স্টাফ রিপোর্টারঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এইচটি ইমাম গার্লস স্কুল এন্ড কলেজ এর একাদশ শ্রেণির ছাত্রী মিতু খাতুন (১৭) কে অপহরণের অভিযোগে উল্লাপাড়া মডেল থানায় মামলা দায়ের করেছে ভুক্তভোগীর বাবা মহশিন আলী।
ঘটনাটি ঘটেছে উপজেলার সদর ইউনিয়নের বাখুয়া গ্রামে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৯.১০.২১ তারিখে ৭ টার সময় মিতু খাতুন প্রাইভেট পড়ার জন্য বাখূয়া অফদা মোড়ে পৌঁছালে মহিরের ছেলে কাওসার আলী (২০), সামাদের ছেলে হাসান আলি (২২), মৃত এলাহীর ছেলে শুকুর আলী (৫০), বাবুর ছেলে জিহাদ (১৯), রেজাউলের ছেলে মাসুদ (২২), সাইফুলের ছেলে রাসেল (২০), মৃত ভাদুর ছেলে সামাদ(৬০), মৃত সুবহানের ছেলে মহির (৫৫) সর্ব সাং বাখুয়াগণ জোরপূর্বক ভাবে পাজা কোলে করিয়া একে অপরের সহায়তায় মাইক্রোবাসে অসৎ উদ্দেশ্যে অপহরণ করে নিয়ে চলে যায়।
ওই সময় মিতু খাতুনের চিৎকারে জেলহকের ছেলে বাবু (৩০), মৃত এনামুলের ছেলে আমিরুল (৪০), আলতাফ হোসেন (৫৫) আগাইয়া এসে দেখেন নামিক আসামিরা মিতু খাতুনকে মাইক্রোবাসযোগে অপহরণ করে নিয়ে যাচ্ছে। তারা মাইক্রোবাসটি থামানোর চেস্টা করে ব্যার্থ হন।ঘটনার পরে ভুক্তভোগীর বাবা মহশিন আলী গন্যমান্য ব্যক্তিদের নিয়ে অভিযুক্ত কাওসারের পরিবারের কাছে মেয়েকে ফেরত চাইলে কাউছারের বাবা তার মেয়েকে ফেরত দেওয়ার আশ্বাস দেন। কিন্তু ঘটনার তিন দিন অতিবাহিত হলেও এখন পর্যন্ত ফেরত দেয়নি। মেয়েকে ফেরত চাইতে গেলে অভিযুক্ত কাওসার এবং তার পরিবারের লোকজন ভুক্তভোগীর পরিবারকে প্রাণনাশের হুমকি দেয় এবং বাড়াবাড়ি করলে তোকেও গুম করার হুমকি দেন।
ভুক্তভোগী পরিবারের অভিযোগে জানান অপহরণকারীরা এলাকার প্রভাবশালী বলে তারা আমার মেয়েকে অপহরণ করে অজ্ঞাত স্থানে আটকে রেখে নির্যাতন করতেছে। প্রশাসনের কাছে অনুরোধ দ্রুত আমার মেয়েকে উদ্ধার করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক।
এ বিষয়ে উল্লাপাড়া মডেল থানার উপ-পরিদর্শক শহীদ মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।