গুরুদাসপুর(নাটোর)প্রতিনিধিঃ নাটোরের গুরুদাসপুরে পরিবেশ কর্মী, সাংবাদিক ও শিক্ষকদের সাথে জীব বৈচিত্র্য রক্ষায় অবৈধ পাখি শিকার প্রতিরোধে মতবিনিময় সভা করেছে উপজেলা প্রশাসন।
৪ নভেম্বর বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ইউএনও মোঃতমাল হোসেন।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন নাটোর জেলা আওয়ামীলীগের সভাপতি মোঃআব্দুল কুদ্দুস এমপি।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন,উপজেলা চেয়ারম্যান মোঃআনোয়ার হোসেন ও এসিল্যান্ড মো. আবু রাসেল। এছাড়াও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রভাষক নাসরিন সুলতানা, প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম মিঠু,সাংবাদিক আলী আককাছ, আনিসুর রহমান, মোঃমাজেম আলী, নাজমুল হাসান প্রমুখ বক্তব্য রাখেন।
সভায় প্রতিটি ইউনিয়নে পাখি নিধন রোধে কমিটি গঠন, পাখি শিকার রোধে এলাকায় মাইকিং, লিফলেট বিতরণ ও উঠান বৈঠকের সিদ্ধান্ত নেওয়া হয়। সেই সাথে শিকারীদের চিহ্নিত করতে ছাত্র ছাত্রীদের মধ্যে সচেতনতামূলক মতবিনিময় এবং রাস্তায় রাস্তায় বিলবোর্ড স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়।