আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি সিরাজগঞ্জ ইউনিট ও জার্মান রেডক্রস উদ্যোগে দুর্যোগ পূর্বাভাস কর্মশালা অনু্ষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ সেপ্টেম্বর)বেলা ১২ টার সময় জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ শামসুদ্দীন সম্মেলন কক্ষে কার্যালয়ে উক্ত কর্মশালা অনুষ্ঠানের সিরাজগঞ্জে রেডক্রিসেন্ট সোসাইটির সেক্রেটারি ও জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা,অ্যাডভোকেট কে, এম হোসেন আলী হাসান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,সিরাজগঞ্জ জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক)মোহাম্মদ মনির হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি শারমিন সুলতানা,সদর উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃআনোয়ার পারভেজ,সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হেলাল আহমেদ,রেড ক্রিসেন্ট ইউনিট উপ-পরিচালক রবিউল আলম উপ-পরিচালক রেডক্রিসেন্ট জাতীয় সদর দপ্তর ঢাকা,ও কো-অর্ডিনেটর ফরকাষ্ট বেইসড মোঃ শাজাহান, জেলা তথ্য অফিসার মোঃআবুল খায়ের,জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোঃ আব্দুর রহিম,উপ – পরিচালক ফায়ার সার্ভিস মোঃ আলমগীর হোসেন প্রমুখ।
এসময় সিরাজগঞ্জ জেলার ৫ টি উপজেলার নিবার্হী কর্মকর্তা ও পিআইও গন এই কর্মশালাতে উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি জেলা প্রশাসক বলেন, করোনা ও বন্যায় অসহায় মানুষের পাশে জেলা প্রশাসনের পাশাপাশি বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিরাজগঞ্জে ইউনিট আত্মমানবতার কাজ সব সময় করে যাচ্ছে। আমি অনুরোধ করি অসহায় ও দুস্থ গরীব মানুষের মাঝে সিরাজগঞ্জ রেড ক্রিসেন্ট সোসাইটি জেলার মানুষের জন্য রাত দিন যে ভাবে কাজ করে যাচ্ছে এর ধারাবাহিকতা অব্যাহত রাখার জন্য।