সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক এবং সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ও ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল কায়েস জামিনে মুক্তি পেয়েছেন।
২৯ জানুয়ারি শুক্রবার সকাল ৯.৩০ মিনিটের দিকে সিরাজগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান। এসময় দলের নেতা কর্মিরা ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেয়। প্রসঙ্গত, গত ২৭ নভেম্বর নাশকতার ১৭ মামলায় রাজধানীর মোহাম্মদপুরের একটি বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
আব্দুল্লাহ আল কায়েস সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ঝাঐল ইউনিয়নের কোনাবাড়ি গ্রামের সাচ্চু মোহরীর ছেলে।
এবিষয়ে সিরাজগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ও কামারখন্দ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শ্রী শম্ভুনাথ বলেন, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় আব্দুল্লাহ আল কায়েস দু’মাস কারাবরণ শেষ আজ (শুক্রবার) আইনি প্রক্রিয়ায় মাধ্যমে তাকে মুক্ত করা হয়।