মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৬:২৪ অপরাহ্ন

ছাতক ও দোয়ারার ১৯ ইউনিয়নে নির্বাচন ১১ নভেম্বর।

রিপোটারের / ২৬২ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২১

ছাতক প্রতিনিধিঃ ইউনিয়ন পরিষদের দ্বিতীয় ধাপের নির্বাচনে ভোট গ্রহণ ১১ নভেম্বর অনুষ্ঠিত হবে। ইসি ঘোষিত তফসিল অনুযায়ী দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৭ অক্টোবর।

এছাড়া মনোনয়নপত্র বাছাই ২০ অক্টোবর, বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ২১ থেকে ২৩ অক্টোবর, আপিল নিষ্পত্তি ২৪ ও ২৫ অক্টোবর, প্রার্থিতা প্রত্যাহার ২৬ অক্টোবর, প্রতীক বরাদ্দ ২৭ অক্টোবর। ১১ নভেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। দ্বিতীয় ধাপের ৮৪৮টি ইউপির মধ্যে ২০টি ইউপিতে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ করা হবে বলেও জানিয়েছেন ইসি সচিব।

দেশের ৮৪৮টি ইউপি নির্বাচনের মধ্যে সিলেট বিভাগে ৪৫টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর মধ্যে ছাতক ও দোয়ারাবাজার উপজেলার রয়েছে ১৯টি ইউনিয়ন। ছাতকের একটি ইউনিয়নে ইলেকট্রনিক ভোটিং মেশিনের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

ছাতকের যেসব ইউনিয়নে নির্বাচন হচ্ছে এর মধ্যে রয়েছে দোলারবাজার ইউনিয়ন (ইভিএম), ছাতক সদর, কালারুকা, ছৈলা-আফজলাবাদ, খুরমা (দক্ষিণ), চরমহল্লা, গোবিন্দগঞ্জ-সৈদেরগাও, খুরমা (উত্তর),ইসলামপুর ও জাউয়াবাজার ইউনিয়ন।

একইদিনে দোয়ারাবাজার উপজেলার দোয়ারা সদর, বাংলাবাজার,নরসিংপুর, দোয়ারাবাজার, মান্নারগাও,পান্ডারগাও,দোহালিয়া,লক্ষীপুর বোগলাবাজার ও সুরমা ইউনিয়নে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর