ডেস্ক নিউজঃ চুয়াডাঙ্গার পৌর শহর থেকে পুলিশের ভুয়া সাব ইন্সপেক্টর পরিচয়দানকারী ইকরাম হোসেন (সবুজ মিয়া) (৪৫) নামের এক প্রতারক চক্রের সদস্যকে আটক করেছে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ।শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাত ২টার সময় তাকে আটক করা হয়।
আটকৃত সবুজ মিয়া ফরিদপুর জেলার সালথা গ্রামের মৃত বাচ্চু সর্দারের ছেলে।
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ(ওসি)আবু জিহাদ ফকরুল আলম খান এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,শুক্রবার পৌর শহরে ঢাকাগামী রয়েল পরিবহনের বাসের ড্রাইভার জালালের কাছে পুলিশের সাব ইন্সপেক্টর পরিচয় দিয়ে প্রতারণা করেন সবুজ।
গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার উপ-পরিদর্শক হাদিউজ্জামান সঙ্গীয়ও ফোর্স নিয়ে আটক করা হয় ভুয়া সাব ইন্সপেক্টর পরিচয়দানকারী সবুজ মিয়াকে।
পরে তাকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদে জানা যায় তিনি পুলিশ কোন সদস্য নন। গত ১১ সেপ্টেম্ব আটক সবুজ মিয়ার বিরুদ্ধে আশুলিয়া থানায় একটি প্রতারনার মামলা হয়। ওই মামলায় তিনি পলাতক ছিলেন।
এছাড়াও তার বিরুদ্ধে বিভিন্ন থানায় আরো ৪টি ফৌজদারি মামলা রয়েছে। আটকের পর প্রতারক সবুজ মিয়াকে আশুলিয়া থানার মামলায় আশুলিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
সূত্রঃ বাংলা নিউজ ২৪