বাঘা (রাজশাহী) প্রতিনিধিঃ হিন্দু সম্প্রদায়ের নেতাদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি। বুধবার রাত ৮টার দিকে বাঘা উপজেলার আড়ানী ও নারায়নপুর দূর্গা পূজার মন্ডবে গিয়ে এই শুভেচ্ছা ও মতবিনিময় করেন।
এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি বলেন, পৃথিবীর অনেক দেশ ঘুরেছি। সকল দেশে কম-বেশি বিভিন্ন সম্প্রদায়ের মানুষ রয়েছে। ধর্মীয় সম্প্রীতে বাংলাদেশ পৃথিবীর ইতিহাসে দৃষ্টান্ত স্থাপন করেছে। এ কাজটি করে গেছেন জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
তিনি বলেন, ক্ষ্যাপা বাবার আশ্রম ইতিহাসের একটি অংশ। সারাদেশে যতো মন্দীর রয়েছে তার মধ্যে ক্ষ্যাপা বাবার আশ্রম দীর্ঘকাল ধরে ঐতিহ্যবহন করে চলেছে। আমরা একে অপরের ভাই-বোন হয়ে থাকতে চাই। পৃথিবীর বুকে ধর্মীয় সম্প্রীতে দৃষ্টান্ত ছড়িয়ে দিতে চাই। বর্তমান সরকার যতোদিন ক্ষমতায় থাকবে. সকল ধর্মের মানুষ এক সুতোয় আবদ্ধ থাকবে এবং একে অপরের উৎসবে শরিক হবে।
তিনি আরো বলেন, এখন থেকে দুর্বলকে শক্তি যোগাতে হবে, ক্ষুধার্তকে খাদ্য দিতে হবে, পিছিয়ে পড়া মানুষদের সহায়তা করতে হবে। এ দেশে কেউ গৃহহীন থাকবে না। বিশ্বের মধ্যে করোনা মোকাবেলায় সুনাম অর্জন করেছেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। আপনারা সবাই তাঁর জন্য দোয়া করবেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, বাঘা থানা ওসি সাজ্জাদ হোসেন, উপজেলা আথলীগের যুগ্ন সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম মন্টু, অধ্যাক্ষ নছিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ওয়াহেদ সাদিক কবির, বাঘা পৌর আথলীগের সভাপতি আব্দুল কুদ্দুস সরকার, সাধারণ সম্পাদক মামুন হোসেন, বাঘা পৌর সভার প্যানেল মেয়র শাহিনুর রহমান পিন্টু, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি সুজিত কুমার বাকু পান্ডে, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী ফাতেমা মাসুদ লতা, বাজুবাঘা ইউনিয়ন মহিলা আথলীগের সভানেত্রী নিলা জামান, উপজেলা হিন্দু বৌদ্ধ খৃষ্ট্রান ঐক্য পরিষদের সভাপতি রাম গোপাল সাহা, আড়ানী পৌর আ.লীগের সভাপতি শাহীদুজ্জামান শাহীদ, সাধারণ সম্পাদক আবদুল মতিন, আড়ানী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম, আড়ানী পৌরসভার প্যানেল মেয়র কার্তিক চন্দ্র হালদার, আড়ানী খ্যাপা বাবার আশ্রমের পূজা উদযাপন কমিটির সভাপতি হারান চন্দ্র হালদার, আড়ানী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জয় কুমার দাস, আড়ানী পৌর ছাত্রলীগের সভাপতি রিবন আহম্মেদ বাপ্পি প্রমুখ।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম উপজেলায় ৪৪টি পূজা মন্ডপে ৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেন।