সোহেল হোসেন,লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুরে রামগতি উপজেলায় পরিবেশক বিটুল চন্দ্র সাহা নিয়ম বহির্ভূতভাবে ২০ টন ৪’শ বস্তা সার দোকানে মজুত রাখার অপরাধে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল মোমিন এর ভ্রাম্যমাণ আদালত তাকে উল্লেখিত পরিমান টাকা জরিমানা করেন। এ সময় ওই পরিবেশক বিটুলকে কারণ দর্শানোর নোটিশ করা হয়। বিটুল উপজেলার রামগতি বাজারের একজন ক্ষুদ্র সার পরিবেশক।
উপজেলা কৃষি অফিস ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার সকালে ৪’শ বস্তা রাসায়নিক সার ভর্তি ট্রাক পরিবেশক বিটুলের দোকানের সামনে আসে। পরে ট্রাক থেকে ১’শ ৩০ বস্তা সার দোকানে রাখলে পরিবেশকের দোকানে একসঙ্গে ৪’শ বস্তা সার মজুত করা নিয়ে স্থানীয়দের মাঝে সন্দেহের সৃষ্টি হয়।পরে স্থানীয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল মোমিনকে বিষয়টি লিখিত ভাবে অবিহিত করে।
বিষয়টি তদন্তের জন্য কৃষি সম্প্রসারণ কর্মকর্তাকে নির্দেশ প্রদান করেন। ঘটনাস্থলে গিয়ে সরজমিনে তদন্ত করে অভিযোগের সত্যতা পাওয়া যায় মর্মে নির্বাহী কর্মকর্তা বরাবর প্রতিবেদন দাখিল করেন তিনি। এমনকি পরিবেশক বিটুলের আনা ট্রাকভর্তি ৪’শ বস্তা রাসায়নিক সারের সঠিক কাগজপত্র পর্যন্ত দেখাতে পারেনি। উপজেলা নির্বাহী অফিসার ওই পরিবেশককে উপজেলা পরিষদে ডেকে নিয়ে ট্রাকের বাকি সার দোকানে নামানোর নির্দেশ প্রদান করেন।
জানা যায়,বিটুল উপজেলার চরগাজী ইউনিয়নের ক্ষুদ্র রাসায়নিক সার পরিবেশক। ওই ইউনিয়নের প্রধান পরিবেশক ছিলেন লক্ষ্মীপুর পৌরসভার বাসিন্দা আহাদুর রহমান। গত ৭ মাস আগে আহাদুর রহমান মারা যান। প্রধান পরিবেশক হলেও তার কোন গুদাম ছিল না চরগাজী ইউনিয়নে। এতে ক্ষুদ্র পরিবেশক বিটুলকে প্রতিনিধি করে সারগুলো তার দোকানে মজুত করা হতো।
পরিবেশক বিটুল চন্দ্র সাহা বলেন, আমি আহাদুর রহমানের প্রতিনিধি। আমার দোকানে সার ছিল না। এখন সারের মৌসুম। এজন্য আহাদুর রহমানের ভাই ইয়াসিন রহমান মাসুদ চাঁদপুর থেকে সার উঠিয়ে আমার দোকানের জন্য পাঠিয়েছেন।
উপজেলা সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ হযরত আলী বলেন, আমি যাওয়ার আগেই ট্রাক থেকে ১৩০ বস্তা সার নামানো হয়েছে। বাকি ২৭০ বস্তা সার নামাতে নিষেধ করা হয়েছে।
রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল মোমিন বলেন, নিয়ম বহির্ভূতভাবে সার আনায় পরিবেশক বিটুলকে জরিমানা করা হয়েছে। এ ঘটনায় তাকে নোটিশ করা হয়েছে।