শুক্রবার, ২৩ মে ২০২৫, ০২:০০ অপরাহ্ন

নপালে যাত্রীবাহী বাস খাদে পড়ে ২৮ জনের মৃত্যু ১৪ জন আহত।

রিপোটারের / ৪০৬ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ১৩ অক্টোবর, ২০২১

আন্তরজাতিক ডেস্কঃ নেপালে একটি যাত্রীবাহী বাস খাদে পরে অন্তত ২৮ জন বাস যাত্রীর মৃত্যু হয়েছে।এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো ১৫ জন। গতকাল মঙ্গলবার দেশটির কর্ণালী প্রদেশের মুগু জেলার পিনা গাউনে এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। এই সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই ২৪ জনের মৃত্যু হয়। ৪ জনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

এসময় দুর্ঘটনায় কবলিত বাসটিতে স্টাফসহ ৪২ জন যাত্রী নিয়ে যাচ্ছিল। দুর্ঘটনা স্থল থেকে গুরুতর আহত ১৪ জনকে উদ্ধার করে হেলিকপ্টার ও নিয়মিত ফ্লাইটের হাসপাতালে পাঠানো হয়েছে।

জানা যায়,দুর্ঘটনায় নিহতদের মধ্যে অধিকাংশ যাত্রা হলো শিক্ষার্থী ও অভিবাসী শ্রমিক। সবচেয়ে বড় উৎসব দশাইন উপলক্ষে তারা ভারত থেকে নেপালের উদ্দেশ্যে যাচ্ছিলেন। প্রাথমিক ভাবে বলা হচ্ছে, হঠাৎ বাসটির টায়ার বিস্ফোরণের ঘটনা ঘটে বলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। আর তাতেই এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর