সবুজ সরকার,বেলকুচি(সিরাজগঞ্জ)প্রতিনিধিঃ গত ৪ অক্টোবর স্থানীয় দৈনিক যুগের কথা পত্রিকায় একটি ‘ভুয়া ‘বেলকুচি ফসলি জমি দখল করে পানি প্লান্ট নির্মান, শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ করেছেন বেলকুচি পৌর মেয়র সাজ্জাদুল হক রেজা।
এক প্রতিবাদ লিপিতে তিনি বলেছেন, আমাকে জড়িয়ে যে খবর প্রকাশিত হয়েছে তা সম্পূর্ণ ভুয়া, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত। আমি এই নিউজের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।
প্রকৃত ঘটনা হচ্ছে, সরকারি জায়গায় সরকারের দেওয়া প্রোজেক্ট সরকারের টাকায় ওয়াটার প্লান্টের কাজ করা হচ্ছে, ১৯৮৩ সালে সরকার এই জায়গা গুলো একয়ার করে নিয়েছে। আর ১৬ বছর হলো পৌরসভার আওতায় রয়েছে।
বাংলাদেশ সরকার এই জায়গাগুলো পেরিফেরি করার ফলে সেগুলোর খাজনা খারিজ সহ সবই বন্ধ করে দেওয়া হয়েছে আরও অনেক আগেই।
তাছাড়া বর্তমানে যে কাজটা শুরু করা হয়েছে সেটা আজ থেকে ৪ বছর পূর্বে অনুমোদন ও জায়গা সিলেক্ট করেছে, এই কাজ শুরু করেছিল সাবেক মেয়র আর বর্তমানে আমি সেটা বাস্তবায়িত করছি। সেই জায়গা নিজের জায়গা দাবী করে অনেকে মানববন্ধন করছে প্রকৃত জায়গার মালিক তারা একজনও না।
গত ৩০ জুন ওয়াটার প্লান্টের কাজটা শুরু করেছি এবং কাজের শুভ উদ্ভোধনে স্থানীয় সংসদ সদস্য আলহাজ আব্দুল মমিন মন্ডল মহোদয়ের ভিত্তিপ্রস্তর স্থাপনের মাধ্যমে ওয়াটার প্লান্টের কাজ শুরু হয়। কিছু সার্থ লোভী মানুষ বেলকুচি পৌরসভা উন্নয়নের কাজে বাধা সৃষ্টির পায়তারা করছে। উল্লেখিত প্রতিবেদনটির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।