আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জ প্রতিনিধিঃ “সাক্ষরতা অর্জনকরি,ডিজিটাল বিশ্বগড়ি”-এই প্রতিপাদ্য নিয়ে সারাদেশের ন্যায় সিরাজগঞ্জ জেলা প্রশাসন ও উপনানুষ্ঠানিক ব্যুরো আয়োজনে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শারমিন সুলতানার সভাপতিত্বে আর্ন্তজাতিক সাক্ষরতা দিবস পালন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জানাযায় যে,১৯৬৫ সালের ১৭ নভেম্বর ইউনেস্কো ৮ সেপ্টেম্বরকে আন্তজার্তিক সাক্ষরতা দিবস হিসেবে ঘোষণা করে। ব্যক্তি,গোষ্ঠী ও সমাজের মধ্যে শিক্ষার প্রয়োজন ও তাৎপর্য তুলে ধরার লক্ষ্যে এ দিনটি করা
হয়।
বুধবার (৮ সেপ্টেম্বর) দুপুরে সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বেলুন ফেস্টুন উড়িয়ে দিবসটি শুভসূচনা করা হয়। পরে শহীদ শামসুদ্দীন সম্মেলন কক্ষে ভিডিও প্রদর্শন ও এক আলোচনা সভা অনু্ষ্ঠান করা হয়।
আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস অনু্ষ্ঠানে ও আলোচনা সভার প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন,জেলা প্রশাসক ড.ফারুক আহাম্মদ।
তিনি বলেন, সিরাজগঞ্জের একটি বৃহৎ অংশ বা জনগোষ্ঠীকে নিরক্ষর রেখে আমরা উন্নত দেশ গড়তে পারবোনা। চরাঞ্চলবেষ্টিত সিরাজগঞ্জ জেলায় শতভাগ সু-শিক্ষিত মানুষ গড়ে তােলার জন্য প্রচেষ্টা আমরা সকলেই করবো বলে জানান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর)মোঃ সরাফত ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনির হোসেন, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হেলাল আহমেদ, উপনানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো কর্মকর্তাগণ প্রমুখ।
এ সময় সিরাজগঞ্জের সরকারী-বেসকারী বিভিন্ন দফতরের কর্মকর্তাগণ এবং এনজিওর কর্মকর্তাগণ প্রিন্ট ও ইলেকটনিক মিডিয়ার সাংবাদিকদের একাংশ উপস্থিত ছিলেন।