কবির মাহমুদ,কাজিপুর প্রতিনিধিঃ কাজিপুরের নাটুয়ারপাড়া ইউনিয়নে শিক্ষার্থীদের উদ্যেগে মাদক,সন্ত্রাস ও ইভটিজিংয়ের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
১৯ সেপ্টেম্বর(রবিবার) সকাল ১০ টার সময় উপজেলার নাটুয়ারপাড়া ইউনিয়নের আফজাল হোসেন মেমোরিয়াল কিন্ডারগার্টেন ও বিজ্ঞান স্কুল,নাটুয়ারপাড়া কে.বি বহুমুখী উচ্চ বিদ্যালয়, ঘোড়াগাছা উচ্চ বিদ্যালয়,খাষশুড়িবেড় বহুমুখী উচ্চ বিদ্যালয় ও নাটুয়ারপাড়া ডিগ্রী কলেজ থেকে ছাত্ররা স্ব স্ব উদ্যেগে মাদক-সন্ত্রাসের বিরুদ্ধে মিছিল বের করে। মিছিলটি নাটুয়ারপাড়া হাট,মগবাজার ও গুলমোড় বাজার প্রদক্ষিণ শেষে আফজাল হোসেন মেমোরিয়াল কিন্ডারগার্টেন স্কুলে এসে একত্রিত হয়।এরপর মিছিলরত শিক্ষার্থীদের আয়োজনে আফজাল হোসেন মেমোরিয়াল কিন্ডারগার্টেন স্কুল মাঠে এক মাদক-সন্ত্রাস বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন নাটুয়ারপাড়া ইউনিয়ন আ.লীগের সভাপতি আব্দুর রহিম সরকার,সাধারণ সম্পাদক বেলাল হোসেন, কাজিপুর সরকারি মনসুর আলী কলেজ ছাত্র সংসদ এর সাবেক এজিএস আব্দুর রউফ সরকার পরান,যুবলীগ সভাপতি দুলাল সরকার,সাধারণ সম্পাদক কালাম সরকার, সেচ্ছাসেবকলীগ সভাপতি সেলিম আকতার, কৃষকলীগ সাধারণ সম্পাদক নুরুল ইসলাম তারা,খাষশুড়িবেড় হাই স্কুলের প্রধান শিক্ষক এনামুল হক মাস্টার,আফজাল হোসেন মেমোরিয়াল কিন্ডারগার্টেন এর পরিচালক আয়নাল হক সহ প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা তোজাম্মেল হক মাস্টার,নাটুয়ারপাড়া ইউনিয়ন সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম মন্ডল, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি আলী আকবর,সাংগঠনিক সম্পাদক মাহবুবু আলম হাড্ডি,সহ-সম্পাদক কবির মাহমুদ,ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আশরাফুল আলম ডন, সাধারণ সম্পাদক জুয়েল রানা বাঘা সহ প্রমুখ।
এসময় বক্তারা মাদক, সন্ত্রাস ও ইভটিজিং এর বিরুদ্ধে জনসচেতনতা তৈরীর মাধ্যমে সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহবান জানায়।
উল্লেখ্য গত ১৩ ই সেপ্টেম্বর(সোমবার) নিশ্চিন্তুপুর ইউনিয়নের মিহাদুল ইসলামকে শ্রেণীকক্ষে ধুমপান করতে নিষেধ করে, আফজাল হোসেন মেমোরিয়াল কিন্ডারগার্টেন স্কুল এর ৯ম শ্রেনীর ছাত্র মেহেদি ও মিহাদ। এরই সূত্র ধরে মিহাদুল তাঁর সক্রিয় গ্যাঙ সদস্য চরগিরিশ ইউনিয়নের হবিবর রহমান মাস্টারের ছেলে মাহিম ও নাটুয়ারপাড়ার খ্যাতারমোড় গ্রামের আব্দুর রশিদের ছেলে রাকিব কে সাথে নিয়ে মেহেদী হাসান ও মিহাদকে মারধর করে।মেধাবী এই ছাত্ররা মাদক সেবনে বাঁধা দিয়ে মারপিটের স্বীকার হওয়ায়, সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এক হয়ে মাদক বিরোধী মিছিল করে।
মিছিলে অংশগ্রহন করা একাধিক ছাত্র দৈনিক আমার জমিন প্রতিনিধি কে জানান,নাটুয়ারপাড়ায় এখন নামে-বেনামে বিভিন্ন ক্লাব গঠিত হচ্ছে, যেখানে মানবিকতা শিক্ষা দেওয়ার পরিবর্তে মাদক সেবনের শিক্ষা দেওয়া হয়।এসমস্ত ক্লাবগুলোকে আইনের আওতায় আনতে পারলে মাদক সমস্যা অনেকটা নিরসন হবে।