আব্দুল্লাহ খিজির,স্টাফ রিপোর্টারঃ“শেখ হাসিনার বারতা, নারী পুরুষ সমতা-ছেলের ২১ মেয়ের ১৮, এর আগে বিয়ে নয় কারোচ্ এই প্রতিপাদ্য কে সামনে নিয়ে টাঙ্গাইলের নাগরপুরে ইনভেস্টমেন্ট কম্পোনেন্ট ফর ভালনারেবল গ্রুপ ডেভলপমেন্ট (আইসিভিজিডি) ২য় পর্যায়ে প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
মহিলা বিষয়ক অধিদপ্তরের বাস্তবায়নে, বিশ্ব খাদ্য কর্মসূচী (ডব্লিউএফপি) কারিগরি ও ইকো-সোশ্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) কৌশলগত সহযোগীতায় সোমবার সকাল ১১ টায় উপজেলা সভা কক্ষে উপজেলা প্রশাসন ও মহিলা অধিদপ্তর এ কর্মশালার আয়োজন করেন।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সিফাত-ই-জাহানের সভাপতিত্বে অবহিতকরণ সভা বক্তব্য রাখেন, টাঙ্গাইল জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মেহেরুন্নেছা মনি, নাগরপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. হুমায়ুন কবির, মহিলা ভাইস চেয়ারম্যান ছামিনা বেগম শিপ্রা,
মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা বেগম, পাকুটিয়া ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. সিদ্দিকুর রহমান সিদ্দিক, চেয়ারম্যান আনোয়ার হোসেন প্রমুখ। আলোচনা শেষে ৪ জন সুবিধাভোগীর মাঝে আইসিভিজিডি কার্ড বিতরণ করা হয়।
এ সময় উপজেলার ইউনিয়ন চেয়ারম্যান ও ইউপি সচিব সহ সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন।