অনলাই ডেস্কঃ মানুষ সামাজিক জীব,সমাজে প্রচলিত হয়ে আসছে আগে নারীর রূপের বিচার,পরে করেন গুণের বিচার। সুন্দর ছিপছিপে স্লিম ফিগার লম্বা এবং দুধে আলতো ফর্সা ছাড়া যেন ঠিক সুন্দরী বলা যায় না- এমনই মনোভাব তৈরি করেছে সমাজ।
পত্র পত্রিকায় পাত্র-পাত্রী বিভাগের বিজ্ঞাপনেই তা স্পষ্ট করে ফুটে তোলেন। কিন্তু সম্প্রতি এক গবেষণায় গবেষকরা বলছেন এটির উল্টো কথা। গবেষকরা তাদের গবেষনায় জানাচ্ছেন, কোনো পুরুষ জীবনে সুখী হতে চাইলে তাকে অবশ্যই মোটা মেয়ে বিয়ে করা উচিত। গবেষকগণ এর কারণ উল্লেখ করে এ ভাবে ব্যাখ্যা করেন, স্বভাবগত দিক থেকে মোটা মেয়েরা অনেকটা চুপচাপ অর্থাৎ ঠান্ডা মেজাজের হয়ে থাকেন। অন্য কারোর সাথে বন্ধুত্ব ও সম্পর্ক গড়ে তুলতেও কিছুটা সময় নিয়ে থাকেন।
স্লিম মেয়েদের তুলনায় মোটা মেয়েরা স্বামীদের অনেক অনেক গুনে ভালো রাখেন। শুধু তাই নয়, স্বামীর চাহিদা-প্রয়োজনও দ্রুত বুঝতে পারেন। যা স্লিম মেয়েরা চাহিদার পরেও পাওয়ার আশা করে।কিন্তু মোটা মেয়ের স্বামীর ইচ্ছাতেই তুষ্ট। পাত্রী চেয়ে বিজ্ঞাপন দেওয়ার আগে বিষয়টা মনে রাখবেন।