শিরোনাম
বুধবার, ১২ মার্চ ২০২৫, ০১:৩৩ পূর্বাহ্ন

হাটিকুমরুল হাইওয়ে থানার ওসিসহ ৪ পুলিশ কর্মকর্তার স্ট্যান রিলিজ।

রিপোটারের নাম / ৩১৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২১

উল্লাপাড়া প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শাজাহান আলীসহ ৪ পুলিশ কর্মকর্তাকে স্ট্যান রিলিজ করা হয়েছে।

জানা গেছে ওই ৪ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে নিদৃষ্ট অভিযোগ অনিয়ম,দুর্নীতি,দায়িত্ব ও কর্তব্যে অবহেলার কারনে তাদেরকে স্ট্যান রিলিজ করা হয়েছে।

বিষয়টি রবিবার ১৯ সেপ্টেম্বর সন্ধার পর গণমাধ্যমকে নিশ্চিত করেন বগুড়া হাইওয়ে রিজিয়নের পুলিশ সুপার মুনশী শাহাবুদ্দিন।
এ সময় তিনি গণমাধ্যমকে জানান দায়িত্ব ও কর্তব্যে অবহেলা, অনিয়ম ও দুর্নীতির অভিযোগে তাদের বিরুদ্ধে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অভিযুক্তরা হলেন হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাজাহান আলী, উপপরিদর্শক জাহিদ হোসেন,পুলিশ কনস্টেবল আজম আলী ও রুহুল আমিন।

জানা যায় চলতি বছরের ১০ ফেব্রুয়ারীতে শাজাহান আলী সিরাজগঞ্জ উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল হাইওয়ে থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হিসাবে যোগদান করেন।গত শুক্রবার ১৭ সেপ্টেম্বর ওসিসহ ৪ জনকে নিদৃষ্ট সময়ের আগেই ক্লোজ করে পুলিশ লাইনে নেওয়া হয়।

স্ট্যান রিলিজের বিষয়টি হাইওয়ে থানা অস্বীকার করলেও বদলির বিষয় নিশ্চিত করেন টিআই রফিকুল ইসলাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ