-কর্মীরা সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন।
    শনিবার (২০ ডিসেম্বর) সন্ধায় রাণীশংকৈল শান্তা কমিউনিটি সেন্টার হলরুমে উপজেলা জাতীয় পার্টির আহবায়ক জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিমিয় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় পাটির প্রার্থী হাফিজ উদ্দিন আহম্মেদের ছেলে বর্তমান উপদেষ্টা সামসুহাব্বিব বিদ্যুৎ।
    সামসুহাব্বিব বিদ্যুৎ বলেন, আমরা সুন্দর ও শান্তিপূর্ণ নির্বাচন চাই। এ নির্বাচনে সাংবাদিকদের ভূমিকা সবচেয়ে বেশী গুরুত্বপূর্ণ । আপনারা আমাদের তথ্য দিয়ে এবং বেশী বেশী সংবাদ প্রচার করে সহযোগিতা করবেন। তিনি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দাবি করেন।
    মতবিনিময় অনূষ্ঠানে অন্যান্যদের মধ্যে পরামর্শ মূলক বক্তব্য রাখেন জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক ঠিকাদার আবু তাহের, যুবসংহতির সম্পাদক কাউন্সিলর ইসাহাক আলী, নির্বাচন সমন্বয় কারী আধ‍্যাপক সিরাজুল ইসলাম, সেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি নওরোজ কাওসার কানন প্রমুখ।
    দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত বিষয় নিয়ে বক্তারা বলেন, সাংবাদিকরা পারেন সমাজের আসল চিত্র তুলে ধরতে। সাংবাদিকরা হলেন জাতির বিবেক। আপনারাই পারেন জাতির কাছে সকল কিছু তুলে ধরতে। সাংবাদিকদের লিখনির মাধ্যমে পিছিয়ে যাওয়া জনপদকে সামনে এগিয়ে আনতে হবে। এ জন্য প্রয়োজন সঠিক নেতৃত্বের। এ সময় তারা অবাধ সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন করতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
    এসময় সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাব সভাপতি মোবারক আলী, আনোয়ারুল ইসলাম, সম্পাদক মোঃ বিপ্লব, আবুল কালাম আজাদ, সাবেক সভাপতি ফারুক আহমেদ, সম্পাদক আনোয়ার হোসেন আকাশ, সিনিয়র সাংবাদিক নুরুল হক, আশরাফুল আলম, খুরশিদ আলম শাওন,বিজয় রায়, হুমায়ুন কবির, সফিকুল ইসলাম শিল্পী ,একে আজাদ, আনোয়ার হোসেন জীবন, সাংবাদিক মাহাবুব আলম,রফিকুল ইসলাম সুজন, নাজমুল হোসেন, আব্দুল্লাহ আল নোমান,অভিশেখ চন্দ্র রায় ।