সারোয়ার হোসেন,তানোর(রাজশাহী)প্রতিনিধিঃ রাজশাহীর তানোর উপজেলার ৪নং সরনজাই ইউনিয়ন পরিষদ নির্বাচন এর ভোট গ্রহন স্থগিত ঘোষণা করেছেন নির্বাচন কমিশন।
১০ নভেম্বর বুধবার সন্ধ্যায় সরনজাই ইউনিয়ন পরিষদের নির্বাচনে ভোট গ্রহন স্থগিতের বিষয়টি নিশ্চিত করেন উপজেলা নির্বাচন কর্মকর্তা গোলাম মোস্তফা। বিষয়টি নিশ্চিত করে তিনি জানান,সরনজাই ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থী আব্দুল মালেকের ঋণ খেলাপীর মামলায় তার প্রার্থীতা বাতিল চেয়ে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী সাইদুর রহমান সাঈদ সুপ্রিম কোর্টে রিট দায়ের করেন। কোর্ট বুধবার আব্দুল মালেকের প্রার্থীতা স্থগিত করে উপজেলা নির্বাচন কর্মকর্তার বরাবর চিঠি ইস্যু করেন।
এতে আব্দুল মালেক নির্বাচন স্থগিত চেয়ে শুনানি করার আবেদন জানালে সুপ্রিম কোর্ট তা আমলে নিয়ে নির্বাচন স্থগিত রাখতে নির্বাচন কর্মকর্তা(ইসি)কে চিঠি পাঠিয়ে নির্দেশ দেন।
তিনি আরো বলেন,আগামীকাল ১১ নভেম্বর বৃহস্পতিবার উপজেলার ৭টি ইউনিয়নে ভোট গ্রহন সম্পূর্ণ করতে সকল ব্যবস্থা সম্পূর্ণ করা হয়েছে।
ইতিমধ্যে প্রতিটি ভোট কেন্দ্রে ভোট বাক্স ও পুলিশ, বিজিপি, আনসার ও ভিডিপি মোতায়েন করা সম্পূর্ণ হয়েছে।শুধু রাত পোহালেই কেন্দ্রে কেন্দ্রে ব্যালট পেপার দিয়ে ভোট শুরু করা হবে। কিন্তু হঠাৎ করে নির্বাচন স্থগিত চেয়ে সুপ্রিম কোর্টের চিঠি ইমেইল করায় শুধু ৪নং সরনজাই ইউনিয়নের ভোট গ্রহন স্থগিত করা হয়েছে। অবশিষ্ট ৬টি ইউনিয়নের ভোট গ্রহন যথাসময়ে অনুষ্ঠিত হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও পংকজ চন্দ্র দেবনাথ জানান, নির্বাচন স্থগিত করা হয়েছে কিন্তু কবে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে বিষয়টি এখনো সঠিক ভাবে জানা যায়নি।