নাহিদ মিয়া,মাধবপুর (হবিগঞ্জ)প্রতিনিধিঃ হবিগঞ্জের মাধবপুরে ২০ কোটি টাকার উন্নয়ন কর্মকান্ডের উদ্বোধন ও ক্ষুদ্র নৃ গোষ্ঠী ও চা শ্রমিকদের মাঝে আবাসন হস্তান্তর করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এডভোকেট মাহবুব আলী এমপি।
সোমবার (৮ নভেম্বর) সকালে উপজেলা মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম মঈনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মাধবপুর চুনারুঘাট আসনের সাংসদ সদস্য বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এডভোকেট মাহবুব আলী।
উপজেলার ক্ষুদ্র নৃ গোষ্ঠী ও চা শ্রমিকদের মাঝে ৩য় ও ৪র্থ পর্যায়ের ২০ টি ঘর হস্তান্তর, ৯টি প্রাথমিক বিদ্যালয়ের একাডেমিক ভবন, রাস্তা, কালভার্ট ও ব্রীজের উদ্বোধন,কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরন ও একজন ভিক্ষুককে পূর্ণবাসন কার্যক্রম অনুষ্ঠিত হয়।
সমাজসেবা কর্মকর্তা আশরাফুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মহিউদ্দিন আহম্মেদ,মাধবপুর থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক,উপজেলা আওয়ামীলীগের সেক্রেটারি আলহাজ্ব আতিকুর রহমান,উপজেলা প্রকৌশলী শাহ আলম,কৃষি কর্মকর্তা আল মামুন হাসান,সুকোমল রায়,উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক তাজুল ইসলাম,মেয়র হাবিবুর রহমান মানিক,২ নং চৌমুহনী ইউপির চেয়ারম্যান আপন মিয়া, ৩ নং বহরা ইউপির চেয়ারম্যান আরিফুর রহমান আরিফ,৪ নং আদাঐর ইউপির চেয়ারম্যান ফারুখ পাঠান, ৬ নং শাহজাহানপুর ইউপির চেয়ারম্যান বাবুল খান,পৌর আওয়ামী লীগের সেক্রেটারি শ্রীধাম দাশ গুপ্ত,প্রদীপ গৌড়,ভারতী মুন্ডা প্রমূখসহ আরো অনেকেই।