Author: admin
-
দেওয়ানগঞ্জে ঝুপড়ি থেকে বনবিড়ালের বাচ্চা উদ্ধার করলেন ইউএনও।
দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় গোয়াল ঘরের ঝুপড়ি থেকে বন বিড়ালের ৬টি বাচ্চাকে উদ্ধার করে বন বিভাগের তত্ত্বাবধানে প্রেরণ করেছেন দেওয়ানঞ্জের ইউএনও ।বুধবার (১০ জানুয়ারি) বিকেলে উপজেলার হাতিভাঙ্গা ইউনিয়নের কাঠারবিল এলাকার আব্দুর রশিদ সরকারের বাড়ীর গোয়াল ঘরের ঝুপড়ি থেকে বের হওয়া বন বিড়াল গুলোকে উদ্ধার করেন দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জাহিদ হাসান প্রিন্স। তিনি যথাযথ ভাবে প্রাণী সম্পদ বিভাগের গাড়ীতে বিড়াল গুলোকে জামালপুর বন বিভাগে প্রেরণ করেন। তিনি জানান, বিড়ালগুলোকে উদ্ধার করে অফিশিয়াল গাড়ীতে তুলে জামালপুর বন বিভাগের দায়িত্বে অর্পণ করেছি, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মিজানুর ও বন বিভাগের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা সহ-সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে নিয়ে সেখানে গিয়েছিলাম।প্রাণী গুলোকে উদ্ধার করেছি যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে তারা অবমুক্ত করবে।এ সময় উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার মিজানুর রহমান, ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, সাবেক চেয়ারম্যান ডাঃ আবু তাহের, শিক্ষক রাজন সহ এলাকাবাসী এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন। -
কর্তৃপক্ষের অনুমতি ছাড়া স্কুল ত্যাগের অপরাধে শিক্ষকদের শোকজ।
উল্লাপাড়া প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলপ ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চল শহর থেকে ১০ কিলোমিটার দক্ষিণে ডিক্রীরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়টি অবস্থিত।প্রত্যন্ত অঞ্চলের স্কুলের প্রতি কর্মকর্তাদের নজর একটু কম থাকার কারনে কর্মরত শিক্ষকরা শাস্তিযোগ্য করেও পার পেয়ে যাচ্ছে এমনটাই স্থানীয়দের অভিমত। তারা জানান নিদিষ্ট সময়ের আগে স্কুল ছুটি দিয়ে বাড়ী চলে যাওয়ার ঘটনা আজকেই প্রথম এমনটা নয়। এমন ধরনের অপরাধ অহরহ করেন এই স্কুলে কর্মরত শিক্ষকরা।
স্কুলের ম্যানেজিং কমিটির সদস্য আবু জাফরসহ বিশিষ্ট জনদের অভিযোগ স্কুলটিতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ ৪ জন কর্মরত থাকলেও সরকারী নিয়মনীতি উপেক্ষা করে ইচ্ছামত স্কুলে আগমন ও প্রস্থান করেন।কিন্তু শিক্ষক হাজিরা খাতায় আগমন ৯ টা প্রস্থান ৪.১৫ টায় লিখে কর্মকর্তাদের চোখে ধূলো দিচ্ছে। এমন অপরাধের শাস্তির দাবী করেছেন শিক্ষার্থীর অভিভাবকরা।
স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে সোমবার দুপুর ২ টার সময় গণমাধ্যমকর্মীরা স্কুল পরিদর্শনে গেলে দেখা যায় প্রধান শিক্ষক সাইফুল ইসলাম স্কুলের দরজা জানালা বন্ধ করে বাড়ীতে যাচ্ছেন। ওই দিন জাতীয় পতাকাও উত্তোলন করা হয়নি।
এ বিষয়ে প্রধান শিক্ষককে প্রশ্ন করা হলে তিনি জানান ৭ জানুয়ারি রবিবার সবাই ভোটের দায়িত্ব পালন করে ক্লান্ত হয়ে পরেছে।আমি নিজেও অসুস্থ্য হয়ে পড়েছি।তাছাড়া উপস্থিত শিক্ষার্থী না থাকায় স্কুল বন্ধ করে বাড়ী যাচ্ছি।
এ ঘটনায় এলাকায় সমালোচনার ঝড় বইছে। কর্তৃপক্ষের অনুমতি ছাড়া নিদৃষ্ট সময়ের আগে স্কুল ত্যাগ করার অপরাধে প্রধান শিক্ষক সাইফুল ইসলাম,সহকারী শিক্ষক আছিয়া খাতুন,শাজুপ্তা তাসনীন ও কুলসুম খাতুনকে কারন দর্শানোর নোটিশ দিয়েছেন শিক্ষাকর্মকর্তা।
উল্লাপাড়া উপজেলা শিক্ষা অফিসার মোঃ ছানোয়ার হোসেন জানান বিষয়টি জানার পর ৯ জানুয়ারি মঙ্গলবার অভিযুক্ত শিক্ষকদের স্কুল ত্যাগের কারন দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে এবং ৩ কর্মদিবসের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে।নোটিশের জবাব পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
-
ঘন কুয়াশায় সূর্যের দেখা নেই চায়ের রাজ্যে হিমেল বাতাসে কনকনে বাড়ছে শীত।
নিজস্ব প্রতিবেদক,জালাল উদ্দিনঃ ঘন কুয়াশা আর হিমেল বাতাসে কনকনে শীতের দাপট চলছে মৌলভীবাজার জেলায়। বিঘ্নিত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। বিশেষ করে জেলার প্রত্যেকটা গ্রাম ও চা বাগান-পাহাড়গুলোতে হাঁড় কাপানো শীতে একেবারে চরম দুর্ভোগের আবর্তে পড়েছে জনজীবন। ঘন কুয়াশার চাদরে ঢেকে থাকছে আকাশ-প্রকৃতি।মৌলভীবাজারের শ্রীমঙ্গল-সহ অন্যান্য উপজেলা পর্যটন নগরী হওয়ায় প্রকৃতিপ্রেমীরা এসে চা গাছ দেখে তার নিবিড় স্পর্শ নিতে চান আপন হাতে। যারা পরিবেশের কোনো ক্ষয়ক্ষতি না করে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করেন, সেসব পর্যটকের জন্যই অধীর আগ্রহে সৌন্দর্য মেলে ধরেছে চা বাগানের শীত সকাল।এ সময় মৃদু কুয়াশায় ভরা থাকে। দূরে চোখ যেতেই দেখা মেলে শীতার্ত প্রাকৃতিক দৃশ্যের। চা গাছের পাতায় জমেছে শিশিরকণা। পাকা সড়ক থেকে নেমে চা বাগানের চা গাছেদের অন্তঃপুরে যেতে মন চায়।কিন্তু কুয়াশার পাশাপাশি হিমেল হাওয়ার কারণে গত দুই সপ্তাহ থেকে শীতের তীব্রতা আরও বাড়িয়ে তুলেছে। হাড়কাঁপানো শীতে জনজীবন স্থবির হয়ে পড়েছে। যার ফলে সর্বসাধারণের পাশাপাশি চরম দুর্ভোগ পোহাচ্ছে শ্রমজীবী মানুষ, বাগানের চা শ্রমিকসহ খেটে খাওয়া মানুষজন।বিশেষ করে হাড়কাঁপানো শীতে শীতজনিত রোগ সর্দি-কাশি, ঠান্ডা, নিউমোনিয়া, ডায়রিয়া, হাঁপানিসহ শীতজনিত নানা রোগ নিয়ে শিশু এবং বয়স্করা ভর্তি হয়েছেন জেলা-উপজেলার বিভিন্ন সরকারি ও প্রাইভেট হাসপাতালে।শ্রীমঙ্গল আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, মঙ্গলবার ০৯ জানুয়ারি ২০২৪ইং, সকালে এ অঞ্চলে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এখন থেকে শ্রীমঙ্গলের তাপমাত্রা ধীরে ধীরে কমতে শুরু করবে এবং আরও বেশি অনুভূত হতে থাকবে হিমেল বাতাসে কনকনে শীত। -
টাঙ্গাইল ৬ আসনে সুষ্ঠু ও সুন্দর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে- গোলাম মাসুম প্রধান।
আব্দুল্লাহ খিজির,স্টাফ রিপোর্টার : টাঙ্গাইল ৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে সুষ্ঠু ও সুন্দর ভাবে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং সাধারণ ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ দেখা গেছে বলে জানিয়েছেন নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও সহকারী রিটার্নিং অফিসার রেজা মো. গোলাম মাসুম প্রধান। তিনি সোমবার (৮ জানুয়ারি) উপজেলা নিজ কার্যালয়ে সাংবাদিকদের সাথে নির্বাচন পরবর্তী মতবিনিময় কালে এসব কথা বলেন।এসময় সহকারী রিটার্নিং অফিসার রেজা মো. গোলাম মাসুম প্রধান আরো বলেন, ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল ৬ আসনের ভাবমূর্তি যাতে ক্ষুণ্ন না হয়, সেদিক খেয়াল রেখে আমরা যথাসাধ্য নিজ নিজ দায়িত্ব পালন করেছি। নির্বাচন যাতে নিরপেক্ষ, সুষ্ঠু ও সুন্দর হয় সে দিকে নজর রেখে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্বাচন সংশ্লিষ্ট সকল কর্মকর্তাকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছি। সাধারণ মানুষ উৎসাহ ও আগ্রহ নিয়ে তাদের ভোট প্রদান করেছে। সুন্দর পরিবেশে নির্বাচন শেষ করতে পারায় আমি সকল কর্মকর্তা ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ সকল জনসাধারণকে ধন্যবাদ জানাই’।উল্লেখ্য, টাঙ্গাইল ৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে দুটি উপজেলার ২০ টি ইউনিয়নে মোট ১৫৪ টি ভোট কেন্দ্রে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। মোট ভোটার সংখ্যা ৪,৪২,৪২৬ জন। চূড়ান্ত ফলাফল অনুযায়ী কাস্ট (প্রদত্ত) হয়েছে ১,৬২,০০৫ ভোট। এই আসনে মোট ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। বাংলাদেশ আ.লীগ নৌকা প্রতীকের প্রার্থী আহসানুল ইসলাম টিটু ১ লাখ ১২ হাজার ৬৮৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী স্বতন্ত্র প্রার্থী টাঙ্গাইল জেলা আ.লীগ সহ সভাপতি তারেক শামস খান হিমু ঈগল প্রতীকে পেয়েছেন ৩১ হাজার ২৯২ ভোট।অন্যদিকে, ‘বিএনএম – নোঙর’ প্রতীকের প্রার্থী খন্দকার ওয়াহিদ মুরাদ পেয়েছেন ১ হাজার ৪৮২ ভোট, আব্দুল করিম ‘বাংলাদেশ সুপ্রিম পার্টি – একতারা’ প্রতীকের প্রার্থী পেয়েছেন ১২৪ ভোট, ব্যারিস্টার এম আশরাফুল ইসলাম ‘স্বতন্ত্র – ট্রাক গাড়ি’ প্রতীকের প্রার্থী পেয়েছেন ৬ হাজার ৫৫৬ ভোট, মো. আনোয়ার হোসেন ‘বাংলাদেশ তরিকত ফেডারেশন – ফুলের মালা’ প্রতীকের প্রার্থী পেয়েছেন ১৮৯ ভোট, মো. আবুল কাশেম ‘জাতীয় পার্টি – লাঙল’ প্রতীকের প্রার্থী পেয়েছেন ৬ হাজার ৬২৫ ভোট, সৈয়দ মাহমুদুল ইলাহ ‘স্বতন্ত্র – বাঁশি’ প্রতীকের প্রার্থী পেয়েছেন ৫৮০ ভোট। -
হাফিজ উদ্দীন ৫ম বারের মতো এমপি নির্বাচিত হওয়ায় রাণীশংকৈল-পীরগঞ্জ বাসীর গণসংবর্ধনা।
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁও-৩ (পীরগঞ্জ-রাণীশংকৈল ) আসনে জাতীয় পার্টির প্রসিডিয়াম সদস্য ও বর্তমান এমপি হাফিজউদ্দীন আহমদ ৫ম বারের মত সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় তাকে গণসংবর্ধনা দেয়া হয়েছ। সোমবার দুপুরে পীরগঞ্জ উপজলা জাতীয় পার্টির আয়োজনে দলের অস্হায়ী কার্যালয়ে হাফিজউদ্দীনকেগন সংবর্ধনা দয়া হয়।পীরগঞ্জ ও রাণীশংকৈল উপজেলার জাতীয় পার্টি এবং রাণীশংকৈল উপজেলা আওয়ামী লীগর নেতারা নব নির্বাচিত সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা জানান।এসময় নব-নির্বাচিত সংসদ সদস্যসহ রাণীশংকৈল উপজলা আ-লীগের সভাপতি শহিদুল হক, সাবেক ইউপি চেয়ারম্যান মাহাবুব আলম ও জাতীয় পার্টির অন্যান্য নেতারা বক্তব্য রাখন।একইদিন সোমবার বিকালে পীরগঞ্জ উপজেলা আ,লীগের দলীয় কার্যালয়ে এক সংবর্ধনা আয়োজন করা হয়। এতে উপজপলা আ,লীগের সভাপতি ও সাবেক এমপি ইমদাদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় বক্তব্য দেন উপজেলা আ,লীগের সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক বিপ্লব, সহ-সভাপতি কসিরুল আলম ও শামিমুজ্জামান জুয়েল।সভায় আওয়ামীলীগ ও মহিলা আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গ ও সহোযাগী সংগঠনের নেতারা নব নির্বাচিত সাংসদকে ফুলের মালা দিয় সংবর্ধনা জানান। -
মাধবপুরে দুর্বৃত্তরা রাতের অন্ধকারে জমির ধরন্ত মরিচ গাছ উপড়ে-লাখ টাকার ক্ষতি।
নাহিদ মিয়া,মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি।হবিগঞ্জের মাধবপুরে একদল দুর্বৃত্ত রাতের আঁধারে ৩০ শতক জমির মরিচ ক্ষেতের ধরন্ত মরিচ গাছ উপড়ে দিয়েছে মর্মে ওই কৃষকের লাখ টাকার ক্ষতির অভিযোগ উঠেছে।সোমবার ভোররাতে খড়কী গ্রামের ফুরুকের জমিতে এমন ক্ষতির ঘটনা ঘটেছে।সরজমিনে গিয়ে দেখা যায়, সোমবার (৮ জানুয়ারি) দুপুরে উপজেলা জগদীশপুর ইউনিয়নের খড়কী গ্রামের ফুরুক মিয়ার ৩০ শতাংশ মরিচ ক্ষেত চারা উপড়ে দিয়েছে দুর্বৃত্তরা।কৃষক ফুরুক মিয়া জানান, সোমবার সকালে আমার পাশের জমির এক কৃষক মোবাইল করে জানায় আমার মরিচ ক্ষেতের গাছ গুলা কাটা অবস্থা দেখে। তারপর আমি দৌড়িয়ে গিয়ে দেখি ক্ষেতে অধিকাংশ মরিচ গাছ উপড়ে ফেলা হয়েছে এই মরিচ ক্ষেত উপড়ে ফেলার ফলে প্রায় লাখ টাকা ক্ষতি হতে পারে বলে জানিয়েছে, তিনি আরও জানান, কয়েক মাস আগে আমার ঘর থেকে ৩ টা গরু চুরি হয় পরে মাধবপুর থানায় মামলা দায়ের করলে আমার গ্রাম থেকে বিল্লাল মিয়া,আল আমিন মিয়া,আমিন মিয়াকে পুলিশ গ্রেপ্তার করে জেল কারাগারে পাঠায়। পরে আসামিরা জেল থেকে বের হয়ে আমাকে ও আমার পরিবারের সদস্যদের বিভিন্ন ভাবে হুমকি দিতে থাকে এবং আমি মনে করি আমার ঘর থেকে যে লোকগুলো গরু চুরির সাথে জড়িত এই লোকগুলো আমার মরিচ ক্ষেত কেটে দিতে পারে বলে অভিযোগ ফুরুক মিয়ার।জগদীশপুর ইউনিয়নের চেয়ারম্যান মাসুদ খান ঘটনাস্থল পরিদর্শন করেন।মাধবপুর উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুন হাসান জানান, আমরা কৃষি অফিসে থেকে খোঁজ খবর নিয়ে কৃষকের মরিচ ক্ষেতের কতটুকু ক্ষয়ক্ষতি হয়েছে তা জেনে ওই কৃষককে সর্বোচ্চ সহযোগী করার চেষ্টা করবে বলে জানিয়েছেন। -
জামালপুর-১ আসনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী নূর মোহাম্মদ বিপুল ভোটে বিজয়ী।
দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি:জামালপুর-১ (বকশীগঞ্জ-দেওয়ানগঞ্জ) আসনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী নূর মোহাম্মদ বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হলেন- জাতীয় পার্টির প্রার্থী এস এম আবু সায়েম। উপজেলা নির্বাচন অফিস রবিবার (৭ জানুয়ারি) রাত ১০টায় বেসরকারিভাবে এই ফলাফল ঘোষণা করেন।নির্বাচনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী নূর মোহাম্মদ নৌকা প্রতীকে পেয়েছেন দেওয়ানগঞ্জ উপজেলা হতে ১লাখ ২৪ হাজার ৩৮৪ ভোট এবং বকশিগঞ্জ উপজেলা হতে ১লাখ ৩ হাজার ৮৬৩ ভোট।মোট ২ লাখ ২৮ হাজার ২৪৭ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী জাতীয় পার্টির প্রার্থী লাঙ্গল প্রতীকে পেয়েছেন ৬ হাজার ৭০ ভোট।আব্দুল্লাহ আল মামুন বাবু গামছা প্রতীকে পেয়েছে ২ হাজার ৭৫৯ ভোট।গোলাম মোস্তফা সোনালী আঁশ প্রতীকে পেয়েছে ১ হাজার ১১৭ ভোট, এবং নষ্ট হয়েছে ২ হাজার ৯৬৮ ভোট।এ আসনে মোট ভোট কাষ্ট হয়েছে ২ লাখ ৪১ হাজার ২০০।বকশীগঞ্জ ও দেওয়ানগঞ্জ উপজেলা সহকারী রিটার্নিং অফিসার সূত্রে এই ফলাফল পাওয়া গেছে।জামালপুর-১ (বকশীগঞ্জ-দেওয়ানগঞ্জ) আসনে,দেওয়ানগঞ্জ উপজেলায় ৭৪ টি এবং বকশিগঞ্জ উপজেলায় ৫৩ টি মোট ১২৭টি ভোটকেন্দ্রে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলে।এ আসনে মোট ভোটার ৪ লাখ ১ হাজার ৪৯৯ ভোট।পুরুষ ভোটার ১ লাখ ৯৯ হাজার ৫৭৪ ও মহিলা ভোটার ২ লাখ ১ হাজার ৯২৪।এ বিষয়ে দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা শেখ জাহিদ হাসান প্রিন্স বলেন, কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। -
বাগেরহাট-৩ আসনে হাবিবুন নাহার ব্যাপক ভোটে বিজয়ী।
রামপাল(বাগেরহাট)প্রতিনিধি: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৪ এ বাগেরহাট-৩ (রামপাল-মোংলা) সংসদীয় আসনে ব্যাপক ভোটে বিজয়ী হলেন বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী ও খুলনা সিটি করপোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা তালুকদার আব্দুল খালেকের পত্নী হাবিবুন নাহার।এবার নির্বাচনে জয়লাভ করার ফলে তিনি টানা চতুর্থবারের মতো এমপি নির্বাচিত হলেন।বাগেরহাট-৩ আসনে আওয়ামী লীগের প্রার্থী হাবিবুন নাহার রামপাল উপজেলার ১০ টি ইউনিয়ন থেকে ৪৭ হাজার ৯১৫ ভোট এবং মোংলা উপজেলার মোংলা পোর্ট পৌরসভা ও ৬ টি ইউনিয়ন থেকে ৩৬ হাজার ৪৫৭ ভোট মোট৮৪ হাজার ৩৭২ ভোট পেয়েছেন।অন্যদিকে স্বতন্ত্র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলী ইজারাদার রামপাল উপজেলার ১০ টি ইউনিয়ন থেকে ২৭ হাজার ৭৭৬ এবং মোংলা উপজেলা থেকে ৩০ হাজার ৬৯২ ভোট পেয়েছেন।মারাত্মক কোন সহিংসতা ছাড়াই শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। দুই উপজেলার মোট ৯৬টি কেন্দ্রের প্রাপ্ত ভোটের ফলাফলে সংশ্লিষ্ট প্রিসাইডিং কর্মকর্তারা রবিবার (৭ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৮ টায় এ তথ্য নিশ্চিত করেছেন। -
মৌলভীবাজারে ৪ টি আসনেই আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থী বিজয়ী।
নিজস্ব প্রতিবেদক,জালাল উদ্দিন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার জেলার চারটি আসনের মধ্যে সবগুলোতে আওয়ামী লীগের মনোনয়নে প্রার্থী নৌকা প্রতীক নিয়ে জয়ী হয়েছেন।রবিবার ০৭ জানুয়ারি ২০২৩ইং, রাতে ভোট গণনা শেষে মৌলভীবাজারের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা ঊর্মি বিনতে সালাম বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেন।মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ি) আসনে ১ লাখ ৩৬ হাজার ৩০৮ ভোট পেয়ে আওয়ামী লীগের মনোনয়নে প্রার্থী নৌকা প্রতীক নিয়ে মোঃ শাহাবুদ্দিন আহমেদ নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী আহমেদ রিয়াজ লাঙ্গল প্রতীক নিয়ে পেয়েছেন ৩ হাজার ৯৮ ভোট।মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনে আওয়ামী লীগের মনোনয়নে প্রার্থী মোঃ সফিউল আলম চৌধুরী নাদেল নৌকা প্রতীকে নিয়ে ৭২ হাজার ৭১৮ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রার্থী একে এম শফি আহম্মদ ছলমান ট্রাক প্রতীক নিয়ে পেয়েছেন ১৫ হাজার ৫৫২ ভোট। আর তৃণমূল বিএনপির আর এম এম শাহীন সোনালী আঁশ প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ১১ হাজার ৪৪৯টি।মৌলভীবাজার-৩ (মৌলভীবাজার সদর-রাজনগর) আসনে আওয়ামী লীগের মনোনয়নে প্রার্থী নৌকা প্রতীক নিয়ে মোহাম্মদ জিল্লুর রহমান পেয়েছেন ১ লাখ ৬৭ হাজার ৮৪৬ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রার্থী জাতীয় পাটির মোঃ আতাফুর রহমান লাঙ্গল প্রতীক নিয়ে পেয়েছেন ২ হাজার ৬৯৮ ভোট।মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে আওয়ামী লীগের মনোনয়নে প্রার্থী নৌকা প্রতীক নিয়ে মোঃ আব্দুস শহীদ ২ লাখ ১২ হাজার ৪৯১ ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রার্থী মোঃ আব্দুল মুহিত হাসানি বাংলাদেশ ইসলামী ফ্রন্ট থেকে মোমবাতি প্রতীকে পেয়েছেন ৫ হাজার ৩৯০ ভোট। -
ঠাকুরগাঁও-৩ আসনে জাতীয় পার্টির হাফিজ উদ্দিন জয়ী।
রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁও-৩ সংসদীয় আসনের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ৪১ হাজার ৯৪৭ ভোট বেশি পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন জাতীয় পার্টির মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী হাফিজ উদ্দিন আহম্মেদ। তিনি পেয়েছেন ১লাখ ৬ হাজার ৭৬৮ ভোট।তার নিকটতম ১৪ দলীয় জোট সমর্থিত ওয়ার্কার্স পার্টির প্রার্থী গোপাল চন্দ্র রায় পেয়েছেন ওয়ার্কাস পার্টির গোপাল চন্দ্র পেয়েছন ৬৪ হাজার ৮২১ ভোট।এ ছাড়াও বিকল্প ধারা বাংলাদেশের খলিলুর রহমান (কুলা) পেয়েছেন ৬০৯ ভোট, স্বতন্ত্র প্রার্থী আশা মনি (ঈগল পাখি) পেয়েছেন ১ হাজার ৬৮৩ ভোট।ভোটগ্রহণ শেষে আজ রবিবার রাতে জেলা নির্বাচন কর্মকর্তা মো.মঞ্জুরুল হাসান ১২৮ কেন্দ্রের ফলাফল ঘোষণা করেন।ঠাকুরগাঁও ৩ আসনে ১২৮টি ভোট কেন্দ্রে। এ আসন টি পীরগঞ্জ ও রানীশংকৈল উপজেলার ২টি পৌরসভা ও ১৬ টি ইউনিয়ন নিয়ে গঠিত ।মোট ভোটার ৩ লাখ ৪৪ হাজার ৩৫৪ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৭৪ হাজার ৯৬৬ জন এবং মহিলা ১ লাখ ৬৯ হাজার ৩৮৮ জন। এ আসনের ভোটে কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। শান্তিপুর্ণভাবে ভোট গ্রহণ সম্পূর্ণ হয়েছে।