নিজস্ব প্রতিবেদকঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পুলিশ কনস্টেবল নিয়োগে প্রতারক চক্রের সদস্য সেলিম রেজা ওরফে সেলিম ড্রাইভার(৪০)কে আটক করেছে পুলিশ।
আটক সেলিম ড্রাইভার উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের রামকান্তপুর দাসপাড়া গ্রামের শাজাহান আলীর ছেলে।
জানা যায় সেলিম চাকুরী দেওয়ার নামে বিভিন্ন সময় মানুষের নিকট থেকে মোটা অংকের টাকা নিয়ে প্রতরনা করে আসছে দীর্ঘদিন ধরে। কিছু দিন আগে নিয়োগ বাণিজ্য ঠেকাতে পুলিশ পরিদর্শক আইজিপি বেনজির আহমেদ নতুন পদ্ধতিতে পুলিশ কনস্টেবল নিয়োগের ব্যবস্থা করেন।সেটি বিভিন্ন রকম মিডিয়ার মাধ্যমে স্যোশাল মিডিয়ায় প্রচার প্রচারনা করা হয়েছিল।সেখানেও কিছু প্রতারক চক্রের সদস্য প্রতরনা করে।বিষয়টি পুলিশ প্রশাসনের নজরে আসে।
গোপন সংবাদের ভিত্তিতে ২৬ অক্টোবর মঙ্গলবার বিকেলে উল্লাপাড়া মডেল থানা পুলিশ ও সিরাজগঞ্জ ডিবি পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে প্রতারক সেলিমকে তার গ্রামের বাড়ি থেকে আটক করেন। এ সময় উদ্ধার করা হয় নগদ ১ লাখ ৪৫ হাজার টাকা, স্বাক্ষরিত বিভিন্ন ব্যাংকের ফাঁকা চেকের ১২টি পাতা,১৫ জনের নামে এসএসসি বা সমমানের ১৫ টি সার্টিফিকেট,৩৯ জন লোকের স্বাক্ষরিত ১০০ টাকার নন-জুডিসিয়াল ফাঁকা স্ট্যাম্প,বিভিন্ন কোম্পানির ১৯ টি মোবাইলের সিমকার্ড, ১০ জনের ১০ টি বাংলাদেশ আর্মি সৈনিক রিক্রটমেন্টের এডমিড কার্ড।
সিরাজগঞ্জ পুলিশ সুপার হাসিবুল আলম তার কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।
এ সময় পুলিশ সুপার বলেন আটকৃত প্রতারক বিভিন্ন সময় মানুষকে সেনাবাহিনী ও পুলিশে চাকুরী দেওয়ার নাম করে টাকা আত্মসাৎ করে আসছে। এমন প্রতারনার কাজ করছে একটি সংঘবদ্ধ চক্র। সিরাজগঞ্জসহ আশেপাশের জেলায় আরো ৮/৯ জন এ ধরনের প্রতারনার সাথে জড়িত আছে। তদন্ত পূর্বক তাদেরকে আইনের আওতায় আনা হবে।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মোঃ নূর আলম সিদ্দিকী,অতিরিক্ত পুলিশ সুপার (সদর)মোঃশরাফত ইসলাম, সিরাজগঞ্জসহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ,ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।