সোহেল হোসেন,লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ নভেম্বর) সকালে জেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে এ সভা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন।
জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুর উদ্দিন চৌধুরী নয়নের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হারুনুর রশিদ, ত্রান ও সমাজকল্যান বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী। এছাড়াও সদর আসনের সংসদ সদস্য এ কে এম শাহজাহান কামাল ও রামগঞ্জ আসনের এমপি আনোয়ার হোসেন খান সহ জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
বর্ধিত সভায় নেতাকর্মীদের উদ্দেশ্যে আবু সাঈদ আল মাহমুদ স্বপন বলেন, আওয়ামী লীগ কোন সাময়িক শাসনে গড়ে উঠা সংগঠন নয়। এটি এদেশের মানুষের শ্রম আর ঘামে গড়ে উঠা সংগঠন। আমরা মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করবো। মানুষকে তাস কিংবা নিয়ন্ত্রিত প্রাণী মনে করবো না। তাদের সুখ-দুঃখ নিয়ে কাজ করবো। সকলকে নিয়ে মিলে মিশে শেখ হাসিনার নেতৃত্বে এই দেশকে এগিয়ে নিয়ে যাবো।
আরো বলেন, যে কাজ করে, ভুল তাঁর হবে। সামনে স্থানীয় সরকার নির্বাচনে, আর এ নির্বাচনে পূর্বের ভুলের জন্য তওবা করে নিতে হবে। পাশাপাশি মানুষকে ভালোবাসা ও সন্মান দিয়ে ভোট আদায় করে নিতে হবে। নৌকাকে বিজয়ী করতে হবে।
Post Views: 185