মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৬:২১ অপরাহ্ন

নাগরপুরে প্রধানমন্ত্রীর জন্মদিনে আ’লীগের আনন্দ র‍্যালি ও দোয়া মাহফিল।

রিপোটারের / ২৯১ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর, ২০২১

আব্দুল্লাহ খিজির,স্টাফ রিপোর্টারঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ কন্যা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে টাংগাইলের নাগরপুরে আনন্দ র‍্যালি, আলোচনা সভা,কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার(২৮ সেপ্টেম্বর), নাগরপুর উপজেলা আওয়ামীলীগ এ আনন্দ র‍্যালি,আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে।

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে উপজেলা আওয়ামীলীগ দিনের শুরুতে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে।পরে এক আনন্দ র‍্যালি উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ের সামনে থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালি শেষে উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এরপর কেক কাটা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘোষণা করা হয়।

নাগরপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি জাকিরুল ইসলাম উইলিয়ামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ কুদরত আলীর সঞ্চালনায় এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি মতিয়ার রহমান মতি, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ নাজমুল হক তপন,যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক বিএমএম জহুরুল আমিন, সাবেক ভিপি আল মামুন সহ তৃনমুল নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর