কবির মাহমুদঃ স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর জাতীয় চার নেতার অন্যতম শহীদ এম মনসুর আলীর জন্মভূমি কাজিপুরে ৩ রা নভেম্বর জেলহত্যা দিবসের প্রথম প্রহরে মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেছেন কাজিপুর উপজেলা ছাত্রলীগ।
উপজেলার স্বাধীনতা স্কয়ারে উপজেলা ছাত্রলীগ আয়োজিত মোমবাতি প্রজ্বলন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সহ-সভাপতি ও সিরাজগঞ্জ ১ আসনের মাননীয় সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয় এসময় তিনি বলেন, “প্রজ্জলিত শিখার মতো উজ্জল জাতীয় চার নেতার আত্মত্যাগের দৃষ্টান্ত। বঙ্গবন্ধুর আদর্শে অটল থেকে তাঁরা শহীদ হয়েছেন। ছাত্রলীগের প্রতিটি নেতাকর্মীকে আদর্শ ধারণ করতে হবে, শহীদদের ত্যাগের মহিমায় উজ্জীবিত হতে হবে”।একই সাথে তিনি শহীদ এম মনসুর আলী পরিবারের সদস্য হিসেবে উপজেলা ছাত্রলীগকে মোমবাতি প্রজ্বলন অনুষ্ঠানের জন্য ধন্যবাদ জানান।
উপজেলা ছাত্রলীগ সভাপতি রাজু আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু সায়েম তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা যুবলীগ সভাপতি বিপ্লব সরকার, সাধারণ সম্পাদক আলী আসলাম, স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক আমিনুল ইসলামসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
উল্লেখ্য, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ১৯৭৫ সালের ১৫ই আগস্ট স্বপরিবারে হত্যার পর জাতির ইতিহাসে ৩রা নভেম্বর দ্বিতীয় কলঙ্কজনক অধ্যায়। মুক্তিযুদ্ধের অন্যতম বীর সেনানী ও জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, এএইচএম কামারুজ্জামান এবং এম মনসুর আলীকে এই দিনে ঢাকা কেন্দ্রীয় কারাগারের অভ্যন্তরে নির্মমভাবে হত্যা করা হয়।