বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ০৬:৪৩ পূর্বাহ্ন

লক্ষ্মীপুরে সন্ত্রাস ও জঙ্গিবাদ কোন ধর্মের মানুষ পছন্দ করেনা।

রিপোটারের / ২৮৩ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২২ সেপ্টেম্বর, ২০২১

সোহেল সোসেন,লক্ষ্মীপুর প্রতিনিধিঃ প্রতিটি ধর্মই মানুষের কল্যাণের কথা বলে, শান্তির বার্তা শোনায়। সন্ত্রাস-জঙ্গিবাদের বিষয়টি কোন ধর্মই সমর্থন করে না। এটি মানবতা বিরোধী অপরাধ। সাম্প্রদায়িক সম্প্রীতি একটি কাঙ্খিত বিষয়, যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার এ দেশে যে কোন মূল্যে বজায় রাখতে বদ্ধ পরিকরথ।

বুধবার (২২ সেপ্টেম্বর) দুপুরে ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতা বৃদ্ধিকরণ শীর্ষক কর্মশালায় লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদরের একাংশ) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

লক্ষ্মীপুর জেলা ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের আওতায় বাস্তবায়নাধীন এ কর্মসূচির আয়োজন করা হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নূর-এ-আলমের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন ধর্ম মন্ত্রণালয়ের প্রকল্প পরিচালক আব্দুল্যাহ আল শাহিন, ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক আশিকুর রহমান।

এসময় রাজনৈতিক,সামাজিক, বিভিন্ন ধর্মের প্রতিনিধি,শিক্ষক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর