গজারিয়া(মুন্সিগঞ্জ)প্রতিনিধিঃ মুন্সিগঞ্জ জেলার গজারিয়ার হোসেন্দী ইউনিয়ন ইসমানির চর গ্রামের চাঞ্চল্যকর মিম হত্যা মামলার প্রধান আসামি সংগ্রাম মোল্লাসহ দুই আসামিকে গ্রেপ্তার করেছে গজারিয়া থানা পুলিশ।আটককৃত আসামিরা হলেন সংগ্রাম মোল্লা(২৪) ও নিঝুম(২২) ।
গজারিয়া তদন্ত কেন্দ্র কর্মকর্তা মিম হত্যা মামলার তদন্ত অফিসার মোজাম্মেল হক জানান ৫ অক্টোবর মঙ্গলবার সন্ধ্যায় ভারত সীমান্তবর্তী এলাকা থেকে অভিযান চালিয়ে মিম হত্যাকাণ্ডে জড়িত প্রধান আসামি সংগ্রামসহ অপর এক আসামি নিঝুমকে আটক করা হয়।
আটককৃত আসামিদের রিমান্ড দাবি করে জেলা কোট হাজতে পাঠানো হয়েছে।
নিহত মিম পরিবার সূত্রে জানা যায় গত ১৫ সেপ্টেম্বর বুধবার সকাল ১০ টার সময় এই নির্মম হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটেছে। হাতুড়ি পেটায় আহত মিম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নয়দিন মৃত্যুর সাথে লড়াই শেষে ২৪ সেপ্টেম্বর মৃত্যুবরণ করেন।২১ সেপ্টেম্বর গজারিয়া থানায় মামলা দায়ের করেন নিহত মিমের বাবা। গত ২৫ সেপ্টেম্বর সকালে মিম হত্যাকাণ্ডে জড়িত সন্দেহভাজন যুবক রাজিব কে আটক করে গজারিয়া থানা পুলিশ। গত ৫ অক্টোবর মঙ্গলবার মিম হত্যা মামলার প্রধান আসামি সংগ্রাম ও অপর এক আসামি নিঝুম সহ ৩ আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে গজারিয়া থানা পুলিশ।
গজারিয়া থানা অফিসার ইনচার্জ ওসি মোঃ রইছ উদ্দিন জানান আটক করা সংগ্রাম মোল্লা এবং নিঝুম তারা হত্যা মামলাসহ ডাকাতি, ছিনতাই , হত্যাসহ একাধিক মামলার আসামি। তারা ভাড়াটিয়া অপরাধী চক্রের সদস্য। তাদের গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে মিম হত্যাকাণ্ড সহ অন্যান্য অপরাধের গুরুত্বপূর্ণ তথ্য জানা গেছে। মিম হত্যাকাণ্ডে জড়িত অপর আসামিদের বিরুদ্ধে গ্রেফতার অভিযান অব্যাহত আছে।