নলডাঙ্গায় খান বেকারীকে ১০ হাজার টাকা জরিমানান লডাঙ্গা(নাটোর)প্রতিনিধিঃ নাটোরের নলডাঙ্গায় অস্বাস্থ্যকর পরিবেশে অবৈধ পন্থায় খাদ্য তৈরি ও বিক্রি করার অপরাধে খান বেকারীর ১০ হাজার টাকা জরিমানা করেছে,বাজার তদারকি নাটোর জেলা ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর।
বৃস্পতিবার(৭ অক্টোবর) বেলা ১১ টার সময় উপজেলার নলডাঙ্গা বাজারের খান বেকারীর মালিককে এ জরিমানা করেন। এ অভিযান পরিচালনা করেন,জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শামসুল ইসলাম।
অধিদপ্তরের সহকারী পরিচালক শামসুল ইসলাম বলেন, বৃস্পতিবার ৭ অক্টোবর উপজেলার নলডাঙ্গা বাজারের খান বেকারীর কারখানায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, সংরক্ষণ ও বিক্রির অপরাধে ভোক্তা অধিকার আইনের ৪৩ ধারায় ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।