কানাইঘাট(সিলেট)প্রতিনিধিঃ কানাইঘাট লক্ষীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের বড়বন্দ বাজারে গত মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে লাঠি-সোটা নিয়া একটি ওয়ার্কসপের দোকান জবর দখলের খবর পাওয়া গেছে। এঘটনায় দোকান কোটার মালিক ময়না মিয়ার ছেলে মাসুম আহমদ বাদী হয়ে রাতেই কানাইঘাট থানায় দোকান পাট জোর পূর্বক জবর দখলকারী স্থানীয় বড়বন্দ ৩য় খন্ড গ্রামের মৃত তমির আহমদের ছেলে রাসেল আহমদ ৩জনকে আসামী করে অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে বাদী মাসুম আহমদ উল্লেখ করেছেন বড়বন্দ বাজারের সরকারি খাস খতিয়ানের জায়গার উপর তার পিতা ময়না মিয়া বিগত ১৭/১৮ বছর থেকে টিনশেডের একটি দোকান করে সেখানে ওয়ার্কসপের ব্যবসা করে আসছিলেন।
বিগত ৫ বছর থেকে মাসুম আহমদ পিতার দখলীয় দোকান কোটায় ওয়ার্কসপের ব্যবসা করে আসছেন। সম্প্রতি রাসেল আহমদ গংরা তাদের দোকান কোটা থেকে বেদখল করার জন্য বিভিন্ন পায়তারা চালিয়ে আসছিল।
বিষয়টি তারা বাজারের ব্যবসায়ী ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গকে অবহিত করে রাখেন। আজ রাত সাড়ে ৮টার দিকে রাসেল আহমদ ও তার ভাতিজারা সহ আরো কয়েকজন অজ্ঞাতনামা লোকজনকে নিয়ে দেশীয় লাঠি-সোটা নিয়ে দোকানে হামলা চালিয়ে ওয়ার্কসপের দোকান কোটা জবর দখল করে সেখানে তালা মেরে দোকানের মেশিনারী মালামাল লুঠ-পাট ও দোকান কোটার ভিটার মাটি সরিয়ে ফেলে।
বাজারে শত শত লোকজনের উপস্থিতিতে দোকান পাট জবর দখল করা হলে হামলাকারীদের ভয়ে কেউ কথা বলতে সাহস পাননি বলে দোকান মালিক ময়না মিয়া জানিয়েছেন।
এঘটনায় রাসেল সহ ৩জনের নাম উল্লেখ করে আরো কয়েক জন অজ্ঞাতনামা আসামী করে ময়না মিয়ার ছেলে মাসুম আহমদ থানায় অভিযোগ দায়ের করেন।