নিউজ ডেস্কঃ কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নে বাঘের ভয়ে ৪ গ্রামের সাধারণ মানুষ আতঙ্কিত অবস্থায় বসবাস করছেন। সকালে মানুষের ওপর আক্রমণ করায় শিশুদের মক্তবের লেখাপড়া বন্ধ হয়ে পড়েছে।
একাধিকবার সংঘবদ্ধ হয়ে ওই বাঘের ওপর হামলার চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন গ্রামের স্থানীয় বাসিন্দারা। গত ক’দিন হলো উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের সাতরা, নাছনী, রাজাপুর ও পশ্চিম জালালাবাদ (সাত নম্বর) এলাকায় একটি (চিতা আকৃতির) বাঘ রাতের অবাধে বিচরণ করছে। মানুষের ছাগল, রাজহাঁস, মোরগ মেরে ফেলছে।
বুধবার সকালে সাতরা গ্রামের আবুল কালামের ছেলে রাব্বি (১৪) ঘাস কাটতে বাড়ির পাশের জমিতে গেলে বাঘের আক্রমণের শিকার হয়। তার চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে বাঘ তাদেরও ধাওয়া করে। ফলে বাঘ আতঙ্কে চোখের ঘুম হারাম হয়ে গেছে স্থানীয়দের।